নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Ridoye Bangladesh

I Love Bangladesh

হৃদয়ে বাংলাদেশ

Bangladesh First

হৃদয়ে বাংলাদেশ › বিস্তারিত পোস্টঃ

আজকাল টিভি নায়িকারা ওড়না পরে না কেন?

২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১০:১৯

ছোট বেলায় টিভি নাটকে শমি, বিপাশাদের সবসময় ওড়না পরা অবস্থায় দেখতাম। কিন্তু আজকাল টিভি নাটকের নায়িকাদের ওড়না পরতে তেমন একটা দেখা যায় না। দু'একজন অবশ্য গলার সাথে ঝুলিয়ে রাখেন। অধিকাংশ জনেরই আটো সাটো জিনস বা সালোয়ারের সাথে আটো সাটো টি শার্ট। শরীরের অবয়ব পূর্ণ প্রকাশিত।

কেন? কি কারণ এর?



আমার মতে এর কয়েকটি কারণ থাকতে পারে।

এক. মেয়েদের বিবেচনায় ছেলেরা আর আগের মতো নেই, ভাল হয়ে গেছে।

দুই. ছেলেরা তাদের নিয়ে কি ভাবল, কি অনুভব করল তাতে তাদের কিছু যায় আসে না।

তিন. ছেলেরা যদি মনে মনে খারাপ কিছু কল্পনা করে তাতে মন্দ কি?

চার. নিজের শরীরি সৌন্দর্য প্রকাশ না করলে আধুনিক হওয়া যায় না। (কার্ল মার্কস মেয়েদের শরীরী সৌন্দর্য উগ্রভাবে প্রকাশ করা নারী স্বাধীনতার পরিপন্থি বলেছেন। আচ্ছা, কার্লমার্কস কি প্রাচীনপন্থী প্রতিক্রিয়াশীল ছিলেন?)



বি.দ্র: আমি আশা করছি এই পোস্টের জন্য কর্তৃপক্ষ আমার প্রতি কুপিত হবেন না। নিছক জানার আগ্রহ থেকে এই সরল জিজ্ঞাসা।

মন্তব্য ৫৫ টি রেটিং +২৩/-৬

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১০:২০

ডলুপূত্র বলেছেন: Click This Link

২| ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১০:২২

পিটার প্যান বলেছেন: টিভি দেখেন ক্যান? টিভি দেখা হারাম।

২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৩৪

হৃদয়ে বাংলাদেশ বলেছেন: আমি যা জানতে চাইছি হেইডা কন।
ফতোয়া দেন ক্যান?

৩| ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১০:২৪

মিটুলঅনুসন্ধানি বলেছেন: Click This Link

৪| ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১০:২৫

মঈনউদ্দিন বলেছেন:
আমি টিভি দেখি না!!!

২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৪০

হৃদয়ে বাংলাদেশ বলেছেন: চলে ক্যামনে?
খবর, বিনোদন????????

৫| ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১০:২৭

বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন: সম্পদের প্রদর্শন......!!!

এনি ওয়ে, ডোন্ট টাচ.......... :):)

৬| ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১০:২৭

আমড়া কাঠের ঢেকি বলেছেন: এইটা আপনার সমস্যা, প্রগতিশীল হইতে পারেন নাই। মাইনাস

২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৩৩

হৃদয়ে বাংলাদেশ বলেছেন: তাইলে এই সমস্যা আপনার নাই?
ডাক্তার দেখান। আপনি সুস্থ না।

আর কার্ল মার্কসকে প্রতিক্রিয়াশীল ভাবার মূর্খতা আপনাকে ত্যাগ করতে হবে।

৭| ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১০:২৭

মাহমুদহাসান বলেছেন: বিপাশা-শমী-মিমিদের সময়ে তাঁরা তাঁদের অভিনয় দিয়ে মানুষের মন জয় করতেন। এখনকার অভিনেত্রীদের কোন অভিনয় ক্ষমতা নেই, তাই এরা অন্যভাবে মানুষের কাছে পৌঁছানোর ধান্ধায় আছে। তয় লাভ নাই, এগোরে আমি বেইল দেই না, কয়দিন পর যদি লেংটা হয়া ঘুরে তাও বেইল দিমু না।

৮| ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১০:২৯

মাহমুদহাসান বলেছেন: একটা মাইনাস দিলাম শরীরদেখাইন্যা অভিনেত্রীগুলারে, আর একটা দিলাম এরা অভিনয় করলে যারা দেখে এগোরে, দুইটা মিল্যা পুস্ট পাইল পেলাষ!

