নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টির রিমিঝিমি শব্দ যে রকম আমাকে মুগ্ধ করে তেমনই আমাকে স্নিগ্ধ তুষারময় পথ আমাকে পাগল করে । ঝিরি ঝিরি তুষার পাতে শীত অনুভূত হয় কম । তীব্র বাতাসটা আমার কাছে অসহ্য লাগে, কারণ তখন ঠান্ডা অনুভব করে বেশী । তাপমাত্রার স্কেলের সাথে অনুভূতির পাথর্ক্য আছে তা নিয়ে অন্য সময় লিখব । যেহেতু গ্রীষ্ম প্রধান দেশে এটা তত গুরুত্বপূর্ণ নয় তাই এটা নিয়ে কেউ চিন্তা করে না । কিন্তু শীত প্রধান দেশে এটা খুবই জরুরী হয়ে দাড়ায় ঘর থেকে এক পা বাড়ালেই । হেটে যাক আর গাড়িতেই যাক, দুইটার জন্যই গুরুত্বপূর্ণ ।
ইচ্ছাছিল বাসার সামনে উঠানের তুষার এর শুভ্রত মন্ডিত ঝোপঝাড়, বৃক্ষরাজির শ্রেনী বদ্ধ অবস্থান বা বটের ঝাড় বাতি তুলে ধরব । সময় নগন্য হওয়ায় আর আমার ড্রয়িড দুইটার ক্লাউড থেকে টেনে হেচড়ে বের করে সামুতে বসানো যথারীতি আপলোড বা শেয়ার করা আবার আরেক গ্যাঞ্জাম । তাই রাত-বিরাতে আজাইরা তথ্যের টানা হ্যাচড়া ভাল লাগছে না ।
--:
ওহ আরেক ঝামেলা, টাইপের সময় প্রায়ই মন ভুল সিগন্যাল দিচ্ছে, এটা থেকে মুক্তির উপার খুজছি, একাধারে বিজয়, ইউনিজয়, রিডমিক ফোনেটিক, ফোনেটিক বাংলা মায়াবী টাইপ জানাতে সব গুলির স্মৃতি একটা ভজগট সৃষ্টি করছে । যে দিনই পোষ্ট লেখতে বসি তখনই ক্যাচালটা লেগে যায় । এইগুলি একেকটা শিখার আলাদা আলাদা কারনও ছিল । ইস , আফসোস নিজের মেমরী যদি মুছতে পারতাম ।
--:
ভোরের সূর্য যেরকম অনেকের ভাল লাগে, শীতের সকাল যাদের মনে দোলা দেয় তেমনি এই তুষারপাতের মৃদুমন্দ প্রবাহ আমাকে নাড়া দেয় ।
আমার খুব ইচ্ছা ছিল ... হাত ধরে হেটে যাব ।
... হল কল্পনা, বাস্তবে এরকম হওয়ার সম্ভাবনা নাই, কারন আমি একজন আজীব চিস
ইচ্ছাটা মরে গেলেও, সাদা অলংকার এর হীরকচূর্ণ বারবার বিচলিত করে মন ।
আমি চোখ বন্ধ করি আপ্লুত হয়ে ।
হতে পারে পাগলামী , হোক না, বয়সের ভারে এগুলি থাকবে না , এগুলো চলে যাবে সময়ের সাথে সাথে, কিন্তু রয়ে যাবে মনের গভীরে কল্পনার রেখা গুলি ।
কোন কিছুর তীব্রতাই স্বপ্ন দেখতে কল্পনা করতে বাধ্য করে । যে কল্পনা করতে পারে না, আর স্বপ্ন দেখতে অপরাগ তার মধ্যে অভিপ্রায় কম ও ক্ষীণ ।
