নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

রিফাত হোসেন

অন্ধকার প্রভাত...............এই তো ঘুরে ফিরে দিন যায়

রিফাত হোসেন › বিস্তারিত পোস্টঃ

জেনারেটর ক্রয়

১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

বাবা মা আর নিজের জন্য একটা জেনারেট র কিনব স্থির করেছি, বোনের বাসায় আই পি এস আছে কিন্তু তা বিদ্যুৎ টানে বেশী আর আমার পেড মোবাইল চার্জ করার সু বিধা দরকার। দুইটা যান্ত্রিক ছাদ- পাখা, দূরদর্শন,মুঠোফোন চালানোর মত হলেই হবে। (((((((((( এখন ভাল ও সাশ্রয়ী হবে কোন টা, ধারনা দেন (((((((( ব্লগে ধারনা নিলে বাজারে কিন্তে সুবিধা হবে, ########### জ্বালানীর সহজ লভ্যতা ও বাজার বলে কথা আছে। ধন্যবাদ অগ্রিম Click This Link GENERATOR-For-Sell-Bangladesh দাম কি বেশী সস্তা হয়ে গেলনা?



জেনারেটর কিনার ক্ষেত্র এ কি খেয়াল রাখতে হবে?

সহজে অনভিজ্ঞ রা খেয়াল রাখতে পারবে এমন হলে ভাল হয়,

সেকেন্ড হ্যান্ড জেনারেটর কি ভাল হবে না কি না কেনাই ভাল?





মন্তব্য ২৫ টি রেটিং +০/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৮

বহুরুপি জীবন বলেছেন: তেল কিনতে কিনতে ফতুর হবার ধান্ধায় আছেন। তেলের লিটার কত জানেন? সোলার প্যানেল বসান না কেন? কিছু বাতি, যান্ত্রিক ছাদ- পাখা, দূরদর্শন,মুঠোফোন চলবে মনে হয় । বাতি, যান্ত্রিক ছাদ- পাখা,মুঠোফোন তো সহজেই চলে, দূরদর্শন নিয়ে সন্দেহ ছিল, কিন্তু কি যেন একটা অ্যাড দেখলাম সেখানে বলছে অমুক টিভি সৌর বিদ্যুতেও চলে। সো টাই করতে পারেন।

১৪ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৭

রিফাত হোসেন বলেছেন: বাংলাদেশ এ সস্তা হবেকি? বাহিরে মারাত্মক সস্তা, গত বছর কিনার চিন্তা করেছিলাম কিন্তু ব্লগে এই নিয়ে নেগেটিভ পোষ্ট পরে পিছিয়ে গিয়ে ছি,

২| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩২

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: জেনারেটর কিনে আরাম পাইবেন না ভাই।

১৪ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৯

রিফাত হোসেন বলেছেন: বুঝাবেন তো কেন ? আই পি এস থেকে তো ভাল তাই না?
আই পি এস তো ডাবল খরচা করে,

৩| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫২

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: বাহিরে হলে কিনেন। আর বাংলাদেশ হলে কিনে আমি তেলর জন্যই বলছি। আমরা ২০০৭ এ একটা কিনে ১ বছর পরে আবার বিক্রি করেদিছি। তেলদিয়া পারা যায় না। তখন তেলর দামও অনেক কম ছিল। আর এখনতো :| :|

১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:০০

রিফাত হোসেন বলেছেন: কিনে আনা তো ঝামেলা, আমদানি কর ধরবে অনেক :(

৪| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:২১

শফিক১৯৪৮ বলেছেন: যত ভাল কোম্পানীরই হোকনা, তেল খরচ, নিয়মিত মেরামত খরচ, মেরামতের জন্য নিয়ে যাওয়ার বিরম্বনা, রাখবার জন্য জায়গা, শব্দের জন্য প্রতিবেশীর বিরক্তি, শব্দ দূষনের জন্য অধিদপ্তরের রক্তচক্ষু আর তাদের ঘুষ প্রদান সব মিলিয়ে জেনারেটর এক মহা জ্বালা। বাদ দিন কেনার চিন্তা। মাইন্ড করবেননা।

