![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার সমগ্র শরীরটা আমার কাছে
বিরাট এক পাঠ্য,
যার প্রতিটা ভাঁজে ভাঁজে আমি করি জ্ঞান আহরন।
তোমায় প্রতিটা চুম্বনে আমি শিখি শব্দার্থ।
তোমার জটিল সব ক্রিয়া বিক্রিয়া,
শৃংগারে শৃংগারে উদ্বেল হওয়া আমায় রসায়ন শেখায়।
তোমার ঋতুবতী হওয়া,স্তনের নিত্য বৃদ্ধি
আমায় প্রকৃতি শেখায়।
তুমি আমার যৌবনের পাঠ,
তুমি আমার প্রকৃতির পাঠ।
তুমি আমার জীবনের পাঠ,আমার অস্তিত্বের পাঠ।
তুমি আমার বিরাট আকারের
একটা খোলা বই ,
যাকে আমি যতক্ষণ খুশি পড়ে নিতে পারি।
©somewhere in net ltd.