নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

রিফাত হোসেন

অন্ধকার প্রভাত...............এই তো ঘুরে ফিরে দিন যায়

রিফাত হোসেন › বিস্তারিত পোস্টঃ

এন্ড্রয়িড এপস রিভিউ (টেব ও রুটেড ভার্সন) ...

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

অনেক দিন হল কোন পোষ্টান হয় না, আর নেক্সাস ৭ নিয়ে রিভিউ লেখার ইচ্ছা ছিল । কিন্তু আজ টেব নয় বরং তার মাল সামালা নিয়ে একটু রিভিউ লিখব .. ইও.উ.. :( বাংলা বিজয় , ইউনিজয়, অভ্র এর ফোনেটিক, আর এন্ড্রয়েড দুইটা ফোনেটিক বাংলা কি বোর্ড এর ভার্সন এর জগাখিচুড়ী শুরু হয়ে গিয়েছে । :( তাই টাইপিং এ প্রায়ই ভুল হচ্ছে । সব গুলি শিখাতে বড়ই পেয়ারার মধ্যে আছি । :((

মস্তিষ্ক প্রায়ই ইনপুট আউটপুট এ ভুল তথ্য দেয় =p~ =p~





মায়াবী কি বোর্ড : একে নিয়ে নতুন কিছু বলার নাই । এন্ড্রয়িড মোবাইল বা টেব ব্যবহারকারীরা একে এক নামে চিনে । Click This Link



রিদমিক কো বোর্ড: একে আমার বড়ই পছন্দ । মায়াবীর পাশাপাশি একেও রেখেছি । এর মাধ্যমে দ্রুত টাইপ করা যায় ৭ ইঞ্চির টেব দিয়ে । :)

Click This Link



এমএক্স প্লেয়ার কোডেক ৭: একে নিয়েও কিছু বলার নাই, ড্রয়িড পাগলরা এক নামে চেনে । Click This Link



ভিএলসি প্লেয়ার: একে একটু পরিচয় করে দেওয়া যায় । সার্বজনীন ভাবে এমএক্স প্লেয়ার রক্স হলেও কোন কোন ক্ষেত্রে স্ট্রিম মুভি বা ভিডিও দেখতে এটি তুলনায় স্ট্যাবল মনে হয়েছে । আমি প্রচুর মুভি খোর আপাতত সামনে প্রচুর হাইডকৃত মুভিখোর এপস তুলে ধরব যেগুলো গুগল প্লে তে নাই ! Click This Link বেটা ভার্সন টাই স্ট্যাবল মনে হল !



ওয়াইফাইম্যানেজার: এটি আশে পাশের সব হট স্পট খুজে পায়। তবে এটার সুবিধা হল এর মাধ্যমে শক্তিশালী চ্যানেল স্পট করা যায় । আর পরবর্তীতে রুটারকে সেই চ্যানেলে কম্পু থেকে ম্যানুয়ালী পরিবর্তন করা যায় । আর চ্যানেল ওয়াইফাই সিগন্যাল এর ক্যাপচার কে প্রাধান্য দেয় । যে চ্যানেল স্ট্রং প্রদর্শন করে সেটা মেনয়ালী রুটারে পরিবর্তন করে নিলে ভাল হয়। সেক্ষেত্রে সেই চ্যানেলটি আগে সার্চ ও স্পট করবে আর সিগন্যাল এ বুস্ট আনতে সহায়ত করবে । Click This Link



ওয়াইফাই ফাইল ট্রান্সফার : অনেকটা ব্লু টুথ ফাইল ট্রান্সফারের নতুন রূপ যদিও আইস ক্রিম এন্ড্রয়িড ৪.২.১ ভার্সন থেকেই ওয়াইফাই কানেক্ট করা যায় দুইটি ডিভাইস এর মধ্যে তথাপি এটি খারাপ না ২.৩ সাপোর্টারদের জন্য Click This Link আমার সেমসাং জিও ২.৩ এর সাথে ৪.২.২ প্রায়ই ট্রান্সফার এর কাজ করে । যদিও এন এফ সি বিম নতুন ভবিষ্যত! কিন্তু হ্যান্ডস ফ্রি আমি প্রিফার করি ।



