নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

রিফাত হোসেন

অন্ধকার প্রভাত...............এই তো ঘুরে ফিরে দিন যায়

রিফাত হোসেন › বিস্তারিত পোস্টঃ

এসে হে গ্রীষ্ম , এস এসো ! + পোলাপানের বিটলামী ;)

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২৩

বাহরে ২০ ডিগ্রী ছুইছুই.. অবশ্যই সেলসিয়াস ;)



উফ, কত দিন গেল.. শৈত্য প্রবাহে !



শেষ পর্যন্ত সামার,... এই গ্রীষ্ম ঠিক অনুভব সেই মৃদু মন্দ প্রবাহের তুষার পাতের মত ।



কিন্তু অতিরিক্ত উত্তাপ ভাল লাগে না । :)



৩০ এর উপর উনআনগেনেহ্ম .. ভাল লাগে না এতটা গরম ।



কিন্তু ২০-২৪ এর মধ্যে ধামাকা :)



পুরাই হট গট আলিগেটর আউটপুট অবস্থা ;)



আজকে সূর্য ডুববে প্রায় ২০:০০ ঘটিকায় :) ...... উফ.... :) এত ক্ষন ঘরে কি করি !. লোল . আজ কপাল গুনে ছুটি না, কপাল দোষে ছুটি , +ঘন্টা অনেক । মাইনাস করতে হবে...তাই বাধ্যতামূলক ছিল । পায়ের গেটেঁবাত রোগটা আছে । চিন্তা করছিলাম আজ থেরাপী নিতে যাব । কিন্তু ডাক্তার থেকে লেটার ইস্যু করা হল না । আর দেরীতে ঘুমের থেকে উঠলাম শরীর ব্যথা করছি । তেন তেন । :)



ফটুক তুলব চিন্তা করছি । ডি এস এল আর টা বিডিতে রেখে এসেছি । আমার বইয়ের ভাড়ে জায়গা দিতে পারি নাই, আমার ক্যামেরা স্ট্যান্ড, হ্যান্ডি ক্যামটাও রেখে এসেছি , ওয়াটারপ্রুফটাই ভরসা । :(



আর ফ্রেশ কিছু চিন্তা করব, বেচেঁ থাকার জন্য আর কি কি কারন ... যা আমার জন্য জরুরী, সামনে কি নিয়ে ব্যস্ত থাকা যায়, আর যা নিয়ে ব্যস্ত আছি তাকে কিভাবে পর্যবেক্ষন থেকে ব্যবহারিক পর্যায়ে নিয়ে যাওয়া যায় । এইসব ভুগচুগি ।



তবে মজার ব্যাপার হল , বাহিরে বের হবার আগে, জালুসির ফাক দিয়ে বাহিরে তাকাই । দেখি পোলাপান কি পড়ছে.. কাপড় চোড়প ! , তাদের বিটলামী দেখে হাসি পায় অনেক অবশ্য । একদিন দেখলাম কোন কারন ছাড়া একটা পুলা দিল আরেকটা ধাক্কা, আরেকদিন দেখলাম হাসতেছে হঠাত ধুম করে কান্না ! আরেকবার একটা ফুয়া আরেকটার সাথে ঝগড়া করতেছে মাঝখানে একটা পুচকা মেয়ে আসল ঝগড়া থামাতে ওরা ঝগড়া বাদ দিয়ে মাঝখানে নাক গলানোকারীকে ধুরুম ধারুম বকা ! একটা খাইতেছে আরেকটা চাইলে হাত থেকে কেড়ে খাওয়া শুরু করল ! আরেকজন স্পাইডারম্যান হবে কিন্তু হইতে গিয়া ডাইরেক্ট চিতপটাং ম্যান হইল ! =p~ কিন্তু তাদের বিটলামী কম তাদের ড্রেস আপ দেখে নিজের বাহিরের যাওয়ার ড্রেস আপ ঠিক করি ! =p~ যদি দেখী ১০+ তাপমাত্রা তবুও ভালভাবেই জামা কাপড় পড়ে খেলতেছে তাহলে বাহিরের আদ্রতা কম বেশী বা বায়ু প্রবাহ বেশী হতে পারে !

যদি দেখি ৫+ ডিগ্রীতেও এদের তেমন ভ্রুক্ষেপ নাই তাহলে বায়ু কাগু আজকে তার কাজ কামাই করতেছে ;) সুতরাং হেভী লাইট শীতের কাপড় ।



আর যদি দেখী ১৮+ ডিগ্রী কিন্তু পুলাপান হাতাওয়ালা জামা পড়েছে অথবা মাফলার ব্যবহার করছে তাহলে কিছু একটা ঘাপলা আছে !



