নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিডার

কিছু জানতে চাই

রিয়াদরকস

কিছু জানতে চাই

রিয়াদরকস › বিস্তারিত পোস্টঃ

লোভে পাপ পাপে মৃত্যু

১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৭





ব্লগে একেবারেই নুতন। কিভাবে শুরু করবো ঠিক বুঝে উঠতে পারছি না। তাই পুরানো একটা অতিশ্রুত গল্প দিয়েই শুরু করছি।

গল্পটা এরকম, একবার একদল বনিক বিপুল স্বর্ণমুদ্রা ও অর্থ-সম্পদ নিয়ে ব্যবসার উদ্দেশ্যে বাড়ী থেকে রওয়ানা হয়। পথিমধ্যে তিন জন ডাকাতের খপ্পরে পড়ে নিজেদের সর্বস্ব হারিয়ে রিক্ত হস্তে বাড়ী ফেরে ।ডাকাত তিন জন বিপুল স্বর্ণমুদ্রা ও টাকা-কড়ি পেয়ে আনন্দে আত্নহারা হয়ে পড়ে। চলতে থাকে নানা পরিকল্পনা। সম্পদ বন্টনের নীল নকশা।



এমন সময় ডাকাতদের দলপতি বলল, আমরা ক্ষুধার্ত । আগে ক্ষুধা নিবারন করি । তারপর সম্পদ বন্টন হবে। অতএব সর্বাগ্রে বাজার থেকে কিছু খাবার নিয়ে আসা হউক ।ডাকাতদের একজন তখন খাদ্য ক্রয়ের অনুমতি চাইলে দলপতি অনুমতি প্রদান করেন । অনুমতি পেয়ে সে বাজারে রওয়ানা হল। পথে যেতে যেতে সে ঐ ছিনতাইকৃত স্বর্ণমুদ্রা ও অর্থকড়ি কি করে একাই ভোগ করা যায় সে পরিকল্পনা করতে লাগল। অনেক চিন্তা-ভাবনার পর স্হির করল যে, খাদ্যের সাথে বিষ মিশিয়ে

দুই বন্ধুকে হত্যা করব। তখন সব সম্পদই আমার হয়ে যাবে। বাকী জীবন এই সম্পদ দিয়ে সানন্দে কেটে যাবে। মুছে যাবে দুঃখ দুর্দশা। সম্পদের

এই মোহে পড়ে সে সিদ্ধান্ত অনুযায়ী খাবারের সাথে বিষ মিশিয়ে বাজার থেকে ফিরে আসে।



অপরদিকে ঐ দুই বন্ধু চিন্তা করল যে, এতগুলো সম্পদ দুই বন্ধুর মধ্যে বন্টন করতে পারলে পরিমানে বেশী পাওয়া যেত। তারা স্হির করল যে, খাদ্য নিয়ে আসা মাত্রই তাকে হত্যা করা হবে। সিদ্ধান্তমত তারা তাকে বাজার থেকে ফিরে আসা মাত্রই হত্যা করল ।



এবারে অবশিষ্ট দুই ডাকাতের মধ্যে যে অধিক শক্তিশালী ছিল সে চিন্তা করল যদি আমি একাই এই বিশাল ধন সম্পদের মালিক হই তবে আমার চেয়ে আর কে ধনবান হতে পারে? জীবনে আর কোন সমস্যা থাকবে না। এই দুরভিসন্ধি অনুযায়ী অপর সাথীকে সে হত্যা করে ফেলর ।পর পর দুই সাথীকে হত্যা করে সে আনন্দে উদ্বেলিত। দু"চোখ তার অপলক ভাবে তাকিয়ে আছে ছিনতাইকৃত সম্পদের দিকে। সাথীদ্বয়কে হত্যা করে স্বভাবতই সে ক্লান্ত হয়ে পড়েছিল।সামনে খাবার মজুদ ।ভাবল, আগে ক্ষুধা মেটাই, তারপর সম্পদ নিয়ে বাড়ী ফিরব। অতঃপর প্রত্যাশার পরিসমাপ্তি ঘটল, যখন সে বিষ মিশানো খাদ্য গ্রহন করে জীবনের পরিসমাপ্তি ঘটাল। একেই বলে" লোভে পাপ পাপে মুত্যু।"

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৫

হেডমাষ্টার সাহেব বলেছেন:
শুরুটা মন্দ নয়।

১৬ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:৫৫

রিয়াদরকস বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ।
আপনার নিকট থেকে আরও বিস্তারিতভাবে কিছু আশা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.