নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাটির মানুষ

কাজী রিদয়

পেশা সাংবাদিকতা। মানুষকে সাহায্য করাটা নেশা। পছন্দ করিনা অসততা। স্বচ্ছতা নিয়ে পথচলা। সমাজের জন্য কিছু একটা করার চেষ্ঠা। সুখি সমৃদ্ধ একটি দেশের স্বপ্ন দেখা।

কাজী রিদয় › বিস্তারিত পোস্টঃ

পাকি (পাকিস্তান) রা কি চায়....

০২ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২

সাকা-মুজাহিদের ফাসিঁ নিয়ে পাকি (পাকিস্তান) দের তাপালিং থামছে না। পাকি সরকারের উপর জামাতের চাপ সৃষ্টি থেমে নেই। নতুন করে যোগ হয়েছে ইমারন খান। তবে পাকি সরকারের এসব কর্মকান্ড পাক জনগনও ভালোভাবে নিচ্ছে কিনা সন্দেহ রয়েছে। এক শ্রেনীর লোক পাকিস্তানী তরুন প্রজম্মকে ভুল বুঝাচ্ছে। আমার সাথে জাপানে পাকিস্তানের বেশ কয়েকজন তরুন প্রজম্মের সাক্ষাত হয়েছিল। তাদের মধ্যে কেউ কেউ এখন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যও হয়েছে। তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম বাংলাদেশ-পাকিস্তানের যুদ্ধ সম্পর্কে তারা জানেন কিনা। এদের প্রায় সবার জম্ম ৭১ এর ২/১ বছর আগে এবং পরে। প্রায় সবার অভিন্ন উত্তর ছিল, শুনেছি এ যুদ্ধের কথা। তবে বিশেষ জানি না। তাদের মতে, পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান একই রাষ্ট্র ছিল। ভারতের কারনে দুটো রাষ্ট্র হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, পাকিস্তানী সেনারা এদেশে নির্বিচারে গনহত্যা চালিয়েছে আর মা-বোনদের সতিত্ব হরণ করেছে এমন কিছু কি তাদের নজরে এসেছে। তারা বললেন, আমরাও শুনেছি। তবে এগুলো ভারতের প্রোপাগান্ডা বলে মত দেন। তখন তাদের বললাম, এগুলো ভারতের প্রোপাগান্ডা না বাস্তবতা রয়েছে এর মধ্যে। তাদের বললাম পাকি সেনাদের হত্যাচারের অনেক ভিডিও চিত্র বিশ্বের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে আছে। তারা কেন এগুলো দেখেন না। তাদের কথা,এসবে তাদের আগ্রহ নেই। এদের মধ্যে একজন ছিলেন পাকিস্তান পিপলস পার্টির নবীন সদস্য। লাহোরে বাড়ী। পড়াশুনা করছে আর্ন্তজাতিক সম্পর্ক নিয়ে। একদিন আমাকে ডেকে বললেন, কাজী তুমি যেসব কথা বলছো তার অনেকাংশ সত্য। পাকিস্তানের অনেক মানুষ তা জানে। তবে কি জানো, বাংলাদেশ হবার পর পূর্ব পাকিস্তানের কোন তথ্যই পাক সরকার রাখেনি। পাকিস্তানী সেনারা তখন কোথায় কি করেছে তার সব প্রমান নষ্ট করে ফেলা হয়েছে। পাকিস্তানী নতুন প্রজম্ম তাই এ বিষয়ে বলতে গেলে কিছুই জানে না। তবে বেশিরভাগ নতুন প্রজম্ম দু'দেশের সাথে সম্পর্ক ভালো করতে চায়। কিন্ত অতীত ইতিহাসের কারনে পুরানো রাজনীতিবিদরা নতুন প্রজম্মের মাঝখানে দেয়াল সৃষ্টি করে রেখেছে। পাকিস্তান আসলে তাদের অতীত চরিত্রের জন্য বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে পারে। কিন্ত অতি উৎসাহি কিছু সেনা কর্মকর্তা ও রাজনীতিবিদের ইগোর কারনে এটি হয়ে উঠছে না।'
বাংলাদেশের ১৬০০ কোটি টাকা এখনও পাওনা রয়ে গেছে। পাকিরা এসব টাকা না দিয়ে গত ৪৪ বছর ধরে নানা তালবাহানা করে যাচ্ছে। তৎকালিন পূর্ব পাকিস্তানের জন্য আসা ঐ সময়ের বিদেশী সাহায্যের পুরোটা লোপাট করেছে পাকিরা। তার উপর বছরের পর বছর ধরে যুদ্ধের আগে এখান থেকে নিয়ে গেছে কোটি কোটি টাকার সম্পদ। এখানকার টাকা দিয়েই পাকিরা নিজেদের অবস্থান শক্ত করেছে। আজ আবার পাকিদের মায়াকান্না নজরে পড়ার মতো। পাকিদের দোসর বলে খ্যাত সাকা-মুজাহিদের ফাসিঁ অনায্য বলে আবারো মন্তব্য করেছে পাকি সরকার। বাংলাদেশের নিযুক্ত ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে পাকি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ সরকার যা করেছে ভালো করেনি। তারা এটা মেনে নিতে পারছে না। মাঝে মাঝে প্রশ্ন জাগে, সম্ভব হলে এসব বদ পাকিদের আরেকবার দোলাই দি....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.