নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

রিফাত হোসেন

অন্ধকার প্রভাত...............এই তো ঘুরে ফিরে দিন যায়

রিফাত হোসেন › বিস্তারিত পোস্টঃ

নতুন উবুন্টুতে প্রবেশকারীদের জন্য

০৯ ই মে, ২০১০ রাত ১২:০৫

মিনহাজ উদ্দিন বলেছেন: “ উবুন্টুতে সাহায্য চাই ”

১. আমি কিভাবে বাংলা ফন্ট ইনস্টল করবো ? আমি কি ‘অভ্র’ চালাতে পারবো ? উবুন্টুতে বাংলা টাইপ করার জন্য আমাকে কি কি করতে হবে ?

২. এই সমস্যাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন ব্যবহার করি। উবুন্টুতে কিভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন সেটআপ দিব ? আমি আগেরবার অনেক চেষ্টা করেও সেটআপ করতে পারিনি।

৩. উবুন্টুর জন্য সফটওয়ার আমি কোথায় পাবো এবং কিভাবে তা ইনস্টল করবো ও আনইনস্টল করবো ?

৪. উবুন্টুতে কোডেকসহ ভিডিও এবং অডিও ফাইল চালাতে হলে কি কি করতে হবে ?

৫. নিচের বর্ণিত কিছু কাজের জন্য উবুন্টুতে কি কি সফটওয়ার লাগবে ?.................

# আমরা উইন্ডোজ এ ব্রাউজিং এর জন্য জাভা ইনস্টলার, এডবি ফ্ল্যাশ প্লেয়ার, প্লাগইন এবং একটিভ অ্যাক্স ইনস্টল করে নিই। এক্ষেত্রে উবুন্টুতে আমাকে কি কি করতে হবে ?

# কম্পিউটার এর জাংক ফাইল ডিলিট।

# মুভি এবং ডিভিডি দেখার জন্য।(কোডেকসহ)

# মুভি কনভার্ট করার জন্য।

# গান শোনার জন্য।

# গান কনভার্ট করার জন্য।

# ফাইল ডাউনলোড করার জন্য।

# টরেন্ট ফাইল ডাউনলোড করার জন্য।

# ফটো দেখার জন্য।

# ফটো কনভার্ট করার জন্য।

# জীপ ফাইল খোলার জন্য ও করার জন্য।

# পিডিএফ ফাইল পড়ার জন্য।

# ইয়াহু এবং লাইভে চ্যাট করার জন্য।

৬. নিচের বর্ণিত সফটওয়ার এর বিপরীতে উবুন্টুতে কি কি সফটওয়ার আছে ? .........

# এডবি ফটোশপ এবং ইলাস্ট্র্যাটর।

# গুগল ক্রোম।

# গোম প্লেয়ার এবং মিডিয়া প্লেয়ার ক্লাসিক।

# পাওয়ার ডিভিডি প্লেয়ার।

# উইন্যাম্প।



আশা করি যেসব ব্লগার বন্ধুরা উবুন্টু ব্যবহার করছেন এবং এই সমস্যাগুলোর সমাধান জানেন, তারা সাহায্য করবেন।

ভালো থাকবেন। আপনার সমাধানের আশায় রইলাম।

--------------------------------------------------------



সুতরাং নতুন উবুন্টু ব্যবহারকারীদের জন্য শুধুমাত্র । যেহেতু সামুর মন্তব্য করার ব্যবস্থা এত আধুনিক নয় তাই আমাকে বাধ্য হয়ে পোষ্ট পেইজ এর সাহয্য নিতে হল । তাছাড়া এটি যদি ভবিষ্যতের জন্য লিপিবদ্ধ থাকে তাহলে আরও ভাল হয় । কারণ নতুন ব্যবহারকারীরা উপকৃত হতে পারবে ।



তো উপরের ব্লগার যে কারণে লিনাক্সের জগতে আসতে ভয় পাচ্ছেন বা সমস্যায় পড়েছেন তাই দূর করার চেষ্টা করব এই পোষ্টে । কারণ এই সমস্যা অনেকেরই হয় । এমনকি আমারও হয়েছিল । আমি ১ মাসের লিনাক্স ব্যবহারকারী !:P সুতরাং ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন । আমি কোন টেকি পাবলিক না । একজন সাধারণ ব্যবহারকারী মাত্র ।



উত্তর পর্ব :



১. আমি কিভাবে বাংলা ফন্ট ইনস্টল করবো ? আমি কি ‘অভ্র’ চালাতে পারবো ? উবুন্টুতে বাংলা টাইপ করার জন্য আমাকে কি কি করতে হবে ?

উত্তর: অবশ্যই পারবেন । যেখানে কষ্ট করে উইন্ডোজে ইনস্টল করতে হয় সেখানে উবুন্টুর সর্বশেষ ভার্সন লুসিড লিংক্স এ বিনামূল্যে দেওয়া আছে তবুও যদি প্রয়োজন হয় তাহলে Ubuntu Linux ‘Lucid Lynx ১০.৪ এল টি এস ভার্সন এর জন্য Click This LinkClick This Link ভ্রমণ করুন । পুরনো উবুন্টু ভার্সন হলে (৬.১০) থেকে কাজ করে Click This Link অথবা উবুন্টু ৭.০৪ থেকে কাজ করে Click This Link প্রভাত ফোনেটিক কি বোর্ড । যদিও Ubuntu Linux ‘Lucid Lynx ১০.৪ এল টি এস ভার্সন এ সব দেওয়া আছে তবুও চেষ্টা করতে পারেন উপরের লিংক গুলোতে ।



হুম এক সময় লিনাক্স বাংলা ফন্টের সমস্যা ছিল তবে নতুন Ubuntu Linux ‘Lucid Lynx ১০.৪ এল টি এস ভার্সন এ সমাধান করা হয় । কতগুলো ফন্ট প্রয়োজন :) সব পাবেন (উবুন্টু সফট সেন্টারে বাংলা ফন্ট লিখে সার্চ করলেই পাবেন আর তা ইনস্টল করে নিবেন )। তবুও কিছু এক্সটা ফন্ট পাবেন এই লিংকে Click This Link



২. এই সমস্যাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন ব্যবহার করি। উবুন্টুতে কিভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন সেটআপ দিব অথবা সিটিসেল জুম মডেম


উত্তর: Click This Link এই লিংকে পাবেন । অথবা http://tinyurl.com/2vgf2sa চেষ্টা করুন । অথবা Click This Link অথবা Click This Link এই লিংকে ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে । আর যদি ব্লটুথ থেকে ইন্টারনেট সংযোগ চান Click This Link আরও একটি লিংক মোবাইল / এজ মোডেম দিয়ে ইন্টারনেট Click This Link

সিটিসেল জুম মডেম: http://tinyurl.com/39ms5v6





৩. উবুন্টুর জন্য সফটওয়ার আমি কোথায় পাবো এবং কিভাবে তা ইনস্টল করবো ও আনইনস্টল করবো ?

