![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশা সাংবাদিকতা। মানুষকে সাহায্য করাটা নেশা। পছন্দ করিনা অসততা। স্বচ্ছতা নিয়ে পথচলা। সমাজের জন্য কিছু একটা করার চেষ্ঠা। সুখি সমৃদ্ধ একটি দেশের স্বপ্ন দেখা।
অনেকে মনে করেন তাদের স্বপ্নের দেশ আমেরিকা। এ দেশটির ভেতরের খবর অনেকের অজানা। কারন আমেরিকা যাওয়া আর ডলার কামানোর নেশায় যখন অামরা বিভোর হয়ে যায় তখন কেউ চিন্তা করে না এ দেশটির সামাজিক অবস্থা কোথায় গিয়ে দাড়াচ্ছে। ৩৫ কোটি মানুষের কাছে রয়েছে ৩০ কোটি অস্ত্র। আর এ বছরের সবচেয়ে ভয়াবহ তথ্য হচ্ছে ২০১৫ সালে আমেরিকায় ৩৫৫টি বন্দুক হামলা হয়েছে। এতে মারা গেছে ১২ হাজার মানুষ। এর মধ্যে ৪৫টি হয়েছে বিভিন্ন স্কুলে। প্রায় ২৫ হাজার মানুষ পঙ্গু হওয়ার পথে। এসব হামলায় ১১ বছরের কম বয়সী শিশু রয়েছে সাড়ে ৬শ'র মতোন। ১২ থেকে ১৭ বছর বয়সী আহত শিশুর সংখ্যা সাড়ে ১২ হাজারের মতোন। বিশ্বে আমেরিকানরা সন্ত্রাসবাদ নির্মূলের কথা বলে দেশের পর দেশ ধংস করছে। বারাক ওবামা নিজে বলেছেন তার দ্বিতীয় বারের ক্ষমতায় থাকাকালে ১০০০ বন্দুক হামলার ঘটনা। এসব ঘটনা এত নির্বিচারে হয় যে যা বলাবাহুল্য। অত্এব আমেরিকায় যাওয়ার আগে একটি বার চিন্তা করার সময় এসেছে বৈকি....
০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৩
কাজী রিদয় বলেছেন: শুভ কামনা রইল..বন্দুক হামলার কথা মনে রাখবেন
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০০
মাকড়সাঁ বলেছেন: কুত্তার লেঞ্জা সোজা হয় না
০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৪
কাজী রিদয় বলেছেন: হক কথা..
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩২
ভোরের সূর্য বলেছেন: খুব সুন্দর পরিসংখ্যান দিয়েছেন। আর এই পরিসংখ্যানগুলো তারা মানে আমেরিকানরাই তৈরি করেছে বলে আজকে আমরা এত কিছু জানতে পারছি বা তাদের সমালোচনা করতে পারছি।
আমাদের দেশে এরকম কোন পরিসংখ্যান নাই। তার পরেও কাগজ খুললে প্রতিদিন এরকম অনেক সন্ত্রাস, হত্যা,হামলা দেখতে পাই। আমেরিকায় তো ৩৫ কোটি মানুষের ৩০কোটি অস্ত্র কিন্তু বাংলাদেশের ১৬ কোটি মানুষের হাতে কত কোটি অস্ত্র? সরকারী বাহিনী বাদে ব্যাক্তিগত কিংবা সন্ত্রাসীদের হাতে কত অস্ত্র আছে? ১কোটি?৫০ লাখ?১০ লাখ? আচ্ছা এত বাদ দিলাম অন্তত কি ৫লাখ অস্ত্র আছে? আর তাতেই যদি বাংলাদেশের এ অবস্থা হয় তাহলে ১৬কোটি লোকের হাতে যদি ১৪কোটি অস্ত্র থাকতো তাহলে বাংলাদেশের অবস্থা কি রকম হত? তার মানে ওদের দেশে ৩০কোটি অস্ত্র থাকতেও যে অবস্থা আর বাংলাদেশে ৫লাখ অস্ত্র থাকতেও তাদের চেয়ে কোন অংশেই কম খারাপ অবস্থা নয় তাহলে কেন আমি ওখানে যাব না?
০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৭
কাজী রিদয় বলেছেন: বড় কঠিন প্রশ্ন?
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০০
গ্রিন জোন বলেছেন: আমেরিকায় গান কালচার নামে একটি কথা প্রচলিত আছে। নাগরিকরা বৈধভাবেই অস্ত্র রাখতে পারেন। এজন্য অনেকেই বিরোধিতা করেছে। কিন্তু কোনো কাজ হয়না। এ বিষয়ে বিবিসি বাংলায় একটা প্রতিবেদনে ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপড ড. আলী রিয়াজের একটা সাক্ষাৎকার শুনেছি। বিষয়টি খুবই উদ্বেগ ও ভয়ের।
০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৮
কাজী রিদয় বলেছেন: আসলে বিষয়টি খুবই উদ্বেগ ও ভয়ের..
৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৮
শায়মা বলেছেন: ভাইয়া তুমি কোথায় আছো?
০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৯
কাজী রিদয় বলেছেন: ব্লগে ঢু মারা এবং মনে রাখার জন্য ধন্যবাদ। অনেকদিন ব্যস্ত ছিলাম..বিদেশ আর সংসার নিয়ে। আশা করি এখন নিয়মিত হওয়ার চেষ্ঠা করবো। আপনি নিশ্চয় ভালো আছেন?
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তবুও যাবো...