![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পাঞ্জাবির হাতা দিয়ে চোখ মুছে আকাশের দিকে তাকাই।আমার আকাশ তাঁরা শূন্য।
পাপের বোঝা মাথায় নিয়ে আমি কাল রাতে নক্ষত্রবীথির বাহিরে চলে গিয়েছিলাম।সেখানে বসে হাহাকার করেছি,চিৎকার করে ৭৭০কোটি মানুষকে নিজের ভালোবাসার কথা জানিয়েছি,বন্ধুর ভালোবাসা ফেরত দিতে চিৎকার করে কেঁদেছি,আমেরিকান আম্বেসির দরজায় কড়া নেড়েছি,মাঝ রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে "ইয়া মুহাম্মাদ,ইয়া মুহাম্মাদ" করে গেছি,সৃষ্টিকর্তার দুয়ারে এক প্লেট বিরিয়ানির জন্য হাত পেতেছি।
বন্ধু যখন আমাকে চুপ করাতে ঘরের বাতি নিভিয়ে হাত ধরে পাশে শুয়ে ছিল তখন আমার বিছানাটা আটলান্টিক হয়ে গেল।সেই আটলান্টিকের ঢেউয়ে ছিন্ন বিচ্ছিন্ন হতে হতেও আমি বলে গেছি "আমি তোমার জন্য পৃথিবীর ৩৬০কোটি রমণীকে তুচ্ছ করলাম"।
আটলান্টিক আমাকে কাবু করার আগ মুহূর্তে পর্যন্ত আমি তোমার হিজাব ঠিক করে গেছি,আফসোস আমাকে টেনে তুলতে সেই হিজাবটা আসলো না!আসলো না!আসলো না
©somewhere in net ltd.