উত্তর: যদি উবুন্টু খুজছেন তাহলে http://www.ubuntu-bd.org/ এই লিংকে অর্ডার করুন (পোষ্টে আসবে)উবুন্টুর নতুন ভার্সন অথবা http://www.ubuntu.com/ থেকে ডাউনলোড করুন । আর আই এস ও ফাইল ডাউলোড করার পর সিডি বা ডিভিডিতে রাইট করার নিয়মাবলী Click This Link এইখানে পাবেন । আর যদি বন্ধু বান্ধব থেকে সিডি জোড়ার করতে পারেন তো ভাল ।



ইনস্টল সম্পর্কে সহযোগীতা পাবেন Click This Link এইখানে ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে । উইন্ডোজের পর লিনাক্স ইনস্টল করতে চাইলে অর্থাত ডুয়েল বুট বা দৈত অপারেটিং সিস্টেম ব্যবহার করতে চাইলে Click This Link । আর যদি লিনাক্সের পরে উবুন্টু ইনস্টল করতে চান Click This Link । আর মুছে ফেলার জন্য সাধারণ সেটাপ দিলেই হয় । যদি আপনি উইন্ডোজ থেকে চান তাহলে উবুন্টুর ড্রাইভারগুলোকে সেটাপ দিন । বাস হয়ে গেল । তবে ভুলেও উবি দিয়ে করতে যাবনে না কারণ http://tinyurl.com/37db6xx/ । আর বাংলা সেটাপ টিউটোরিয়াল পাবেন Click This Link এইখানে ।



৪. উবুন্টুতে কোডেকসহ ভিডিও এবং অডিও ফাইল চালাতে হলে কি কি করতে হবে ?

উত্তর: এই জন্য আপনাকে http://tinyurl.com/2vbzwsm লিংক ভ্রমন করতে হব । সেখানের কোডগুলি টার্মিনালে রান করলেই হবে । তবে ডাউনলোড হতে সময় লাগবে । আর বাংলা টিউটোরিয়াল থেকেও Click This Link প্রয়োজনীয় কোড পাবেন ।

৫. নিচের বর্ণিত কিছু কাজের জন্য উবুন্টুতে কি কি সফটওয়ার লাগবে ?.................

# আমরা উইন্ডোজ এ ব্রাউজিং এর জন্য জাভা ইনস্টলার, এডবি ফ্ল্যাশ প্লেয়ার, প্লাগইন এবং একটিভ অ্যাক্স ইনস্টল করে নিই। এক্ষেত্রে উবুন্টুতে আমাকে কি কি করতে হবে ?


উত্তর: জাভা বা এডব ফ্ল্যাশ লিখে উবুন্টু সফট সেন্টারে সার্চ করলেই প্রয়োজনীয় সফট পাবেন এবং ইনস্টল করে নিবেন ।



# কম্পিউটার এর জাংক ফাইল ডিলিট।


উত্তর: উইন্ডোজে যেরকম রিসাইকেল বিন থাকে ঠিক তেমনি উবুন্টুতেও আছে । আর যদি বলেন টেম্প ফাইল এর কথা । এর ঝামেলা খুবই কম কারণ বেশীর ভাগই তা কম্পিউটার বন্ধ হলে নিজে নিজে মুছে নেয় তারপরও যদি লাগে । তাহলে deborphan | xargs apt-get -y remove --purge বা sudo deborphan | xargs sudo apt-get -y remove --purge(যদি প্রথমটি কাজ না করে) কোডটি রান করুন টার্মিনালে তবে এটা করতে হয়ত সিস্টেমের এডমিন চাবে তখন sudo -i কোডটি রান করতে হবে । তাহলে এডমিন হিসেবে রান করে তারপর ঐ কোডটি রান করবেন । তারপরও যদি আরও চান তাহলে ফাইল সিস্টেম এ গিয়ে টেম্প ফোল্ডার খুজে ভিতরে গিয়ে সব ডিলিট করবেন । কিন্তু এসবের দরকার হয় না লিনাক্সে !B-)

আরও যদি চান তাহলে ডিফ্রাগও করতে পারেন উইন্ডোজের মত কিন্তু এর কোন প্রয়োজন নাই । এর থেকে ভাল হবে বছর দুই পরে সেটআপ দিন নতুন উবুন্টুতে । :P



# মুভি এবং ডিভিডি দেখার জন্য।(কোডেকসহ)

উত্তর: অভাব নাই । তবে দুই একটা ফরমেটে সমস্যা হতে পারে কিন্তু হয়ত আপনার চোখে পরবে না, যারা প্রফেশনাল বা বেশী ঘাটাঘাটি করে তাদের জন্য একটু সমস্যা । Click This Link এইখানে উইন্ডোজ এর অল্টারনেটিভ সফট গুলো আছে । সেগুলোর নাম কপি করে উবুন্টু সফট সেন্টারে পেষ্ট করে সার্চ করে ইনস্টল করুন । না পেলে ঐ সফট এর সাইট থেকে ডাউনলোড করে ইনস্টল করুন । যদি ডেব ফাইল হল তাহলে ইনস্টল করার অপশন নিজে থেকেই পাবেন আর যদি টেজেড ফাইলের হয় তা জিপ ফাইলের মত থাকে , তাই তখন এক্সাটাক্ট করে এক্সট্রাক্ট করা ফোল্ডারে গিয়ে চর্তুভুজ নীল রঙের আইকনকে রাইট ক্লিক করে প্রোপার্টিজ এ গিয়ে পারমিশন ট্যাবে ক্লিক করে নীচে দেখু এক্সিউট বক্স আছে, সেখানে ক্লিক করে চেক করে নিন । তারপর ক্লোজ করে আবার আইকনে ডাবল ক্লিক করলে রান করতে বললে রান করবেন । এই চর্তুভুজ নীল আইকনটি সাদা পৃষ্ঠার মত লাল নীল লেখা আছে এরকম আইকনের মতও থাকতে পারেন ।



