নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজওয়ান

রোদ বৃষ্টি কাব্য

মানুষ তার স্বপ্নের চেয়েও বড়_ আমি বিশ্বাস করি।

রোদ বৃষ্টি কাব্য › বিস্তারিত পোস্টঃ

বহমান

০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৪

হাঁটতে হাঁটতে একসাথে হাজারতম দিন আমাদের-
ওই তো সেদিন অলকানন্দার পুষ্করিণীতে
ফুল তুলতে গিয়ে আমাদের পরিচয়।
তারপর বেশ ক'বার আমাদের দেখা হয়ে যায়
জিলেপী খেতে, বইয়ের শেল্ফে, কে'সি দাশের মিষ্টির দোকানে।
"আরে, বাহ আপনি আবার এখানে।
এইতো এখান দিয়েই যাচ্ছিলাম।"
হুট করে অপরচিত ভীরের মাঝে
দুটো মানুষের পরিচিত হয়ে ওঠার গল্প,
আহ্লাদের যত্ন, অনুশাসন তারপর ভালোবাসা।
এরপর আমাদের অযুততম দিনে পাল্টে যাবে পৃথিবীর নিয়ম,
প্রেম বলতে যা অবশিষ্ট থাকবে-
তার কিছু অংশে আমি তোমায় তুমি বলে ডাকবো
আর তুমি সন্ধ্যের অনেক আগেই আমার বুকে মুখ লুকোবে।
তারপর হঠাৎ হঠাৎ আমাদের দেখা হয়ে যাবে
অলকানন্দার পুষ্করিণীতে, জ্যোছনার মাঝরাতে।
আমাদের মাঝে বেচে থাকা অবশিষ্ট ভালোবাসাটুকু হবে
এক নতুন পৃথিবীর উপক্রমণিকা।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫২

বিজন রয় বলেছেন: সুন্দর, তবে কয়েকটি বানান ঠিক করে দিন।

০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫৭

রোদ বৃষ্টি কাব্য বলেছেন: আন্তরিকতার জন্য ধন্যবাদ।

২| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১:২৯

নূর-ই-হাফসা বলেছেন: কবিতা সুন্দর হয়েছে । ভালো লাগলো

০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১:৩৫

রোদ বৃষ্টি কাব্য বলেছেন: ধন্যবাদ।

৩| ০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩০

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৩

রোদ বৃষ্টি কাব্য বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.