ওয়াইফা্ই ফাইল ট্রান্সফার ফর ফোন: এইটা আরেকটা মাখন মার্কা জিনিস । এই জন্যই আমি এন্ড্রয়িড কে লাইক করি । :P এটা ঘরের রুটার এর ওয়াইফাই সিগনাল কে কাজে লাগিয়ে করে, দুইটা এন্ড্রু ডিভাইস এর মধ্যে টেব ও ফুন ইত্যাদি । আশা করি উপরের এপস আর এই এপস এর পার্থক্যটা বুঝতে পেরেছেন । Click This Link



ওয়াইফাই কানেক্টর লাইব্রেরী: এইটা আরেক ধামাকা । এটা ব্যবহার করতে আরেকটা এপস লাগে সেটা হল ওয়াইফাই এনালাইজার এটা উপরের রিভিউ তে আছে । এটা খুবই ফাস্ট সার্চ ও কানেক্ট করে । তবে বেশীরভাগ ক্ষেত্রে এইটা আমার দরকার পরে না । দরকার পরে তখনই যখন আমি হটস্পটের এমন জায়গায় আছি যেখানে সিগনাল ধরতে সময় নেয় বিল্টইন কানেক্টর তখনই... Click This Link এইটা টেব এ কাজের না তেমন কিন্তু আমার গ্যালাক্সি জিও তে বহুত কামের কারন সেটার সিগনাল ধরার ক্ষমতা লো ।



এপইন্সটলার: আশা করি নতুন কিছু বলার নাই । :) এপস ইন্সটল করতে এইটা লাগে । কিন্তু যদিও আমার আলাদ করে বিল্ট ইন ইন্সটলার আছে তবুও কেন জানি রাখি Click This Link



এয়ার ড্রয়িড: নিজের টেব কে না চায় একটু গুছিয়ে রাখতে , এমনে করতে গেলে সময় লাগে । এর থেকে কম্পু থেকে টুইক খুবই ফাস্ট হয় এইখানেই এইটার মাজেজা । ;) তাই একে রুটার ভায়া হয়ে সহজেই কম্পুর ব্রাউজারে নিজের টেবকে ইচ্চামত সাজানো যায় Click This Link



ক্যামেরা লাঞ্চার নেক্সাস: নেক্সাস ৭ ফ্রন্ট ক্যামেরা থাকলেও এটি আদও ছবি তুলার জন্য তৈরী হয় নাই । তাই এপস টা মিসিং রয়ে গিয়েছে । আর এইটা দিয়েই পুরন করলাম এই অভাব । Click This Link



Cache Cleaner : এইটা কি আপাতত শিখানোর ধৃষ্টতা দেখাচ্ছি না । বুঝতেই পারছেন তবে এই মহত কর্ম তথা টেম্প ফাইলটাইল ডিলিট করতে হলে প্রথমে চালু করে একটু অপেক্ষা করতে হবে সর্বোচ্চ ১ মিনিট । সর্ব নিম্ন ৩০ সেকেন্ড , আমার অভিজ্ঞতা তাই বলে । তারপর এক সাথে সব টেম্প ফাইল ক্লিক করে মুছার জন্য রেডী হবে মাত্র ১ ক্লিকেই তামাম হইয়া যাবে । :) নীচের এপস থেকে এইটাই আবার বেটার চয়েস । Click This Link



App Cache Cleaner: এটা উপরের মধ্যে একটু পার্থক্য আছে, এখানে সিঙ্গেল ক্লিক করে সব ক্লিন করতে পারবেন আবার প্রোগ্রাম বা এপস ভিত্তিক পছন্দ মত সর্ট করেও করতে পারবেন । বলতে পারেন উপরটাও একটু বেটার ভার্সন । Click This Link



