নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইসক্রীম বনাম আপেল
বহু চাপ সহ্য করা হইছে........ আর না । এইবার আসবে সামনে রিয়েল ড্রয়িড ফাইট, আইফুন কি পারবে তাদের ভিত ধরে রাখতে ?
ড্রয়িড ওএসকে ভিত্তি করে পূর্ণ ব্যপ্তি হবে হার্ডওয়্যারকে সাথে রেখে !
গ্যালাক্সি এস৪, এক্সপেরিয়া জেড, মটোরোলা এক্স (গুজব তবে সত্য হতে দেরী নয় ! কারন গুগল তাদের নিজেদের পণ্য এখন পর্যন্ত আসুসের কল্যানেই ছাড়ছে, কিছু চুক্তির বাস্তবায়ন পূর্ণ হলেই তারা পরিপূর্ণ রূপে মটোরোলা কে মডিফাই করবে নিজেদের মত... ), এইচটিসি ওয়ান ... উফ বলে শেষ করা যাবে । এগুলো একটা আরেকটা বেটার ! এরা একেক জায়গায় নিজেদের থেকে আইফুনকে কিল করেই যাচ্ছে !
বলা যেতে পারে আইফুন ঠেকাতে কামান দাগানো কেন ? এক আইফুনই কি বিশ্ব মাতিয়ে চলেছে ! ভুল..
২.৩ ড্রয়িড দুনিয়া থেকে ৪. আপ ড্রয়িডে আসার পর কেমন যেন সবাই পাল্টে গিয়েছে.... সাথে হার্ডওয়্যার কম্বিনেশন ! উফ. পুরাই উড়া ধুরা ।
আপেল কে মোটেও ফালতু ভাবা হচ্ছে না । স্মুথই তাদের একমাত্র ভরসা । এই ক্যাটাগরিতে যে ড্রয়িড খেলনা পাত্র নয় তা মাখন মার্কা জেলী বিনে ঠিকই দেখিয়ে দিয়েছে ।
আইফুনে পছন্দ করার অপশনাই, যেটা ড্রয়িড দুনিয়া দেখিয়ে দিয়েছে । যারা বলে ডিভাইস স্মুথ একলা ঐ আইওস ছাড়া দুনিয়াতে আরও কিছু মোবাইল ও এস আছে যারা নিজ নিজে ডিভাইসে তুলতুলা নরম ।
আইফুন এক প্লাটফর্ম হওয়াতে কঠিন সুবিধা পাচ্ছে
আগামী কয়েক দিনের মধ্যে বা সামনে এই নিয়ে একটা বিতর্কিত পোষ্ট করার ইচ্ছা আছে ।
আইওএস এর প্রতি রেসপেক্ট রেখেই পোষ্ট করা হবে, মোটেও একচোখে নয় ।
ধন্যবাদান্তে : ফোরাম এন্ড্রয়িড কথন, ব্লগার স্বাধীনতার বার্তা সাহেব, নাফিজ মুনতাসির সাহেব, আশিক মাসুম সাহেব, শোভন এক্স সাহেব, আকাশ_পাগলা সাহেব ও অনেকে যারা আগের পোষ্ট সহযোগীতা করেছেন ।
(সাথে উইফুন আর বেরী আঙ্কেলকে একটু স্মরন না করলে তাদের পক্ষ থেকে মান হানির মামলা আসতে পারে )
উদ্দেশ্য কি ?
কিছুই না,,, একটা ফোন নিব কয়েক মাসের মধ্যে পয়সা জমাতে সময় লাগবে অনেক , দেখি যুক্তি তর্কে কোনটাকে কাইত করে কোনটার পতাকা আকড়েঁ থাকা যায় !
০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫৪
রিফাত হোসেন বলেছেন: droid droiddd droiiiid
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪২
এম হুসাইন বলেছেন: আইফুন আইফুন!
আইফুন ইজ দা বেষ্ট।
৫ লন, হেব্বি মাল। মজা পাইবেন।
( একটা মাগ্না এড মাইরা দিলাম আরকি... খিক খিক...)
