| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রুহুল গনি জ্যোতি
আকাশ থেকে লাফিয়ে পড়ে আগুণের লেলিহান শিখা
জীবন্ত নরক যেন ভেঙে পড়ে মানুষের মাথার ওপর
যন্ত্রনায় বুকফাটা আর্তনাদে খোদার আরশ কাঁপে
বাতাস ভারি হতে হতে জগদ্দল পাথর হয়ে যায়
নিরীহ মানুষগুলো কয়লা হয় চোখের নিমিষে।
আহারে সাজানো বাগান, স্বপ্নীল চোখগুলো
নিষ্পাপ নারী শিশু তরুন বৃদ্ধ সব পুড়ে ছাই
কেবলই লাশের মিছিল বড় হতে থাকে
সে যন্ত্রনা ক্রমশ সংক্রমিত হয়
কোটি মানুষের বুকের ভেতর
কোটি কোটি মানুষ তার সাক্ষী হয়ে থাকে
কেউ না, তবু তো কেউ- নেপথ্যে কলকাঠি নাড়ে
মানুষকে বোকা ভাবে তারা।
২|
১৩ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১২
রুহুল গনি জ্যোতি বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ প্রামানিক ভাই।
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৫ রাত ১২:২৯
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ জ্যোতি ভাই।