নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

রিফাত হোসেন

অন্ধকার প্রভাত...............এই তো ঘুরে ফিরে দিন যায়

রিফাত হোসেন › বিস্তারিত পোস্টঃ

মিষ্টি ড্রয়িড বনাম আপেল

০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

বহু পথ পেরিয়ে এখন হাসছে :) মনে আছে একটা সময়, যখন তাচ্ছিল্যের স্বরে একে অবজ্ঞা করা হত ।

ডোনাট, Eclair, ফ্রয়ো, Gingerbread, হানিকম্ব, Ice Cream Sandwich আর জেলী বিন । :) সামনে Key Lime Pie আসছে (নাম পরিবর্তন হতে পারে)

নামের কি বাহার, ভোজন রসিকদের জিভে জল এনে দিতে বাধ্য ! এই না হল ড্রয়িড ।



আইসক্রীম বনাম আপেল আগের পুরনোতে ।



একটা ভুল ধারনা পোষন করতাম এন্ড্রয়িড অপারেটিং সিস্টেম তৈরী নিয়ে । এটা জাভা ভাষায় লেখা নয় শুধু বরং C C++ Java ৩টার মিলিত অবস্থান । :) তবে জাভাকে প্রধান হিসেবে ধরা যায় । সুতরাং সি হলেই যে স্মুথ হবে কথা নাই, ক্রোম প্রায়ই ক্রাস করে খেয়াল করি । :) তবে আজকাল গুগল ব্রাউজার আগের মত ঘন ঘন ক্রাস করে না ।

ড্রয়িড নিয়ে বিস্তারিত জানতে হলে উইকি তো আছেই । :)



খুব সময় নিয়ে লেখতে চাইলেও পারলাম না । আর মাত্র ৩০ মি. আছে , ঘুমাতে হবে ।



২.৩ ভার্সন পর্যন্ত অনেক সমস্যার মধ্যে ছিল এই ড্রয়িড দুনিয়া + হাই এন্ড ফুনের অভাব ।

ড্রয়িডের মূল কাজ মাল্টি টাস্ক হিসেব জনপ্রিয় । একাধিক কাজ দ্রুত গতিতে করার মত যোগ্যত ড্রয়িডের ভালই আছে ।



মোবাইলের গ্রাফিক্সের চিপের অভাবে (সঠিক ও উন্নত) প্রায়ই সিপিউকে গ্রাফিক্সের চাপ অনেক সহ্য করতে হয়েছে + রেম সহ ভুগি চুগি । একচলি তারা প্রোগ্রাম করে তৈরী করেছে ঠিকই কিন্তু নিজের মত ডিভাইস তারা তৈরী করতে সক্ষম ছিল না । কিন্তু ভবিষ্যতে মটোরোলা এর হাত ধরে আশা করি এর পরিবর্তন হবে অনেক । ইতিমধ্যেই আসুস এর মাধ্যমে নেক্সাস এর পরিচয় পেয়েছি । কিন্তু নিজেদের মত পরীক্ষা করা সুযোগ তাদের হয় নি । এবার হবে । মটোরোলা এক্স এবং অনাগত ৫.০ এন্ড্রয়িড ভার্সনের ভবিষ্যত অনেক অনেক প্রখর । চিন্তার বাহিরে !



অক্টাকোর এর গবেষনার চলছে ! আইফোন ওয়ালারা বিলাপ গনা ছাড়া গতি নাই ! =p~ তারা এক স্মুথনেস এর পতাকা ধরে আকড়ে আছে । কিন্তু ড্রয়িড আমাদের কি দিয়েছে ?



দিয়েছে স্বাধীনতা । :)

আইফোন কি ভারত একটা ফোন যার ৩জি মডেলের দাম আজও বাজারে কম করে হলেও ১০ এর উপরে ! যদিও এটি বাজারজাত হয় না । কেন ?

এইটার কি হ্যাং হয় না ? বরং এইটার বেশী হয় । :)



তুলনায় ড্রয়িড আমাদের বাজেট কে অনেক হালকা করেছে । স্মার্ট হিসেবে , ক্যামেরা, ব্লুটুথ, গেমস সস্তায় পাচ্ছি । :) অনেক ক্ষেত্রে বিনামূল্যে ।



গুগল আমাদের বিনামূল্যে অনেক সেবাই দিচ্ছে । কিন্তু আদতে আইফুন বা এপ‌্যাল কোম্পানী কি দিবে বা দিচ্ছে ?