৯| ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৩১

তায়েফ আহমাদ বলেছেন: =p~=p~=p~=p~
এইটার নাম আধুনিকতা, আপ্নে জানেন না!

২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৫৬

হৃদয়ে বাংলাদেশ বলেছেন: না, জানি না।

১০| ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৩২

মাহমুদহাসান বলেছেন: @বিদ্রোহী রণ ক্লান্তঃ যান মিয়া! পরিত্যক্ত সম্পদ টাচ করনের লাইগা কার ঠেকা পড়সে?

১১| ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৩৩

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: বিকৃত আধুনিকতার ফল ...

২৯ শে এপ্রিল, ২০১০ রাত ১২:০০

হৃদয়ে বাংলাদেশ বলেছেন: বিকৃতি আধুনিকতা নয়।

১২| ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৩৯

সততা বলেছেন: ওড়না জরুরি কেন?

Aung San Suu Kyi, hillary clinton, Shirin Ebadi -ওরাও তো ও ওড়না পরে না। ওদের পার্সোনালিটি কি আপনার ওড়না-পরিহিত-মা-বোন হতে অনুন্নত?

২০১০ সালে কার্ল মার্কস-এর কোটেশন ইউস করে নিজের প্রতিক্রয়াশীল চরিত্র ঢাকতে পারেন নাই।

২৯ শে এপ্রিল, ২০১০ রাত ১২:০৫

হৃদয়ে বাংলাদেশ বলেছেন: তার আগে আপনি একটা প্রশ্নের জবাব দিন।

আপনি অং সান সুকিকে বা হিলারীকে যেভাবে দেখেন আটোসাটো টি শার্ট পড়া নায়িকাকেও কি একই ভাবে দেখেন।

একটু ভেবে বলুন তো।

১৩| ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৩৯

সামী মিয়াদাদ বলেছেন: কার্ল মার্কস প্রাচীনপন্থী প্রতিক্রিয়াশীল.....হাহাহাহাহাহাহাহা.....এইটা জটিল হইছে।

তবে এখন নাটকের ধাচ পাল্টে গেছে। যার কারনে হয়তো পোশাকেও পরিবর্তন আসছে। আর তেমন কিছু তো মনে হয়না।

২৯ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৩০

হৃদয়ে বাংলাদেশ বলেছেন: নাটকের ধাচ পাল্টেছে। কিন্তু পুরুষ মানুষের মনের গঠন কি পাল্টেছে?

১৪| ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৩৯

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: মন্তব্যে কিছু শব্দ দৃষ্টকটুভাবে চোখে লাগে।

১৫| ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৪০

আমি বিপ্লবী বলেছেন: আপনার পোস্টের সাথে সংশ্লিষ্ট - পড়ে দেখুন:

www.somewhereinblog.net/blog/peace55/29144339

১৬| ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৪১

রিফাত হোসেন বলেছেন: হুম ব্যাপারটা এইরকম হতে ।

আমি আপনার এখনও পড়ি নাই । তবে প্রশ্নবোধক থাকায় তা বিশ্লেষণ করছি । করার পর পোষ্টটি পড়ব ।


১.পাশ্চত্যের সাথে তাল মিলাতে চান ! দেশীয় কালচার তাদের কাছে সে রকম গ্রহন যোগ্য না ।

অথবা


২.ছোটকাল থেকে ফ্রকের সাথে উড়না না পড়তে পড়তে দুনিয়া পরিবর্তন হতে হতে ওড়না কোন মতে ফাসানো থাকে গলার সাথে । যার কোন ভেলু নাই সৌন্দর্য ছাড়া !


অথবা

৩.সৌন্দর্য প্রদর্শন করতে চান ! কিন্তু তাদের স্বল্পবসনা নিয়ে কথা বললে গরম হয়ে যান ।

অথবা

৪.শর্টকাট পড়ে অভ্যস্ত হয়ে গিয়েছেন ।


অথবা

৫.লুঙ্গিতে যেরকম আরাম পাই আমরা তেমনি অতিরিক্ত গোছগাছ সংবরণ করে সাধারণ উড়না ব্যতীত প্রকাশ ! মনে হয় উড়না একটা ঝামেলা । তাই তা কোন মতে হয় ফেসেঁ থাকে গলায় না হয় থাকেই না !

