![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১। একাত্তরে হয় নি সাজা,
মুক্তিযুদ্ধের হয় নি শেষ,
গর্জে ওঠো বীর বাঙালি,
গর্জে ওঠো বাংলাদেশ।
২। তোমার আমার ঠিকানা,
শাহাবাগের মোহনা।
৩।ক- তে কাদের মোল্লা
তুই রাজাকার তুই রাজাকার।
স -তে সাইদী
তুই রাজাকার তুই রাজাকার,
ন -তে নিজামী
তুই রাজাকার তুই রাজাকার,
গ -তে গোলাম আজম
তুই রাজাকার রাজাকার।
৪। ফাঁসি ,ফাঁসি, ফাঁসি চাই
কাদের মোল্লার ফাঁসি চাই।
৫। একাত্তরের হাতিয়ার
গর্জে ওঠো আর একবার।
৬।সকাল ,বিকাল শিবির ধর
ধইরা ধইরা নাস্তা কর।
৭।একটা কইরা জামাত ধর
ধইরা ধইরা জবাই কর।
৮। মুক্তিযুদ্ধের চেতনা
গর্জে ওঠো আরেকবার।
৯। ঘাতকের ফাঁসি চাই
ফাঁসি ছাড়া উপায় নাই।
১০। আমাদের ধমনিতে
শহিদের রক্ত।
১১। তুমি কে ,আমি কে ??
বাংগালি,বাংগালি।
১২।ফাঁসি ফাঁসি চাই
রাজাকারের ফাঁসি চাই।
১৩ শহিদের ঋণ শোধ হোক।
রাজাকারমুক্ত দেশ হোক।
শাহবাগে রাস্তা বন্ধ নয়; আমাদের স্বপ্নের হাইওয়ের
নির্মাণ কাজ চলিতেছে; সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।"
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৪
রিয়াদ আরিফ বলেছেন: জামাতের মিথ্যাবাদী মুনাফেকদের আমরা প্রতিহত করবো ।
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১১
সামির হোসাইন বলেছেন:
জামাতের মিথ্যাবাদী মুনাফেকদের কাজ দেখুন। এরা কত বড় ছোটলোক আর নিচু মনের অধিকারী হলে পরে এই কাজ করতে পারে একবার চিন্তা করুন।