সত্যি কথা হলো, অ্যাপল তার পন্য বানায় বড়োলোকদের চাহিদা মাথায় রেখে, তবে মান? আমি ১০ এ ১০ দেবো।
সামসাং তো হালায় চুর, কয় দিন আগে ১ বিলিয়ন ডলার ফাইন দিলো অ্যাপলরে......
তবে এন্ড্রয়েড আইওএস ও খ্রাপ না। ভালই।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৩
রিফাত হোসেন বলেছেন: এই কথা তো সামুর ব্লগকে ধরে আরেক বাংলা ব্লগকেও করা যায়!
এই সিরি যে চুরি বিদ্যার ফসল, কিন্তু এ পল মোডিফাই করেছে আর কি, ,তো কোন আদালতে এই সুবিধা পেয়েছে! নিশ্চিয় ই সারা পৃথিবী ব্যাপী নয়,
এপল এর কনফিগ হাই এন্ড ড্রয়িডের সাথে কষ্ট করে টিকে আছে স্মুথনেস ধরে রেখে,,, এক দুনিয়া এক প্লাটফর্ম বড় সুবিধা যত ই ছোট হোক পরিধি, এই কারনে একে ভাল লাগে আর তেমন কিছু নয়,
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৭:২৩
নষ্ট ছেলে বলেছেন: গ্যালাক্সী এসটু আর ভাল্লাগতাছে না এইচটিসি ওয়ান দেখার পর হাতটা নিশপিশ করতাছে
উফফ...... পুরা ক্যাটরিনা
০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫৪
রিফাত হোসেন বলেছেন: purai ura dhura
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫০
amhabib বলেছেন: iphone পাশাপাশি galaxy s ব্যবহার করলাম , যাহাই বলেন ভা কি জে মজা iPhone 5 এ বলে বোঝাতে পারব না , চোখ বন্ধ করে নিয়ে ফেলেন একটা iPhone 5
০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫৬
রিফাত হোসেন বলেছেন: koi galaxy s ar koi iphone 5 ! kar shathe ki tulin
৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪৩
কাজী মামুনহোসেন বলেছেন: চায়নিজ আইফুন কইলাম খারাপ না....
অযথাই বেশী টাকা কেন খরচ করবেন ?
০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:০৫
রিফাত হোসেন বলেছেন: হুম. অযথাই ব্লগিংই কেন করেন !
নির্ভর করে কে কি করবেন ,
যে যেমনে মজা পায়, যার যতটুকু সাধ্য থাকে । পৃথিবী জন্ম নেওয়ার আরেক ক্যাচাল, তো কি ক্ষণিকের পৃথিবীতে কি আত্মহত্যা করব নাকি ?
বেশী টাকা খরচ করতেছি না, বলতে পারেন শ্রম একটু বেশী দিচ্ছি । সখের জিনিস কিনতে গেলে আমি একটা প্রোগ্রাম করি , সেটা অনুযায়ী বছরের একটা ওয়ার্কআউট চলে, পরে অর্থ হিসেবে আউটপুট আসে
সেটা বিশাল ইতিহাস !
যখন ড্রয়িড নিতাম তখন ঐটার দামছিল এখনকার কয়েক গুন, পয়সা জমাতে জমাতে কিনতে কিনতে দাম ৩ ভাগের ১ ভাগ হইছে
তো বুঝে নেন, এখন যেটা নিয়ে চিন্তা করব তখন সেটা এই দামে থাকবে না ।
আর আমিও চাইনিজ ফুনই ব্যবহার করি, আমার সেমসাংটার তৈরী চায়নাতেই !
৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:২৭
নষ্ট ছেলে বলেছেন: হে হে তামাম দুনিয়ার সব আইফুন এখন চায়নাতে তৈরি হয়। ডিজাইন হয় শুধু আম্রিকায়।
পিছে সুন্দর কইরা লেখা থাক,
Design by Apple in California, Assembled in China.