--:
আমার কলিগের তো একজন মাথায় হাত পড়ে যায় গাড়ি নিয়ে, সব সময় তো ভূতল পার্ক জোনে রাখে না, দ্রুত বাসায় যাওয়ার জন্য বা সময় বাচানোর জন্য মাঝে মাঝে পার্ক শাইন কিনে রাস্তার পাশেই নির্দিষ্ট পার্ক এরিয়াতে রাখে । আর তখন তাপমাত্রা কমতে থাকলে সে বোল্ড আউট, গাড়ি স্টার্ট হবে কি হবে না ! কত বার বললাম নতুন একটা নিতে । যদিও গাড়ি টাড়ি হাকানো বা এর প্রতি কোন আগ্রহই নাই । তার মঙ্গল কামনাতেই বলেছিলাম । গাড়ি রাখা আর বউ রাখা একই কথা । চালাও আর না চালাও বীমা, দেখভাল, ফিটনেস চেক আপ করাও
--:
মাঝে মাঝে মনে হয় এলিসের জাদুর দেশে এসে পড়েছি । আমি বাংলার হাওয়া জলে বেড়ে উঠা মানুষ, এই তুষার আমাকে তাই আপন করে নিয়েছে ।
তারা গুছিয়ে রেখেছে তাই সুন্দর লাগে আরও বেশী ।
__:
আমিও কল্পনা করি বাংলাদেশও গুছিয়ে তুলবে নিজেকে, কিন্তু খুব খারাপ লাগে যখন এই গুছিয়ে রাখার হর্তাকর্তারা নিজের দেশকে অগোছালো রাখে । জনসংখ্যা তো বাড়বেই, তাকে তো শক্তভাবে আটকানো যাবে না । কিন্তু একে মেনে নিয়ে কিভাবে ভবিষ্যত সমস্যা না হয় সেটার একটা পরিকল্পনা করা, কিন্তু হায় ! তারা সারাজীবন বাহিরে কাটিয়েও এই মহাযজ্ঞই মনে করে গিয়েছে !
আমি বলছি না কপি পেষ্ট করে দেশ গড়ে তুলতে, কিন্তু পরিকল্পনা বলে একটা কথা আছে । পরিকল্পনা করা হয়েছিল ২০২৮ সালে গ্রীষ্ম অলিম্পিকের জন্য দেশকে তৈরী ও আবেদন করার । কিন্তু সরকারী ভাবে জনতার জরিপে তা প্রাথমিক ফলাফল অনুযায়ী তা ব্যর্থ হয় মাত্র ১ তৃতীয়াংশ ভোট পায় । গ্রীসের মত করুন পরিণতি অস্ট্রিয়া চায় নি তাই, আর জনগন যা পছন্দ করেছে সরকার সে মোতাবেক চলতে বাধ্যও । কিন্তু মেয়র এরইকম আশাহত সামারী দেখেও দুইটা শরীর চর্চা ও সুইমিং কমপ্লেক্স তবুও নির্মান হবে ঘোষনা দেন । যে গ্রীসে প্রতি ৪ জনে ১ জন বেয়ামতে বা প্রথম শ্রেনীর বিশেষ সুবিধা সম্পন্ন সরকারী কর্মচারী বা চুক্তি নামা অনুযায়ী উল্টা অস্ট্রিয়াতে ৯ জনে ১ জন ! আর পুলিশ আর বিশেষ কিছু পদ ছাড়া বেয়ামতে নেওয়া বা তার সমকক্ষ চুক্তিতে কাউকে নিয়োগ দিবে না বা নিবে না । সবাইকে তুলনায় দুবর্ল চুক্তিতে নিয়োগ নিবে তা অবশ্যই প্রথম শ্রেনীর হলেও বিশেষ সুবিধা বঞ্চিত হবে !