১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৩

রিফাত হোসেন বলেছেন: গ্যাস এর টা কি রকম হবে? আমার তো দরকার যতক্ষণ লোডশেডিং থাকে ততক্ষণ। আমার অত বড় দরকার নাই ১ কি,ও, ই যথেষ্ট :)
৩ জনের যতটুকু লাগে,

সে হিসেবে ছোট জেনারেটর ই খুজছি,।

আইপিএস এ নাকি দিগুন বিদ্যুৎ খরচ হয়? তাই ই জেনারেটর কেনার ইচ্ছা, আর সৌরশক্তি প্যানেল গুলির দাম অনেক বিডিতে, চাহিদা -যোগান আর দাম মিলে না এর সাথে, খরচ উঠতে এর ব্যাটারির আয়ু চলে যাবে, বিডি ইচ্ছা করে কর বাড়িয়েছে এ খাতে :(

একটা তো অপশন দেন :(
আই পি এস এর দিকে ঝুকব কি?

৫| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৪

কিং অফ মাইনকা চিপা বলেছেন: আমার এক কাজিন এর দকানের জন্য একটা কিনেছিলাম বছর ২ আগে হবে, নবাবপুর থেকে। পাইকারি মার্কেট তো, তাই একটু দাম কম নিসিল।
আপনি আগে হিসাব করেন আপনার আসলে টোটাল কত ওয়াটের পাওয়ার দরকার।
আমি জেটা কিনেছিলাম সেটা ৮০০ ওয়াট।৬০০ ওয়াটের বেসি ব্যাবহার না করলে ভাল থাকবে অনেক দিন।
১ লিটারে প্রায় ২-২,২৫ ঘণ্টা চলে।
কিন্তু ভাই বাংলাদেশের লোডশেডিং এর যে অবস্থা, ঘণ্টায় ঘণ্টায় কারেন্ট যায় গরমের সময় ।
কয়বার গিয়ে রশি টাইনা স্টার্ট দিবেন?
দেখা গেল মাঝ রাতেও কারেন্ট গেসে
, তখন কি আবার উথবেন নাকি।
আইপিএসই ভাল।
আর মোবাইল চারজের জন্য একটা লাইন বানায় নিবেন ভোল্টেজ স্তেবিলাইজার দিয়া, তাহলেই হয়ে যাবে।

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৯

রিফাত হোসেন বলেছেন: ধন্যবাদ একটা বিস্তারিত বুঝান । আমি এই বিভাগের ছাত্র তো নই তাই বুঝি না । আর কম্পু নিয়া ঘাটাঘাটি করলেও বাকি বিদ্যুত তত্ব আয়ত্তে নাই ।

রশি টানাটানির স্টার্ট বাদ দিয়ে অটো সুইচার নাই ? বিদ্যুত গেলে অটো অন হয়ে যাবে ?

১ লিটার তেল এর দাম কত, ডিজেল হলে ? এর থেকে আই পি এস সাশ্রয়ী হবে নাকি ?

পরিবেশ বান্ধব, সহজলভ্যতা , সস্তা , সহজে ব্যবহার করা যায় এরকম খুজছিলাম ।

১ কিলোওয়াটই যথেষ্ট সর্বোচ্চ । পাখা আর টিভি চলতে পারলে আপাতত চলবে আম্মা টিভি দেখে অনেক , । আর মাঝে মাঝে পানি তুলতে মটর ব্যবহার করা হতে পারে বিদ্যুত না থাকলে । তবে মোটর টি ছোট তাই প্রেশার কম পরবে আশা করি ।

আমি গেলে টেব আর মোবাইল চার্জ হবে ।

জেনারেটর যখন কিনছি । বার বার বিদ্যুত চলে যাবার ভয় না থাকাই উচিত । :)

আর ৩- জনের সংসার বুঝতেই পারছেন. বাড়ি বড় কিন্ত মানুষ মোটে আমরা ৩ জন যদি আমি যাই আর কি ।

গ্যাস জেনারেটর এর কি অবস্থা ?

