![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশা সাংবাদিকতা। মানুষকে সাহায্য করাটা নেশা। পছন্দ করিনা অসততা। স্বচ্ছতা নিয়ে পথচলা। সমাজের জন্য কিছু একটা করার চেষ্ঠা। সুখি সমৃদ্ধ একটি দেশের স্বপ্ন দেখা।
সৌদিঅারবের অনেক মহিলা এইডস আক্রান্ত। ২০১৪ সালে ৮০ জন মহিলার দেহে পাওয়া গেছে এইডসের জীবানু। ২০১৫ সালে সৌদিআরবে ২১৭৬১ জন এইডস আক্রান্ত। আর এ নিউজটি বের হবার পর পুরো বিশ্বে বিস্ময় জেগেছে। কারন সৌদি মহিলারা তো গৃহবন্দী। সাধারনত ঘরের বাইর হন না। তাহলে কিভাবে এত এইডসের ছড়াছড়ি। খোদ সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর দিয়েছে। আর এ খবরে হতবাক সেওদি নারীরাও। পরবর্তিতে বেরিয়ে এসেছে, সৌদি পুরুষদের কাছ থেকে এইডস ছড়ায় নারীর মাঝে। সৌদি পুরুষরা একাধিক যৌন মিলনের মাধ্যমে প্রথমে নিজের দেহে এইডস বহন করে। আর তাদের স্ত্রীদের মাঝে এগুলো যৌন মিলনের মাধ্যমে প্রবেশ করায়। সৌদি পুরুষরা কনডম এ খুব একটা অভ্যস্ত না। এটা স্বয়ং তাদের কথা। কারন তাদের কাছে এটি প্রেস্টিজ। সৌদিরা মনে করে, দাসী থেকে শুরু করে একাধিক মহিলা তাদের ব্যাক্তিগত সম্পত্তি। এমনিতে তো চার স্ত্রী তাদের কাছে ধর্মে জায়েজ আছে! বেশিরভাগ সৌদি বেড়াতে যায় থাইল্যান্ডে। খরচ করে অঢেল টাকা। দিনের পর দিন আরাম আয়েশে ব্যাংককে কাটে সৌদি শেখদের সময়। ব্যাংকক এর সাদা চামড়ার নারী তাদের বেশ পছন্দ। নারী সঙ্গ আর চিকিৎসা এ দু্টোই নাকি মিলছে ব্যাংককে....
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪২
প্রামানিক বলেছেন: ওরা বর্তমানে ইসলামের কলঙ্ক। নারী ছাড়া কিছুই বোঝে না। ওদের পতন সামনে অপেক্ষা করছে।
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৭
গোধুলী রঙ বলেছেন: চার স্ত্রী ধর্মে জায়েজ আছে সৌদি স্টাইলে কেডা কইলো আপ্নেরে। শুধু সেক্স করার জন্য চার স্ত্রী আর অধিকারের বেলায় দাসী!!! এইরকম আইন ইসলামের কই আছে থাকলে জানান।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০
কাজী রিদয় বলেছেন: ইসলামে একজন পুরুষ কর্তৃক একসাথে চার স্ত্রী রাখার বিধান রয়েছে (সূরা ৪: আয়াত ৩)...তবে সৃষ্টিকর্তা এখানে ৪ স্ত্রীর মাঝে সমতা রাখার বিষয়টি উল্লেখ করেছেন। বেশিরভাগ সৌদি এটা মানেন বলে বিশ্বাস হয় না। অবস্থার প্রেক্ষিতে ৪ স্ত্রীর কথা বলা হলেও ধর্মীয় অনুশাসন অনুযায়ী ৪ স্ত্রীর মাঝে সমতা রাখা আসলেই সম্ভব না..এজন্য ইসলাম মতে আসলে ১ স্ত্রী একজন পুরুষের জন্য কাম্য। কিন্ত তথাকথিত মোল্লা আর সৌদি শেখরা এর গভীরেও যান না। তাই তাদের কাছে সব হালাল...
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১০
মুদ্দাকির বলেছেন: এইডস এর সম্পর্ক চার বিয়ের সাথে না, দূশচরিত্র অথবা দূর্ভাগা মানুষের সাথে। কিছু হইলেই আল্লাহের আইন নিয়ে খুঁচা খুঁচি !!!!!
৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সৌদি নারীর দেহে এইডস প্রবেশ করতে পারবেনা , এরকম কোন কথা ছিল নাকি ?
৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩
শাহাদাত হোসেন বলেছেন: এইডস কি শুধু যৌন কাজ কারবারের জন্য হয় নাকি ?
০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪
কাজী রিদয় বলেছেন: সৌদি আরবের স্বাস্থ্য বিষয়ক পরিচালক সানা ফিলিমবান এ বিষয়ে অনলাইন সৌদি গেজেটে তথ্য দেন। তথ্য মতে, ২০১৪ সালে ৩৬৪ জন পুরুষের বিপরীতে ৮০ জন নারীর মধ্যে এইডসের জীবানু পাওয়া যায়...মাত্র তিন শতাংশ বাচ্চার মধ্যে এর সংক্রমন ঘটে। মায়ের দুধ খাওয়া থেকে এদের মধ্যে জীবানুটি পাওয়া যায় বলে উল্লেখ করা হয়। সৌদি চিকিৎসা ব্যবস্থা উন্নত বিধায় কোন সিরিঞ্জ বা অন্য কোনভাবে এইডস তেমন একটা ছড়ায় না। অবাধ যৌনমিলনের কারনে এটি হচ্ছে বলে জাতিসংঘমহ বেশিরভাগ লোক মনে করছে..
৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫২
কমরেড ফারুক ১ বলেছেন: আহারে আমি মনে করেছি সৌদি মাইয়া বিয়া করুম। কি হুনাইলেন।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬
কাজী রিদয় বলেছেন: কমরেড ভাবনার কিছু নেই..সবাই তো এইডস আক্রান্ত না..ট্রাই করে যান..
৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩
দিশেহারা আমি বলেছেন: গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সৌদি নারীর দেহে এইডস প্রবেশ করতে পারবেনা , এরকম কোন কথা ছিল নাকি ?
০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭
কাজী রিদয় বলেছেন: না তো..
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪১
লেখোয়াড়. বলেছেন:
একসাথে চার বিয়ে যে অন্যায় এটা তার প্রমাণ।
আল্লাহ স্বয়ং বিচার করছেন।