চায়নায় তৈরি হইলেই খারাপ এই চিন্তা করার দিন শেষ।
খরচ কমানোর লাইগা সব ভাল ভাল ব্যান্ডই এখন চায়না থাইকা প্রোডাক্ট তৈরি করে।
বাই দ্যা ওয়ে, আমিও চাইনিজ ফুন ইউজাই
তবে চায়নাতেও জিঞ্জিরা মার্কা কোম্পানি আছে। ৫ হাজার টেকায় আইফুন বেচে। উপ্রে দিয়া ফিটফাট ভিত্তে দিয়া সদরঘাট।
০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪০
রিফাত হোসেন বলেছেন: সহমত
৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:২৯
নষ্ট ছেলে বলেছেন: Designed* হবে।
০৫ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩৯
রিফাত হোসেন বলেছেন: সাহেব গো.... বুঝতে পারছি, আমি ইংরেজী লইয়্যা টেনশন করি না, খোদ ইংরেজরা কথা কওয়ার সময় ব্যাকরনের ধার ধারে না । মানে নেটিভ স্পিকাররা (যারা আঞ্চলিক ভাষায় কথা বলে বা কথ্য ভাষায় )
সুতরাং ব্যাপার না ।
অটপিক: নতুন কোন ড্রয়িড নেবার পরিকল্পনা করছেন নাকি ?
তাহলে, কি বিষয় মূখ্য থাকবে ? মানে কোন চাহিদার উপর কোনটাকে টার্গেট করতে চাচ্ছেন ?
৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
নষ্ট ছেলে বলেছেন: আমার বর্তমান সেটের (গ্যালাক্সী এস টু) কনফিগারেশন এখনো একবারে খারাপ না। ১ জিবি র্যাম, ১.২ গিগা হার্জ ডুয়েল কোর প্রসেসর। এনড্রয়েড জেলীবিন (৪.১.২) আপডেট পাইছি। তাছাড়া সব এপ্লিকেশনই স্মোথলি চলে। তাই এখনই চেঞ্জ করার প্রয়োজন খুব একটা অনুভব করছি না।
তবে নতুন সেটগুলো দেখে খুব লোভ হচ্ছে বিশেষ করে এইচটিসি ওয়ান।
এসটু কিনার পর ব্যাটারী নিয়ে খুব জামেলায় ছিলাম। ডিফল্ট ব্যাটারী ছিল মাত্র ১৬৫০ মিলিঅ্যাম্পিয়ার কিছুদিন পরে দেখি স্যামসাং নিজেই ব্যাক কভার সহ ২০০০ মিলিঅ্যাম্পিয়ারের একটা এক্সটেনডেড ব্যাটারী বের করছে। দেশ পাই নাই পরে এক ফ্রেন্ডরে দিয়া ইংল্যান্ড থাইকা আনছি। পুরা ৩০ পাউন্ড গেছে এখন মাঝে মাঝে দুই ব্যাটারী নিয়ে বের হই
নেক্সট সেট যখন কিনব তখন বেশি প্রাইওরিটি দিব র্যাম(অবশ্যই বাজারের সেট গুলোর মধ্যে সর্বোচ্চ) >> ব্যাটারীর ক্ষমতা (৩০০০+ মিলি অ্য্যাম্পিয়ার পছন্দ) >> প্রসেসর >> ডিজাইন >> স্ক্রীন সাইজ ৫" এর মধ্যে। ডিসপ্লে এমোলেড অথবা আইপিএস দুইটা খুব ভাল। এইচটিসি ওয়ান এর সুপার এলসিডি৩ কেমন জানি না। তবে রিভিউ দেখে খারাপ মনে হয়নি।
উইজার ইন্টারফেস স্যামসাং এর টাচউইজ ও এইচটিসির সেন্স দুইটাই খুব ভাল লাগে তবে সেন্সটা বেশি জোস
তবে সামস্যাং সহ অন্যান এনড্রয়েডের তুলনায় এইচটিসিতে একটা আলাদা ভাব আছে (ব্যক্তিগত ধারনা) নেক্সট সেট এইচটিসি হওয়ার সম্ভবনা বেশি।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ ভোর ৬:২৬
সুলাইমান হাসান বলেছেন: