নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজওয়ান

রোদ বৃষ্টি কাব্য

মানুষ তার স্বপ্নের চেয়েও বড়_ আমি বিশ্বাস করি।

রোদ বৃষ্টি কাব্য › বিস্তারিত পোস্টঃ

এর সাথে প্রেমিকার সম্পর্ক নেই

০৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৮

কোন একদিন বৃষ্টি ছিলো আকাশে, চোখের পাতায়, ঠোঁটে,
কেউ দেখেছিলো; কেউ বলেছিলো এরই নাম বৃষ্টি।
কেউ বা ভূল করে মায়ের কথা ভূলে যায়, দৌড়-ঝাপ-পুকুর
কিছু শব্দে পুরো পৃথিবীটাকে বলে নেয়া যায়,
কারো প্রেমিকার বয়েস এখনো অপেক্ষায়,
কেউ বুঝতে শিখেছে কিছু উৎপাদক এর আড়ালে লুকিয়ে থাকে প্রেম,
কেউ বা হেমলক সোসাইটির সদ্য সদস্যপ্রাপ্ত মৃত্যু পথযাত্রী-
এর সাথে প্রেমিকার সম্পর্ক নেই।
একটু একটু তখনও বৃষ্টি পড়ে যাচ্ছিলো কারো ঠোঁটে, কারো জানালার গ্লাসে-
এ দুয়ের মাঝে পার্থক্য প্রেমিকা বিষয়ক নয়,
কারো কারো কাছে প্রেম মানে শুধুই বৃষ্টি-
প্রেমিকার চুল বেয়ে টপটপ পড়ে যাওয়া বাইশে শ্রাবনের বৃষ্টি-
বিশেষ দ্রষ্টব্য: এর সাথে প্রেমিকার সম্পর্ক নেই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.