![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পরিণত হচ্ছে এক একটা অস্ত্রাগারদে।পাত্রলীগ,বুড়া দল,ছাগু শিবিরে ভরে যাচ্চে এক একটা বিশ্ববিদ্যালয় হল।বড় অদ্ভুত এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা।বঙ্গবীর কাদের সিদ্দীকির মতো মুক্তিযোদ্ধারা ধর্মান্তরিত হয়ে পরিণত হচ্ছে রাজাকারে।রাজাকাররা নিজেদের পরিবর্ধিত করছেন নতুন কলেবরে।রাষ্ট্রীয় সন্ত্রাস বাহিনী পুলিশ কর্তৃক বারবার ধর্ষিত হচ্ছে গনতন্ত্র।আমাদের লুলায়িত প্রজন্ম হাজার বছরের ঐতিহ্য আর সংস্কৃতি চুলোয় পুড়ে মেতে উঠেছে পশ্চিমা আগ্রাসনে।এক একটা রাজনৈতিক দল মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর মতো লুটে পুটে খাচ্ছে দেশের মানুষগুলো।সত্যিই তুমি ভালো নেই প্রিয় বাংলাদেশ।তোমার শরীর জুড়ে এখন শকুনেরা দানা বেধেঁছে।
০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
রিয়াদ আরিফ বলেছেন: তবু বাঁচতে বড় ভয় হয়। ধন্যবাদ ।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
নেক্সাস বলেছেন: বঙ্গবীর কাদের সিদ্দীকির মতো মুক্তিযোদ্ধারা ধর্মান্তরিত হয়ে পরিণত হচ্ছে রাজাকারে।
একজন মুক্তিযোদ্ধা সম্পর্কে এমন মন্তব্যের নিন্দা জানায়।
আপনাদের দেশ প্রেম শুধু ঐ দুকথা লিখে ভা্চুয়াল গন্ডি পর্যন্ত।
কিন্তু উনাদের দেশ প্রেম ছিল জীবন বাজে রেখে সন্মুখ সমরে।
কেউ আওয়ামিলীগের সন্ত্রাস ও দূর্নীতির সমালোচনা করলে সে রাজাকার হয়ে যায় এই থিউরি নিয়ে দেশ প্রেমের বুলি কপচানো যায় আসল দেশ প্রেম হয়না।
০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
রিয়াদ আরিফ বলেছেন: এখানে কাদের সিদ্দিকির আওয়ামি সমালোচনার জন্য তাকে নব্য রাজাকার বলা হয় নি। তার সাম্প্রতিক কর্মকাণ্ড লক্ষ রাখার অনুরধ করা যাচ্ছে। ধন্যবাদ ।
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
স্নিগ্ধআকাশ বলেছেন: আমার মনে হয় দেশ মোটেই ভাল নেই কেননা যে কথা গুলো উপরে বলা হয়েছে তার সবই সত্যি আর শুধু সত্যিই নয় বরং চরম বাস্তব।
০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
রিয়াদ আরিফ বলেছেন: ধন্যবাদ । চলুন দেশটা গড়ি ।আপনি ,আমি সব্বাই ।
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
মরু বালক বলেছেন: .
.
.
.
দেশ যে দিকেই যাক, তাতে আপনার কি ???
..
আর যাদের কথা লিখলেন সেই
দেশপ্রেমিকরা আইজকা কিন্তু আপ্নেরে রাজাকার বানাইয়া ছাড়বো.... কইলাম !
০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
রিয়াদ আরিফ বলেছেন: হা হা ভাই ।আমারে তো বুঝি মরু ভূমিতে পাঠাইব ।
৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২
স্বপবাজ বলেছেন: নেক্সাস বলেছেন:একজন মুক্তিযোদ্ধা সম্পর্কে এমন মন্তব্যের নিন্দা জানায়।
আপনাদের দেশ প্রেম শুধু ঐ দুকথা লিখে ভা্চুয়াল গন্ডি পর্যন্ত।
কিন্তু উনাদের দেশ প্রেম ছিল জীবন বাজে রেখে সন্মুখ সমরে।
কেউ আওয়ামিলীগের সন্ত্রাস ও দূর্নীতির সমালোচনা করলে সে রাজাকার হয়ে যায় এই থিউরি নিয়ে দেশ প্রেমের বুলি কপচানো যায় আসল দেশ প্রেম হয়না।
সহমত।
সে কিছু সত্য কথা বলায় রাজাকার হইয়া গেল।আর যারা দেশ টারে লুটেপুটে খাচ্ছে তারা মুক্তিযোদ্ধা?????। আপনার সব কথাই ভাল লাগতেসিল,বঙ্গবীররে নিয়া করা একটা আবাল মন্তব্য মিজাজ খারাপ কইরা দিল।তাই আপনার জন্য রইল একপাটি ছিড়া জুতা।
০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
রিয়াদ আরিফ বলেছেন: জুতাই যখন দিবেন তখন জুতসই এক পাটি দিলে হয় না ভাই!!
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
নন্দনপুরী বলেছেন:
মরার আগেই ভুত হয়ে গেছ ..........
এত হতাসার কিছু নাই
আগের যেকোন সময়ের চেয়ে বর্তমান দেশের অবস্হা অনেক ভালো..
ভবিষ্যতে আরও ভালো হবে ...........ইনসাআল্লাহ।