নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

রিফাত হোসেন

অন্ধকার প্রভাত...............এই তো ঘুরে ফিরে দিন যায়

রিফাত হোসেন › বিস্তারিত পোস্টঃ

কি কিনুম নাকি কিছুই কিনুম না ?

০৯ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:২০

বুঝতে পারছি না । গতকাল ইবে ঘুরলাম একটা সেকেন্ড হ্যান্ড এস টু কেনার জন্য । বাজেট ২০ হাজার এর কাছা কাছি । কিন্তু নোটবুকের কথা চিন্তা করে মোবাইল ভুলে গেলাম । আমার এইচ পি ধুকতেছে ৩কি ৪ বছর সার্ভিস দিল কড়া । :) তাই একটা সনি নিতাম কিন্তু হঠাত কইরা মনটা আপেল আপেল কইরা উঠল । ব্রাউজার আর দোকান ঘুড়তেই দেখলাম নেটবুক বা এয়ারগুলি হাতের নাগালে থাকলেও গেমিং বেজড গুলি আকাশচুম্বি । পড়ে চিন্তা করলাম ধুর ... ররর একটা বানাইয়া ফেলী । তাই অর্ডার করা যায় এমন কোম্পানীর ক্যাটালগ দেখলাম ।



১৫ ই. এর এপল যা কনফিগ করলাম তা হইল ২ লাখ ৫০ এর উপর , আমি নাই :||

তবে এ্যাপল বাদে সাধারণ পাটর্স পুটর্স লাগাইয়া বানাইলে অর্ধেক দামে এপল এর মত পাওয়া সুবিধা নিয়ে বানানোযাবে । :) তার মানে ১ লা.৫০ এ :( আমি নাই ..



আচ্ছা ১৫ ই. বেটার নাকি ১৭ ই. ভাল হবে ? ১৭টা কি একটু বড় লাগে না =



মূল টার্গেট হইল ৬-৮ গিগা রেম, ৭৫০-১টেরা হা ডি. গেমিং গ্রাফিক্স কার্ড আর ডিসপ্লে টা লেড বা ওলেড এর । :)



যাউগ্গা মনে প্রশ্ন জাগল এইচপি টা রিপেয়ার করে ব্যবহার করার । :) কারণ ল্যাপিতে গেইম কমই খেলা হবে, ট্রাভেল ছাড়া (আমি পিসিতে গেমাই বেশী) । আর এপল দেখতে কুল লাগে, আর হালকা কাজের জন্য ল্যাপিই ভাল মানে মনে এপল এয়ারই কিনি । এত টাইম পাব না আরমচে লেপের নিচে গেমানোর । :(



টিভির সমান ২১ ই. সেমসাং ডেস্কটপ দিযেই মজা পাওয়া যাবে :)



সব সময়ই মনের মধ্যে ঠুকা ঠুকি লাগে । :( কি যে করি । :(



ছাইড়ে দে বাপ , কাইন্দা বাচি ! :P



পড়ে চিন্তা হইল আমার ডিজিটাল ক্যামেরা পুরানো হইছে আরেকটা কিনা দরকার । , ছবি তুলিনা মাস খানেক হইল এইটা দিয়ে ।



একটা এইচ ডি ক্যাম কিনারও খায়েস হইছৈ ।



পড়ে চিন্তা করি ৫ বছর পর কুলখানী পড়ানো হইতে পারে তবে শিওর না ,মানে বিয়ের কথা কই । , জমাইতে হইব না ! :P



বিয়ের লিস্টি হইলে ১০লাখা টাকা লাগবে ১টা মেয়ে কিনতে ! .. কিনা বললাম এই কারণ এই রকম সামাজিকতা বিয়ে কিনার সামিল মনে করি /:)



আমি কইতাম মাইয়্যার পারলে ধরলে হাত , সমাজের ক্ষেতা পুড়ি ! :#) কারণ আমার ১০ লাখ টাকার দেন মোহর করার সামর্থ নাই ।



এই সাবাস কোন মাইয়্যার নাইক্কা , থাকলেও তার সাথে পরিচয় হয় নাই ।

যাইগ্গা সেই চিন্তা কইরা উপরের সব কিছু ক্রস হইয়া গেল !



পড়ে চিন্তা করি লাউন্ড বইসা যখন ভাঙ্গে ল্যাপিতে ল্যাপামু বিডির মানুষ কি করব , ফকির বিদেশ থন আইছে ! :( কোন মতে ৫০ হাজার দিয়ে একটা ম্যাক এয়ার ল্যাপি যোগাইতে হইব ই হইব । আবার চিন্তা করি ফুটাঙ্গীর দরকারটা কি ?