চড়া দামে তারা একেকটা জিনিস বিক্রী করছে ।



এ্যাপল তাদের স্বকীয়তা বজায় রাখতে নিজস্ব ক্যাবল ব্যবহার করে ,সেখানে ড্রয়িডওয়ালারা সবাই একই ধরনের ক্যাবল ব্যবহারের সুবিধা দেয় ।



আপনি আপনার পছন্দ মত থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করতে পারছেন । একটা বড় কাস্টমাইজেশন সুবিধা দিচ্ছে । এটা এ্যাপল দিবে না ।

আপনাকে আপনার মত পছন্দ করতে সুবিধা দিচ্ছে ।



পানি প্রতিরোধক হবে নাকি ধূলোবালি প্রতিরোধক হবে নাকি গর্জিয়াস হবে , নাকি সব কিছ মিলেই নান্দনিক হবে, নাকি ব্যাটারী সেভার হবে নাকি ................ বলে শেষ করা যাবে না । ম্যাট্রিক্সের ছবির মত বলা মাত্র অস্ত্রাগার থেকে পছন্দমত মোবাইল পছন্দ করে নেওয়া । :)



মানুষের কত চাহিদা কত ইচ্ছা, সব বাসনা ড্রয়িড দিয়ে সম্ভব পূরন করা । যেটা এ্যাপল দিবে না আর করবেও না ।



স্মুথনেস এর সরল রেখা তাদের উপর আছে । যারা হাইএন্ড ড্রয়িড ব্যবহার করেন তারা জানবেন যে স্মুথটা কি :)



হার্ডওয়্যার পারফরম্যান্স একটা বড় বড় পয়েন্ট । যেটা গ্যালাক্সি এস ব্যবহার করে আইফুন ৫ এর সাথে তুলনা করে সম্ভব না । আইফুন এর সাথে তুলনা করলে করেন তার জাতের সাথে । :-/ অপেক্ষাকৃত দুবর্ল এর সাথে তুলনা করা বোকামী বই কিচ্ছু না । অনেকে আইফুন নিবে বহু বীর দর্পে কথা বার্তা বলেন, তারা কি আদও জানতে চেয়েছেন তার অভিজ্ঞতার ড্রয়িড ফুনটির হার্ডওয়্যার সুবিধা সম্বন্ধে । :) ,,,. জানতে চান নাই । :( তার কারনেই সব সময়ই ধরে নিয়েছেন আইফুন অনেক অনেক ভাল !



আমি অস্বীকার করছি না, তারা ভাল করেই পালিশ করেই ছাড়ছে একেকটা ভার্সন , সেটা ফোন বা ও এস আপডেট হোক না কেন । কিন্তু .... ভুলও হয়, যেমন আইফুন ৪ এর ডেথ পয়েন্ট ছিল আর গুগলের জার্মান এ ভুল আপডেট দিয়েছিল জেলিবিন নাকি আইসক্রীম এর, ঠিক মনে আসছে না আর্টিকেলটা কোথায় পড়েছিলাম ।

সুতরাং ড্রয়িড আর গুগলের দুইজনের ভুল হয়, হবে, স্বাভাবিক । :)



যারা ঝানু ডেভলপার তারা ভাল করেই জানেন ড্রয়িড কিভাবে আর আইফুন কিভাবে ডেভলপ করে । কয়েক ঘন্টার মধ্যে বা দিনের মধ্যে আপনি এপস পাবলিশ করতে পারছেন ড্রয়িড দুনিয়ায় । আর এপ‌্যালে ঘষা মাজা, পরীক্ষা নিরীক্ষা ! দুইটার ভাল ও খারাপ দিক আছে । তুলনায় এ্যাপল এই দিক দিয়ে পারফেক্ট এগিয়ে । কিন্তু গুগল অন্য চিন্তা করে, তারা ম্যাসিভ ডেভলপ এ বিশ্বাসী । যেহেতু তারা তৃতীয় পক্ষের এপস সহজে ইনস্টল হতে দিচ্ছে যেটা এ্যাপলও দেয় কিন্তু তারা তাদের ফোনকে এতটা কাস্টমাইজড হতে দেয় না আর দিলেও জটিল প্রক্রিয়া সেক্ষত্রে ড্রয়িড অনেক অনেক সহজ ।

ক্লিক এন্ড রুট ! জিপ ইন্সটলার দিয়ে রমের (অপারেটিং সিস্টেমের) কিছু অংশ পরিবর্তন ।



একটা জিনিস নিলাম বা কিনলাম এইটাকে যদি মন মত ব্যবহার করতে না পারি, তাহলে তা কিসের স্মার্টফোন ?



