নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি পছন্দ করি

এস এম রিয়াদ হোসেন

এস এম রিয়াদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

অধরা ভালবাসা

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১১



অনীল আজ মস্তবড় একটা কোম্পানির এমডি, অথচ দুবছর আগেও কেমন ছিল এই অনীলের জীবন, থাকার মতো তেমন কিছুই ছিলনা, আজ অনীলের বাড়ি আছে,গাড়ি আছে, সবই আছে. কি করে বদলে গেল অনীলের জীবন? "রোদেলা" যার সাথে অনীলের ৫ বছরের রিলেশনশিপ হয়তো এই রোদেলাই বদলে দিয়েছে অনীলের চিন্তাচেতনা, অনীলের সম্পুর্ন জীবনটাকে., খুব ভালই চলছিল ওদের সম্পুর্ন.রোদেলা সবসময় বলতো, "অনীল তোমাকে অনেক বড় হতে হবে, জীবনে ভাল কিছু করতে হবে" অনীল বিরক্ত হতো,একদম গুরুত্বই দিতনা,
অনীল বলতো, " দেখো রোদেলা সামনে যা হবার হবেই আনে,সারাদিন তোমার এই এক কথা আমার আর ভাল লাগেনা""রোদেলার খুব অভিমান হলো. একদিন রোদেলা অনীলকে সকাল সকাল ডাকলো, রোদেলা অনীলকে বললো, অনীল আমার বিয়ে ঠিক হইছে ছেলে ইঞ্জিনিয়ার. অনীলঃ "চলো রোদেলা বিয়ে করে ফেলি" রোদেলাঃবিয়ে?, তোমাকে?কি আছে তোমার?" আমাকে কোথায় রাখবে? কি খাওযাবে? শোনো অনীল "শুধু ভালবাসা দিয়েই জীবন চলেনা" যদি পারো তো কিছু করে দেখাও.ভালো থেকো.এই বলে রোদেলা চলেগেলো.অনীল পুরোই স্তব্ধ কিছু বলার মতো সাহস আর হলোনা. বাসার ফিরে অনীল অনেক ভাবলো. অনীলের মনও অনীলকে বলছে "অনীল রোদেলা তো ভুল কিছু বলেনি" জীবনে ভাল কিছু করো" অনীল রোদেলাকে একটা এস এম এস করলো"রোদেলা" "তোমার কথাগুলো সবসময় মনে থাকবে আমার " জীবনে যদি ভাল কিছু করতে পারি তবেই তোমার সামনে এসে দাড়াবো" এই অনীলই হচ্ছে আজকের সেই অনীল" অনীলের সাথে রোদেলার কোন যোগাযোগ ছিলনা এই দুবছর" অনীল প্রতিদিনের মতো অফিসে গেল, টেবিলের ওপর একটা ফুলের তোড়া ছিল, অনীল হাতে নিল তোড়াটা, তার মধ্যে ছোট একটা কাগজ,তাতে লেখা ছিল "Congratulations " "অনীল, আমি জানতাম তুমি পারবে" আমি তোমার সাথে একটা বার দেখা করতে চাই প্লিজ আজ বিকেল পাঁচটার রোজ গার্ডেনে এসো,প্লিজ " ইতি রোদেলা" অফিস শেষ করে অনীল গেল রোদেলার সাথে দেখা করতে"রোদেলা অন্যদিক ঘুরে দাড়িয়ে ছিল, অনীল পেছন থেকে ডাক দিলো, "রোদেলা কেমন আছো? দেখ আজ আমি তোমার সেই অনীল তোমার বলা কথাগুলো আজ আমায় কোথায় এনে দাড় করিয়েছে"তোমায় অনেক ভালবাসি,আমার আজকের এই অর্জন তাতো তোমার জন্যই সম্ভব হয়েছে, "থেংক্স রোদেলা ম্যানি ম্যানি থেংক্স" রোদেলার চোখে পানি. রোদেলো বললো, "আমি সবসময় চাইছি আমার অনীল ভাল কিছু করুক, সমাজে মাথা উচু করে চলুক, অনীল আমি বিয়ে করিনি, তোমায় অনেক ভালবাসি তাই ছোট্ট এই বিয়ের নাটকটা করতে হয়েছিল.তুমি সেদিন আমার কথায় যতটা কষ্ট পেয়েছো,আমি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি তোমায় কষ্ট দিয়ে. তোমাকে ছাড়া এ দুটা বছর,দু যুগের মতো মনে হয়েছে, দু বছর তোমার থেকে দুরে ছিলাম সারজীবন তোমায় কাছে পাবো এই আশায়, আমি তোমায় ঠিকই খোজ নিয়েছি এতদিন, শুধু তুমিই জানতেনা,,,অনীল আবারো স্তব্ধ, শুধু নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে ছিল রোদেলার দিকে,,,,,

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: শুভ ব্লগিং

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৯

এস এম রিয়াদ হোসেন বলেছেন: ধন্যবাদ

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩০

এস এম রিয়াদ হোসেন বলেছেন: ধন্যবাদ স্যার।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৬

মোঃ কাওছার ইসলাম বলেছেন: শুভ ব্লগিং

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০৬

এস এম রিয়াদ হোসেন বলেছেন: ধন্যবাদ

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৩

শোভন কুমার বর্ধন বলেছেন: পোষ্ট ভালো লেগেছে ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৫

এস এম রিয়াদ হোসেন বলেছেন: ধন্যবাদ।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৯

রাশিদা রাজাপুর বলেছেন: ছবি সুন্দর হয়েছে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৫

এস এম রিয়াদ হোসেন বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৩

টুনটুনি০৪ বলেছেন: আপনার লেখা ভালো লাগল। আপনার জন্য শুভ কামনা রইল।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৭

এস এম রিয়াদ হোসেন বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৮

মো সজীব হাসান খাঁন বলেছেন: নতুন হিসেবে অনেক ভাল লিখেছেন যাই হোক ভাল লাগল।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৮

এস এম রিয়াদ হোসেন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.