| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রিদওয়ান নূর রহমান
মুক্ত চিন্তা – চেনতার স্বাধীনতায় বিশ্বাসী একজন পৃথিবীর মানব ।
“তুই শালা রাজাকার, এবার করবি হাহাকার”
মোঃ রিদওয়ান নুর রহমান
নিজের জন্য দেশের জন্য
মুক্তিযোদ্ধাদের জন্য বাংলা সংস্কৃতির জন্য
বাঙ্গালী আবার এক হও এক হও ,
একাত্তুরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার ,
দাবি একটাই সব রাজাকারের ফাঁসি চাই
রাজাকারদের হারাবোই , ফাঁসির দড়িতে চড়াবোই
রাজাকারের গতি নাই , ফাঁসি ছাড়া উপায় নেই
চাই চাই ফাঁসি চাই সব রাজাকারের ফাঁসি চাই ,
যারা মোদের ভাইদের মেরেছে বোনদের করেছে অসম্মান ,
সেই রাজাকারদের ফাঁসি দিতেই হবে এইটাই মোদের আহ্ববান ।
ঝুলাওরে ঝুলাও রাজাকারদের ফাঁসির দঁড়িতে ঝুলাও
রাজাকাররা করবে হাস- ফাঁস যখন তাদের গলাতে পড়বে ফাঁস ,
রাজাকারদের চামড়া তুলে নিবো আমরা ,
তোদের চামড়ায় বানাবো আমাদের পায়ের জুতা ,
আর ফাঁসির দড়িতে হবে সেই জুতার ফিতা ,
বটির নিচে পড়বে যখন তোদের কাল্লা ,
শিয়াল –কুকুরে তোদের রক্তে মিটাবে তখন তৃষ্ণার জ্বালা,
তোদের হাড্ডি ভেঙ্গে , করে ফেলবো চুরমার
হবে যেন গায়ে মাখানো পাউদার ,
রাজাকাররা চেয়ে দেখ , বাঙ্গালি জাতি হয়েছে সোচ্চার
তোদের ফাঁসির দাবিতে , ধ্বনিত হচ্ছে কোটি বাঙ্গালির চিৎকার ,
শুধুই অত্যাচার করেছিস তোরা , এবার পেতে হবে শাস্তি
তোদের ফাঁসিতে ঝুলতে দেখলেই , কেবল বাংলায় বইবে স্বস্তি ,
রাজাকারদের হইলে ফাঁসি , দিবো একটা অসাম হাসি
রাজাকাররা ঝুলবে যেদিন ঐ ফাঁসির দঁড়িতে ,
বাঙ্গালিদের ভরবে মন সেই দিন খুশিতে ,
ফাঁসির দাবি নিয়ে এসেছি , সান্ত্বনা নিতে আসি নাই
আগুন নিভাতে এসেছি , মনের খোয়াক নিতে আসি নাই ।।।
©somewhere in net ltd.