এটা একটা গ্রেট স্টেপ হলেও জন নিরাপত্তার অযুহাতে দেশের অধিকারভুক্তদের বীমামূলক ভাতার সৃষ্টি একে আরেক হুমকির ফেলে দেয় । এই ভাতা পেলে কেউ কাজ করবে আমার মনে হয় না, আমার এক কলিগ তো কয়েক মাস পরে এই ভাতার এর প্রেমে পড়ে গিয়ে আর কাজ করবে না ঘোষনাই দিল ! মেয়েটি খাস অস্ট্রিয়ান, তবে এই রকম বসে বসে সরকারী কোষাগার নিলামে তোলার মানে হয় না । কিন্তু এটা অবলা বা বয়স্ক বা অর্থব মানুষের জন্য ঠিকাছে । যারা আসলেই কাজ করার যোগ্যতা রাখে না । কেমনটা লাগে যেখানে এতসুবিধার পরেও সামাজিক সহযোগীতা, পারিবারিক, বাসস্থান ও চিকিতসার .. মূল কথা ৩ ধরনের আবশ্যিক মৌলিক সুবিধা দিয়ে ভরিয়ে রেখেছে ! বাদ গেল শুধু বস্ত্র! আ খাদ্য এইটাও পাওয়া যাবে বেসরকারী সংস্থা থেকে , কারিতাস এর নাম শুনেছেন নিশ্চয় , অসহায়দের সহায় যারা । কিন্তু ভাতাখোর বা গ্রাহকরা কারিতাস এর সীমানা দিয়েও যাবে না, নাক শিটকাবে ! আমি বলি মেধা আর যোগ্য হাত পা থাকতে কাজের অভাব হয় না যে রকমই হোক, আমার দেখা একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার যে কোন দিন জার্মান এর জও জানেনা আর ডিপ্লোমা দূরের কথা স্কুলটাই পালিয়ে কাটিয়েছে সে যদি হতে পারে তাহলে যে কেউ তার পথ খুজে নিতে পারবে , হতে হবে অদম্য স্পৃহায় শিক্ষিত । হতে পারে সে পারফেক্ট না বা তার ধরা পথ সঠিক ছিল না, যেভাবে সে বন্ধুর পথে এসেছে কিন্তু মানুষ ভদ্র শিক্ষিত পথ পাড়ি দেবার পরও ... হাজার হাজার ইউরো ঋণ নিয়ে কৃত্তিমতায় বাস করে বা করতে চায় । এরকম জালিয়াতী খোদ বাঙালী সহ বিদেশী আমাদের মত ছাড়াও স্থানীয়রাও করে এসেছে । সিস্টেম করাপ্ট নয় বরং ভাল কিছুর জন্য করে রাখা ফাক ফোকড় গুলিই খারাপ কাজে লাগানো আর কি !
ওহ আইফুন এস৪ নাহ ৫ আসলো, নিতেই হবে । গাড়ি ... আজ মাত্র আসল জার্মান থেকে পুরাই ফ্রেশ মডেল ... ..... শপিং ফেস্ট ! ......... ঘড়ি... সুইস.. ও এম জি ,.... এসব করে করেই ঝামেলা পাকানো ! নিজের ও দেশের অর্থনীতি কে ডুবিয়ে চাঙ্গা রাখা !
এইভাবে চলার পরেও টিকে আছে তারা ভাল ভাবেই , কিন্তু আমরা পারি না । খারাপ লাগে । পারব কিভাবে দেশের রেলের অবস্থা ব্রিটিশ যা করছে তাই ই আছে । রাস্তা পাকিরা যা করে গেছে ঐটুকুই ঘষামাজাতে ব্যস্ত । যা করবে উন্নতি তাতেও করাপশন, সস্তা আর অযোগ্য ভারতীয় বাস আমদানী । সরকারী যোগাযোগ থেকে ব্যক্তিগত যোগাযোগকে প্রাধান্য দেওয়া । ওহ. ভুলে গেছি .. হাহাহা সরকার চালানেওয়ালাদের তেল আসেই তো ঐ সব পাবলিক বাস টেম্পো. ট্রলার, শিপ. যোগাযোগ মাধ্যম থেকে... তাদের জায়গাটা বন্ধ হলে পয়সা আসবে কোথ্থেকে
জামাতীরা যদি ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করে, ইসলামের নাম করে অবৈধ কর্ম করে । তাহলে বাকি দল গুলি দেশ গড়ার নামে, জনগনের সরকারের ক্ষমতাকে নিজের পকেট ভাড়ী করার জন্য ব্যবহার করে । দুইজনই মুদ্রার এক পিঠ আর অই পিঠ । ভাল লাগে না ..