চিন্তা করতে করতে বছর পর , আমার ল্যাপি কিনা হইল না । মাঝখানে গাড়ির ব্লগের পোষ্ট পইরা দুইটা গাড়ি কিনার কথা চক্কর দিল একটা হইল আব্বা আম্মার জন্য আরেকটা আমার জন্য একটা থাকে এইখানে আরেকটা ঐখানে । :(

এইখানেরটা বছর তিনেক পড়েও সমস্যা নাই কিন্তু সেখানেরটা এই বছরই !



এর মাঝে বাড়ি বানাতে হবে আব্বার হুকুম,,,,,,, আমি কই টেকা আমার তেজ পাতা ,,,,,,,,,, আমি প্রতিদিন উইঠা পাড়ি ! :((



এত্ত চিন্তার মধ্যে নিজের শখকেও বিসজর্ন দিতে হচ্ছে ।,, মাঝে মাঝে ঝোক জমে ইটালী ভাষার কোর্স করার ,,,,,,,,,,,,,, একজন সাথে পরিচয় হইছে কিনা :P , কিন্তু কই ফ্রেঞ্চই ঠিকমত উচ্চারণ করতে পারি না আবার ইটালী , টাকা আমারে বেশী কামড়ায় । তাই ব্যাংকে গিয়া কই বেতন আইলে এত টাকা সেভিংস একা. পাঠাইবেন আমি যেন চাইলেও তুলতে না পারি ? !! ?



আর এই দিকে ঝোক জমছে চাকিব খানরে ফেলটুস করার জন্য ! :P ঝোকের উপর ঝোক,,,,, আরেকবার ঝোক লাগে সাতার শিখব !



আমার এখন সময়ই নাই ৬ -৭ ঘন্টা ঘুমাই মাত্র ! এরপরই নড়া চড়া । . এর মধ্যে এইটা কেমনে শিখি ! :(



কি করিব কি করিব না, ভেজালে আছি । মন তো অনেক কিছুই চায়.... কিন্তু আউলা । ডাইনে বায়ে ।



কোন কমেডি ফিল্মে দেখলাম, একদল ক্যাডেট কে যুদ্ধের প্রশক্ষিন দিয়েছে তো যুদ্ধের সময় শত্রুর আগমনে , ইদুরের মত এদিক সেদিক পরিকল্পনাবিহীন দৌড়াদৌড়ি ও আক্রমণ করছে =p~ =p~ =p~ =p~



অনেক হাসির ছিল । :)

আমার জীবনের ঢেউটা সেরকমই , মনটাও সেরকম ।







মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:৩৬

সাইফুল আলী বলেছেন: মন্তব্যটা আগেই করলাম :D
এখন লেখাটা পড়ুম ।দেখি কি লেখছেন /:)

০৯ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:৪০

রিফাত হোসেন বলেছেন: সঙ্গী বিহীন জীবন একটু এবড়ো থেবড়ো হয় । :) হয়ে সে সঙ্গী বন্ধুবিহীন বা বান্ধবী বিহীন ।

২| ০৯ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:৫০

সাইফুল আলী বলেছেন: হুমমমমমম /:)
পড়লাম লেখাটা।মাঝে মধ্যে এইরকম হয়।কোনটা থুইয়া কোনটা কিনুম বুঝতে পারি না।তবে আমার এমন হইলে আমি কোনটাই কি নি না।টাকা জামাইয়া রাখি ;)
তা ভাই ওই ইতালিয়ান ভাষাটা যেন কেন শিখতে চাইছিলেন :#)

০৯ ই মে, ২০১২ রাত ৮:২১

রিফাত হোসেন বলেছেন: লোল এত্ত কিছু রাইখা হার্ড পয়েন্টেই চোখ মারলেন ;)

বাঙ্গালী ইটালিয়ান ,,,,,, ইটালিয়ান শিখলে দেখি আমি স্যাটেল হইতে পারি কিনা . =p~ =p~

না সাহেব , মজা করলাম,

ভাষা শিখা আমার হবি বলতে পারেন, পরিচিত এর কাছ থেকে দ্রুত শিখা যায় , এ আর কি :) ,

ভালবাসায় বিশ্বাস করি না,,,,,, সবই চেহারা সুরত, সার্টিফেকেট আর টাকার খেলা । :)

মন বল একটা অদৃশ্য বস্তু আছে সেইটা বুঝা যায় না আর বুঝতেও চায় না , প্রেম বা বিয়ে দুইটার জন্যই প্রযোজ্য । !

৩| ০৯ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:৫২

গেমার বয় বলেছেন: pura e uradhura post :s :s

৪| ০৯ ই মে, ২০১২ রাত ৮:৫১

রিদুয়ান বলেছেন: ভাই কেমন আছেন? ;)
আপনারও দেখছি আমার কারবার /:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.