কারন আদ্রতা আর বায়ু প্রবাহ কিছুটা ভিন্নতা প্রদান করে :) এরসাথে শরীরের অনুভব আর তামমাত্রার স্কেলের কোন পারফেক্ট মিল পাওয়া যায না । :)

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১৮

এম হুসাইন বলেছেন: ++

সুন্দর কাটুক সামার -এর প্রতি টি দিন, প্রতিটি ক্ষণ...... আনন্দে কাটুক...


আমাদের এখানে সূর্য ডুবেছে আজ রাত ৯;২০ এর দিকে... অসহ্য... আমি আলো সহ্য করতে পারি না... আঁধার ভালোবাসি...... নিজেকে লুকিয়ে রাখতে ভাললাগে......

তাপমাত্রা এখন ১২ ডিগ্রি, যদিও এই দিনে ২০ এর কাছাকাছি থাকার কথা, কিন্তু হয়েছে উল্টা...... খ্রাপ না...


ভালো থাকুন, নিরন্তর।

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৩০

রিফাত হোসেন বলেছেন: বারবার কেন জানি ছবির বাবুটা আপনার বাবুই মনে হয় ! লোল । :)

মানুষ কেউ কাউকে দেখার ইচ্ছা পোষন করে বা কারউ ছায়া খুজতে চায় তখন যা সামনে ক্লু পায় তাই ধরে নেয় । আমার কাছে আপনার অবয়ব ঐ কিউটির মতই । :)

জানি ছবিটার সাথে আপনার কোন সম্পর্ক নাই । তবুও :) বারবার এই পিকের দিকে তাকালে তাই মনে হয় ।

আধারঁ ভালবাসলে তো আপনি বাংলাবাদুড়েঁ-মানব ! B:-/

আমার সাতার দিতে ইচ্ছে করে কিন্তু পারি না । :(

২| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৮

এম হুসাইন বলেছেন: একই কথা আপনার বেলায়ও, মানে আপনার বাবুর বেলায়......

তবে আমার সাতে ঐ কিউট বাবুটার কোন মিল নেই... আমি অনেক জগন্য, কুৎসিত, বিকট, আগলি...... আর বেশি কিছু মুখে আসছে না...

আর কথা ঠিক আসলে অনেক দিন ভার্চুয়ালি কারো সাথে থাকলে টার একটা স্বাভাবিক প্রতিবিম্ব আপনার/ আমার মনে দাগ কেটে ফেলে... যেমনটা আপনার প্রতিবিম্ব কেটেছে আমার মনে...... তবে আমি বলবো না...... যতটা বুঝতে পারি, আপনার আর আমার গন্তব্য মনে হয় একই...

আর বাংলাবাদুড়ে বলেন আর যাই বলে, এক সময় আমি চাইতাম কবে এই নিকষ-কালো আঁধার কেটে যাবে, আমি আলোর মুখ দেখতে পাবো......
এখন আর তেমনটা করি না... এখন ভাবি যদি আমার দিন টা ক্রমশঃ ছোট হয়ে ৩/৪ ঘণ্টা হয়ে যেত, তবে আমি শান্তি পেতাম...

আঁধারের আড়ালে নিজেকে ঢেকে ফেলতাম......
তবে চাইলেই কি প্রকৃতি আমার কথায় বাধ্য হয়?

আর সাতার দিয়ে কোথায় যাবেন, পায়ে তো আপনার/ ( অথবা আমারও) পাথর বাঁধা......


যাই হোক- আপনার জন্যে একটা গান দিলাম- এই মুহূর্তে শুনছি- আশা করি ভালো লাগবে...

শুভকামনা, ভালো থাকুন।

৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৯

এম হুসাইন বলেছেন: http://www.youtube.com/watch?v=Llwu7Rk9yoc

৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:০৯

এম হুসাইন বলেছেন: তবে একতাও ঠিক, এই বাবুটার মতই একটা বাবু হবে আমার, একটা ঘর হবে, আমি সংসারি হবো...... তা দেখে আমার মা/ বাবা বলবেন ছেলেটা শেষ পর্যন্ত বড় হলো......

কিন্তু কেন জানি আজ এসব মনে পরলে হাঁসি পায়, প্রচণ্ড হাঁসি...... হাঁসি আর ভাবি, কি বেকুব আমি...... আবার অট্টহাসিতে ফেটে পড়ি... হা হা হা হা হা...

৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৭

রিফাত হোসেন বলেছেন: গানটার জন্য ধন্যবাদ ।

আর .. কিছু একটা বলতাম .. না থাক ...আশা করি বুঝে নিবেন ;)

বেকুব আমিও ছিলাম এখনও আছি ।

ব্যাপারটা এথিকস থেকে দূরে নিয়ে এরকম ধরেছি যে, যার যার কাছে রাইট অর রং না মনে করে ... সামাজিক ভাবে চিন্তা করে ।

যেমন চোর যদি চুরি করে তাহলে সে তার থেকে রাইট কিন্তু সবাই যদি চুরি করে একে অপরকে .. কারউ কাছে কিছু থাকে না । ;)

তাহলে আমার কথা রাইট ,আর চোরের কথা রং ।
এখানে এথিকস কে বা জীবনের ঐ পর্যায়কে খন্ডন করা যায়, আসলে কপালের লিখন ছিল নাকি নিজেই বা থার্ড পার্সন বা ২য় ব্যক্তি লিখে দিয়েছিল !
(তবে অবশ্যই আল্লাহর ইচ্ছায় :) )

তেমনি আমি কাউকে পুরোপুরো খারাপ বা ভাল বলতে পারি না । কারন তার মধ্যে এথিকস কাজ করে । :)
কিন্তু সামাজিক ব্যাপারটা সহজে বা সর্বদা কাজ করে না ।

তেমনিই কেউই পরিপূর্ণ উদার হতে পারে না ! আবার কেউই পূর্ণদমে কুঞ্জুস হতে পারে না !

তাই ... আমরা মানুষ । :)

আমি জ্ঞান দেই না, কারন দেওয়ার মত ঝুলি আমার কাছে নাই, তবে মনের কথা ও জ্ঞান শেয়ার করতে পছন্দ করি, কিন্তু কিছু বাকি রেখে ।

ভাই ও বাবা জিজ্ঞাসা করে কেন পড়ালেখা করছ ? যেটা তুমি কোনকালেই কাজে লাগাবা না বা লাগানোর সময় পাবে না বা লাগাতে পারবে না ।

আমার উক্তিটা এরকমই থাকে যে, জ্ঞানের কোন শেষ নাই, কেউ শুদ্ধ ইংরেজী বলুক বা জার্মান বলুক বা এমবিএ , সি এ করুক ।
আমার কাছে প্রায় একই লাগবে । সে হয়ত ঐ বিষয়ে ফাখ(জার্মান-বিশেষজ্ঞ) কিন্তু এক্সট্রা অরডিনারী হুজুর হুজুর দরকার দেখছি না।
প্রত্যেক মানুষই সম্মানীয় ।
দেখার বিষয় কে কি করছে । :)

জীবনে ভুলকে শুধরাতেই শুধরাতেই জান শেষ । :)
কিন্তু মোটামোটি সবাই ই মনে করে সে শুদ্ধ ! তার সব কাজ পারফেক্ট! আদতে তা নয় , কিছু সঠিক কিছু বেঠিক । :)

৬ টা মাস , চোখ দিয়ে পানি বের হবার যোগাড় ...কিচ্ছু বুঝি না । :( ক্লাসে যাই আসি, পরীক্ষায় ফেল করলে আমার ভিসা আটকে যেত, পাসপোর্ট তো দূরের কথা, এখানে থাকাই মুস্কিল হয়ে যেত, ...
কিভাবে কিভাবে যেন...

রাখে আল্লাহ মারে কে, সৃষ্টিকর্তায় বিশ্বাস বলে সেই শেষ আশ্রয় । :) কিন্তু যারা নাস্তিক তাদের আশ্রয় তারাই । যে অবস্থানে আমি আমার জীবনকে আরও সুন্দর করতে পারতাম আরও অনেক সুন্দর কিন্তু মোহ.... খুবই কঠিন জিনিস ।

কিছু বলতাম না বলেছিলাম, বলেই ফেললাম । :)
ভাল থাকুক , মিনারেল ওয়াটার পান করুন । ;) [স্বাস্থ্য সচেতনতা =p~ ]

৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৪৫

এম হুসাইন বলেছেন: বুঝে নিলাম ও একটা হাঁসি দিলাম...... :)

আসলে সময় কাউকে অপরিহার্য করে না... তার মতোই বয়ে যায়...

আর একে কোন উপাদান ভেবে থামিয়ে রাখার চেষ্টা নচেৎ বোকামি... যেমন আমি...

আপনার ৬ মাসের যে শ্রাদ্ধ হয়েছে, তার জন্যে শ্রদ্ধা থাকলো... আমার কতো মাস/ বছর আর নাইবা বললাম......

আমি ভুলকে শুধরাতে চাই না, বরং ভুলকে চলার পাথেয় হিসেবে ধরি...

আর ইদানিং দর্শন কে একটু বুঝার চেষ্টা করছি...... ভালই লাগছে...

আপনার জন্যে ভালো থাকা কামনা করছি, আর হা, অবশ্যই মিনারেল ওয়াটার... ;) :)

২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:২৪

রিফাত হোসেন বলেছেন: :)

৭| ১৫ ই মে, ২০১৩ সকাল ৯:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:
পোস্ট ও মন্তব্য সব মিলিয়ে ভালই লাগল।

৮| ২৫ শে মে, ২০১৩ সকাল ৮:১০

কালোপরী বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.