ফায়ারফক্স মজিলা ফর এন্ড্রয়িড: এন্ড্রুর জগতে বিল্ট ইন ব্রাউজার, অপেরা, ডলফিন এইচডি এর ব্রাউজিং রাজত্বের অবসান ঘটানোর জন্যই মনে হয় এটি উড়ে এসে জুড়ে বসল ! সর্বশেষ ভার্সন ফাস্টার, স্ট্যাবল ইত্যাদি । আর প্লাগ ইন সুবিধা । :P আর বড় একটা সুবিধা হল ৪.২.২ জেলি বিন ইউসারদের জন্য । :) কারন ফ্ল্যাশ সাপোর্ট রিমুভ করে ফেলেছে যেখানে ,সেখানেই এই ব্রাউজার দিব্যি ফ্ল্যাশ সাপোর্ট দিচ্ছে । ;) Click This Link



স্কুপ ব্রাউজার: এইটা ফ্ল্যাশ সাপোর্ট করে তাই ইনস্টল করা । আর কিছুই না । তবে এইটা নামকেওয়াস্তেই ইনস্টল মাত্র । Click This Link



ক্রোম ব্রাউজার: নেক্সাস আর আইস ক্রিম এ বিল্ট ইন ক্রোমা ব্রাউজার সম্ভবত । কিন্তু এটা যতই ফাস্ট হোক কম্পুর মজিলা আর ড্রয়িড মজিলা পার্থক্য আছে । মজিলা আর ক্রোম প্রায় একই স্পিডের অধিকারী এই ড্রয়িড দুনিয়াই । কিন্তু ক্রোম খারাপ না । বিল্ট ইন হিসেবে পরে আছে । ফ্ল্যাশ ইনস্টল করা থাকলে এইটা সাপোর্ট করবে না । তবে মজিলা আর স্কুল বিল্ট ইন সাপোর্ট করে , যেই ডিভাইসে ফ্ল্যাশ নাই । Click This Link





আমার খুব ইচ্ছা ফ্রি ড্রয়িড মুভি , হ্যাক গেমস কয়েন, ভি ও আইপি হ্যাকিং (এটা বিডির জন্য বিপদ জনক বটে ;) যেখানে তথ্য প্রযুক্তিকে মুখা চাপা দিয়ে রেখেছে :( ), ওয়াইফাই হ্যাক, টেব কে মুঠোফুন , বাংলা বিভাগ ইত্যাগ নিয়ে বিভাগ নিয়ে লেখা । (এন্ড্রয়িড, প্রোগ্রামিং, হ্যাক, এপিকে, এপ্লিকেশন, লিনাক্স ভিত্তিক)





৩০০ এর কাছাকছি এপস! তার উপর উপ -এপস আমার ভাষায় widget তো আছেই । :( তাই আপাতত এতটুকুতেই সন্তুষ্ট থাকুন । খোদা হাফেজ









বি.দ্র: নেক্সাস ৭ ৩জি ৩২জিবি এ পরীক্ষিত ও সাপোর্ট করে nexus 7 3g 32gb supported

আর আমি টেকী কেউ না । সখের গুতাগুতি করি আর কি ।

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫

ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: Study in China Android App for direct admission from android device visit now: http://www.androidstore.cn.ms

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৫

রিফাত হোসেন বলেছেন: আপনার মাথায় কি সমস্যা ?

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২১

জর্জিস বলেছেন: ভাল পোস্ট। ++++

আমার সমস্যা ২টা।
প্রথমত আমি ওয়াইফাই দিয়ে পিসির কানেকটিফাই এর সাথে কানেক্ট হতে পারি কিন্তু ইন্টারনেট ব্রাউজ করতে পারিনা।

দ্বিতীয়ত আমি আইসক্রিম স্যান্ডউইচ থেকে জেলিবিনে আপডেট করতে চাই। কোন নির্ভরযোগ্য টিউটরিয়াল/গাইড লাইন দিতে পারবেন?