যে স্মার্টফোন এ ব্যাটারী লাইফ ডাউন থাকে ! এইটা কি ধরনের স্মার্টফোন ! যেটাতে নির্দিষ্ট ডিজাইন এ বা হার্ডওয়্যার এ বন্দী থাকতে হয় ! সেটা কি ধরনের স্মার্ট কোম্পানী !

যারা বলে থাকেন এ্যাপল ঠকায় না নিজের খরিদদার কে, তাই তারা বছর বছর গোড়াপত্তন করে নতুন ডিভাইস দিয়ে । আর ড্রয়িড দিনের পর দিন রিলিজ করছে !

আরে বাবা ড্রয়িড কি একলা সেমসাং ই ছাড়ছে ? সেমসাং তো নিজেদের বাডাতেও মোবাইল ছাড়ে । আর সেমসাং তো একলা নয় বরং কোম্পানী গুলাও যুদ্ধে নামছে, যদি বলা হয়ে থাকে যে মশা বা হাতি মারতে কামান দাগানো হচ্ছে, তাহলে ভুল । শুধু আসুস, গুগল, এইচটিসি, সেমসাং নয় বরং আইফুন,ব্ল্যাকবেরী বাদে পৃথিবীর প্রায় সব মোবাইল কোম্পানী ড্রয়িড অপারেটিং সিস্টেমের দিকে ধাবিত হচ্ছে ।



বহু প্লাটফর্ম তার অন্তরায়, তার বাধাঁ । :( কিন্তু অচিরেই মটোরোলা এক্স দিয়ে স্বরূপে ফিরে আসবে ড্রয়িড । কিন্তু সময় লাগবে । যতবার হার্ডওয়্যার এর ব্যাপ্তি সম্ভব হবে ততই এটি শক্তিশালী হবে একাধিক প্রোগ্রাম ব্যবহার করতে ।



এখন আসি কিছু মূল পয়েন্ট এ:



ব্রাউজ: ড্রয়িড এর ডিফল্ট ব্রাউজার হল ক্রোম । এছাড়া মজিলা, ডলফিন সহ অনেক আছে । যারা ফ্ল্যাশ সাপোর্ট করে , ক্র্যাস করে কম আর দ্রুত । তবে ক্রোমকে সবচেয়ে দ্রুত ও স্ট্যাবল মনে হয় । এক্ষেত্রে আইফুন পিছনে । সাফারি হয়তো স্ট্যাবল



ডাটা আদান প্রদান,কানেক্ট ও চার্জ: যদি চার্জার ভুলে যান তাও সমস্যা নাই! অন্য মোবাইলের একই মিনি ইউএসবি ক্যাবল দিয়ে সম্ভব চার্জ করা । তেমনই কম্পুতে সহজে ডাটা(ছবি,ভিডিও,গান ইত্যাদি যা মনে চায় :P ) আনা নেওয়া যায় ঝামেলা ছাড়া । যেখানে আইটুনস এই জিনিস ছাড়া উপায় নাই ।



Widgets: একে ছাড়া ড্রয়িড অচল নয় তবে আই ও এস কে তার সীমাবদ্ধতা মনে করিয়ে দেয় ।



কাস্টম অপারেটিং সিস্টেম: মনে করুন আপনার নিজস্ব রুচী অনুযায়ী সব কিছু পরিবর্তন করবেন । সেটা হবে ব্যাটারী সেভার বা এক্সট্রিম গ্রাফিক্স এ্যানিমেশন সাপোর্টেড বা নিজের মত সেটিংস ! কি নাই এতে । এই ক্ষেত্রে সুপিরিয়র ড্রয়িডরা ।



গুগল সাপোর্ট: গুগল ডক, জিমেইল, গুগল ড্রাইভ, গুগল ম্যাপ, গুগল মিউজিক, গুগল প্লাস, গুগল ক্রোম ব্রাউজার ইত্যাদির সাথে কঠিন সাপোর্ট দিতে সক্ষম ।



ফ্রি এপস ও গেমস এর সম্ভার: এটা মনে করিয়ে দেবার কি দরকার আছে ? :) গুগল প্লে এর এপস এখন আই ও এস এর থেকে বেশী । কিন্তু তবুও কিন্তু থেকে যায়, গুগল তারা কোয়ালিটি থেকে কোয়ানটিটিতে বিশ্বাস করে । যা আমাকে হতাশ করে কিছু টা । কিন্তু ইউজারদের মতের উপর ছেড়ে দেয় যা আসলেই কোয়ালিটি তার কি রকম হবে,সেটা আমার খুব ভাল লাগে । কিছু এপস আছে জঘন্য আবার কিছু আছে সাধারন কিন্তু অন্যন্যা ।