# মুভি কনভার্ট করার জন্য।

উত্তর: নির্ভর করে কি ধরনের বা কি টাইপের কনর্ভাট তার উপর । DeVeDe যা পাওয়া যাবে এখান থেকে http://www.videohelp.com/tools/DeVeDe । আরেকটি ffmpeg যা পাওয়া যাবে এখান থেকে http://www.videohelp.com/tools/ffmpeg । অথবা MPlayer থেকেও কনভার্ট করতে পারেন , http://www.videohelp.com/tools/MPlayer । আরও একটা AviDemux- http://www.videohelp.com/tools/AviDemux । এই সফটওয়্যারগুলি যদি সমস্যা হয় তাদের ওয়েব সাইট থেকে ডাউনলোড করে তাহলে এগুলোর নাম দিয়ে উবুন্টুর সফট সেন্টারে সার্চ করুন । পাবেন অধিকাংশ আশা করি ।



# গান শোনার জন্য।

উত্তর: গান শোনার জন্য সফট এর অভাব তো কোন কালেই হবে না। লিনাক্সে যদি এই অভাব থাকত তাহলে এত জনপ্রিয় হত না ।;) ভ্রমন করুন Click This Link#41 । সফটওয়্যারগুলি যদি সমস্যা হয় তাদের ওয়েব সাইট থেকে ডাউনলোড করে তাহলে এগুলোর নাম দিয়ে উবুন্টুর সফট সেন্টারে সার্চ করুন । পাবেন অধিকাংশ আশা করি ।



# গান কনভার্ট করার জন্য।

উত্তর: SoundConverter তা উবুন্টু সফট সেন্টারে খুজে পাবেন :) আরও যদি লাগে তাহলে ভ্রমন করুন Click This Link#41 ।



# ফাইল ডাউনলোড করার জন্য।

উত্তর: হুম একটা সফট আছে http://www.frostwire.com/download/?os=ubuntu । বা Downloader for X অথবা Axel যা আই ডি এম এর কাজ করে । কিন্তু দরকার পরে না । সফটওয়্যারগুলি যদি সমস্যা হয় তাদের ওয়েব সাইট থেকে ডাউনলোড করে তাহলে এগুলোর নাম দিয়ে উবুন্টুর সফট সেন্টারে সার্চ করুন । পাবেন অধিকাংশ আশা করি ।



# টরেন্ট ফাইল ডাউনলোড করার জন্য।

উত্তর: Peer-to-peer clients / servers, file sharing (p2p) বা টরেন্ট এর জন্য বিট টরেন্টও আছে তবে তা লিনাক্স এর ওয়াইন সফট দিয়ে চালাতে হয় । Click This Link । আমি কখনো লিনাক্সে টরেন্ট সফট ব্যবহার করি নাই । তাই ধারনা নাই । লাইমওয়্যারও আছে http://www.limewire.com/download/ তবে এটা ফ্রি ভার্সনটা এত ভাল নয় । তবুও খারাপ না । আরও একটা Gnutella যা সহজেই পাবেন উবুন্টুর সফট সেন্টারে । ভ্রমন করুন এই লিংকে আরও পাবেন Click This Link



# ফটো দেখার জন্য।

উত্তর: Graphic files viewer এর জন্য Gwenview তার জন্য টার্মিনালে লিখুন sudo apt-get install gwenview । বা এইখানে Click This Link । সফটওয়্যারগুলি যদি সমস্যা হয় তাদের ওয়েব সাইট থেকে ডাউনলোড করে তাহলে এগুলোর নাম দিয়ে উবুন্টুর সফট সেন্টারে সার্চ করুন । পাবেন অধিকাংশ আশা করি ।



# ফটো কনভার্ট করার জন্য।

উত্তর: GIMP নামে উবুন্টুর সফট সেন্টারে সার্চ করুন ও ইনস্টল করুন । অথবা এই সফট ও কাজের http://photobatch.stani.be/download/index.html । এইখানে যান আরও পেতে Click This Link । সফটওয়্যারগুলি যদি সমস্যা হয় তাদের ওয়েব সাইট থেকে ডাউনলোড করে তাহলে এগুলোর নাম দিয়ে উবুন্টুর সফট সেন্টারে সার্চ করুন । পাবেন অধিকাংশ আশা করি ।



# জীপ ফাইল খোলার জন্য ও করার জন্য।

উত্তর: Work with compressed files হিসেবে পাবেন এই লিংকে Click This Link । সফটওয়্যারগুলি যদি সমস্যা হয় তাদের ওয়েব সাইট থেকে ডাউনলোড করে তাহলে এগুলোর নাম দিয়ে উবুন্টুর সফট সেন্টারে সার্চ করুন । পাবেন অধিকাংশ আশা করি ।



# পিডিএফ ফাইল পড়ার জন্য।

উত্তর: Viewing PDF হিসেবে পাবেন এই লিংকে Click This Link । সফটওয়্যারগুলি যদি সমস্যা হয় তাদের ওয়েব সাইট থেকে ডাউনলোড করে তাহলে এগুলোর নাম দিয়ে উবুন্টুর সফট সেন্টারে সার্চ করুন । পাবেন অধিকাংশ আশা করি ।



# ইয়াহু এবং লাইভে চ্যাট করার জন্য।

উত্তর: aMSN (MSN), Kmess (MSN), Pidgin (Nearly all IM protocols) এগুলোর নাম দিয়ে উবুন্টুর সফট সেন্টারে সার্চ করুন । পাবেন অধিকাংশ আশা করি । বা এই লিংকে Click This Link । সফটওয়্যারগুলি যদি সমস্যা হয় তাদের ওয়েব সাইট থেকে ডাউনলোড করে তাহলে এগুলোর নাম দিয়ে উবুন্টুর সফট সেন্টারে সার্চ করুন ।



৬. নিচের বর্ণিত সফটওয়ার এর বিপরীতে উবুন্টুতে কি কি সফটওয়ার আছে ? .........

# এডবি ফটোশপ এবং ইলাস্ট্র্যাটর।

উত্তর: হুম না থাকলে তো বিবেকবান মানুষ উবুন্টুর প্রতি আকৃষ্ট হত না ! GIMP(এটা ফটোশপের কাছাকাছি), ImageMagick, Corel PhotoPaint 9. [Prop] নামে উবুন্টুর সফট সেন্টারে সার্চ করুন ও ইনস্টল করুন । অথবা এই সফট ও কাজের http://photobatch.stani.be/download/index.html

Inkscape হল ইলোস্ট্রেটর এর মত । যা উবুন্টুর সফট সেন্টারে সার্চ করুন ও ইনস্টল করুন ।

এইখানে যান আরও পেতে Click This Link । সফটওয়্যারগুলি যদি সমস্যা হয় তাদের ওয়েব সাইট থেকে ডাউনলোড করে তাহলে এগুলোর নাম দিয়ে উবুন্টুর সফট সেন্টারে সার্চ করুন । পাবেন অধিকাংশ আশা করি ।