আমার এন্ড্রয়েড হল স্যামসাং গ্যালাক্সি ট্যাব ২ ১০.১। বাইরে থেকে আনা (ওয়ারেন্টি ছাড়া)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৫

রিফাত হোসেন বলেছেন: পয়লা কথা হল আমি ওয়ারেন্টির গুষ্ট কিলাই + ড্রয়িড এর বারটা বাজাই ;)

কানেকটিফাই দিয়েই কানেক্ট হইতে হবে কথা নাই । বিল্ট ইন ওয়াইফাই ফাইন্ডার কি বলে ?

আপনি কি পিসি থেকে মোবাইলে ব্রাউজ করতে চান নাকি মোবাইল থেকে পিসিতে ? (যদিও নব প্রশ্ন তবুও শিউর হবার জন্য)

রাউটার মডেল কত ? নাকি লেপী দিয়ে ওয়াইফাই টেথারিং করতে চাচ্ছেন ? বা ডেস্কটপের ওয়াইফাই লেন কার্ড বা ইউ এস বি ওয়াইফাই ঠিকাছে কি ?


ক্লিয়ার বুঝলাম না । :(

দুনিয়াতে কোন কিছুই নির্ভরযোগ্য না ;) প্রথম কথা , ২য় কথা ওয়ারেন্টি যখন নাই নির্ভরযোগ্য আর জরুরী নয় ।

আর কোন সূত্রই নির্ভরযোগ্য নয় যতক্ষন পর্যন্ত অফিসিয়াল না হয় । সুতরাং আপনার যা ম্যানুয়ালী আপডেট দিতে হবে তাতে করে ভয়েড এমনিতেই হয়ে যাবে ।
যাউগ্গা । গুগল নিজেরাও অফিসিয়াল আপডেট এ ও ভুল করে !

সাহেব যাহাই করিবেন নিজ দায়িত্বে করিবেন , আমি কিংবা কেয়ই থাকিবে না যদি টেব ব্রিক হইয়া যায় ।


নেক্সাস গুগলের আসুসের গলায় নিজের মাল । :) তাই দুনিয়ার তাবত আপডেট সে নিজে আগে নিবে তারপর অফিসিয়ালী সেমসাং বা আগড়ুম বাগড়ুম এ সাপ্লাই দিবে । তাই আমার কপালে জুটছে এইডা । এইটা সৌভাগ্য বা দূর্ভাগ্য দুইটাই বলতে পারেন । :)

সৌভাগ্য হল ঝামেলাহীন আপডেট + সবার আগে টেস্ট । :)

দূর্ভাগ্য হল বহু কিছু ডিস এসবল কইরা দেয়। :( রিমুভ করে । :( যেমন আমার রুটেড এপস গুলির বারটা বাজাইয়া দিছে :(
কিছু এপস কাজ করে না, যেমন ফ্ল্যাশ , সু ইউজার এর বানারী আপডেট নেয় না ।
২টা সমস্যাই কাটিয়ে উঠেছি । :)
হঠাত ধকল প্রবলৈম দেয়।

যাউগ্গা বটম পয়েন্ট এ যাইগা...

http://www.xda-developers.com/ এইটারে এন্ড্রুয়েডের জেরুজালেম কইতে পারেন । ড্রয়িড পাগলাদের পূণ্যভূমি

এখান থেকে হাদসীসের বুখীরের মত তথ্য পাইবেন যা অনেকটা নির্ভরযোগ্য , কারন আরও অনেক ফোরাম আর ড্রয়িড কমুউনিটি আছে কিন্তু তাদের থেকে এটি তুলনায় অনেক বড় ও শক্তিশালী ও নির্ভরযোগ্য । কিন্তু কট খাইলেও খাইতে .. পারেন তাই খিয়ার কইরা ;)