--
শ্বেত হিরকের কাছে ফিরে আসি । আসতেই ভাল লাগে । আমি আসলে কয়েকটা জিনিস অনুভব করি । শুধু তুষার নয় । সকালের সূর্য আমাকে ছোটবেলার কথা মনে করিয়ে দেয়, আমি আমার বাড়ির ছাদ থেকে ছোট বেলায় সকালের সূর্য খুব কম দেখেছি । কিন্তু দেখেছি । আরও পিছনে মনে করতে পারি না । বিকাল আমার খুব ভাল লাগে । আমার চারপাশের মানুষের কথা মনে পড়ে যাদের আমি এমনভাবেই হারিয়েছি যাদের চেহারা মনে আসে না কিন্তু বিকালের খেলার দৃশ্যটা মনে আসে । এক নাগাড়ে বরফ আচ্ছাদন যেমন এক ঘেয়ে হয়ে যায় তেমনি গ্রীষ্মও । তাই এই আবহাওয়া পরিবর্তন অনেকের শরীরে না সইলেও আমার ঠিকই সয়ে যায় ।
শীতে ক্ষনকালীন সাইকেল স্টেশন গুলি অর্থব হয়ে থাকে ।
গ্রীষ্মে চালাই খুব মজা লাগে । সাইকেল রাখা আরেক ঝামেলা, সরকার নতুন নিয়ম করেছে, এর থেকে স্টেশন অনেক সুবিধা আর শহরের প্রতিটা জেলাতেই আছে । তাই এক জেলা থেকে আরেক জেলাতে দিয়ে আসা যায় ।
শীতে যে গরমের দেশের টাইগের এর খুব হারাম করে দেয় এমন নয়, তারাও তুষার এর বল নিয়ে মজা পায় ।
পোলাপান ফান্টুস, আমি দেখি ... আমি শৈশবকে খুব অনুভব করি, এই তুষারকে ঘিরেই । সাধারণত তারা গ্রীষ্মে ফুটবল নিয়েই ব্যস্ত থাকে ।
পোষ্ট শেষ, শীতের তীব্রতা অনুভব করছি, ঘড়ের তাপমাত্র বৃদ্ধি করার চিন্তা করছি । . হাহাহাহ
তুষার এর চিন্তা বা ভূত আপাতত স্বর্গলোকে উঠতেছে .. .আাপতত গ্রীষ্মকেই কল্পনা করছি ।
-------------------------------------------
শেষে একটা ধাঁধাঁ দেই । বলেনতো ছবিটার প্রানীর নাম কি ?
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০১
রিফাত হোসেন বলেছেন: প্রোফাইল পিকটা কি আপনার ?
২| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৪৬
ব্লগার রানা বলেছেন: তুষার ডিরেক্ট না দেখলেও ভাল লাগে । আর ৩ নাম্বার টাইপের ছবি সবসময় প্রিয় । ++++ দিলামমমম
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০৪
রিফাত হোসেন বলেছেন: রানা নামে একজন কল্পিত সাহিত্যের নায়ক আছে. মাসুদ রানা । আপনার নাম কি মাসুদ রানা নাকি অন্য কিছু ?
কৌতুহূল হল আর কি ।
৩| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৪৬
এম হুসাইন বলেছেন: আপন মনের কথামালার অনুভুতি গুলো আমাকে ছুয়ে গেলো------
তুষারপাত আমার প্রিয়----
ভালো লাগে এখন----
তাই আপনার মতোই বলে যাই---
আমার খুব ইচ্ছা ছিল ... হাত ধরে হেটে যাব ।
... হল কল্পনা, বাস্তবে এরকম হওয়ার সম্ভাবনা নাই, কারন আমি একজন আজীব চিস
ইচ্ছাটা মরে গেলেও, সাদা অলংকার এর হীরকচূর্ণ বারবার বিচলিত করে মন ।
আমি চোখ বন্ধ করি আপ্লুত হয়ে ।
ধাঁধার উত্তর জানি না---
শুভকামনা জানবেন।
ভালো থাকুন।
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০৫
রিফাত হোসেন বলেছেন: হাসি দিয়েও জবাব দিলাম ।
৪| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ধাঁধার উত্তর- ভূত
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০৪
রিফাত হোসেন বলেছেন: উহুম... হয় নাই.
