![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
''ছোটবেলায় বড়দের হাত ধরে মসজিদে গিয়েছি।শুনেছি সেখানে নাকি সত্য ,সুন্দর আর ন্যায়ের কথা বলা হয়।আর মুসলমানরা নাকি সত্য,সুন্দর আর ন্যায়ের বাহক।আর ইসলামের জন্ম নাকি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্যেই।ছোটবেলায় হুজুরদের ওয়াজ মাহফিলেও গিয়েছি।যে হুজুর অন্য ধর্মালম্বীদের যতো বেশি ন্যাংটো করতে পারতেন সে হুজুরের ততো বেশি তালি।সে হুজুরের ততো বেশি তালি।সে হুজুরের ততো বেশি উর্পাজন।বুঝতাম না এর মাঝে শান্তি ব্যাপারটা ঠিক কোথায় লুকিয়ে আছে!আবার দেখি মানুষ তাদের শ্রদ্ধাও করে।আরেকটু বড় হয়ে লক্ষ্য করি হুজুররা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রপাগন্ডা প্রচার করছে সরল মুসল্লিদের মাঝে।বুঝতে বাকি থাকলো না যে ধর্ম নিয়ে এরা এক বিরাট ব্যাবসায়িক প্রতিষ্ঠান খুলে বসেছে।
কাল চট্রগ্রামে ইসলামের নামে মসজিদ ব্যবহার করে যে শতাব্দীর ববর্রতম ঘটনা মুমিনরা ঘটালো তাতে এ কথা স্পষ্ট ইসলামের শান্তির বাণিগুলো তাদের কান দিয়ে ঢোকে নি,ঢুকেছে পশ্চতদেশ দিয়ে।এই বিশ্ব মাদার...দের যতক্ষন না পযর্ন্ত অন্ডকোষ ছিন্ন করা না হচ্ছে ততোক্ষন পযর্ন্ত মানবতা,সুশীলতা তার ধর্মের খ্যাতা পুড়ি।গুষ্টি কিলাই।
২| ১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৩
নষ্ট ছেলে বলেছেন: ''ছোটবেলায় বড়দের হাত ধরে মসজিদে গিয়েছি।শুনেছি সেখানে নাকি সত্য ,সুন্দর আর ন্যায়ের কথা বলা হয়।আর মুসলমানরা নাকি সত্য,সুন্দর আর ন্যায়ের বাহক।আর ইসলামের জন্ম নাকি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্যেই
ইসলাম নিয়ে যখন আপনার এত সন্দেহ তখন আপনি লজ্জা পাবেন কি তো গর্ববোধ করবেন?
ছোটবেলায় হুজুরদের ওয়াজ মাহফিলেও গিয়েছি।যে হুজুর অন্য ধর্মালম্বীদের যতো বেশি ন্যাংটো করতে পারতেন সে হুজুরের ততো বেশি তালি।সে হুজুরের ততো বেশি তালি।
আমার জীবনে আমি কোন মাহফিলে কাউকে তালি দিতে দেখি নাই। আপনি আসলে কোন মাহফিলে গেছেন বইলা মনে হয় না।
৩| ১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৫
শরীফ িবিড বলেছেন: "নিজেকে মুসলমান বলতে যে কারনে লজ্জা পাই আমি".
তা ভন্ডামী না করে মুসলমান নামটা পরিবর্তন করে ইহুদী, হিন্দু বা কাদীয়ানী হয়ে যান না কেন, কে আপনাকে মুসলমান হয়ে থাকতে বলেছে।
৪| ১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৬
ক্লিকবাজ বলেছেন: তোর হেডিং এর কারণে তোর মুখে একরাশ থুথু মার্লাম। তোরে মুসলমান কৈতে কি কেউ তোর হাত-পা ধর্ছে? তুই কি চু....বি? তোরে চু.....র টাইম পাব্লিকের আছে নাকি সেটা ভেবে দেখ, তোদেরতো নুনুই নাই নুনুভূতি আসবে কোথ্থেকে। নাস্তিক্যবাদ খারাপ না, তোর মত কিছু ধর্ম বিদ্ধেষী কিট-পতঙ্গের কারণেই আজকে এই পরিস্থিতি।
৫| ১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৭
সীমানা ছাড়িয়ে বলেছেন: আবাল চোদা কোনহানকার।
৬| ১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৮
সীমানা ছাড়িয়ে বলেছেন:
৭| ১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৯
শরীফ িবিড বলেছেন: ছোটবেলায় হুজুরদের ওয়াজ মাহফিলেও গিয়েছি।যে হুজুর অন্য ধর্মালম্বীদের যতো বেশি ন্যাংটো করতে পারতেন সে হুজুরের ততো বেশি তালি।সে হুজুরের ততো বেশি তালি।
আমার জীবনে আমি কোন মাহফিলে কাউকে তালি দিতে দেখি নাই। আপনি আসলে কোন মাহফিলে গেছেন বইলা মনে হয় না।
উনি বোধ হয় ইমরান হুজুরের মাহফিলে গেছেন বইলা মনে হয়, যেখানে কাজের চেয়ে তালি বেশী।
৮| ১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩০
ব্লগার রানা বলেছেন: চু.... হবে না। এত পারেন ctg গিয়ে বলেন তোদের চু....না হেহে।
শুনেন যা হইছে মে বি শিবির করছে। এতে আপনার মুসলিম হিসেবে লজ্জিত হতে হবে না। ওদের কানে শান্তির বাণী পৌছাবেনা।
৯| ১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩২
জাহাঙ্গীর জান বলেছেন: তুমি প্রথম জীবনে যেই ধর্ম দেখেছ সেটাই পকৃত ধর্ম বর্তমান উল্টে ধর্ম সামান্য কিছু সংখ্যক লোক ধর্মীয় ভুল বিশ্লেষণ করে মানুষের মাঝে ধর্ম বিদ্ধেশ ছড়িয়ে নিজেকে মহৎ ভাবে ।
১০| ১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৪
বিডি আমিনুর বলেছেন: মুখে হাত দিয়ে কি আচিপ ভাইয়ের চেন্তা করতেছেন ?
টেনশন লইয়েন না সময় হলে আপনি ও আণ্ডা পাইবেন।
১১| ১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৬
বিডি আমিনুর বলেছেন: মুখে হাত দিয়ে কি আচিপ ভাইয়ের চেন্তা করতেছেন ?
টেনশন লইয়েন না সময় হলে আপনি ও আণ্ডা পাইবেন।
১২| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৮
টুরিস্ট আশরাফুল বলেছেন: তুই আর মানুষ হইলি না !!
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৯
লিঙ্কনহুসাইন বলেছেন: এতে ইসলামের দোষ কই ? যত দোষ তোঁ ভণ্ড মাওলানাদের । এই জন্য কিছুতেই ইসলাম ধর্ম কে দোষী করা যাবেনা , বাংলাদেশে এক মাত্র জামাত শিবিরের কারণেই ইসলামের এমন বদনাম হচ্ছে ।