ধন্যবাদ ।

৬| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৪

কিং অফ মাইনকা চিপা বলেছেন: আমিও এই বেপারে অত্ত অভিজ্ঞ না।
কিন্সিলাম তাই একটু বললাম আর কি।

ছোট জেনারেটর সাধারনত ডিজেলের হয় না। ডিজেলে গেলে নরমালি ২০০০ ওয়াটের উপর হতে হয়(আমার জানা মতে)।

>অটো স্টার্টের বেবস্থা আমার জানা মতে অনেক বড় গুল ছাড়া হয় না।
চায়না কিছু গুল তে হতে পারে, তবে তেমন ভাল হবে না। কিছু দিন পর এ সেলফ জলে যাবে।

>ছোট জেনারেটর গুল সাধারনত অকটেন/পেট্রোল চালিত হয়।
>অকটেন সম্ভবত এখন প্রায় ৯৮/১০০টাকা!!
>আই পিএস এ বড় সাইজ লাগালে আমার মনে হয় না মাসে ১০০০টাকা র বেসি বিল উঠবে। আমাদের বাসায় ও আইপিএস চলে তবে ৫০০ওয়াটের। মাসে টোটাল বিল আসে ১২০০/১৩০০টাকা মত।
>ঝামেলা একটাই ব্যাটারি তে নিয়মিত পানি দিতে হয়। তবে ভাল কম্পানি থেকে কিনলে নিয়মিত এসে চেক করে যাবে।

>এখন বলেন সারাদিনে যদি ৪/৫ বাঃর কারেন্ট যায় তাহলে ও প্রতিদিন প্রায় ২০০ টাকার টেল কিনতে হবে, আর মবিল কিনতে হবে। আর ডিস্টার্ব তো দিতেই পারে, সাথে আছে শব্দ এবং ধোয়া।
অর্থাৎ মাসে প্রায় ৬০০০ টাকার তেল লাগতে পারে :D :D

কাজেই আমার মনে হয় বাসার জন্য জেনারেটর কোন সল্যুশন নয়। আইপিএস ই ঠিক আছে।
সেক্ষেত্রে একটু বেসি পাওয়ারের কিনবেন। কেনার সময় ওদের বলবেন জে আপনি কি কি চালাবেন, অরাই বলে দেবে আপনার কত পাওয়ার দরকার।
আর ভাল ভাবে জানার জন্য টেকনিক্যালি অভিজ্ঞ কার সাহায্য নিন।

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৯

রিফাত হোসেন বলেছেন: অনেক ধন্যবাদ. আপনার ভাল দিকটা খুবই ভাল । :) অনেক সহায়তা করলেন তথ্য দিয়ে ।

৭| ১৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৩

বহুরুপি জীবন বলেছেন: সৌরশক্তি প্যানেল গুলির দাম নিয়ে সরা সরি খোজ নেন- কারন এবার আমি গ্রামে যেয়ে মানুষের টিনের চালের উপর সৌরশক্তি প্যানেল দেখে এসেছি । এমন মানুষের বাড়ি দেখেছি, যারা অনেক বেশি দাম হলে লাগাতে পারার কথা না।
আমাদের দোতালা বাড়ির প্রতি তালার জন্য আলাদা করে একেকটি আই পি এস লাগিয়েছি । বিল ২৫০০ থেকে ৪০০০ আসে। আমাদের ধারনা বেশি যেটা আসে সেটা আই পি এস এর জন্য না সেটা এসি, রুম হিটার এর জন্য । মানুষ কয় জন, আসলে তাতে কিছু আসে যায় না। কি কি চালাবেন সেটাই ফ্যাক্ট। সারা বছর আমাদের বাসায় ৩ জন মানুষ থাকে ঈদ, ছুটিতে ১২ থেকে ১৫ জন মানুষ হয়। অর্থাৎ যেটা আমি বলতে চাচ্ছি আই পি এস টাই বেটার অপশন।
তবে আই পি এস এ পানি তোলার মটর, এসি, রুম হিটার, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ, রাইস কুকার, সম্ভবত চালাতে পারবেন না ।
লাইট, ফ্যান , টিভি , কম্পু , ফোনের চার্জ দেওয়া যাবে। কিন্তু কি যেন হয় কিছুদিন পর ফ্যান এর রেগুলেটর গুল নষ্ট হয়ে যায়।