# গুগল ক্রোম।

উত্তর: ফায়ার ফক্স ইনস্টল করার সময় ডিফল্ট ভাবে পাবেন । তাছাড়া এটার স্পিড ও ভাইরাস প্রটেকশন অনেক ভাল । সাথে তো এড অন আছেই । তবুও দরকার হলে এই লিংকে ভ্রমনে আসুন p://www.ubuntugeek.com/how-to-install-chromium-google-chrome-in-ubuntu-using-deb-package.html । যদি লুসিড লিংক্স ব্যবহার করে থাকেন তাহলে তুলে ধরছি >

প্রথমে ডাউলোড করুন Click This Link এই লিংক শুধু ৩২ বিটের জন্য নয় তো ঘুরো আসুন Click This Link

২য় ইনস্টল করে নিন এরপর sudo nano /etc/apt/sources.list (কন্ট্রোল ধরে কাজ করতে হবে) অথবা sudo gedit /etc/apt/sources.list (এটাই ভাল হবে) টার্মিনালে পেষ্ট করে যে ফাইল আসবে তাতে উপরে ফাকা জায়গায় অন্যান্য গুলির মত করে deb Click This Link lucid main

deb-src Click This Link lucid main

উপরের দুইটা লাইন পেষ্ট করবেন । সাবধান এতে যেন বাকি লেখাগুলোর যেন কিছু না হয় । তারপর সেইভ করে বের হয়ে যেতে হবে । Now add the GPG key using the following command



sudo apt-key adv --recv-keys --keyserver keyserver.ubuntu.com 0xfbef0d696de1c72ba5a835fe5a9bf3bb4e5e17b5



or For karmic users use the following command : sudo add-apt-key ppa:chromium-daily/ppa



Update source list : sudo apt-get update



Install chromium browser using the following command: sudo apt-get install chromium-browser



If you want to open chromium go to Applications->CrossOver Chromium->Chromium



অথবা Click This Link ভ্রমন করুন ।

এতো গেল ক্রোমিয়াম । এটি অপেন সোর্স প্রোগ্রাম । এটিতে কিছু ফিচার নাও থাকতে পারে । কিন্তু ইতিমধ্যে নতুন গুগল ক্রোম বেটা বেড়িয়েছে । http://www.google.com/chrome এই খানে ডেব ফাইল হিসেবে সহজেই ডাউলোড ও ইনস্টল করতে পারবেন ।



# গোম প্লেয়ার এবং মিডিয়া প্লেয়ার ক্লাসিক।

উত্তর: GOM Player এর অল্টারনেটিভ হতে পারে VLC media player বা MPlayer বা KPlayer যা এগুলোর নাম দিয়ে উবুন্টুর সফট সেন্টারে সার্চ করুন । পাবেন আশা রাখি । বা Click This Link এতে পাবেন ।



# পাওয়ার ডিভিডি প্লেয়ার।

উত্তর: xine বা http://sinek.sourceforge.net/ থেকে sinek বা MPlayer বা KPlayer অথবা VLC media player যা এগুলোর নাম দিয়ে উবুন্টুর সফট সেন্টারে সার্চ করুন । পাবেন আশা রাখি । বা Click This Link এতে পাবেন ।



# উইন্যাম্প।

উত্তর: xmms উইন্যাম্প এর মতই যা নাম দিয়ে উবুন্টুর সফট সেন্টারে সার্চ করুন । পাবেন আশা রাখি । আরও Click This Link এতে পাবেন ।



আমার লিনাক্স সমাধান বিভাগেও তথ্য পাবেন যা নতুন ব্যবহারকারীদের জন্য দরকার হতে পারে । আমি যেসব সমস্যার সম্মুখীণ হয়েছি তারই সমাধান সেখানে দেওয়া আছে ।



আমি উবুন্টু ব্যবহারকারী হবার পর থেকে প্রযুক্তি ফোরামের একজন সক্রিয় সদস্য । প্রয়োজনে সেখানেও সমস্যা নিয়ে সমাধান করতে পারেন ।



লিনাক্সে উইন্ডোজের অল্টারনেটিভ সফটওয়্যার খুজঁতে ভ্রমন করুন http://alternativeto.net/desktop অথবা Click This Link



উবুন্টু ইন্সটলের পর অবশ্য করণীয় কাজের লিস্টি http://tinyurl.com/2vbzwsm



“উবুন্টু ১০.০৪” ওরফে “ল্যুসিড লিংক্স”

http://tinyurl.com/37e2697



আর যদি টার্মিনাল গত সমস্যা থাকে অথার্ত কমান্ড বা কোডিং করতে তাহলে ভ্রমণ করুন http://tinyurl.com/373mbek এবং Click This Link



এই লিংক থেকে জানতে পারবেন যে, লিনাক্স কি আসলেই সমস্যা নাকি?

http://tinyurl.com/32ho2r5

---------------------------------------------------------------

নতুন উবুন্টুতে প্রবেশকারীদের জন্য - ২

আজকে সারাদিন গবেষনা করেছি এই পোষ্ট তৈরী করতে হহেহেহে

আর যে কোন প্রকার সমস্যা হলে এই পোষ্টে মন্তব্য হিসেবে সমাধান চান । আশা করি সহায়তা করতে পারব ।

মন্তব্য ৬৬ টি রেটিং +৪২/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১০ রাত ১২:১৮

অলস ছেলে বলেছেন: থ্যাংকু

০৯ ই মে, ২০১০ রাত ১:০৯

রিফাত হোসেন বলেছেন: কি কাজে লাগল জানালেন না তো?

হুদাই থ্যাংকু আমি নেই না । ;)

২| ০৯ ই মে, ২০১০ রাত ১২:১৯

গৌতম রায় বলেছেন: উবুন্টু ১০.০৪-এ গ্রামীণফোনের নতুন মডেম (Huawei E 1550) কাজ করছে না। গুগলে সার্চ দিয়ে প্রজন্ম ফোরাম, আমাদের প্রজন্ম ও সামহোয়্যারইনব্লগের কয়েকটা লেখা দেখে wvdial-এর deb ফাইল নামিয়ে ইনস্টল করার চেষ্টা করলাম, কিন্তু সেটিও উবুন্টুর এই সংস্করণে কাজ করছে না। এখন এর জন্য কী করতে পারি?