মোবাইল হার্ডওয়্যার ও সফটওয়্যারগত improvement: এটি নতুন করে বলে আর ড্রয়িডকে ছোট করব না । বলব তার জগতকে আলোকিত করতে একেকটি মোবাইল কোম্পানী তাদের নিজেদের বেস্ট একের পর এক বাজারে প্রবেশ করাচ্ছে । কি নেই তাতে ? বেস্ট সিপিইউ,জিপিউ চিপ,রেম, কোন কোন ক্ষেত্রে সিপিউ ও জিপিউ এর সমন্বয়কে আরও স্ট্রং করতে আলাদা মধ্যবর্তী ইউটিলাইজড চিপ! আর উপরেই তো বললাম অক্টাকোর আসছে ! মানে এখন যদি কোয়াডকোর হয় তাহলে তার দ্বিগুন :) ক্ষমতা সম্পন্ন!



কল্পনাই আইফুনকে রুখে দিতে সক্ষম ।



হার্ডওয়্যার সাপোর্ট, ব্যাটারী লাইফ: আইফুনকে হালকা দাবী করেন বাকী ফুন থেকে আবার ব্যাটারী লাইফও কম মনে করেন । কিন্তু এর থেকে বেটার হার্ডওয়্যার সাপোর্ট সহ ড্রয়িড সাপোর্টেড ফুন আছে ।



ক্র্যাস: এইটা নিয়ে আবারও বলছি, ড্রয়িড একটি প্লার্টফর্ম এ কাজ করছে না । আইফুন স্মুথ থাকে এক প্লার্টফর্ম হবার কারনেই । কিন্তু তুলনায় যথেষ্ট, যথেষ্ট, যথেষ্ট স্মুথ, ভবিষ্যতে তারা মোবাইল এর ভার্সন অনুযায়ী আপগ্রেড করছে । অনেকে দাবী করে ড্রয়িড ক্র্যাস করে হেন তেন । কিন্তু খেয়াল করেছেন কি আপনি ২.৩ সাপোর্টেড মোবাইল এ আপনি কেন ৪.০ বা আপগ্রেড চালাবেন? এর এতে এপস ফুল সাপোর্ট নাও দিতে পারে ।

রেন্ডারিং একটা ব্যাপার আছে জিপিউ আর চিপের সমন্বয়ে । টেগরা ৩ এর গেমস গুলি যদি আইফুন ব্যবহার কারীরা খেলে থাকেন ড্রয়িড টেগরা ৩ ওয়ালাদের কাছে । :) তাহলে চোখ বড় বড় করে দেখতে হবে !

এখানে বড় একটা ফ্যাক্ট হল রেটিনা ডিসপ্লেকে পুজি করে অনেকে ভাল পারফরম্যান্স এর দাবী করেন । আচ্ছা টেগরা ৩ বাদ দিলাম সামনে আসছে টেগরা ৪, এভাবে প্রতিনিয়ত আমরা পছন্দমত আপডেটেড মোবাইল পাচ্ছি । সেটা আইফুনে সম্ভব না ।



সাধ ও সাধ্য আর অবশ্যই বাজেট: এইখানে আইফুনকে টাইফুন স্টাইলে বাজিমত করে দিলে ড্রয়িড । ড্রয়িড কয়েক ৪-৫ হাজার থেকে লক্ষ টাকা স্পর্শ করা মোবাইল দিয়ে থাকে । সাধ ও সাধ্য অনুযায়ী পারফরম্যান্স পাবেন । এটা কি আইফুন দিবে । আইফুনের নতুন মিনি ট্যাবের দামও আসুস গ্যালাক্সি নেক্সাস ৭ থেকে বেশী কিন্তু পারফরম্যান্স সেই তুলনায়ও বেশী ! না, অবশ্যই না । হয়ত একটু বেটার, হ্যাঁ একটু । কিন্তু দাম অনুযায়ী সেই হার্ডওয়্যার সাপোর্ট দেয় না ।



নকল একলা সেমসাং করে না, বরং আইফুন নিজেও নকল করে । সিরিও একটা নকল বলা চলে । নোটিফিকেশন, পিসি ফ্রি ইত্যাদি ভুগিচুগি এইটা নিয়ে কি ড্রয়িডেরও মামলা করবে নাকি ? এগুলো আইফুনের বিটলামী ছাড়া কিছুই না । যারা সেমসাং চোড়া বলেন, তারা আদালত বলতে ঐ ইউএসএই চিনেন ! আর কোন দেশে সেমসাং এর বিরুদ্ধে মামলা জয়ী হয়েছিল কি? হলে তো দেশে দেশে তাদের প্রডাক্ট রপ্তানী করাই বন্ধই হয়ে যেত! =p~



