নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিদ্ওয়ান মাহমুদের ব্লগ

রিদ্ওয়ান মাহমুদ

নাম রিদওয়ান। পিউর আকীকা দেওয়া নাম। অনেক বড় বড় স্বপ্ন দেখি। খেতে পছন্দ করি। গানও ভালবাসি। একটু অলস,বেশি না। ইচ্ছা হলেই লিখি। পছন্দের তালিকাটা বিশাল। অপছন্দের তালিকাটা খুব ছোট। খামাকা ত্যানা প্যাচান যারা তাদের অপছন্দ করি। অপছন্দ করি যারা যুক্তির বাইরে এরোগেন্স বা ওদ্ধত্যকে প্রকাশ করেন। আমার ব্লগে আসতে হবে এমন কোন কথা নেই। তবে পিলাস মাইনাস দেওয়ার আগে পোষ্টটা পড়তে হবে, এটা দাবি।\nফি আমানিল্লাহ।

রিদ্ওয়ান মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

মুখোশ।।।

০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:২২

[



”চিত্ত যেথা ভয়শূণ্য, উচুঁ যেথা শির

জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর”

রবি ঠাকুরের এই কয়টা কবিতার লাইন শুনলে মনে হয় , আহা কতই না সুন্দর কথা বলেছেন।

জীবন স্বার্থক।

জীবনটা যদি এমন হতো।



অথবা, ”আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে”



আরো মুক্ত চিন্তা।



কিন্তু বাস্তবতা?



আলাদা ভাই, আলাদা।



চিত্ত ভয় দিয়ে ঠাসা, শির সবসময় নিচু, জ্ঞান এখানে চাকরী আর প্রশ্নের মাঝে বন্দি।

কবিতার খাতায় এরকম লেখা মানায় ভালো। বাস্তবতার ফ্রেমে আমরা সবাই গোলাম।



নিজেকে বন্দি করে রাখতে আমরা মুখোশ পরি। মুখোশ পরা নিজেকে আয়নায় দেখে বিদঘুটে লাগলে আরো কয়েকটা মুখোশ পরি। সবশেষে , নিজেকে চিনতে ভূল করি।

মনেই থাকে না, একদিন আমরাও মানুষ ছিলাম।

সর্বপ্রথম মুখোশ পরি, চক্ষুলজ্জার। পাছে লোকে কিছু বলে। এই চিন্তায় ভালো কাজের চৌদ্দগোষ্ঠী উদ্ধার করা হয় কিন্তু খারাপ যেটা অন্ধকারের সেটা বন্ধ করা হয় না।

তারপর পরি, জ্ঞানের মুখোশ। পড়াশোনা করে মানুষ না হয়ে একেকটা বলদ হয়ে উঠি। দেশ দুনিয়া জাহান্নামে যাক, আমার সামনে সব খারাপ হোক, আমার সাথে হয়নি তো।

এটার পরে আসে, বাংগালী ভদ্রলোকের মুখোশ। একটা চাকরী হবে, টেবিলের নিচে দুই চার পয়সা কামাই হবে। গাড়ি হবে , বাড়ি হবে। আর নিশ্চিন্তে নিশ্চিন্তপুরীর সফর হবে। সুন্দরী বউ হলে তো কথায়ই নেই।

তারপর আসে, আমি ভালো ছিলাম টাইপ মুখোশ। নিজে অল্প বয়সে কি করেছে তার ইয়ত্তা নেই, প্রৌঢ়ত্বে এসে নিপাট ভালো মানুষ ছিলাম মনোভাব । অল্পবয়সীদের সব খারাপ। তারা ছিলেন সবচেয়ে ভালো।

আর সর্বশেষ আসে রাজনৈতিক মুখোশ। আরো স্পেসিফিক বলতে গেলে, দলবাজির মুখোশ। নিজে যে দলকে ভোট দিবে সেটা যতই খারাপ কাজ করুক না কেন, দোষ অবশ্যই বিরোধীপক্ষের।



মুখোশে মুখোশে জীবন ঝালাপালা হয়ে যাচ্ছে। আর কত?



সর্বশেষ নজরুলের মত বলতে পারার লোকজন কি আছে?

”আমি মানি নাকো কোন আইন,

আমি ভরা তরী করি ভরাডূবি

আমি ভীম, ভাসমান মাইন।”



আপনার রাতের ঘুম হারাম হলেই আমি শান্তি পাই। নতুবা আমার মুখোশ পরে ঘুমান।[

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.