নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাটির মানুষ

কাজী রিদয়

পেশা সাংবাদিকতা। মানুষকে সাহায্য করাটা নেশা। পছন্দ করিনা অসততা। স্বচ্ছতা নিয়ে পথচলা। সমাজের জন্য কিছু একটা করার চেষ্ঠা। সুখি সমৃদ্ধ একটি দেশের স্বপ্ন দেখা।

কাজী রিদয় › বিস্তারিত পোস্টঃ

কেন এমন হলো ঐশি........

২০ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৩৬

বাবা পুলিশের ইন্সপেক্টর। ঐশি দেখলো বাবার তো অনেক টাকা। ছোটবলা থেকেই টাকার পেছনে ছুটা বাবার আদর ঐশিকে স্পর্শ করেনি। বুকে টেনে নেয় নি মাও। মনে করেছিল টাকা দিয়ে কেনা যায় ভালোবাসা। ঐশির বড় হওয়ার পেছনে কোন ভালোবাসা, মায়ের মমতা নেই। একটা রোবট যেন। মনে পড়ে রোবট ছবিটির কথা। রোবটটির জ্ম্ম সময়ে তার ভেতরে ঢুকিয়ে দেয়া হয় এমন একটা সীম..যেখানে ছিল মানুষের প্রতি আন্তরিকতা। রোবট একের পর এক উপকার করে চলেছে। রোবট খানা পাকাচ্ছে, ডাক্তারী বিদ্যায় পারদর্শি...সব পারে রোবট। রোবট তো একটা যন্ত্র। সে তো জানে না মানুষের মাঝে হিংসা লুকিয়ে আছে। ছোটবেলায় ঐশি ছিল রোবটের মতোন। তার বড় হবার সাথে সাথে সে খারাপ মানুষের পাল্লায় পড়ছে। সে মাদক আর রঙ্গিন নেশার স্বাধ নিচ্ছে। বাবা ছুটছে টাকার পেছনে। মারও একই অবস্থা। এ সুযোগে ঐশি নামক রোবটের মধ্যে ঢুকে যায় খারাপ সীম...ঐশি খারাপ রোবটের মতোন দানব হয়ে উঠে। ছুরি চালায় নিজের জম্মদাতার উপর। রোবট ছবিটির গল্পে যেমন রোবটের দানব হয়ে উঠার পর নিঃশ্বেস হয়ে যাওয়া। এখানেও তাই। আর কিছু করার নেই। ক্ষতি যা হবার তাই হয়ে গেছে। বাবা মা জবাই হলো। যে টাকার পেছনে ছুটাছুটি করে টাকার পাহাড় জমেছে..শেষকালে সেই তো সাড়ে তিন হাত জায়গা...আর ঐশি নামের রোবটি এখন ধংসের দিকে। জীবন তো শেষ। সবার তো এখান থেকে নেয়া উচিত শিক্ষা। আসলে টাকা পয়সা নয়...নিজের সন্তানকে একজন ভালো মানুষ হিসেবে গড়া দরকার...।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পোস্টটি ভাল লাগলো,,,,,,,,,,,,,,টাকার পেছনে ছুটেই এমন হয়েছে,,,,,,,,,,আমার ঐশির জন্য কষ্ট হচ্ছে,,,,,,,,মেয়েটা ভালবাসা, আদর কিছুই পেল না,,,,,,,,,,,,এটার কি রং তাও বুঝলো না,,,,,,,,,,,,,কিছুই না বোঝার আগেই আগুনে ঝাপ দিল,,,,,,,,,,,,,,,এখন হতেই বাবা মাকে সাবধান হওয়া উচিত

২| ২১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

কাজী রিদয় বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ লায়লা। আসলে এ বাস্তবতা কেউ বুঝতে চায় না। আমরা সবাই যেভাবে টাকার পেছনে ছুটছি তাতে মনে হচ্ছে ভবিষ্যতে আরও কত কি দেখতে হবে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.