![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে মেয়েটিকে আপনি ভালবাসতেন তার বিয়ে হয়ে গেছে অন্য একজনের সাথে। এখন তাকে সুখে থাকতে দিন স্বামীর ঘরে। কেনো তাকে জালান, মাঝ রাতে ফোন দিয়ে। বাসার সামনে দাঁড়িয়ে থেকে। কোনো লাভ নেই উলটো বরঞ্চ সে বিভ্রত বোধ করে আপনার এসব আচরণে।
কেনো তাকে বারেবারে কষ্ট দেন? আপনার এসব উঁকিঝুঁকি তার মনে ভীষণ ভাবে প্রভাব ফেলে। আপনি যেমন কষ্ট পাচ্ছেন তাকে ছেড়ে থাকতে ঠিক সে ও যে পাচ্ছে না তা না, পাচ্ছে তবে, সেই কষ্ট বুকে বেধে রাখা ছাড়া তার আর কিছু করার নাই। সে একটি নিয়মের মাঝে বাধা যা তার পক্ষে ভেঙে ফেলা অসম্ভব।
হ্যাঁ একসময় ধীরে ধীরে সে মানিয়ে নেবে এবং একজন সুখি মানুষে পরিণত হবে, আপনার কোনোই অধিকার নেই তার সেই সুখের মাঝে ছেদ ফেলার। কারণ এ সুখ পেতে তার বহু কষ্ট হয়েছে। এখন ও হয়ত সে কোনো এক গভীর রাতে চোখের জল ফেলে আপনার কথা ভেবে। তবে সেটা খুবি ক্ষুদ্র সময়ের জন্য।
হয়ত আপনি ভাবছেন, যে মানুষটির হাত আপনার হাতে থাকার কথা ছিলো। আপনার বুকে মাথা রেখে রাতের পর রাত কাটিয়ে দেয়ার কথা ছিলো। সে আজ অন্যের বুকে মাথা রেখেছে; অন্যের হাত আঁকড়ে ধরেছে। এসব আপনি সহ্য করতে পারেছেন না। কিন্তু উপায় নেই। এটা তার বাধ্য হয়ে হলেও করতেই হবে।
অভাগার মত আপনি এখন ও তাকে পেতে চান। জড়িয়ে ধরতে চান। সেই আশায় তার দিকে চেয়ে থাকেন। কিন্তু সে আসবে না এটাই স্বাভাবিক। এটাই প্রকৃতির নিয়ম। তাই ভুলে যান তাকে। ভুলে যান দুঃখে ভরা স্মৃতি গুলো। থাকতে দিন সুখে শান্তিতে ভালবাসার মানুষটিকে অন্যের হয়ে।
আপনি বরং দূর থেকেই টুকটাক ভালবেসে যান
০৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৪৮
রিয়াজ আহমেদ সায়েম বলেছেন: জি ভাই, লজিকাল হতে হবে, আবেগী হয়ে লাভ নেই
২| ০৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩০
রাজীব নুর বলেছেন: দূর থেকে ভালোবেসে আরাম নাই।
০৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৪৮
রিয়াজ আহমেদ সায়েম বলেছেন: হাহাহা, তাও বটে
৩| ০৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪২
মল্লিক১৯৯৩ বলেছেন: মেনে নিতে শিখে গেলে একটা মানুষকে আর পিছনে ফিরে থাকাতে হয় না।
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৩৮
অধীতি বলেছেন: ভালো বলেছেন। নিজেকে নিয়ন্ত্রণ করা শিখতে পারাটাই জরুরি।