অথবা

৬.নতুন ফ্যাশন । স্টাইল করার সখ অনেক !

অথবা.

৭.লজ্জা শরম সব ঘরের বিসর্জন দিয়েছেন ! মানে নির্লজ্জ হযে গিয়েছেন উনারা !

২৯ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৪৩

হৃদয়ে বাংলাদেশ বলেছেন: বুঝলামনা।

১৭| ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৪২

শেলী বলেছেন: আমরা এত হীনমন্যতায় ভুগি যে কার্লমার্কসের কথা বলি মুহম্মদকে(সঃ) বাদ দিয়ে।

১৮| ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৪৫

স্পেলবাইন্ডার বলেছেন:

@ আমড়া কাঠের ঢেকি

এইবার বুঝছো তো সবার সেন্স অব হিউমার সমান না...;)

১৯| ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৪৬

তামীম বলছি বলেছেন: আজকাল যেসব পাতলা ওড়নার প্রচলন, [ওড়নার আধুনিক ভার্সন] সেগুলি বোধহয় প্রায় না পড়ার কাছাকাছি কিছু। আর নায়িকারা আত্যাধুনিক বলে সেই পাতলাগুলোর ও প্রয়োজন নেই বোধহয়।

২০| ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৫১

অপলক বলেছেন: norm less hoya porese. na hoy mental disorder. basur jonmaber por koyek din khub dowr jhap kore. amader tv actress ra akhn serokm porjay ase.

adike amr mote media holo amon ak jayga jekhane jar kase different ja kisu pawa jay ty se nijeke bachia rakhte sell kore dey. r purus sashito somaj nari k voge bissasi. tader kase jvabei hok "tal gas amr". mane narira no bolle no, yes bolle yes. kintu take manage kora chi. take vog kora chi. So its carry on my dear bloger & enjoy it.

২১| ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১১:০০

নুভান বলেছেন: ভূমিকম্প :-B B:-/ ;)

২২| ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১১:০০

খান ফেরদৌস বলেছেন: নারী কে আগে যতনা পন্য করা হতো ,এখন তার থেকে অনেক বেশি করা হয় ,মিডিয়ার কাছে এখন পুরটাই পন্য তাই হয়তো ,

২৯ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৪৪

হৃদয়ে বাংলাদেশ বলেছেন: আপনার পণ্য বানান ভুল

২৩| ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১১:০১

আমরা সোচ্চার বলেছেন: অপেক্ষা করুন যে অবস্থা চলছে, অভিনেত্রী নয় সাধারন মেয়েরাও ওড়না পরা ছেড়ে দিবে। সেদিন আসতে খুব বেশী দেরী নেই।

২৯ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৪৭

হৃদয়ে বাংলাদেশ বলেছেন: হুমমমমমমমম, অবস্থাটা কি হবে ভাবছি

২৪| ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১১:০৪

শয়তান বলেছেন: যুগের হাওয়া ।



সম্পুরক প্রশ্নঃ আগের নাটকে মোবাইল ফোন দেখাইতো না কেন :|

২৫| ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১১:০৪

আমড়া কাঠের ঢেকি বলেছেন: কমেন্ট টা যে সারকাস্টিক ছিল এইডাই তো ধরতে পারলেন না। আফসোস

২৯ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৩০

হৃদয়ে বাংলাদেশ বলেছেন: বুদ্ধি কম থাকার নানা বিপদ।

২৬| ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১১:০৬

আমড়া কাঠের ঢেকি বলেছেন: @স্পেলবাইন্ডার ভাই, আবার কইতে! ;)

২৭| ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১১:০৮

মোতাব্বির কাগু বলেছেন: সেলোয়ার কামিজ যে পরে তার শুকরিয়া করেন। কুন্দিন দেখবেন...............।

২৯ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৩১

হৃদয়ে বাংলাদেশ বলেছেন: তখন নীল ছবির ব্যবসায়ীদের কি অইব?

