![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুঝতে পারছি না । গতকাল ইবে ঘুরলাম একটা সেকেন্ড হ্যান্ড এস টু কেনার জন্য । বাজেট ২০ হাজার এর কাছা কাছি । কিন্তু নোটবুকের কথা চিন্তা করে মোবাইল ভুলে গেলাম । আমার এইচ পি ধুকতেছে ৩কি ৪ বছর সার্ভিস দিল কড়া । তাই একটা সনি নিতাম কিন্তু হঠাত কইরা মনটা আপেল আপেল কইরা উঠল । ব্রাউজার আর দোকান ঘুড়তেই দেখলাম নেটবুক বা এয়ারগুলি হাতের নাগালে থাকলেও গেমিং বেজড গুলি আকাশচুম্বি । পড়ে চিন্তা করলাম ধুর ... ররর একটা বানাইয়া ফেলী । তাই অর্ডার করা যায় এমন কোম্পানীর ক্যাটালগ দেখলাম ।
১৫ ই. এর এপল যা কনফিগ করলাম তা হইল ২ লাখ ৫০ এর উপর , আমি নাই
তবে এ্যাপল বাদে সাধারণ পাটর্স পুটর্স লাগাইয়া বানাইলে অর্ধেক দামে এপল এর মত পাওয়া সুবিধা নিয়ে বানানোযাবে । তার মানে ১ লা.৫০ এ
আমি নাই ..
আচ্ছা ১৫ ই. বেটার নাকি ১৭ ই. ভাল হবে ? ১৭টা কি একটু বড় লাগে না =
মূল টার্গেট হইল ৬-৮ গিগা রেম, ৭৫০-১টেরা হা ডি. গেমিং গ্রাফিক্স কার্ড আর ডিসপ্লে টা লেড বা ওলেড এর ।
যাউগ্গা মনে প্রশ্ন জাগল এইচপি টা রিপেয়ার করে ব্যবহার করার । কারণ ল্যাপিতে গেইম কমই খেলা হবে, ট্রাভেল ছাড়া (আমি পিসিতে গেমাই বেশী) । আর এপল দেখতে কুল লাগে, আর হালকা কাজের জন্য ল্যাপিই ভাল মানে মনে এপল এয়ারই কিনি । এত টাইম পাব না আরমচে লেপের নিচে গেমানোর ।
টিভির সমান ২১ ই. সেমসাং ডেস্কটপ দিযেই মজা পাওয়া যাবে
সব সময়ই মনের মধ্যে ঠুকা ঠুকি লাগে । কি যে করি ।
ছাইড়ে দে বাপ , কাইন্দা বাচি !
পড়ে চিন্তা হইল আমার ডিজিটাল ক্যামেরা পুরানো হইছে আরেকটা কিনা দরকার । , ছবি তুলিনা মাস খানেক হইল এইটা দিয়ে ।
একটা এইচ ডি ক্যাম কিনারও খায়েস হইছৈ ।
পড়ে চিন্তা করি ৫ বছর পর কুলখানী পড়ানো হইতে পারে তবে শিওর না ,মানে বিয়ের কথা কই । , জমাইতে হইব না !
বিয়ের লিস্টি হইলে ১০লাখা টাকা লাগবে ১টা মেয়ে কিনতে ! .. কিনা বললাম এই কারণ এই রকম সামাজিকতা বিয়ে কিনার সামিল মনে করি
আমি কইতাম মাইয়্যার পারলে ধরলে হাত , সমাজের ক্ষেতা পুড়ি ! কারণ আমার ১০ লাখ টাকার দেন মোহর করার সামর্থ নাই ।
এই সাবাস কোন মাইয়্যার নাইক্কা , থাকলেও তার সাথে পরিচয় হয় নাই ।
যাইগ্গা সেই চিন্তা কইরা উপরের সব কিছু ক্রস হইয়া গেল !
পড়ে চিন্তা করি লাউন্ড বইসা যখন ভাঙ্গে ল্যাপিতে ল্যাপামু বিডির মানুষ কি করব , ফকির বিদেশ থন আইছে ! কোন মতে ৫০ হাজার দিয়ে একটা ম্যাক এয়ার ল্যাপি যোগাইতে হইব ই হইব । আবার চিন্তা করি ফুটাঙ্গীর দরকারটা কি ?
