নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি পছন্দ করি

এস এম রিয়াদ হোসেন

এস এম রিয়াদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

★ভেবোনা তুমি★

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৩



ভেবোনা তুমি, ভূলে গেছি
তোমায়,,
ভেবোনা তুমি, ভূলে যাবো
তোমায়,, ভেবোনা তুমি
পাল্টে গেছি আমি,
ভেবোনা তুমি
পাল্টে যাবো আমি.
হ্যাঁ আমিতো ভূলে গেছি
!আমিতো ভূলে গেছি আমার
নিজেকেই, কিন্তু
কোনদিনও নয়
আমার চিরচেনা
সেই তোমাকে.
তুমিকি জানো তোমায় কতটা
ভালবাসি?তুমিকি বোঝো
তোমার কতটা অনুভব করি?তুমিকি
জানো হারিয়ে যাওয়া
স্বপ্নগুলো আমি আবার কুড়িয়ে
এনেছি, সাজিয়েছি নতুনকরে,
নতুনকোনো রুপে,এলোমেলো
দখিনা বাতাস আজ কানে
কানে বলে যায়,আর সেই পথেই
শুনেছি তোমার প্রতিধ্বনি তারই
মাঝে হয়তো পাবো তোমায়.দূর
আকাশে তাকিয়ে দেখো
মেঘগুলো কেমন ভেসে চলেছে,
আমিতো তোমার খুজে ফিরি
সেই মেঘের মতো করেই,মনটা আজ
যে খুবই উদাস তাইতো ভাবছি
হারিয়ে যাবো তোমার নিয়ে
কোনো এক দূর দেশে, কখনো
ভাবিনি তোমায় নিয়ে এতটা
ভাববো,কখন তো ভাবিনি
তোমার সুরে এভাবে সুর
মেলাবো,তোমায় নিয়েই
আমার ঘুমভাঙা,
তোমায় নিয়েই আমার
স্বপ্নডাঙা,
তুমিকি বুঝেছো কতটা তোমার
বিশালতা? তুমিকি এভাবে
ভাবো আমায় নিয়ে, যতটা
ভাবি আমি তোমায় নিয়ে
তুমিকি আমায় মিস করো?
যতোটা আমি তোমায় করি,,
আমার সূর একদিনতো স্মৃতি হয়ে
যাবে আর সেদিন আমার
প্রতিটা কথাই তোমার চোখ
থেকে একএক ফোটা জ্বল
ঝরাবে,,জানো আমিনা তাতেই
বড্ড খুশি,
ভুলোনা আমায় কখনো,,
বড্ড ভালবাসি তোমায়
এখোনো,,,

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৩

মো: ওসমান গনি তালুকদার বলেছেন: কবিতা সুন্দর হয়েছ ।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: নদীর মতো কবিতা।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৫

সাহিদা সুলতানা শাহী বলেছেন: আবেগপূর্ণ ভালোবাসার কবিতা। পড়ে ভাল লাগল।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: আপনাকে ব্লগে স্বাগতম!!:)


মনের আনন্দে লিখতে থাকুন !আশারাখি ভালো করতে পারবেন!:)

হ্যাপি ব্লগিং!:)

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১২

ওমেরা বলেছেন: খুব সুন্দর কবিতা । ধন্যবাদ ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.