নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশি

রিফাত বিন সাদিক

পরে লিখবো

রিফাত বিন সাদিক › বিস্তারিত পোস্টঃ

স্নাইপার.... বাংলাদেশ সেনাবাহিনী

২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:১৩

This pictures are Taken at Sudan, Darfur mission Dragunov sniper rifleBD army para commando with Type 56 Assault RifleBrothers in Arms ..... চির উন্নত মম শির

মন্তব্য ৭৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:১৯

ত্রিশোনকু বলেছেন: হাতের রাইফেলটি দিয়ে (মনে হচ্ছে AK47 এর কোন এক ভার্শান) কি বাংলাদেশ আর্মি স্নাইপিং ও করে?

২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৪৫

রিফাত বিন সাদিক বলেছেন: জি না এটা রাশিয়ান Dragunov sniper rifle (Chinese Type 85 copy)
বাংলাদেশের খুব ভালো স্নাইপার টিম আছে।

২| ২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:২৫

পীরসাহেব বলেছেন: এইটা মডিফয়েড একে৪৭, স্নাইপিং রাইফেল না।

২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৪৫

রিফাত বিন সাদিক বলেছেন: Dragunov sniper rifle (Chinese Type 85 copy)

৩| ২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:২৬

রুদ্রপ্রতাপ বলেছেন: =p~ =p~ =p~ একে৪৭ স্নাইপিং রাইফেল?

২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:২৩

রিফাত বিন সাদিক বলেছেন: না।

৪| ২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:২৬

সপ্ন বালক বলেছেন: বাংলার বাঘ।

৫| ২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৩১

রাহিক বলেছেন: Bagher bachur e ra sabdhan.....

৬| ২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৩১

আমি বিদ্রোহী বলেছেন: এটা Chinese Type 56 সাবমেশিনগান, স্নাইপার রাইফেল না। X( X( X(( X((

২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:২৫

রিফাত বিন সাদিক বলেছেন: ২ নং ছবিটা, এখন উল্লেখ করে দিয়েছি। চেতেন কেন ভাই?

৭| ২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৩৪

জালিস মাহমুদ বলেছেন: ওরে ভয় পাইছি =p~ =p~ =p~ =p~ =p~ :P :P :P :P

২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৪৮

রিফাত বিন সাদিক বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

৮| ২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৪০

জয়তু১১৯২ বলেছেন: এটা এস এম জি... তবে যতদুর জানি স্নাইপার রাইফেল বাংলাদেশ সেনাবাহিনীতে আছে।

৯| ২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৪৭

amhabib বলেছেন: এটা স্নাইপার রাইফেল না

১০| ২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৪৮

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ২য় ছবির সৈনিকের হাতে স্নাইপার রাইফেল নেই । ১ম ছবিতে মনে ড্রাগনভের চাইনিজ ভার্সন । খুব বেশী ভালো না।

আমি এখন পর্যন্ত যতগুলো স্নাইপার ব্যবহার করেছি , বাংলাদেশী সৈনিকেরা তার একটাও ব্যবহার করেনা

২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৫৩

রিফাত বিন সাদিক বলেছেন: আপনি বোদধয় জানেন না, বাংলাদেশ সেনাবাহিনী Barrett M99, AIAW এর মত আধুনিক স্নাইপার ব্যাবহার করে,
আপনি কোন বাহিনিতে আছেন?

১১| ২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৪৮

ইংলা বলেছেন: বর্ডারে বাংলাদেশের শোপিস

২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৫৪

রিফাত বিন সাদিক বলেছেন: ইংলা আপনি বোধহয় পাদুয়া সিমান্তের কাহিণী জানেন না, তাহলে শো পিস বলতেন না।
:P

১২| ২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৫০

জিললুর রহমান বলেছেন: ২ নং ছবিটা স্নাইপার না।

১৩| ২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৫১

ডাসট ইন দা উইনড বলেছেন: এত কনফিউশান কেন বুঝলাম না.............