সেখান থেকেই তুলে আনলাম... কিছু লিংক ।

প্রথমেই বলি ম্যানুয়েলী দেখুন আপডেট করত পারেন নাকি ডিভাইস থেকে যদি আপডেট অপশন ব্যবহার কররার পরেও যদি জেলী বিন এ না যায়,,,,,

HOW TO ROOT Galaxy Tab 2 10.1 Model GT-P5113, GT-P5110 or GT-P5100
Click This Link

ওহ আপনি ্আপনার টেব রুটেড নাকি তাও বলেন নাই, আর ড্রয়িডের কত তম ভার্সন আর মডেলের টেব ব্যবহার করছেন তাও বলেন নাই ।

এগুলোর উপর অনেক কিছু নির্ভর করছে ।





৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৯

কিং অফ মাইনকা চিপা বলেছেন: নেক্সাস ৭ কই থেকে কিন্সেন ভাই? কত পরসে?
বিডি তে কই পাওয়া যায়? আমার কেনার ইচ্ছা আছে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

রিফাত হোসেন বলেছেন: ditech.at অর্ডার করে কিনছি । বিডিতে কই পাওয়অ যায় বললৈ গেজেট এন্ড গিয়ার নামে একটা প্রতিষ্ঠান আছে যারা থার্ড পার্টি থেকে সরবরাহ করে ।

আর আমার পরিচিত একটা হ্যাকার এর কাছ থেকেও কিনতে পারেন কিনতে বেটায় লট কিনতে বলে ! এক সাথে কয়েকটা ছাড়া কিনতে পারবেন না । তবে বেটা প্রচুর সস্তায় দেয় । ;)

শত হোক হ্যাক করা ক্রেডিট কার্ড এ কেনা সব মাল ;) তবে সে ইন্ডিয়া নাইজেরিয়া পার্সেল করতে পারলে আপনার কাছেও করতে পারবে ।



৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

জর্জিস বলেছেন: ....বিল্ট ইন ওয়াইফাই ফাইন্ডার ওয়াইফাই নেটওয়ার্ক (রাউটারকে) ডিটেক্ট করতে পারে এবং কানেক্টেডও হয় কিন্তু ব্রাউজ করা যায় না (ট্যাবে) কারন কোন ডাটা ট্রান্সফার হয়না।

....পিসির ব্রডব্যান্ড ইন্টারনেট হটস্পটের মাধ্যমে শেয়ার করে ট্যাবে ইন্টারনেট চালাতে চাই (লেপী দিয়ে ওয়াইফাই টেথারিং করতে চাচ্ছি। ওয়াইফাই লেন কার্ড ঠিকাছে)

....আমার ট্যাব রুটেড না। মডেল GT-P5100 । এ্যান্ড্রয়েড ৪.০.৩ ভার্শন

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৩

রিফাত হোসেন বলেছেন: Click This Link এই নিয়মে রুট করে ফেলেন । এইটা করলে জেলি বিন এ যেতে পারবেন না ।

নিচের মেথড এ ৪.১.১ আপডেট সহ রুট করতে পারবেন
অথবা

এই থ্রেড অনুসারে এগিয়ে যান Click This Link

রম ফাইল ডাউনলোড করুন Click This Link

কিভাবে ইন্সটল করবেন Click This Link আর এর ২য় পাতা Click This Link/2

এরপর রুট করবেন কিভাবে Click This Link আর ২য় পাতা Click This Link/2 এইভাবে এগিয়ে যাবেন । :)

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৯

কস্কি বলেছেন: ভাই, ভালো কিছু রেসিং গেমসের. নাম. বা লিংক দেনতো, তবে অবশ্যই. বিনামূল্যে হতে হবে, আকার. বড়সর. হইলে সমস্যা নাই।

০১ লা মার্চ, ২০১৩ ভোর ৪:৩৯

রিফাত হোসেন বলেছেন: কিসে ইন্সটল করবেন ?

