নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

রিফাত হোসেন

অন্ধকার প্রভাত...............এই তো ঘুরে ফিরে দিন যায়

রিফাত হোসেন › বিস্তারিত পোস্টঃ

পেডাপেডীর পর গাড়ির ভূত :)

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩১

হুম, বাংলাদেশে আসলেই একটা গাড়ির অনেক /:) প্রয়োজন কারণ নড়াচড়া করতে পারি না সুবিধা মত ।



পাবলিক ট্রান্সপোর্ট তথৈবচ অবস্থা । যেখানে সরকারী ভাবে হার্ডকোর বেকআপ দেওয়ার কথা সেখানে তারা আজাইরা ওভার ব্রীজ , ফ্লাই ওভার বানিয়ে রাখছে ।

না আছে শহরের মধ্যে ভাল ট্রেন বা ট্রাম বা বাস সার্ভিস । একট গন্তব্যে পৌছতে যদি সারাটা দিন লাগে মেজাজটা চরমে উঠে । X( ঠিকাছে বাস পেলাম গাদাগাদি করে উঠলাম কিন্তু গাদাগাদি দূরের কথা উঠতেই পারলাম না ! আর সাথে মহিলা কেউ থাকলে !



ঠিকাছে বাদ দিলাম । নেই ট্যাক্সি বা সি এন জি.. কিন্তু তারা আমার গন্তব্যে যাবে না ! ঠিকাছে বুঝলাম কি দরকার তাদের .. টাকা ! কারন যেখানে যাবে জ্যামই থাকে বেশীক্ষন তাই ক্ষ্যাপ দেওয়া হবে না । ট্রিপ যদি না দিতে পারে মহাজনের টাকা উঠবে না । কিন্তু আমি দু:খিত আমি প্রতিদিন বা প্রায়ই ১০০ + ১০০ + ১০+ ১০ রিক্সা ও সি এন জি ভাড়া দিয়ে চলতে পারব না । আর দেশে যখন আসি শুধু ঘুরা তখন প্রিয় মুখের সাথে দেখাও করতে হবে, মানে আত্নীয়দের বুঝাচ্ছি । ;)

তাই ১০-১৫ হাজার যদি চলাফেরাতেই খরচ যায় ! তাহলে কেমনে সম্ভব ?



আমার বাবা আমার জন্য কোন প্রকার সোনার খনি রাখে নাই বা আরবের তেলের খনি ! /:)

সুতরাং নিজেরটা নিজেই দেখতে হয়, আর কোথাও গেলে বাসার সবাইকেই নিয়ে যেতে হয়, ১৫-২০ হাজার কমই বলেছি । যাই হোক ।



অভিজ্ঞতা থেকে বলছি, আবার বলবেন না কম্পুর সামনে বসে ডায়লগ দিচ্ছি ।







আমি যদিও পাবলিক ট্রান্সপোর্টকে প্রিফার করি কিন্তু আমার বৃদ্ধ মা বাবাকে হাসপাতালে চেক আপ সহ , ভাগ্নেদের স্কুল সহ আমার ছুটি কালীন সময়ে ঘুরাফেরা করার জন্য একটা দরকার । :)



প্রথমে চিন্তা করেছিলাম বাইক টাইক নিব । কিন্তু দেখলাম যদি ভাতিজার হাতে যায় তাহলে....... :) :#)



বাইক যে রবে না, আপন রূপে ;)



তাই গাড়ি নিব নিব চিন্তা করছি ।



পোরীয়পে হেহেহেহে :) মানে হল ইউরোর দেশ গুলিতে হয়ত সস্তা কিংবা আম্রিকাতে আরও সস্তা কিন্তু বিডিতে গলা কাটা দাম তাই শুনি ...



গাড়ির প্রতি আমার তেমন জ্ঞান নাই আর পছন্দও না । কিন্তু নিতে হবে হয়ত ।



গাড়ি চালানো শিখেছিলাম ভুলে গিয়েছি । বাচ্চা বয়সেই শিখেছিলাম তাই মনে নাই । যাই হোক ।



ড্রাইভিং লাইসেন্স থাকলে ভাল কাজে দেয় অনেক যদিও ।



এখন আমি গাড়ি কিনার ক্ষেত্রে কি কি অগ্রাধিকার দিব বুঝতে পারছি না ?



না কোন ওয়েব সাইট পাচ্ছি । :(

যদিও এখন সাথে সাথেই কিনব না ২-৩ মাস বা ৬ মাস বা ১ বছর একটু দেখে শুনে নিব ধরা খাইতে চাহি না:)



যাও পাচ্ছি তাও কেমন জানি লাগল । আমি জানতাম গাড়ির দাম বেড়ে গিয়েছে কিন্তু সাইটে তো সস্তাই দেখায় !

http://bikroy.com/cars-in-dhaka?sort=created



কোন বিড়ম্বনায় পড়তে হয় কে জানে । :(



আপাতত বাজেট ২-৩ এর মধ্যে । ৫ও হতে পারে । মানে চাইলে আমি ইনক্রীস করতে পারি । শুধু জমাতেই সময় যা লাগবে :) কিন্তু রিকোয়ারমেন্ট ফুলফীল হলে বাজেট বাড়ানোর দরকার দেখছি না

আপাতত একটা কিনি এরপর না হয় বিয়ে শাদীর সময় আরেকটা পোর্ট থেকেই নিয়ে আসব তবে সেটার টার্গেট পরে...২০ লক্ষ টাকা দিয়ে ব্র্যান্ড কিনতে পারি । :| সেটা ফিউচার ফ্যামিলি প‌্যাক এর মধ্যে =p~ ততদিনে চুল টুল পেকে পরেও যেতে পারে । =p~



ফরজ

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৪

আশিক মাসুম বলেছেন: আসলেই একটা গাড়ির দরকার :(

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৬

রিফাত হোসেন বলেছেন: :)

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৬

রিফাত হোসেন বলেছেন: একটু শেয়ার করুন ।

২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫২

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর অভিপ্রায়

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৬

রিফাত হোসেন বলেছেন: ওকে কিন্তু কিছু কি শেয়ার করা যায় ?

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৯

আশিক মাসুম বলেছেন: এক্কাজ করেন। সংসদ ভবনের অপজিডে একটা গারির হাট হয়, ঐ খানে পুরাতন গাড়ি বিক্রি করে। দেখে আসতে পারেন , একটা সুরাহা হবে আশাকরি।

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৩

আশিক মাসুম বলেছেন: এক্কাজ করেন। সংসদ ভবনের অপজিডে একটা গারির হাট হয়, ঐ খানে পুরাতন গাড়ি বিক্রি করে। দেখে আসতে পারেন , একটা সুরাহা হবে আশাকরি।

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৪

রিফাত হোসেন বলেছেন: লোল । :( কেমনে যাই ? থাকি তো দূরে ?

আপন জন যারা আছে তারা এতটা সময় পায় না সবাই চাকুরী করে তাও হার্ডকোর... চাকুরী ঘরের কাজ আবার চাকুরী । :(

কারউই সময় নাই ।

আপনি যদি দেখে এসে ব্লগে বৃত্তান্ত পোষ্ট করেন, অন্তত ধারনা একটা পাব । :)

৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

ইখতামিন বলেছেন: ওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওও

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৪

রিফাত হোসেন বলেছেন: _)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.