কদম্ব তলায় বংশী বাজায় কে ?
৫| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫৫
S M Shovon বলেছেন: ভালই লিখেছেন। তবে অনুভূতি মুলক পোস্টে অন্য কিছু এনে খিচুরি বানিয়ে দিছেন! [bishal lekha! Shesh porjonto pori nai...]
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০৩
রিফাত হোসেন বলেছেন: সাহেব টপ টু বোটম অনুভূতিক কেন্দ্র করেই লেখা । যদি বিষয় থেকে ছিটকে যায়ও ইন্ডেকেটর দিয়ে কোট করে দিয়েছি ।
এটা খিচুরী না . হাহাহাহাহ
আর আমি পাবলিক ডিমান্ড অনুযায়ী ড্রাফ্ট করি না আমি নিজের ডিমান্ড অনুযায়ী চলি ।
যাই ছিটকে গেছে এই গুলি নিয়ে আলাদা পোষ্ট করে করে হাজার কয়েক পোষ্ট হয়ে যাবে । এক পোষ্টেই মনের কথা ঝেড়ে দিলাম আর কি ।
আরও কয়েক বছর ব্লগিং করেন, বুঝবেন ।
৬| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১৬
বাংলার হাসান বলেছেন: না ব্রো প্রোফাইল পিকটা আমার না।
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২৬
রিফাত হোসেন বলেছেন: ওকে, তবু সুন্দর
৭| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৪৮
বাংলার হাসান বলেছেন: তবে এমন একটা ছবি আমার ছিল, ল্যাপটপ চুরি হয়ে যাওয়াতে ছবিটাও হারিয়ে গেছে।
১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৫৬
রিফাত হোসেন বলেছেন: আহ! বেকআপ নিবেন এখন থেকে
৮| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১১
লেখোয়াড় বলেছেন:
আমারো।
১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
রিফাত হোসেন বলেছেন: apnar amar sobar
৯| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৫
শের শায়রী বলেছেন: বৃষ্টির রিমিঝিমি শব্দ যে রকম আমাকে মুগ্ধ করে তেমনই আমাকে স্নিগ্ধ তুষারময় পথ আমাকে পাগল করে ।
শুরু থেকে আমার মুগ্ধতা শেষ পর্যন্ত ছিল ব্রো। ভাল থাকুন।
ভাল লাগা জানবেন।
১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
রিফাত হোসেন বলেছেন: জানেন কি আমার টানা 5 বছর বাঘ মামার প্রো পিক ছিল। আপনার ব্যাঘ্র শাবক টা খুব কিউট
১০| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৭
এ্যাপোলো৯০ বলেছেন: আমিও টাইগারটার সাথে বল খেলতে চাই
১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
রিফাত হোসেন বলেছেন: আমি বাঘ তো দূরের কথা, বানরের সাথে সাহস পাব না, হাহাহ
আপ্নার সাহস আছে বলতে হবে.
১১| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৭
jotejoy বলেছেন: চমৎকার।প্রিয়তে নিলাম।
১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
রিফাত হোসেন বলেছেন: dhonnonad, priote newar moto kichu bujhlam na, karonta janale upokrito hobo
১২| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৫
এ্যাপোলো৯০ বলেছেন: আসলে জীবনে কখনো সরাসরি টাইগারের সামনে পড়িনি,তবে আমি যতটুকু মনে হয় মানুষ ব্যাতীত অন্য কোনো প্রানী বিনাকারনে আক্রমন করে না আর আমি পশুপাখি অনেক আদর করি,ভালোওবাসি অনেক
১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪০
রিফাত হোসেন বলেছেন: হুম তার একটা সুন্দর কাউন্টার ব্যাখ্যা আছে । পশুপাখি তো মানুষের মত কাজ করতে পারে না আর তাদের অর্থনৈতিক অবস্থাও নাই ।
তাদের একমাত্র কর্ম হল জীবন নির্বাহ করে যাওয়া মৃত্যু অবধি । এর মধ্যে মূল ও প্রধান হল শিকার !
