![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশা সাংবাদিকতা। মানুষকে সাহায্য করাটা নেশা। পছন্দ করিনা অসততা। স্বচ্ছতা নিয়ে পথচলা। সমাজের জন্য কিছু একটা করার চেষ্ঠা। সুখি সমৃদ্ধ একটি দেশের স্বপ্ন দেখা।
পশ্চিম জার্মানীর জনৈকা মহিলা তার ৪২ ইঞ্চি মাপের সুডোল ও স্ফীত স্তন অস্ত্রোপচার করে কমিয়ে ফেলায় দাম্পত্য জীবনে বিপত্তি ঘটেছে। এর ফলে তার স্বামী তার কাছ থেকে তালাক নেয়ার জন্য আদালতের রায় পেয়েছেন। এহেন কাজের জন্য মহিলার স্বামী বিবাহ বিচ্ছেদের দাবী জানিয়ে আদালতে মামলা দায়ের করেছিলেন। মহিলার স্বামী মিউনিকের একটি বীমা কোম্পানির কর্মী। তিনি আদালতের বিচারকের কাছে বলেন, 'তার সুডোল স্তনের জন্যই আমি তাকে বিয়ে করেছিলাম। অথচ যখন দেখলাম অস্ত্রোপচার করে সে তার স্ফীত স্তন ছোট করে ফেলেছে তখন আমার মনে কি নিদারুন আঘাত লেগেছে একবার কল্পনা করুন।' আদালত তার স্বপক্ষে রায় ঘোষনা করে বলেন, অস্ত্রোপচারের পূর্বে মহিলার উচিত ছিল বিষয়টি সর্ম্পকে তার স্বামীকে সর্তক করে দেয়া। মহিলাটি তার যৌন আবেদন বাড়ানোর জন্যই স্বামীকে কিছু না জানিয়ে গোপনে কাজটি সেরে ফেলেন। কারন স্ত্রী বেচারী মনে করেছিল তার স্তন স্বাভাবিক আকারের চেয়ে খুবই বড়। এটি ছোট করলে স্বামী বুঝি খুশি হয়। কিন্ত হয়ে গেলো হিতে বিপরীত...
আমেরিকা বা উন্নত দেশগুলোর আল কায়েদা আর আই এস ভীতি দেখে আমার স্বামী আর স্ত্রীর কান্ডটির উদাহরণটি বেশ জম্পেস মনে হলো। আমেরিকানরা অঢেল ডলার দিয়ে বানালো আল কায়েদা আর আইএস। মনে করেছিলো এদের দিয়ে বুঝি হবে। সারাজীবন মধ্যেপ্রাচ্যর তেলের খনির উপর ভাসবে আমেরিকানরা। লেগে থাকবে যুদ্ধ যুদ্ধ খেলা। বিক্রি হবে অস্ত্রও। কিন্ত আজ যে আল কায়েদা আর আইএসএস গোপনে এমন বেরসিক আচরণ শুরু করবে এমনটি তারা ধারনাও করতে পারেনি। তারা এমন অস্ত্রোপচার শুরু করেছে যাতে এখন তাদের তালাক দেয়া ছাড়া আর উপায় নেই....
২| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:০৮
আরণ্যক রাখাল বলেছেন: বিনুদনমূলক পুস্ট
৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৭
কল্লোল পথিক বলেছেন: চমৎকার
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪২
বাক স্বাধীনতা বলেছেন: বেফুক গিয়ানী পুস্ট।