আইফুনকে অপছন্দ করা হল দাম তুলনায় অনেক অনেক বেশী । কিন্তু এক স্মুথনেস নাম দিয়ে দুনিয়া তোলপাড় করা সম্ভব না । আর গ্রাহককে তার সীমাবদ্ধতা ইঙ্গিত করে । শুধু দাম নয়, বরং বিভিন্ন রকম ব্যবহারের । ব্লুটুথ বলি, এক্সট্রা কার্ডের স্লট বলি ইত্যাদি । তারা একটা সীমার মধ্যে বন্দী করে রাখতে চায় । কিন্তু ড্রয়িড একটি স্বাধীনতার নাম ।



উন্নত ক্যামেরা, উন্নত সিপিউ, উন্নত জিপিউ, উন্নত হার্ডওয়্যার, প্রতিনিয়ত পছন্দমত নান্দনিক মোবাইলফুন, এটা কি আইফুন দিতে পারবে ?



আইফুন যা পারবে তার কয়েকগুন বেশী ড্রয়িড পারে ।

কিছু ড্রয়িড বেটার ছবি রেন্ডারিং সাপোর্ট, কেউ গান, কেউ দ্রুত কানেক্ট করে, কেউ দ্রুত ব্রাউজ, কেউ দ্রুত গতি, কেউ কঠিন জটিল ডিসপ্লে প্রদর্শন করে, কেউ পানি প্রতিরোধক হয় । কারউ বড় বা ছোট ফুনের ডিসপ্লে । কেউ প্লাস্টিক বা কেউ মেটাল বডি পছন্দ করেন । কেউ সাথে ব্যারোমিটার এর পরবর্তে থার্মোমিটার পছন্দ করেন! কি নেই ড্রয়িডে ।



আপনার পছন্দ কে বেছে নিতে জুড়ি নাই ।



কিন্তু আফসোস আইফুন এটি দিতে কোন কালেই সক্ষম হবে না । :(



মার্কেটে কিন্তু আইফুন একাই নয় বরং সনি, সেমসাং, এইচটিসি, আসুস,মটোরোলা,সহ বিভিন্ন কোম্পানী রোল করছে । তাই আইফুন একাই প্রতিদ্বন্দী নয় বরং প্রত্যেকটা কোম্পানীই কিন্তু একেকটা প্রতিদ্বন্দী, যেখানে অধিকাংশ কোম্পানীর ফ্ল্যাগশিপ হল ড্রয়িড ;)



এইটা কেই জেলাসী ফিল করে আইফুন প্রেমী রা ।















ড্রয়িড কাস্টমাইজড মোবাইল বনাম ফিক্সড আইওএস । কোনটি বেছে নিবেন ? মানুষের সহজাত স্বভার যেটা বেছে নেওয়া সেটা একমাত্র ড্রয়িড দিয়েই সম্ভব ।





দয়া করে এসটু দিয়ে আইফুন ৫ এর তুলনা না করি । বরং হাই এন্ড তুলনা করি । এখন বলবেন না যে ডুয়েল কোর আর কোয়াড কোর এইটা কেমনে এক হইল ! ড্রয়িড অপারেটিং সিস্টেম তৈরী হয়েছই মাল্ট টাস্ক কে ফোকার করে এটা তাদের ফিক্সড ব্যবস্থা ! তারা যত হার্ডওয়্যার ব্যাপ্তী পাবে ততই শক্তিশালী আর বেটার আউটপুট দিতে পারবে যেখানে আইফুন পারবে না ।

তাই ড্রয়িড এ এপস কিল করা উচিত না, কারন এইভাবেই ড্রয়িড নির্দেশ করে । ড্রয়িড তার প্রয়োজনীয় এপস এমনিতেই কিল করবে ।

কিন্তু অল্প খরচে যে ড্রয়িড আমাদের স্মার্টফুনের স্বাদ দিচ্ছে, সেটা কোন কালেই আইফুন দিবে না । :) এটা ১০০% নিপাতনে সিদ্ধ ।



শুধু সিপিউ নয়, জিপিউ, ডিসপ্লে, রেম, ব্যাটারী, বাড়তি সুবিধা, ইত্যাদির উপর মোবাইল এর ক্ষমতা নির্ভর করে, সুতরাং এই দিক দিয়ে আইও এসকে প্রহর গুনতে হবে ! কারন তারা মিনিমাম সাপোর্ট দেয়, সেখানে দিনে দিনে ফাইনাল সাপোর্ট দিচ্ছে নিত্য নতুন ।



সামনে মজিলার অপারেটিং সিস্টেম, বাডার নতুন ভার্সন, উবুন্টুর মোবাইল ভার্সন, উইন্ডোজ, সিম্বিয়ান এর মরা মরা জেগে থাকা ! কত কিছুই আসছে । ওহ... ব্ল্যাকবেরী ভুলেই গেলাম, আমার কথা হল সাধারন গ্রাহক হিসেবে বেস্ট পারফরম্যান্স তবে অবশ্যই পছন্দমত সস্ত বা ক্রয় ক্ষমতার মধ্যে একটা মনের মত মোবাইল ফোন । সেটা ড্রয়িড হতেই হবে কথা নাই । আমার আব্বার কাছে নোকিয়াই সেরা ! সেটা থাকুক তার মত করে । প্রত্যেকের চাহিদাকে আমি প্রাধান্য দেই, যেটা ড্রয়িড দেয়;)





এন্ড্রয়িড ধীরে ধীরে উন্নত হয়েছে এবং আরও হবে এই প্রত্যাশা সকলের । আজ সকালে শেষ করলাম, তবে সময়ের অভাবে টেকনিক্যাল কথা বার্তা এড়িয়ে গেলাম ইনশাল্লাহ, যদি এটি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে তাহলে আগামী একটা পোষ্ট আসতে পারে, তবে সময়ের বহুত অভাব :( , টাইম ইস মানি ;) হাহাহাহা







মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৪

অলস ছেলে বলেছেন: বিশাল কাহিনী লিখসেন ভাই জান কয়লা করসেন, এখন একটু আরাম করেন।

আইফুন ৪+নেক্সাস ৭+ম্যাকবুক প্রো+ ডেস্কটপ = লাইফটা কেমন?

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৭

রিফাত হোসেন বলেছেন: পারফেক্ট ;) গেমস এর জন্য ম্যাক বুক এর দিকে ঝুঁকতে পারছি না।

০৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৩

রিফাত হোসেন বলেছেন: :)

২| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫০

নষ্ট ছেলে বলেছেন: যারা একটু বড়সর মোবাইল চান তাদের জন্য গ্যালাক্সী নোট
ওয়াটার প্রুফ চাইলে এক্সপেরিয়া জেড
স্টাইলিস্ট চাইলে এইচটিসি (ওয়ান উফফ... )
বেশি ব্যাটারী লাইফ চাইলে মটোরোলা রেজর ম্যাক্স
..................... ড্রয়িড রক্স


নকিয়া বিলুপ্তির একমাত্র ড্রয়িড থেকে দূরে থাকা। বেকুব গুলার মাথায় গোবার নাকি বুঝলাম না! মজার ব্যাপার হইল বাংলাদেশে সিম্পোনি নকিয়ার ভাত মাইরা দিছে।

এই পোস্ট পরতে তিনবার বিরতি দিছি :(

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৯

রিফাত হোসেন বলেছেন: droid droid droid droi&dddddddd, power inside

৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৪

এম হুসাইন বলেছেন: লিসেন ব্রো, যদি আপ্নি এন্ড্রয়েড এই মুহূর্তে ব্যাবহার না করে থাকেন, তবে আমি আপনাকে বলবো দুই টা ই কিনেন, তার পর টের পাইবেন,
আইওএস এর অ্যাপস আর এন্ড্রয়েড এর অ্যাপস এর পারফর্মেন্স নিজেই বুঝে যাবেন আশা করি।

আপনার দরকার আলো- এখন যদি আপনি খুজতে থাকেন এই আলো কোথা থেকে আসে, এই ভাল্ব এর রেজিস্টেন্স কত ওয়াট, সংযুক্ত ক্যাবল এর পারফর্মেন্স কেমন? সুইচ কোন কোম্পানির, বাল্ব কি আমার উপর ফেটে পড়তে পারে?