আমার জানা মতে আপনি যে ছোট জেনারেটর এর কথা বলছেন সেটা দিয়ে পানি তোলার মটর চলবে না ।পানি তোলার মটর চালাতে হলে বড় জেনারেটর লাগবে যার খরচ অন্য যে কোন অপশন থেকে অনেক অনেক বেশি হবে ।

১৬ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৩৬

রিফাত হোসেন বলেছেন: Click This Link যা পড়ে দেখলাম এবনরমাল প্রাইস এইগুলা । :(

গ্রামের মানুষের জন্য দাম টা কমিয়েছে তবুও জাতের না দামটা।
এই দাম থেকে লাভ উঠাতে ! দুনিয়া সাবার !

আমার শুধু মাত্র কম্পু চালনা, ফ্যান, টিভি, ইমারজেন্সী লাইট এইগুলাই দরকার । ১ কিলোওয়াটেই হয়ে যাবে আশা করি ।

কিন্তু আই পি এস এর অপকারীতো ব্লগে বহু পোষ্টে পড়লাম, এ অতিরিক্ত বিদ্যুত টানে হেন তেন থেকে শুরু করে বহু কিছু । আর আরেকটা কথা বিদ্যুত থাকলেই তো আইপি এস চলবে তাই না ?
যদি বিদ্যুতই ১ দিন আমি না পাই তাহলে ?

পানি তোলা অপশনাল । দরকার নাই তেমন, পানি রিজার্ভ থাকবে, চলবে অনেক দিন ।

আমিও প্রথমে আই পি এস নিতে চেয়েছিলাম , বোনের বাসায় আছে । কিন্তু ব্লগের পোষ্ট গুলি একটু চিন্তায় ফেলে ।

আচ্ছা গ্যাস জেনারেটর কেমন হবে ?

গ্যাস বা তেলের জেনারেটর না হয় আই পি এস একটা নিবই চিন্তা করছি । :) সৌর এর ধারে কাছে নাই আমি । :)

সোলার প‌্যানেল ট্যাক্স ফ্রি থাকলে বিডিতে ইন করানোর চিন্তা করতাম কিন্তু ১০০ % শিউর এটা ট্যাক্স ফ্রি হবার কোন কারন দেখছি না ।



৮| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২১

কিং অফ মাইনকা চিপা বলেছেন: জেনারেটর দিয়ে পানির মোটর চালানর কথা ভুলে জাওওাই ভাল মনে হয়।
কারন পানি তোলার মোটর চালাতে হলে অনেক বেসি পাওয়ারের জেনারেটর দরকার।
আর আইপিএস এ তো পানি র মোটর চালান সম্ভব এ না।
আসলে এপার্টমেন্ট এ বড় জেনারেটর থাকে। জেতা দিয়ে পুর বিল্ডিঙে সার্ভিস দেয়া হয়। কিন্তু সুধু মাত্র একতা ফেমিলির জন্য জেনারেটর মনে হয় না কাজে লাগবে। বরং ঝামেলাই বারাবে আপনার।
জেনারেটর দকানের জন্য হলে ঠিক আসছে।
কিন্তু বাসা বাড়ির জন্য চলে না।
কারন জেনারেটরের দাম কম হবে চায়না নিলে। আমি যেটা কিনেছিলাম সেতাও চায়না। তবে ভালই সার্ভিস দিচ্ছে। মাত্র ৫৩০০টাকা দাম। কিন্তু ওই যে, তেল লাগে মাসে প্রায় ৩০০০টাকার। দকান বলেই ওটা ব্যাবহার করা হয়।
আই পিএস এর দাম বেসি কিন্তু ভাল আইপিএস কিনলে পরে ঝামেলা কম হবে, আর বিল ও কম ই আসবে।

১৬ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৪১

রিফাত হোসেন বলেছেন: বুঝলাম , জেনারেটর এত বড় দরকার নাই আর পানির মোটর অপশনাল ।

মাসে ৩০০০ টাকার তেল কি দিনে ২ ঘন্টা মাসে ৩০*২=৬০ঘন্টার হিসাবে বললেন । (লোডশেডিং এর সময় গুলোকে )

নাকি এইটা দিয়ে ২৪ ঘন্টাই সার্ভিস নেন ?