১ম ছবিটি স্না: রাইফেল.......

২য় টি একে ৪৭

ছবি ২টা ............রাইফেল ও ২ টা........

These are ..not this are............correct it

২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:১৮

রিফাত বিন সাদিক বলেছেন: ও কে

১৪| ২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৫৫

নষ্ট ছেলে বলেছেন: ৫-৬ বছরের পোলাপাইন যেইগুলা ভিডিও গেম খেলে তারাও আপনার থাইকা ভাল স্নাইপার চিনে ;)

১৫| ২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৫৭

amhabib বলেছেন: নষ্ট ছেলে বলেছেন: ৫-৬ বছরের পোলাপাইন যেইগুলা ভিডিও গেম খেলে তারাও আপনার থাইকা ভাল স্নাইপার চিনে

১৬| ২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৫৮

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: লেখক বলেছেন:আপনি কোন বাহিনিতে আছেন?

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

আমি রাশিয়ান , আমেরিকান , ব্রিটিশ অনেক বাহিনীতেই ছিলাম ;) ;) ;)

২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:২৭

রিফাত বিন সাদিক বলেছেন: গেমস
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৭| ২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৫৯

পীরসাহেব বলেছেন: আপনি ব্লগ থেইকা বাইর হইয়া একটু ক্যান্টনমেন্টের আশা পাশে ঘুরাঘুরি করেন, মগজ লাইনে আইবো।

২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:১৩

রিফাত বিন সাদিক বলেছেন: কেন ভাই আমার মগজের কি প্রব্লেম হইল??
:(

১৮| ২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:০০

বিদ্রোহী কান্ডারী বলেছেন: সবাই গুলিয়ে ফেলছে দেখি। প্রথম ছবির রাইফেলটা একটা Type 85DMR রাশিয়ান ড্রাগনভের চায়নিজ কপি। আর দ্বিতীয়টা একটা Type 56 রাশিয়ান একে ৪৭ এর চায়নিজ ভার্সন।

২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:১৮

রিফাত বিন সাদিক বলেছেন: Right

১৯| ২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:০৮

মেফতাহুল সাগর বলেছেন: এগুলো দিয়ে কি হয়? দেশের তো অল রেডি ৮০% ভারতের হয়ে গেছে। শুনেছি ভারতীয় সেনাবাহিনি নাকি আমাদের দেশের সেনাবাহিনিকে ট্রেনিং দিবে । খুব ই ফানি। শান্তি মিশনে আমরা নম্বার #১ আমাদের তারা ট্রেনিং দিবে ;)

২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:১৬

রিফাত বিন সাদিক বলেছেন: ভারতীয় সেনাবাহিনী আমাদের ট্রেনিং দিলে সমস্যা কোথায়?
মার্কিন সেনাবাহিণির অনেক অফিসার এখানে ট্রেনিং এ আসেন তাতে কোন সমস্যা?
দেশ অর্ধেক ভারতের নাকি?? কোন এলাকা পর্যন্ত জানতাম না ত?

২০| ২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:৪৯

নাহিয়ান বিন হোসেন বলেছেন: ভারতীয় সেনাবাহিনী আমাদ্র দেশের ক্যান্টনমেন্ট এ এসে আমাদের সেনাবাহিনীরে প্রশিক্ষন দিলে আপনার মতে কোন সমস্যা নাই! !!!!!!!!!!! এর সাথে আমেরিকার কোন অফিসারের এ দেশে আসার যে উদাহরন দিলেন তাতে পুলকিত হইয়া বুঝলাম আপনার এসব ব্যাপারে জানার দৌর কতদূর! হায়, ল্যাঞ্জা লুকিয়ে রাখা দায়!