এখন যদি সামনে মানুষও পরে. নিস্তার নাই ! তবে ব্যতীক্রম ঘটনা আছে তা কোটিতে ১টা কি ২টা ।
আর মানুষও বিনা কারনে কাউকে কিছু করে না ।
কারনটা তখন হয় অর্থের , চুরি ডাকাতি যেরকম, সম্মানের যেমন জালিয়াতি বা সদস্যপদ টানাটানি ইত্যাদি ।
সব কিছুরই কারন নাই আবার কারন আছে ।
ভদ্রভাবেও জীবন চালানো যায় কিন্তু শর্টকাট পদ্ধতি হল আরেকজনের সম্পদ ছিনিয়ে নেওয়া ।
আমিও পছন্দ করি বাসায় ৪টা পোষা পাখি ছিল মারা গিয়েছে ৩ বছর আগে , এই নিয়ে পোষ্ট দিয়েছিলাম কিন্তু সামু এটা খেয়ে ফেলেছে ।
আমার বোন, আমার মা, আমার কাজের সহকর্মী সব মেয়েরাই কোমলতা পছন্দ করে । পশু পাখির মধ্যে মনে হয় কোমলতা লুকিয়ে আছে । হাহাহাহাহ
১৩| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৯
এ্যাপোলো৯০ বলেছেন: মনে হয় না আসলেই কোমোলতা লুকিয়ে আছে,ইনফ্যাক্ট ওরা আদর বুঝতেও পারে
মানুষ বিনা কারনে আক্রমন করে না এ কথাটির সাথে আমি একমত নই।কারন ব্যাখ্যার প্রয়োজন বোধ করছি না।
সামু এত খাদক জানতাম যে পাখি মারা যাওয়া নিয়ে পোস্ট খেয়ে ফেলে।এমনটা হলে সামুর বদ হজম হয়ে হস্পিটালাইজড হবার কথা ছিলো।
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৫
রিফাত হোসেন বলেছেন:
১৪| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৪
আশফাক সুমন বলেছেন: তুষার পাত আমার ও সবচে প্রিয় একটি মহূর্ত ।
খুব মিস করছি এখন ।
মনটা কাঁদছে আপনার এই পোস্ট টি পড়ে ।
১৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:৩৬
রিফাত হোসেন বলেছেন: এষএ পওড়এণ তউষআড় এড় দএষঃএ
১৬ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১২
রিফাত হোসেন বলেছেন: পেড থেকে লিখেছিলাম তাই ভুল হয়েছে..
এসে পড়েন তুষারভূমিতে
১৫| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:০৩
এম হুসাইন বলেছেন: এখনও স্নো পড়ছে আমার আমার আকাশ জুড়ে.....
নিঝুম রাত......
একটা ভৌতিক পরিবেশ.........
ঠিক যেন কোন জুম্বি মুভির এলাকা......
আমি একাকি......
শান্ত রাজপথ,
ঘুমে মত্ত নগরি.........
অফলাইনে অনেক বার পড়েছি এই লেখা টা...
কোথাও যেন কিছু একটা লুকিয়ে আছে এই কথা গুলোর অন্তরালে............
আমার অনুভূতি গুলো কে ভীষণ ভাবে নাড়া দেয়......
প্রিয়তে নিলাম......
শুভকামনা।
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৬
রিফাত হোসেন বলেছেন: মন কে বুঝা দায়
১৬| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:১৭
মিষ্টি মেয়ে বলেছেন: তুষারপাতে কাউকে নিয়ে ভিজতে ইচ্ছে করে..
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৬
রিফাত হোসেন বলেছেন: হাহাহা
©somewhere in net ltd.
১| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৪৩
বাংলার হাসান বলেছেন: চমৎকার