খুব ভেজাল হলে জেনারেটর এর দিকে যাব না, দেখভাল করার মানুষ নাই আর ঘরের দুইজন মানুষ পছন্দও করে না, স্পেশালী আব্বা । নিজের কাজ নিজে করে , আর তার উপর বেশী ঝামেলা তৈরী করতে চাচ্ছি না ।

গ্যাস জেনারেটর সম্ভবত বেটার অপশন হবে ।

তবে একটা না একটা কিনবই । :) আম্মার টিভি যে চালাতে হবে :D

৯| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৩

কিং অফ মাইনকা চিপা বলেছেন: ভাই আপনে কি বাংলাদেশে থাকেন না? জানেন না যে গরমের সময় দিনে ৫/৬ বার কেরেন্ত জায়। গত বার ত দিনে ৭/৮ বার অ গেসিল।
গরমে কারেন্ত চলে গেলে দকানে অন্ধকার হয়ে জায় তাই কারেন্ত গেলেই জেনারেটর চালু করতে হয়। আর প্রতিবারে কমপক্ষে ১ ঘণ্টা লোডশেডিং হয়। তাই অই হিসাবে বললাম যে দিনে ৪/৫ ঘণ্টা গেলে কমপক্ষে ২/৩ লিটার তেল লাগবে।
আর আইপিএস এ টিভি ত চালাতে পারবেন।শুধু পাওয়ার বেসি নিতে হবে। টিভি চালানর কথা বললে ওরাই আপনাকে বড় আইপিএস নিতে বলবে। দাম পরতে পারে মনে হয় ৩৫০০০ টাকা এর কম/বেসি।
এখন ডিসিশন আপনার।
আর গেস জেনারেটরের কথা বললেন। ওটা কিন্তু থিক মত মেইনতেইন না করলে বিপদজনক হতে পারে।আর তাছাড়া ওটা খুব তারাতারি নস্ত হয়ে জায়। গ্যাস চালিত গাড়ির মত। বেসি দিন ভাল থাকে না। দাম অ মনে হয় তেল চালিত জেনারেটরের থেকে বেসি হবে।
জাই হক। আপনি সব কিছু জাচাই করেই নেন। সেতাই বেসি ভাল হবে।
আইপিএস নিলেও ভাল টা নিবেন, না হলে শর্ট সার্কিট হলে কিন্তু আগুন লেগে বিপদ হতে পারে। তাই জেনারেটর হক বা আইপিএস জেতাই নেন ভাল তাই নিয়েন।

১৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

রিফাত হোসেন বলেছেন: হুম, আপনার কথা মনে ধরেছে।

কিন্তু এতই আইপিএস এর অপকারীতা সম্পর্কে পড়েছি যে কেমনে কি করব বুঝতে পারছি না ।

আইপিএস বিদ্যুত টানে বেশী মানে দ্বিগুন খরচ করে । হেনতেন ।

এখন আপনার হিসাব মতে লাগছে যে তেলই বেশী টানছে আইপিএস থেকে আর গ্যাস জেনারেটর দ্রুত নষ্ট হ বার সম্ভাবনা ।

আমার ব্যবহার বান্ধব সহজ পদ্ধতির সস্তা ও সাশ্রয়ী জ্বালানীর লাগবে । কিন্তু ব্যবহার বান্ধব প্রথম শর্ত ।

ধন্যবাদ তবে আইপিএস বানাতে চাই, কোন অভিজ্ঞ এবং ডিপ্লোম কারিগরী বিদ্যার কোন পরিচিত ব্যক্তির প্রতিষ্ঠান আপনার জানা আছে কি ?

