নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভবঘুরে যুবক

রিয়াজ আহমেদ সায়েম

নগণ্য

রিয়াজ আহমেদ সায়েম › বিস্তারিত পোস্টঃ

সম্পর্ক শক্ত কখনো রূপের প্রতি ভালবাসায় নয়, মনের প্রতি ভালবাসায় হয়।

০১ লা ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৭

আমরা আসলে বলি আর কি, ছি! এত সুন্দর ফকফকা একটা মেয়ে কিভাবে এই কালো ছেলেটার সাথে প্রেম করে। নাঁক ছিটকাই। এসব করার মানে হচ্ছে আমাদের এখন ও ভালবাসা কি সেটাই বুঝার বয়স হয় নি। আমরা বুঝি না এই রিলেশন গুলোই অনেক মধুর হয়।এখানে ছেলে অথবা মেয়ের কারোরি দৈহিক সৌন্দর্যের প্রতি কোনো চাহিদা থাকে না। আর এই চাহিদা না থাকার জন্যই তাদের মনের সাথে মনের রয়েছে দারুন কানেকশন।
একদিন এই সৌন্দর্য বিলিন হয়ে যাবে। তখন দুজনার মাঝে থাকবে দুটি তাজা মন। যা কখন ও বুড়িয়ে যাবে না।
ভালবাসা একদম অন্য একরকম! অন্যের গার্লফ্রেন্ডকে আপনার ভাল নাও লাগতে পারে, কারণ মেয়েটিকে ভাল আপনি বাসেননি বেসেছে অন্য কেউ। সত্যিকার ভালবাসা কখনও রূপ দেখে না, দেখে ভিতরে অদৃশ্য মনটা। এই কারণেই দুনিয়াতে কিছু কিছু ভালবাসা এখন ও প্রাণবন্ত। এই ভালবাসা গুলোই একধরনের
নিদর্শন!
আমি একদিন একটি পার্কে একটা কালো ছেলের পাশে একটা সুন্দর মেয়েকে বসে হাসছে দেখলাম। কি অপরূপ মেয়েটি! তখন আমি তাদের দেখে; বন্ধুদের সাথে মজা করা নিয়ে ব্যাস্ত। কেমনে কি ম্যান?
এটা আসলে মজা না মোটেই, এটা একধরনের হিংসা ছেলেটার প্রতি। এই হিংসে থেকেই তাদের তুচ্ছ-তাচ্ছিল্য করে আমরা মজা পাই। কিন্তু বুঝি না যে সত্যিকার ভালবাসা কালো-সাদা বাছবিচার করে না। আর যতিদন না আমরা এই বিষয়টি বুঝতে পারবো না ততদিন সম্পর্ক কে জেতাতে পারবো না, বারবার হেরে যাবে; ভেঙ্গে যাবে নড়বড়ে সম্পর্ক গুলো।
সম্পর্ক শক্ত কখনো রূপের প্রতি ভালবাসায় নয়, মনের প্রতি ভালবাসায় হয়। এটা মনে রাখতে হবে!


মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: মানুষের জীবনে সম্পর্ক গুলো দীর্ঘস্থায়ী হয় না।

২| ০১ লা ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫১

রোকনুজ্জামান খান বলেছেন: অনেক ভালো ভালো সম্পর্ক এক নিমিষেই ভেঙ্গে আবার ফিরেও আসে। তবে সাময়িক সময়ে যারা আসে তারা আর ফিরে আসে না।

৩| ০১ লা ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১৬

মোগল সম্রাট বলেছেন: ভালোবাসা-টালোভাসা মিথ্যে, আসলে সবাই চায় জিততে........।!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.