এসব জানতে হলে একজন ইঞ্জিনিয়ার নিয়োগ দিতে হবে, সে আপনার এই সব যখন পরীক্ষা করে দেখবে, ততক্ষণ আপনি কিন্তু অন্ধকারেই কাটাতে হবে।

অথবা আপনার আলো পাওয়ার স্বাদ টাই মাটি হয়ে যাবে......।

=p~ :) ;)

০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০০

রিফাত হোসেন বলেছেন: আমি সেটাই বলছি, আপ্নি নিওন বাতির সার্ভিস পাবেন না হ্যাজাক না সেভিংস লাইট নিবেন ;) চয়েস আপ্নার, যেটা ড্রয়িড দিচ্ছে! নয়তো চার্জার নিয়ে টেম্পল রানের স্মুথ নিয়ে পরে থাক্তে কেউ বাধা দিচ্ছে না =p~ =p~ এন্ড ইউজারদের আইফুন ছাড়া গতি নাই,সেটা বুঝি। :)
খালি সামান্য স্মুথ এর জন্য ডাবল টাকা দিব নাকি!
তার উপর পেইড এপ্স! পারফর্মেন্স বেশী দিলে চিন্তা করা যেত।

আমি কাস্টমাইজেশন পছন্দ করি, আমি ডেইলী দুইটা গুতাই, কাজে আপেল ট্যাব দিয়েছে তবে অফিশিয়াল হওয়ায় একে বেশী ঘাটাঘাটি করা যায় না আর ব্যক্তিগতভাবে নেক্সাস ৭ আর ড্রয়িড ফুন ইউজাই। তবে দাম অনুযায়ী ড্রয়িড বেস্ট ও বেটার সার্ভিস দেয়।

৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৭

এম হুসাইন বলেছেন: B-)) B-)) B-)) :-* :) =p~ :-/ :P :-P :( B-) :D :D :) :) :) :-0 =p~ =p~ =p~

৫| ০৯ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪০

কস্কি বলেছেন: বস!! একখান হেল্পু লাগব!!


আমার এ্যান্ড্রয়েড থেকে ভুলে ফোনের যে ডিফল্ট কন্ট্যাক অ্যাপটা আনইনস্টল করে ফেলেছি!! :(( :(( X( যার ফলে ফোন থেকে ডায়ালপ্যাড পুরাই হাওয়া

ঝামেলাবিহীন ভাবে, কি করলে ঐডারে ফিরা পামু ??



কি চিচ্টেম রে বাবা...


:(

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৮

রিফাত হোসেন বলেছেন: settings এরপর back up and reset এরপর factory data reset (মোবাইল এর সব ডাটা মুছে যাবে এর আগে বেক আপ নিয়ে নিবে । :) গুগল প্লে বা ড্রাইভ দিয়ে বা পিসিতে )

নতুবা গুগল প্লে থেকে থার্ড পার্টি এপস ইনস্টল করে ডিফল্ট হিসেবে দিব্যি চালিয়ে নিতে পারেন ;) এইজন্য এইটা রকস!

৬| ১০ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩২

কস্কি বলেছেন: অন্নেক...অন্নেক. ঠেংখু .....!! B-)) :P


থার্ড পার্টি দিয়েই চালাচ্ছি, ভয়েস কল হইলেও ভিড্যু কল হয় না :((

ভিড্যু কল হয় এমন কোন অ্যাপ আছে নি? :)

১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০২

রিফাত হোসেন বলেছেন: স্কাইপে বেস্ট ভিডিও কলের জন্য । তবে আপনি কি ধরনের ভিডিও কল করতে চাচ্ছেন ডাটা ব্যবহার করে নাকি ৩জি ভিডিও কল বান্ডেল এ ?

এন্ড্রয়িড অফিসিয়ালী ইউএমটিএস ৩জি কল সাপোর্ট করে না তবে সেমসাং তাদের মোবাইল সহ কিছু কোম্পানীর বিশেষ বিশেষ মোবাইলে এটি সাপোর্ট দিয়ে থাকে ! :-& তবে তাদের ভার্সনেই শুধু !

আর কাস্টম রম তথা থার্ড পার্টির এন্ড্রয়িড ডেভল. করা অপারেটিং সিস্টেম এ সুবিধা আছে।

সুতরাং যদি ডাটা ভিডিওকল বা আইপি ভিডিও কল ব্যবহার করতে না চান আর ইউএমটিএস ৩জি ভিডিওকল জরুরী হয়ে থাকে । ফেক্টরী রিসেট দিয়ে দেন ফুন । উপরের মন্তব্যে বলেছি । তবে এর আগে বেক আপ নিয়ে নিবেন ।

আইফুন টু আইফুন আছে সম্ভবত কিন্তু তাদেরও ইউএমটিএস ভিডিও কল নাই । ডাটা খরচ করতে হয় । :) অন্তত সেমসাং সহ কিছু কোম্পানী বিশেষ মোবাইল এই সুবিধা দিয়েছে । ;)
আর পুরনো নোকিয়ার সিম্বিয়ানে আছে ! লোল । :)

৭| ১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:০২

রিফাত হোসেন বলেছেন: স্কাইপে বেস্ট ভিডিও কলের জন্য । তবে আপনি কি ধরনের ভিডিও কল করতে চাচ্ছেন ডাটা ব্যবহার করে নাকি ৩জি ভিডিও কল বান্ডেল এ ?