০৯ ই মে, ২০১০ বিকাল ৪:২৫

রিফাত হোসেন বলেছেন: দু:খিত সবার জবাব দিয়ে আপনারটা দিতে হচ্ছে । কারণ আপনারটা কিছু গবেষনা করতে হবে :)
আমি কোন টেকি পাবলিক না । গুগলই আমার ভরসা ।
Click This Link লিংক আরhttp://techniquehelp.com/HuaweiE1550HSDPA-Ubuntu9.10.html দুইটা পেয়েছি । আশা করি সহায়তা করবে । আমার যদি থাকত তাহলে প্র্যাকটিক্যালি করতে পারতাম । :)

০৯ ই মে, ২০১০ বিকাল ৪:২৬

রিফাত হোসেন বলেছেন: কারণ অনেকে উপরের লিংক গুলো থেকে উপকার পেয়েছে তাই বিশ্বাসযোগ্য মনে হল । Click This Link

৩| ০৯ ই মে, ২০১০ রাত ১২:২২

নাফিজ মুনতাসির বলেছেন: আপনি তো ভাই.....আমার চরম উপকার করলেন।

০৯ ই মে, ২০১০ বিকাল ৩:৫২

রিফাত হোসেন বলেছেন: কি উপর করলাম বললেন না তো !

৪| ০৯ ই মে, ২০১০ রাত ১২:২৬

নাফিজ মুনতাসির বলেছেন: কিন্তু পোষ্টটা কি মিনহাজ উদ্দিন না আমার ছিলো ?

০৯ ই মে, ২০১০ রাত ১:১০

রিফাত হোসেন বলেছেন: জানি না কার তবে প্রশ্নটা মিনহাজ সাহেব করেছিলেন ।

৫| ০৯ ই মে, ২০১০ রাত ১২:৩০

পেঙ্গুইন বলেছেন: @গৌতম রায়, নতুন মডেম উবুন্টু ৯.০৪ তেও কাজ করতো না।

০৯ ই মে, ২০১০ বিকাল ৪:২৭

রিফাত হোসেন বলেছেন: অন্যান্য দেশে তো কাজ করেছে ।

৬| ০৯ ই মে, ২০১০ রাত ১২:৪০

মাহমুদহাসান বলেছেন: Rifat Bhai,
Still I did not get minus rating from you in my two posts. Hope you will soon rate me minus and grant my appeal.

০৯ ই মে, ২০১০ বিকাল ৩:৫৩

রিফাত হোসেন বলেছেন: Trotzdem habe ich nicht bekommen minus-Rating von Ihnen in meiner zwei Planstellen. Hoffen Sie bald Zinssatz minus mich und meine Berufung zu gewähren.

০৯ ই মে, ২০১০ বিকাল ৩:৫৪

রিফাত হোসেন বলেছেন: আমি আপনার ভাষা বুঝি নাই । আমি এত শিক্ষিত না ।

৭| ০৯ ই মে, ২০১০ রাত ১২:৪৩

ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: অনেক ধন্যবাদ পোষ্টটি দেওয়ার জন্য।

০৯ ই মে, ২০১০ বিকাল ৩:৫৫

রিফাত হোসেন বলেছেন: কি কাজে লাগল ।

৮| ০৯ ই মে, ২০১০ রাত ১২:৫৪

নিশাচর নাইম বলেছেন:

০৯ ই মে, ২০১০ বিকাল ৩:৫৫

রিফাত হোসেন বলেছেন: ধন্যবাদ তো দিলেন বুঝলাম আপনার কি কাজে লাগল একটু বলুন । আমাকে জানতে হবে ।

৯| ০৯ ই মে, ২০১০ রাত ১:০৪

'লেনিন' বলেছেন: ক্রোমিয়াম এখনো ব্যবহার উপযোগী নয়। গুগল ক্রোমের বেটা ভার্সন এখন লিনাক্সে ভালো চলে। যদিও সেটি আনস্টেবল বলা আছে।

০৯ ই মে, ২০১০ রাত ১:১৩

রিফাত হোসেন বলেছেন: বিস্তারিত বলুন ।

আমি কোন টেকি পাবলিক নই তবে আমার ক্রোমিয়াম ব্যবহার করতে অসুবিধা হচ্ছে না । ব্রাউজ করতে পারছি আর ডাউনলোড করতে পারছি । তো সমস্যাটা কই?

যদিও আমি ফায়ার ফক্স ব্যবহারকারী ।

১০| ০৯ ই মে, ২০১০ রাত ১:৪৭

একাকী বালক বলেছেন: কাটা, বড়, ছোট করা সবডি ডাইনে আনুম কেমনে?

০৯ ই মে, ২০১০ বিকাল ৪:০০

রিফাত হোসেন বলেছেন: ১। Alt+F2 চাপুন।
২। টাইপ করুন gconf-editor ।
৩। apps → metacity → general এ ক্লিক করুন।
৪। ডান পাশ থেকে button_layout এ ডাবল ক্লিক করুন।
৫। value তে যা আছে ডিলিট করুন (এ রকম থাকবে close,minimize,maximize:menu ) এর পর menu:minimize,maximize,close, এরকম করে দিন ok করুন দেখুন বাটনগুলো ডানপাশে চলে গেছে, আবার যদি বাম পাশে নিতে চান তাহলে লিখুন close,minimize,maximize:menu


অথবা

ডেক্সটপে রাইট ক্লিক করে Change Desktop Background এ গিয়ে থিম এ গিয়ে New Wave থিম সিলেক্ট করুন। :D :Dব্যাস বাটন ডানে।

উপরের নিয়মে menu টার অর্থ উইন্ডো এ প্রগ্রামটার যে ছোট্ট আইকন দেখায় সেটা। আর কোলন দ্বারা বাম ও ডান দিকের জিনিসপত্র পৃথক করা হচ্ছে।

১১| ০৯ ই মে, ২০১০ রাত ৩:৪২

'লেনিন' বলেছেন: অসুবিধার কিছুই নেই। http://www.google.com/chrome এখানে যা পাওয়া যায় সেটি ব‍্যবহার করে ভালো লাগলে আমাকে ধন‍্যবাদ দিয়ে আসবেন। এটি ক্রোম নয়। গুগুলের তৈরি একটি বিশেষ প্রোডাক্ট।

০৯ ই মে, ২০১০ বিকাল ৪:১৩

রিফাত হোসেন বলেছেন: পড়েছি । ধন্যবাদ পোষ্টে যোগ করেছি ।

১২| ০৯ ই মে, ২০১০ রাত ৩:৪৭

'লেনিন' বলেছেন: *ক্রোমিয়াম* নয় পড়তে হবে।

০৯ ই মে, ২০১০ বিকাল ৪:১৩

রিফাত হোসেন বলেছেন: পড়েছি । ধন্যবাদ পোষ্টে যোগ করেছি ।

১৩| ০৯ ই মে, ২০১০ সকাল ১০:৪২

একাকী বালক বলেছেন: লেনিন ভাই সব উইন্ডোতে ক্লোস, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এই বাটন গুলা ডান সাইডে আনা যায় কি?

০৯ ই মে, ২০১০ বিকাল ৪:০১

রিফাত হোসেন বলেছেন: ১। Alt+F2 চাপুন।
২। টাইপ করুন gconf-editor ।
৩। apps → metacity → general এ ক্লিক করুন।
৪। ডান পাশ থেকে button_layout এ ডাবল ক্লিক করুন।
৫। value তে যা আছে ডিলিট করুন (এ রকম থাকবে close,minimize,maximize:menu ) এর পর menu:minimize,maximize,close, এরকম করে দিন ok করুন দেখুন বাটনগুলো ডানপাশে চলে গেছে, আবার যদি বাম পাশে নিতে চান তাহলে লিখুন close,minimize,maximize:menu


অথবা

ডেক্সটপে রাইট ক্লিক করে Change Desktop Background এ গিয়ে থিম এ গিয়ে New Wave থিম সিলেক্ট করুন। :D :Dব্যাস বাটন ডানে।

উপরের নিয়মে menu টার অর্থ উইন্ডো এ প্রগ্রামটার যে ছোট্ট আইকন দেখায় সেটা। আর কোলন দ্বারা বাম ও ডান দিকের জিনিসপত্র পৃথক করা হচ্ছে।

১৪| ০৯ ই মে, ২০১০ সকাল ১১:৫০

'লেনিন' বলেছেন: @একাকী বালক: সেটি করতে হলে তো আপনাকে থিম ফাইল এডিট করা শিখতে হবে। তারচেয়ে পছন্দের অন‍্যকোনো থিম নামিয়ে নিন ইন্টারনেট থেকে। bisigi নামে একটি ভালো কালেকশন আছে তাতে নানান ধরণের থিম পাবেন।

০৯ ই মে, ২০১০ বিকাল ৪:১৪

রিফাত হোসেন বলেছেন: ঠিক আবার এই পদ্ধতিতেও করা যায় :)
১। Alt+F2 চাপুন।
২। টাইপ করুন gconf-editor ।
৩। apps → metacity → general এ ক্লিক করুন।
৪। ডান পাশ থেকে button_layout এ ডাবল ক্লিক করুন।
৫। value তে যা আছে ডিলিট করুন (এ রকম থাকবে close,minimize,maximize:menu ) এর পর menu:minimize,maximize,close, এরকম করে দিন ok করুন দেখুন বাটনগুলো ডানপাশে চলে গেছে, আবার যদি বাম পাশে নিতে চান তাহলে লিখুন close,minimize,maximize:menu

১৫| ০৯ ই মে, ২০১০ বিকাল ৪:১৭

মদন বলেছেন: মবিডাটা সেটাপ দিবো কিভাবে??

০৯ ই মে, ২০১০ বিকাল ৪:৪৭

রিফাত হোসেন বলেছেন: লেখক বলেছেন: :) আমি আপনার প্রশ্ন শুনেই ভরকাইয়া গিয়েছি । পরে চিন্তা করলাম এটি কোন প্রকার মডেম হতে পারে ।
আমি কোন টেকি পাবলিক নই ।

IMEI and S/N মবিডাটার ইমেইল ঠিকানায় পাঠিয়ে লিনাক্সের জন্য ড্রাইভার বা সিডি চান ।
[email protected], [email protected]
--------------------------------- অথবা

Click This Link

উপরের এড্রেসটা হল
EDGE.GPRS.GSM Linux (Reference version)

kenel(2.4&2.6)

MBD-100EU,

MBD-200EU,

MBD-300EU,

প্রযোজ্য

আশা করি ঠিক হয়ে যাবে ।:)

-------------অথবা


এটি দিয়ে উইন্ডোজ ড্রাইভার ইনস্টলের জন্য ডাবল ড্রাইভার(Double Driver) বা এ জাতীয় সফটওয়্যার এর সাহায্য নিন যাতে আপনার ড্রাইভারের ".inf" এবং ".sys" ফাইলদুটি পেয়ে যান। এটি আপনি ড্রাইভারের সেট আপ ফাইল দিয়ে পাবেন না। এবার উবুন্তু বা ডেবিয়ানে ইনস্টল করে নিন ndisgtk এবং ndiswrapper-utils প্যাকেজ দুটি।

কমান্ডঃ
sudo aptitude install ndisgtk ndiswrapper-utils

এবার গ্র্যাফিক্যাল ndisgtk এর সাহায্যে আগেই ড্রাইভারের ব্যাকআপ থেকে ".inf" এবং ".sys" ফাইল দুটি দেখিয়ে দিন এবং কনফিগার করে নিন।
এরপর প্রতিবার মেশিন যাতে ndiswrapper কার্নেল মডিউল লোড করে স্টার্ট হওয়ার সময় সেজন্য কমান্ড দিন

$ sudo echo “ndiswrapper” >> /etc/modules

আপনারা ও চেষ্টা করুন এবং ফলাফল আসতে পারে । কিন্তু এটি টেস্ট করতে হবে । আমার কাছে মডেম নাই । :( থাকলে আমি নিজেই করতাম ।

১৬| ০৯ ই মে, ২০১০ বিকাল ৪:৪৪

প‌্যান্ট ঢিলা মাস্তান বলেছেন:
Fav. :)

০৯ ই মে, ২০১০ বিকাল ৪:৪৬

রিফাত হোসেন বলেছেন: মাস্তান সাহেব কি হিসেবে কাজ লাগল একটু জানান ।

১৭| ০৯ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:২২

মিনহাজ উদ্দিন বলেছেন: ভাইজান দেখি গরু খাটা খাটছেন.. এখন নিচের প্রশ্ন গুলোর উত্তর দেন.....? আর দুইটা মাইনাস লন (মাইনাসে মাইনাসে প্লাস হয় সেই ছোট বেলায় স্যারদের কাছ তেকে শিখেছিলাম...প্লাস না হলে কিন্তু আমার দোষ না ...)

১. উবুন্টুতে বিজয় দিয়ে বাংলা লিখব কি ভাবে.
২. মোবাইল এর মেমোরিকার্ড স্ক্যান করার কি সফ্ট আছে?
৩.লিনাক্স নতুন করে ইনস্টল দিতে কি হার্ডড্রাইভ পার্টিশন দিতে হবে?
৪.লিনাক্সে কতোটুকো লিখে কমান্ড দিতে হয়...
৫.কমান্ড মুখস্ত না থাকলে কি করনিয়?
৬.উইনডোস এর গেম কি লিনাক্সে খেলা যাবে?

লিনাক্সে নাকি লিখে কমান্ড দিতে হয়........সেই ভয়ে লিনাক্সের নামই মুখে আনি না...

০৯ ই মে, ২০১০ রাত ৮:১৮

রিফাত হোসেন বলেছেন: Click This Link

পোষ্ট হিসেবে দিয়েছি । অনেক বড় তো তাই ।

১৮| ০৯ ই মে, ২০১০ রাত ১১:৪৮

গৌতম রায় বলেছেন: আপনি যে দুটো লিঙ্ক দিয়েছেন, সেগুলো আমি আগেই গুগলিং করে দেখেছি; কাজ হয় নি। শেষ পর্যন্ত লেনিন ভাইয়ের এই লিঙ্ক Click This Link অনুসারে কাজ করলাম। এখন, এই যে আপনাকে লিখছি উবুন্টু থেকেই। দারুণ খুশি খুশি লাগছে। :)

১০ ই মে, ২০১০ রাত ১২:০১

রিফাত হোসেন বলেছেন: হুম আপডেট করেছি এই পোষ্ট

আপনার খুশি দেখে আমারও খুশি লাগছে :)

১০ ই মে, ২০১০ রাত ১২:০১

রিফাত হোসেন বলেছেন: হুম আপডেট করেছি এই পোষ্ট

আপনার খুশি দেখে আমারও খুশি লাগছে :)

১৯| ০৯ ই মে, ২০১০ রাত ১১:৫২

নির্জন রহমান বলেছেন: খুবই উপরকারী পোষ্ট,

প্লাস দিয়ে প্রিয়তে নিয়ে নিলাম।

১০ ই মে, ২০১০ রাত ১২:০৩

রিফাত হোসেন বলেছেন: প্রিয়তে নেবার কোন প্রয়োজন দেখছি না, আমি শুধু ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্যকে একত্রিত করার চেষ্টা করছি ব্যক্তিগতভাবে কারণ আমি নিজেই এর ভুক্তভোগী অথার্ত সমস্যায় পড়েছি তাই এর সমাধান করে করে এগিয় চলছি যাতে ভবিষ্যতে সমস্যা হলে এইখান থেকে ব্যাকআপ পাই । চাইলে আপনি সামুতে সার্চ দিলেই পাবেন । :)

২০| ১৮ ই জুন, ২০১০ রাত ১:৪২

অভ্র ভাষা হোক উন্মুক্ত বলেছেন:

১৮ ই জুন, ২০১০ দুপুর ২:৫৫

রিফাত হোসেন বলেছেন: খাইছে B:-)

২১| ২২ শে জুন, ২০১০ দুপুর ১:৪৩

মুভি পাগল বলেছেন: ওয়াও, পুরো ব্যবচ্ছেদ

২২ শে জুন, ২০১০ দুপুর ২:৪৪

রিফাত হোসেন বলেছেন: :)

২২| ০৩ রা জুলাই, ২০১০ রাত ৯:৪৬

প্রেমের কাঙ্গাল বলেছেন: ধইন্যা। এরকম একটা মনে মনে খুজতাছিলাম। যাই হোক, প্রিয়তে।

আমি অনেক ট্রাই মাইরাও অভ্র সেটআপ দিতে পারি নাই। অবশ্য ইউজ ও তেমন একটা করি না। এখানে অটো লেখা যায়। তাই নো টেনশন এ আছি।

০৩ রা জুলাই, ২০১০ রাত ৯:৫০

রিফাত হোসেন বলেছেন: :)

২৩| ০৯ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৫২

আজম মাহমুদ বলেছেন: উবুন্টু-লিনাক্সে প্রিন্টার ড্রাইভার ইন্সটল সমস্যা, প্লিজ হেল্প।

অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করে শেষ পর্যন্ত উবুন্টুতে চলে এসেছি। এখন আমি প্রায় ৭০% সময় উবুন্টু ১০.০৪ ব্যবহার করছি। অত্যন্ত ভালো লাগছে। যে কোন সময় হাতের কাছে বিশাল সফটওয়্যার ভান্ডার পেয়ে গেছি। আমার মবিডাটা মডেম দিয়ে ইন্টারনেট কানেক্টও করে ফেলেছি, এবং নির্বিঘ্ন এটি খুব ভালো সার্ভিস দিচ্ছে। সত্যি উবুন্টু-লিনাক্স ভালো লাগার একটি বিষয়, বিশেষ করে বৈধ একটা অপারেটিং সিষ্টেম চালাচ্ছি তাই নিজেকে আর চোর চোর মনে হয় না।

কিন্তু আমাকে যখন কোন কিছু প্রিন্ট দিতে হয় তখন বাধ্যতামূলক ভাবে ইউন্ডোজে লগইন করতে হয়। আমি মনে করি এই প্রিন্টার সমস্যা সলভ হয়ে গেছে ইউন্ডোজকে বিদায় দিতে পারবো। আমি দুইটি প্রিন্টার ব্যবহার করি- ১। লেক্সমার্ক জেড ৬১৫ এবং ২। ক্যানন আইপি ১৩০০। প্লিজ আপনারা যারা উবুন্টু-লিনাক্সে এই দুইটি প্রিন্টার ইন্সটল সম্পর্কে জানেন অথবা উবুন্টু-লিনাক্সে এগুলো ব্যবহার তারা অনুগ্রহ করে হেল্প করবেন। প্লিজ আমাকে উবুন্টু-লিনাক্সে প্রিন্টার ড্রাইভার ইন্সটল সমস্যা হতে উদ্ধার করে চিরকৃতজ্ঞ করবেন।

আমার প্রায় সমস্যাগুলো জামাল ভাই সলভ করে দিয়েছেন, কিন্তু প্রিন্টার দুইটির ব্যাপারে তিনি যে হেল্প করেছেন তা আমি হয়তো ঠিক মতো বুঝতে পারছি না। নতুন ইউজার তো।

তবে আমি আশা রাখি আমি পারবো। প্লিজ আপনি যদি আমার মেইলে হেল্প করতেন খুব উপকৃত হতাম।

আমার মেইলঃ

[email protected]

আপনার সাহায্যের অপেক্ষায় থাকলাম।

০৯ ই জুলাই, ২০১০ দুপুর ১:৫৩

রিফাত হোসেন বলেছেন: ব্যাপারটা হল আমি নিজেও আপনার মতই নবিশ । :(
যদিও আমি ঝানু ব্যবহারকারী এটা স্বীকার, নিজে থেকেই করি । আমার ল্যাপটপ আর ডেস্কটপে উবুন্টুর ব্যাপারে নিজ জ্ঞানে ঘাটাঘাটি করি ।

তবে আমি কখনো আমার প্রিন্টার দিয়ে প্রিন্ট করে দেখি নাই । কখনোই প্রয়োজন বোধ করি নাই । আর ঘরেও দুইটা প্রিন্টার নাই । তাই ১ টা দিয়ে দেখেছি । এমনিতেই পায় আমারটাও ক্যানন ।

তবে আপনার মূল সমস্যা বুঝতে পারছি না । >>>>

আপনি কোথা থেকে প্রিন্ট করতে চান? আপনি কি কোন ডিজাইন প্রোগ্রাম থেকে প্রিন্ট করতে চাচ্ছেন? মানে ফটোশপ, গিম্প বা এই ধরনের কিছু?
নাকি ওপেন অফিস প্রোগ্রাম থেকে?

