নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভবঘুরে যুবক

রিয়াজ আহমেদ সায়েম

নগণ্য

রিয়াজ আহমেদ সায়েম › বিস্তারিত পোস্টঃ

অধিকাংশ ছেলের কাছেই মেয়েরা হচ্ছে, প্রতারক ছলনাময়ী কিংবা ধোকাবাজ।

২১ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:২৩

আমরা অধিকাংশ ছেলের কাছেই মেয়েরা হচ্ছে, প্রতারক ছলনাময়ী কিংবা ধোকাবাজ। কারণ মেয়েরা প্রেম করে একজনের সাথে বিয়ে করে আরেকজনকে। আর সেই আরেকজন কে বিয়ে করা মানেই আমরা বুঝি, টাকাওয়ালা টাক্লা আকৃতির কোনো লোক। আর সেই লোকের অনেক টাকা থাকার কারণেই মনে করি, মেয়েটি টাকওয়ালা ভুঁড়িওয়ালা এবং বেশি বয়স হওয়া সত্ত্বেও লোকটিকে বিয়ে করতে দ্বিধা করে না।
কিন্তু আমরা কি এটা জানি, মেয়েটা কি পরিমাণ চাপের মুখে পোড়ে এই ধরনের বড় একটি কাজ করে?
আমরা ছেলেরা যেমন-তেমন হতে পারি। কিন্তু মেয়েরা মোটেও যেমন-তেমন না। তারা তাদের পরিবারের কথা ভাবে। ভাবে, পরিবারের সম্মানের কথা। বাবাকে মাকে অনেক ভালবাসে বিধায় তাদের কথা ফেলতে পারে না। কারণ তাদের কথা না মানলে তারা কষ্ট পাবে। এদিকে প্রেমিকের কথা ও রাখার আপ্রাণ চেষ্টা চলে। কেউ সফল হয় কেউ বা হয় না।
মেয়েরা সকল কিছুতেই যুক্তি খুঁজে। হেনতেন কাজ তারা করে না। তারা একটি সম্পর্কে আবদ্ধ হওয়ার শুরুতে এ টু জেট, প্রেম, বিয়ে, সংসার, বাচ্চা-কাচ্চা সব কিছু নিয়ে ক্ষনিকের মাঝেই চিন্তা করে ফেলে। এসব লজিকাল চিন্তা করেই তারা রিলেশন করে। আবার যখন রিলেশন ব্রেক করে দেয়, তখন ও কোনো না কোনো যুক্তি তাদের কাছে থাকে।
আমরা এসব কিছু বুঝি না, বুঝতে চেষ্টাও করি না। শুধু ঐ মেয়েটিকে ইচ্ছেমত দোষারোপ করতে পারি। খুব নিচুস্তর এর গালিগালাজ থেকেও ছাড়ি না।
মেয়েরা খুবই আলাদা এক প্রজাতীর। শত শত কষ্টের মাঝে তাদের অহরহ পড়তে হয়! তারা অভ্যস্ত হয়ে গেছে।
আমরা কখন ও অন্যের কষ্ট বুঝতে পারি না এটাই আমাদের প্রব্লেম। একবার শুধু নিজেকে ঐ স্থানে দাড় করিয়ে যদি তার কষ্ট গুলো অনুভব করার চেষ্টা করি তাহলে একটু হলেও তার কষ্ট অনুভব করতে পারবো। তখন আর, ঐ মেয়েটি খারাপ, চিটিংবাজ এসব বলতে পারতাম না..
ধন্যবাদ

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অধিকাংশ মেয়েরাই বোকা। আর অধিকাংশ ছেলেরই মেইন টার্গেট হল মেয়েটাকে লিটনের ফ্ল্যাটে যাওয়া। আর বাকী যা লিখেছেন এগুলো বয়সের দোষ...

২| ২১ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৩০

রাজীব নুর বলেছেন: আমি এরকম টা ভাবি না।
আমি বারীদের সম্মান করি। শ্রদ্ধা করি। তাদেরকে দেবী মনে করি।

৩| ২১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২১

নাহল তরকারি বলেছেন: এমন কথাবার্তা মেয়ের বাপে বলতে পারে।

৪| ২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:১৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: বিয়ের প্রচলন ধীরে ধীরে উঠে যাচ্ছে।

৫| ২১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:১৯

রংবাজপোলা বলেছেন: জব্বর লেখছেন।

তয় মুই ভাবি মাইয়ারা ভালো ভাইবা শুইনা আগায়। হেরা প্রকৃতি থেকেই সিখসে কামনে তাদের মতন হিসাব কসন লাগবো। বিছানায় কোন পোলা কেমন হইবো তা দেইক্ষাই বইলান দিবার পারে।

কদমবুসি লইয়েন।

৬| ২২ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৬:৫৯

সোবুজ বলেছেন: আল্লাহপাক ভাল জানেন।

৭| ২২ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বিয়ের প্রচলন ধীরে ধীরে উঠে যাচ্ছে। লিভিং টুগেদার একধরণের চল হয়ে যাচ্ছে। অদূর ভবিষ্যতে লিটনের ফ্ল্যাটে কারো যাওয়ারই প্রয়োজন পড়বে না। পিতৃত্ব-মাতৃত্ব এসবের সঙ্গাই বদলে যাবে এক সময়।

প্রযুক্তি ও পুঁজিবাদের উপজাত সমস্যাই কি আমাদের ভবিষ্যৎ ?

৮| ২২ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১৫

জ্যাকেল বলেছেন: মানুষ পৃথিবী থেকে একসময় নাই হয়ে যাবে। এই মানুষেরাই সেই বিলুপ্তির পথ খুঁজতেছে। বিশাল বড় একটা লিস্ট করা যাইতে পারে তন্মৌধ্যে যেইগুলা মনে পড়তেছে -

১। সমকামিতা
২। বিবাহমুক্ত জীবন, সন্তান না নিয়ে/দ্বায়িত্ব না নিয়ে যৌন চাহিদা পুরণের স্বীকৃত ব্যবস্থা
৩। এন্টাইবায়োটিক
৪। এটম বোম
৫। গ্লোবাল ওয়ার্মিং
৬। এস্টরওয়েড
..........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.