![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইচ্ছে করে
রুহুল গনি জ্যোত
মাঝে মাঝে ঈশ্বরের মত একা হতে ইচ্ছে করে
ধূ ধূ প্রান্তরে একা-কোথাও কাউকে চায় না মন
না ইচ্ছে না অনিচ্ছে, না প্রেম না অপ্রেম
না ঘর না বা’র, না মিলন না বিরহ
না অবস্থান না গন্তব্য, না চলা না ফেরা
না দুঃখ না সুখ, কিছুই চাই না আমার।
ইচ্ছে হলে সারারাত ভিজবো বৃষ্টিতে
ঝড়ো হাওয়ায় স্বপ্নের ফানুস ওড়াবো
জবজবে জলে হাঁটবো অবিরাম থপ থপ
চারপাশে ছিটাবো জল আনন্দ বিলাসে
ইচ্ছে হয়েছে তাই ঝকঝকে রোদে
নিজেকে শুকোতে শুকোতে হাওয়া করে দেব
হিমেল বাতাস হয়ে শীষ দিয়ে বয়ে যাব একা
আষাঢ়, শ্রাবন, ভাদর যেখানে যখন ইচ্ছে যাব
নাচবো গাইবো হাসবো খেলবো যখন-যেমন ইচ্ছে
আমার ভুবনে হবো আমি-ই একা-, একেশ্বর
অথবা ক্ষমতাহীন কেবলই কৃচ্ছ্র কঠোর সাধনায়
তুখোর স্বপ্নবাজ বেহিসেবী, কল্পনা বিলাসী-
যখন যা চাইবে মন- যখন যেমন ইচ্ছে আমি হব তাই
হব ঈশ্বরের মত একাকী; চেতনায় স্বয়ম্ভু।
২| ০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১২:১৯
প্রামানিক বলেছেন: [email protected]
জ্যোতি ভাই, আপনার নাম সংশোধনের জন্য উপরের ঠিকানায় একটি ই-মেইল পাঠান ওরা নাম ঠিক করে দেবে। আমার নামের ভুল বানান ঠিক করে দিয়েছে।
৩| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫৮
রুহুল গনি জ্যোতি বলেছেন: ok, thanks pramanik bhai.
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০৭
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ জ্যোতি ভাই।