আমার জানা মতে যদি প্রিন্ট অপশনে ক্লিক করুন তাহলে ডায়লগ বক্স আসবে তাতে প্রিন্টার সিলেক্ট করতে পারবেন । :)

Click This Link

উপরের লিংকে বিস্তারিত আছে । :) আশা করি সমাধান পেয়ে গিয়েছেন ।

আর আপনি কোন প্রিন্টারটা ইনস্টল হচ্ছে না তাও বুঝতে পারছিনা ।

২৪| ২৫ শে জুলাই, ২০১০ রাত ৩:০০

নিশম বলেছেন: ব্রডব্যান্ড এর লাইনটা কানেক্ট করতে পারলাম্না :( :(

২৫ শে জুলাই, ২০১০ বিকাল ৫:১৮

রিফাত হোসেন বলেছেন: অটো পাবার কথা । :) কিন্তু আমার তো সমস্যা হয় না । আমি টেকি লোক না । তো কি আর করা উইনোই ব্যবহার করেন । তবে আপনে ল্যাক্স ও এস ব্যবহার করতে পারেন এটি উবুন্টু থেকে আরও ছোট ।

২৫| ২৫ শে জুলাই, ২০১০ রাত ৯:২০

নিশম বলেছেন: ৩। ডি এন এস পরিবর্তন
File System থেকে /etc/ ফোল্ডারের resolve.conf ফাইলটি এডিট করার জন্য ওপেন করুন



এরপরে এসে সমস্যা বাধছে আমার!!! আমি উবুন্টু ১০।৪ সিডি দঢুকিয়ে ইন্সটল না করে শুধু বুঝে নেবার জন্য সব কিছুই করার পর দেখি, File Sysytem এ যাওয়ার পর etc ফোল্ডারের ভেতর আরেকটি ফোল্ডার !! তার ভেতর অন্য একটি ফাইল ( নাম খেয়াল নেই) । তাও, আমি সেটা gedit দিয়ে ওপেন করে এডিট করে value গুলো বসালাম, কিন্তু কথা হলো হাযার বার ট্রাই করার পরেও তা সেইভ হলোনা !!! আমার ভাগ্যে মনে হয় উবুন্টু নাই :'(

২৬ শে জুলাই, ২০১০ রাত ১০:২০

রিফাত হোসেন বলেছেন: ট্রায় উবুন্টু দিয়ে ঢুকে হাজার বারও কিছু সেইভ হবে না

:)

২৬ শে জুলাই, ২০১০ রাত ১০:২১

রিফাত হোসেন বলেছেন: আর সিস্টেম ফোল্ডার এডিট করার জন্য আলাদা ভাবে কমান্ড দিয়ে ঢুকতে হয় ।

২৬| ২৭ শে জুলাই, ২০১০ রাত ৩:০৭

ছন্দ্বহীন বলেছেন: প্রিয়তে রাখলাম। প্রয়োজনে কাজে আসবে..
অনেক ধন্যবাদ।

২৮ শে জুলাই, ২০১০ দুপুর ২:১৯

রিফাত হোসেন বলেছেন: আপনাকেও + :)

২৭| ২২ শে আগস্ট, ২০১০ রাত ১১:২৬

বালক বন্ধু বলেছেন: আমার বন্ধু আজ উবুন্টু ইন্সটল করলো। পুরো ৩২০ গিগা হার্ডডিস্ক এক ড্রাইভ হয়ে গিয়েছে। যদি আমি কয়েকটি ড্রাইভ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে।

২৯ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:১৬

রিফাত হোসেন বলেছেন: কারণ ভুলভাবে ইনস্টল করেছেন তাই ।

Click This Link

উপরের লিংকে দেখুন পোষ্টের কমেন্টে ।

আমি এইভাবেই সমাধান করেছি । আমার কম্পিউটারেও প্রথমে ১ টেরার পুরাটাই ঐ রকম হয়ে গিয়েছিল ।

আবার ইনস্টল দিতে হয়েছে ।

২৮| ২৮ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:৪৫

আকাশ রহমান বলেছেন: + দিয়ে প্রিয়তে রাখলাম। আমি নূতন উবুন্টু সেটাপ দিয়েছি। আশা করি টিপসগুলো কাজে লাগাতে পারব।

২৯ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:১৭

রিফাত হোসেন বলেছেন: ইনশাল্লাহ

২৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১০ রাত ৮:১৩

বিবেকের কথা বলেছেন: +

৩০| ০৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ৩:১৮

ফারহান আহমেদ বলেছেন: আমার উবুন্তু সেটআপ দিলে
(Process : 289) GLib -wearing **:getpwiid_r(): fail due to to unknown user id (0)
stdin : error 0
/sceipt/casper-bttom/to/10 user:line25: db_set.not found

এটা উঠে খালি এর পর Restart নে Restart নিয়া একই অবস্তা কিন্তু same configuration এর অন্য পিসি তে আবার সেটাপ হয় ।কি করব ?

০৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ৩:৫৭

রিফাত হোসেন বলেছেন: আমি টেকি মানুষ না । তবে এটা গুগলে সার্চ দিতে পারেন ।

৩১| ০৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ৩:৪৫

বাদ দেন বলেছেন: বহু পথ পারি দিয়াছি কিন্তু আমার মবিডাটা মডেমটি উবুন্তু ১০।০৪ তে চলে নি। সব রকমের ফোরাম দেখে ফেলেছি। তাই ভাবছি বাদ দিমু

০৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ৩:৫৮

রিফাত হোসেন বলেছেন: দুনিয়া চলে আধুনিকতায় আপনি আছে মবিডিটা নামের কু সা সুখ্যাত মডেম নিয়ে আমার ঝকঝকে স্ক্যানার উইনডোজ ৭ বা উবুন্টু কিছুই ধরে না ।

৩২| ০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ১:২০

প্রেমের কাঙ্গাল বলেছেন: @বাদ দেন, আপনি এখানে দেখুন। এখানে খুজলেই পেয়ে যাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.