আপনিও কি নেক্সাস ৭ এর ইউজার ?

পয়লা প্রবলেম হইল আমার গেমের তালিকায় কি নাই ! সবই আছে মাগার একখান নাই, =p~ =p~

হুম, রেসিং টা নাই । :(

আমি আবার হার্ডকোর এ্যাকশন আর স্ট্র্যাটেজী গেইম এর ভক্ত কিনা । এই সব জিনিসে ভর্তি ।

আমার ব্লগের
আমার লিঙ্কস সেকশনের নিচের দিকে লিংক আছে সাইটের , আপনার পছন্দ অনুযায়ী দেখতে পারেন । গেইম রেসিং যখন খেলি নাই , রিভিউ দিতে পারতেছি না । নোভা, ডেড ট্রিগার বা ফিফা এইগুলি দিতে পারি । :)

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯

কিং অফ মাইনকা চিপা বলেছেন: নেক্সাস ৭ কত পরসে আপনার? মানে দাম কত পরসে বলেন তো?
বাজেতে হইলে আগামু।

০১ লা মার্চ, ২০১৩ ভোর ৪:৩৯

রিফাত হোসেন বলেছেন: আমি আজকে একটা অফার পাইছিলাম ২৫ হাজার টাকায় !

আমার মডেলটাই, লাস্ট পিস, লাস্ট অফার, লাস্ট দিন ! :(

আমি নিজের টা কিনছি ৩৫ হাজার টাকা দিয়ে ।

আমারটা কিনার দরকার নাই, আমি হুদই কিনছি । আমি টেকী না হইলেও টেকী পাগলা ।

গুগল নেক্সাস সবার আগে আপডেট দিবে । আর এইটা লইয়া টানা হ্যাচড়াও বেশী হইবে । এরজন আপডেট সফটওয়্যার বাহির হইবে । আর জিএস এম টেকনোলজিটা হ্যাক করার ইচ্ছা অনেক । তাই আজাইরাই কিনছি ।

আপনি আরামছে ১৫ হাজার টাকা দিয়া বা ২০ হাজারটা টাকা দিয়ে কাছাকাছি ভাল কনফিগের জিনিস পাবেন । :)

তয় ১০ ই. লইয়েনটা ঠকবেন, কারন আমি দেখছি আমার কলিগদের ১০ই বেশি ! প্রথমে আমার ছোটটা দেইখা হাসছিল । পরে দেখে আমি কামে সুন্দর কইরা পেন্টের পকেটে লইয়া আহি... মৌজ মাস্তি করি । :) এদের চেহারা দেখার মত । কারন আমার টা লাইট ,
টেব যত বড় হইব তত বহনে ঝামেলা ।

টেব কিনতে চাইলৈ ৭ ই নেন । যাই নেন । একটু সবুর করেন এইচটিসি সহ বহু কোম্পানী আরও সস্তায় টেব ছাড়বে । খোদ আইফুন ছাড়বে ।

আপনার বাজেট যদি ৩০ ধরতে পারেন তাহলে আগামী বছর ১ টা ভাল আই ফুনের টেব পাইবেন । :)

আইফুন আসলেই ভাল ।

সবাই আমারটাই জিগায়, কাজের কলিগও যেটা মস্করা করছিল , সে এখন আফসুস করে ;)
কিন্তু আমি আমার থেকে সস্তাতা রেকমেন্ড করতাছি । আপনি তো গেইম খেলবেন না, আমি গেইম খুলেড়ু ।

৭| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৯

কস্কি বলেছেন: নারে ভাই.! অ্যান্ডয়েড. সেটের জন্য চাইছিলাম, ধইন্যা আপনারে :)

এইটার মতো গ্রাফিক্স না হইলে রেসিং গেমস খেইল্লা মজা নাই. :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.