নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দু’একটা শব্দ খুঁজি/ দু’একটা কথার মালা/ মনের গভীরে যেন কোথায় বাজে সুর/ সে কোন বিষন্ন দুপুর /একলা পথ চেয়ে থাকে/ ধরা দেয়- ধরা সে দেয় না আবার -/ কেবলই আঁধারে লুকায়/ কেবলই মিলিয়ে যায় / এ জীবন তারই খোঁজে কাটে, অন্তঃহীন লুকোচুরিতে।

রুহুল গনি জ্যোতি

রুহুল গনি জ্যোতি

রুহুল গনি জ্যোতি › বিস্তারিত পোস্টঃ

এক মুঠো রোদ্দুর

১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪০


এক মুঠো রোদ্দুর আমার উঠোনে এসে
চুপচাপ কখন যে মন ছুঁয়ে যায়
একগাল হেসে দিয়ে এই ফাঁকে মেঘগুলো
পলকে কোথায় হারায়-
আকাশটা নীলে নীলে পড়লো ঢাকা
জানি, তুমি ছাড়া এ জীবনে সবই তো ফাঁকা
বৃষ্টিরা ছুটি নিয়ে গিয়েছে বাড়ি
দুখের সঙ্গে আজ হোক না আড়ি
মন শুধু বারে বারে তোমাকে যে চায়।

জানি না, এ গান তুমি শুনছো কিনা-
এ মনে শুধুই বাজে তোমারই বীণা
হৃদয়ের স্পন্দনে রয়েছো তুমি
স্বপ্ন জড়ানো চোখে সেও তো তুমি
তোমার ছোঁয়ায় মন রঙে ভেসে যায়
এ কোন দিন যে এল উদাসী হাওয়ায়
বারে বারে মনটা যে তোমাতে হারায়
আমার এ কী যে হলো ঘরে থাকা দায়।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

গেম চেঞ্জার বলেছেন: বাহঃ দারুণ!! বালামের ঐ গানটার কথা মনে পড়ে গেল।

১৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

রুহুল গনি জ্যোতি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে গেম চেঞ্জার ।

২| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫১

বিজন রয় বলেছেন: অনেক সুন্দর কল্পনার কবিতা।

১৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

রুহুল গনি জ্যোতি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে বিজন রয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.