কারন আমার নিজস্ব ইচ্ছা আছে যে গুলি রেডিমেইড দ্বারা সম্ভব না ।

ধন্যবাদ ।

১০| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪০

কিং অফ মাইনকা চিপা বলেছেন: না রে ভাই। আমার পরিচিত অরকম টেকনিক্যালি তেমন কেউ নাই। আমি রহিম আফরোজ থেকে নিসিলাম আমার বাসার জন্য আইপিএস। ভালই সার্ভিস দিচ্ছে।
অবশ্যএর মদ্ধে একবার ব্যাটারি কিনতে হয়েছে।
এছাড়া ভালই চলছে।টিভি র জন্য যেটা সেটা ছিল ৩৫০০০মত। তবে ৩ বছর আগের কথা।এখন একটু বেসি অ পরতে পারে।

২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৪

রিফাত হোসেন বলেছেন: ধন্যবাদ অনেক ্ :)

১১| ২০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৭

আমি হনুমান বলেছেন: থ্যাঙকস ফর নক।
কিঙ অনেক ভাল বলেছে। জেনসেট মেনটেনানস করতে না পারলে প্রবলেম হবে। তবে যতদুর জানি সোলার প‌্যানেল বোধ হয় ট্যাক্স ফ্রি আর যদি না ও হয় তবে আপনি এর জন্য ভাল মানের স্টোরেজ ব্যাটারি ও কিট সাথে আনতে পারেন। এখানে হেলাল শেখ সাবের কল্যানে সোলার কোমপানি গুলা গলাকাটে।
দেশে ব্যাটারি ও ভাল না কারন ১২-১৮ মাসের বেশী যায় না অথচ মহসিনুল ইসলাম [উইনড জেনারেটর বানাচ্ছে] এর কাছে ওলডহ্যাম নামে ১টা ব্যাটারি দেখলাম ৫ বছর ধরে চালাইতেছে।
জাহিদুল হাসান ভাই আছে এই ব্লগে [মিনি আইপি এস দিয় মাত করেছে] উনি আরো ভাল ধারনা দিতে পারবে

২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৪

রিফাত হোসেন বলেছেন: হনুমান সাহেব আপনি মহসিনুল সাহব এর ইমেইল বা ব্লগ ঠিকানা দিতে পারবেন ? বা ওয়েব ঠিকানা । :)

. বুঝলাম তবে পরিবেশ ও ব্যবহার বান্ধব + অবশ্যই সাশ্রয়ী বেকআপ খুজতেছি । :)

ধন্যবাদ মতামতের জন্য । :)

১২| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১১

আমি হনুমান বলেছেন: মহসিনুল ইসলাম এর শুধু ১টা ফোন নঙ আছে ইনি উইন্ড জেনারেটর নিয়া গবেষনা করতেছে একসময় বুয়েটের ড্রাইভার ছিলেন, ট্যালেনট লোক নরমালি নার্সারি বিজনেস করেন বৃক্ষ মেলায় দেখা হইছিল

২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

রিফাত হোসেন বলেছেন: আমার জানামতে বায়ুকল প্রজেক্ট খরুচে :( কিন্তু অফুরন্ত শক্তি সাপ্লাই দেয়। এখন ঢাকাতে কি বায়ু প্রবাহ কম না বেশী জানি না । তবে নম্বরটা যদি ইমেইল এ দেন সুবিধা হয়।

rifat_sunny ইয়াহুতে ।

:) ধন্যবাদ অগ্রিম । কিন্তু মন খারাপ, আইপিএসই সম্ভবত কিনতে হইবেক :( যেটা আমি চাই নাই ।

১৩| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

আশরাফ উদ্দিন বলেছেন: আমি একটু আগে অনেক কষ্ট করে বিস্তারিত লিখলাম কিন্তু নেট সমস্যার কারেন আপলোড হলো না.....পড়ে আবার লিখব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.