![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসা আসলে ঐশ্বরিক এটা এখন আর
মনের ব্যাপার নয়, কিছু খারাপ মানুষ কে কেন্দ্র
করে ভালোবাসা লুকোচুরি খেলে আর ভাল
মানুষের ভালোবাসা চোখের জলে জলাঞ্জলি যায়।
এর পেছনে আমার ভাবনাটা আসলে আমরা সবাই
বুঝে না বুঝে সত্যিকারের ভালবাসা না খুজে মোহের
পিছনে ছুটি। ছেলেরা সুন্দর চেহেরার পেছনে আর
মেয়েরা স্মার্টনেসের বা সুপ্রথিষ্ঠিত ছেলের পেছনে
ভালোবাসা কি আসলে তাই? আর যখন এই মোহ
কেটে যায় তখন প্রয়োজন ফুরিয়ে যায় ভালবাসার।
একটা জিনিস ভাবুন একটা সুন্দরী মেয়ের জন্য আপনি
যেমন পাগল এমন তো আরো পাগল থাকতে পারে
আপনি যেমন আপনার বেস্ট অপশন বেছে নিছেন সেও
চাইবে তার টা। অন্যদিকে একটা মেয়ে চায় সুপ্রতিষ্ঠিত
রাজকুমার, ভাবুন রাজকুমারদের আপনার মতো
রাজকুমারির অভাব পড়ে না। সারমর্ম হচ্ছে মোহ বাদ
দিয়ে সত্যিকারের ভালোবাসা খুজুন অন্তরের নয়ন
মেলে দেখবেন আপনার আসে পাসে হয়তো আছে
আপনার ভালবাসার মানুষ।
©somewhere in net ltd.