এন্ড্রয়িড অফিসিয়ালী ইউএমটিএস ৩জি কল সাপোর্ট করে না তবে সেমসাং তাদের মোবাইল সহ কিছু কোম্পানীর বিশেষ বিশেষ মোবাইলে এটি সাপোর্ট দিয়ে থাকে ! :-& তবে তাদের ভার্সনেই শুধু !

আর কাস্টম রম তথা থার্ড পার্টির এন্ড্রয়িড ডেভল. করা অপারেটিং সিস্টেম এ সুবিধা আছে।

সুতরাং যদি ডাটা ভিডিওকল বা আইপি ভিডিও কল ব্যবহার করতে না চান আর ইউএমটিএস ৩জি ভিডিওকল জরুরী হয়ে থাকে । ফেক্টরী রিসেট দিয়ে দেন ফুন । উপরের মন্তব্যে বলেছি । তবে এর আগে বেক আপ নিয়ে নিবেন ।

আইফুন টু আইফুন আছে সম্ভবত কিন্তু তাদেরও ইউএমটিএস ভিডিও কল নাই । ডাটা খরচ করতে হয় । :) অন্তত সেমসাং সহ কিছু কোম্পানী বিশেষ মোবাইল এই সুবিধা দিয়েছে । ;)
আর পুরনো নোকিয়ার সিম্বিয়ানে আছে ! লোল । :)

৮| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৭

কস্কি বলেছেন: থ্রিজি ভিডিও কলই হয় না :(

উপরে শর্টে প্রথমটা ছিলো ডিফল্ট ডায়ালপ্যাড, যার মধ্যে ভিডিও কল কি ছিলো


মাগার ডায়ালপ্যাড হারানোর পর প্লে স্টোর থেইক্যা থার্ড পার্টি হিসেবে সাদাটারে নামাইলাম, কিন্তু এইটার ভিডিও কল কী নাই :(


আর হাতে আপাতত সময় নাই :( যার কারণে রিসেট ও মারবার পার্তেসিনা :( ভবিষ্যতে এই ব্যাপারে আপনারে আবারও জ্বালামু নে!! :(


বাচ্চাদের মতো একখান প্রশ্ন করি ( এ্যান্ডুতে নতুনতো!! ), রিসেট মারলে আনইন্সটল করা অ্যাপ ফিরা আইবো?? :(


আমার কাছে সিম্বিয়ান অল টাইম রক্স! ;) আমার আগের বয়ফ্রেন্ডের সাথে সাড়ে চার বছর ধরে সম্পর্ক চলছে .;) এতো নির্যাতন করি :-B, কিন্তু আমার লগে পিরিতি করা ছাড়েনা!! ;) ;)

:P :-P

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০১

রিফাত হোসেন বলেছেন: বুঝতে পারছি আপ্নি ডিফল্ট অপারেটর এর ইউএমটিএস ভিডিও কল চাচ্ছেন, যেটা আপ্নার ডিফল্ট সিস্টেমে আছে, যেটা আমারো নাই! সেটা আপ্নি সিস্টেম রিস্টোর এ ফেরত পাবেন, যদি কোন সিস্টেম ডিফল্ট এপ আন ইন্সটল করে থাকেন তা হলে রিস্টোর করলে ফেরত পাবেন। এন্ড্রু গুটি কয়েকমোবাইল ছাড়া ভিডিও কল সাপোর্ট করে না, আমি ইউএমটিএস বুঝাচ্ছি। তবে ডাটা ভিডিও কল করতে পারবেন স্কাইপে বা ফ্রিং ইত্যাদি, , ,

৯| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৮

বোকামন বলেছেন:




এণ্ড্রয়েড অনেক খানি এগিয়ে ... গুগল গোপনে গোপনে কাজ করে যাচ্ছে একে নতুন মাত্রা দিতে ! হয়তো চমকে দিতে পারে খুব শিঘ্রই ... আপনি একজন এক্সপার্ট বিস্তারিত নাই বললাম ...

এ্যাপল ! ভালো ! কিন্তু বোঝা উচিত এটা ২০১৩ সাল .... নতুন তেমন কিছু তো এ্যাপলের কাছ থেকে পাচ্ছি না !!!

যাই হোক আপনার পোস্টখানা বেশ সহজবোধ্য করে লিখেছেন...
সাধারন পাঠকদের বুঝতে সমস্যা হবে না !

ধন্যবাদ সম্মানিত লেখক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.