চিন্তা করতে করতে বছর পর , আমার ল্যাপি কিনা হইল না । মাঝখানে গাড়ির ব্লগের পোষ্ট পইরা দুইটা গাড়ি কিনার কথা চক্কর দিল একটা হইল আব্বা আম্মার জন্য আরেকটা আমার জন্য একটা থাকে এইখানে আরেকটা ঐখানে ।
এইখানেরটা বছর তিনেক পড়েও সমস্যা নাই কিন্তু সেখানেরটা এই বছরই !
এর মাঝে বাড়ি বানাতে হবে আব্বার হুকুম,,,,,,, আমি কই টেকা আমার তেজ পাতা ,,,,,,,,,, আমি প্রতিদিন উইঠা পাড়ি !
এত্ত চিন্তার মধ্যে নিজের শখকেও বিসজর্ন দিতে হচ্ছে ।,, মাঝে মাঝে ঝোক জমে ইটালী ভাষার কোর্স করার ,,,,,,,,,,,,,, একজন সাথে পরিচয় হইছে কিনা , কিন্তু কই ফ্রেঞ্চই ঠিকমত উচ্চারণ করতে পারি না আবার ইটালী , টাকা আমারে বেশী কামড়ায় । তাই ব্যাংকে গিয়া কই বেতন আইলে এত টাকা সেভিংস একা. পাঠাইবেন আমি যেন চাইলেও তুলতে না পারি ? !! ?
আর এই দিকে ঝোক জমছে চাকিব খানরে ফেলটুস করার জন্য ! ঝোকের উপর ঝোক,,,,, আরেকবার ঝোক লাগে সাতার শিখব !
আমার এখন সময়ই নাই ৬ -৭ ঘন্টা ঘুমাই মাত্র ! এরপরই নড়া চড়া । . এর মধ্যে এইটা কেমনে শিখি !
কি করিব কি করিব না, ভেজালে আছি । মন তো অনেক কিছুই চায়.... কিন্তু আউলা । ডাইনে বায়ে ।
কোন কমেডি ফিল্মে দেখলাম, একদল ক্যাডেট কে যুদ্ধের প্রশক্ষিন দিয়েছে তো যুদ্ধের সময় শত্রুর আগমনে , ইদুরের মত এদিক সেদিক পরিকল্পনাবিহীন দৌড়াদৌড়ি ও আক্রমণ করছে
অনেক হাসির ছিল ।
আমার জীবনের ঢেউটা সেরকমই , মনটাও সেরকম ।
০৯ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:৪০
রিফাত হোসেন বলেছেন: সঙ্গী বিহীন জীবন একটু এবড়ো থেবড়ো হয় । হয়ে সে সঙ্গী বন্ধুবিহীন বা বান্ধবী বিহীন ।
২| ০৯ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:৫০
সাইফুল আলী বলেছেন: হুমমমমমম
পড়লাম লেখাটা।মাঝে মধ্যে এইরকম হয়।কোনটা থুইয়া কোনটা কিনুম বুঝতে পারি না।তবে আমার এমন হইলে আমি কোনটাই কি নি না।টাকা জামাইয়া রাখি
তা ভাই ওই ইতালিয়ান ভাষাটা যেন কেন শিখতে চাইছিলেন
০৯ ই মে, ২০১২ রাত ৮:২১
রিফাত হোসেন বলেছেন: লোল এত্ত কিছু রাইখা হার্ড পয়েন্টেই চোখ মারলেন
বাঙ্গালী ইটালিয়ান ,,,,,, ইটালিয়ান শিখলে দেখি আমি স্যাটেল হইতে পারি কিনা .
না সাহেব , মজা করলাম,
ভাষা শিখা আমার হবি বলতে পারেন, পরিচিত এর কাছ থেকে দ্রুত শিখা যায় , এ আর কি ,
ভালবাসায় বিশ্বাস করি না,,,,,, সবই চেহারা সুরত, সার্টিফেকেট আর টাকার খেলা ।
মন বল একটা অদৃশ্য বস্তু আছে সেইটা বুঝা যায় না আর বুঝতেও চায় না , প্রেম বা বিয়ে দুইটার জন্যই প্রযোজ্য । !
৩| ০৯ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:৫২
গেমার বয় বলেছেন: pura e uradhura post :s :s
৪| ০৯ ই মে, ২০১২ রাত ৮:৫১
রিদুয়ান বলেছেন: ভাই কেমন আছেন?
আপনারও দেখছি আমার কারবার
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:৩৬
সাইফুল আলী বলেছেন: মন্তব্যটা আগেই করলাম
এখন লেখাটা পড়ুম ।দেখি কি লেখছেন