২৮| ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১১:০৯

রিফাত হোসেন বলেছেন: Click This Link

উপরের লিংক থেকে মজা লন । ;)

২৯| ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১১:১১

নষ্ট ছেলে বলেছেন:
আগে মেয়েরা ওড়না পড়ত লুলদের দৃষ্টি থেকে নিজেদের রক্ষা করার জন্য:(
আর এখন ওড়না না পড়ে লুলদের দৃষ্টি আকর্ষন করে B-)

২৯ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৩৪

হৃদয়ে বাংলাদেশ বলেছেন: ও, তাই?

৩০| ২৮ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৩১

হরিসূধন বলেছেন:
আপনাদের প্রগতিগত সমস্যা আছে। যারা অঢেল টাকার মালিক তার ভোগ করতে পারে... মডেল সডেল টিভি নায়িকা হৈতে সিনেমার নর্তকী;) কিন্তু যারা আমাদের মতো অভাবী লুল প্রগতিবান তাদের একটু দেখতে দিতে ও আপনাদের সমস্যা!! ঝাতি মৌলবাদীদের ষরযন্ত্র মেনে নিবে না।

২৯ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৩৮

হৃদয়ে বাংলাদেশ বলেছেন: ও, আচ্ছা

৩১| ২৯ শে এপ্রিল, ২০১০ রাত ১২:১৫

সততা বলেছেন: ১২ নং কমেন্টের উত্তরে,

আবার জিগায় আটোসাঁটো টিশার্টের কথা। হায়রে মদন আটঁশাটো টিশার্টের লগে ওড়না পরব কেন? সানিয়া মির্জা কেন সবসময় ওড়না পরে না?-এর মত প্রশ্ন হল।

আবালরা বুঝে না ড্রেস কম্বিনেশন।

২৯ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৪০

হৃদয়ে বাংলাদেশ বলেছেন: আপনার মতলবডা বালা মনে অইতাছে না।

৩২| ২৯ শে এপ্রিল, ২০১০ রাত ১২:২২

কুঁড়ের বাদশা বলেছেন: আজকাল নায়িকাদের টনসিলের বাতিক আছে তাই তারা ওড়না গলায় পেচিয়ে রাখে :)

৩৩| ২৯ শে এপ্রিল, ২০১০ রাত ২:১৬

মাহমুদহাসান বলেছেন: ২২ নং এর জবাবে লেখক বলেছেন: আপনার পণ্য বানান ভুল।
২৩ নং এর জবাবে লেখক বলেছেন: হুমমমমমমমম, অবস্থাটা কি হবে ভাবছি

ভাইজান, পণ্য বানানে ভুল ধরেছেন, ঠিক আছে, কি আর কী এর পার্থক্যটাও শিখে নেয়া উচিৎ ছিল না?

২৯ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৪১

হৃদয়ে বাংলাদেশ বলেছেন: উচিত ছিল।

৩৪| ২৯ শে এপ্রিল, ২০১০ সকাল ৭:২২

রংধনূ বলেছেন: যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে চলেছে।

৩৫| ২৯ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:৫৩

০০৭৭৭৭৭ বলেছেন: ভাই ডুবাই একটা মুসলিম দেশ,মগর তাদের cultuer নষ্ট হয় গেছে।এবার আমাদের পালা..................................................................

৩৬| ২৯ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৩৬

হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: আজকাল দেখি উলটা ছেলেরা পাঞ্জাবীর সাথে ওড়না পরে। দেখলেই মেজাজটা এমন গরম হয়!!!!! X(( X(( X(( X(( X(( X((

২৯ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৪৫

হৃদয়ে বাংলাদেশ বলেছেন: কয়দিন পর হয়ত সালোয়ার কামিজও ধরব

৩৭| ০১ লা মে, ২০১০ রাত ১:৪৪

রংধনু বলেছেন: আমরা মানসিকভাবে এতো বেশী দরিদ্র হয়ে গিয়েছি যে, আজকাল কোন প্রশ্ন তুলি না কোন কিছুতেই। মিডিয়ার দাসত্ব যে কোন পর্যায়ে পৌছে গেছে তা বোঝা যাচ্ছে আপনার সহজ প্রশ্নটির 'বিপরীতে এতোগুলো প্রতিক্রিয়া' দেখে...

০৭ ই মে, ২০১০ দুপুর ১:০৬

হৃদয়ে বাংলাদেশ বলেছেন: প্রতিক্রিয়ার কারণ 'এই প্রশ্ন অনেকের মনেই'।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.