২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৫:১২

রিফাত বিন সাদিক বলেছেন: হাহাহহাহা
দুনিয়ার সব সেনাবাহিনীই পারষ্পরিক সহযগিতা এবং পেশাগত দক্ষতা বাড়ানর উদ্দেশ্যে একত্রে অনুশিলন করে থাকে, এতে ঘাবড়ানর মত কিছুনাই। আপনাকে একটা জিনিস জানাতে চাই, ভারত এবং বাংলাদেশ বন্ধু প্রতিম রাষ্ট্র।

New Delhi, March 15: The Indian and Bangladeshi militaries are set to increase exchanges after the top brass from both sides met in Delhi during the Bangladesh army chief’s visit today and concluded that relations had improved vastly over the past three years.

An army source also said that talks with the visiting Bangladesh army chief, General Muhammad Abdul Mubeen, covered increased co-operation in dealing with insurgents who have been operating from camps near the border.

India’s effort to improve military relations with Bangladesh was stepped up since 2008. Part of the reason for the renewal of effort was a concern that Bangladesh’s military was intensifying its exchanges with China. Bangladesh holds war exercises with the Chinese military but not with India.

But it deputes officers to attend courses in Indian military institutions.With the Sheikh Hasina-led Awami League government also helping India in dealing with Northeast-based insurgents, New Delhi is now eager that the militaries co-operate more.

General Mubeen is visiting India this week at the same time as the Indian Army is hosting a group of Bangladesh war veterans in north Bengal where the Indian Army had set up camps to train the mukti joddhas (freedom fighters) in the 1971 war that led to the creation of Bangladesh from erstwhile East Pakistan.

The Indian Air Force has offered the Bangladesh Biman Bahini (Bangladesh Air Force) use of its facilities to modernise and maintain fighter aircraft and helicopters.

The Indian Navy is also now considering refurbishing and repairing the Bangladesh Navy’s frigates.

“The visit assumes special significance in the light of improving military co-operation between the two countries in consonance with India’s growing relationship with Bangladesh,” a defence ministry statement said.

২১| ২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৫:১৩

রিফাত বিন সাদিক বলেছেন: নাহিয়ান বিন হোসেন বলেছেন: হায়, ল্যাঞ্জা লুকিয়ে রাখা দায়!
মানে কি???

২২| ২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৫:৫১

চাটিকিয়াং রুমান বলেছেন: :) :) :)

২৩| ২৪ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:০৭

নাহিয়ান বিন হোসেন বলেছেন: আপনি আমার কমেন্টের যে উত্তর ইলেন তাতে হাসি আটকানো মুশকিল হলো! আমেরিকার সেনাবাহিনীর অফিসারের বাংলাদেশে আসা, আর বাংলাদেশে এসে ভারতীয় কোন বাহিনীর আমাদের সেনাবাহিনীকে প্রশিক্ষন দেয়া, এই দুইটা কথা আলাদাভাবে উল্লেখ করার পর ও আমার কমেন্টা আপনার মাথার উপর দিয়ে গেল! ভাইজান, বিভিন্ন দেশের সেনাবাহিনীর পারস্পরিক সহযোগিতা নিয়া আমারে জ্ঞান দেয়ার দরকার নাই! বাংলাদেশের অফিসাররাও অনেক ভারত গেছে আর ভারতের অনেক অফিসার ও আমাদের দেশে আইছে। কিন্তু সেইটা কি জিনিস আর ভারতীয় বাহিনীর মাধ্যমে প্রশিক্ষন কি জিনিস ,তা বুঝার জন্য নিজের জানার পরিধিটা আর একটু বাড়াইলে ভালো হয়! তবে আপনার মতে , "ভারত-বাংলাদেশ বন্ধপ্রতিম রাষ্ট্র"! সুতরাং আপনার এসব বুঝেও যা, না বুঝেও তা! যাই হোক, আপনার ব্যাপারে আগের কথা আবার বইলা যাই, হায়, ল্যাঞ্জা লুকানো দায়!

২৪ শে অক্টোবর, ২০১১ রাত ৮:৩০

রিফাত বিন সাদিক বলেছেন: US army কি ফুটবল খেলতে আসে?

আপনি যে সংস্থার কথা বলছেন, তার নাম Bangladesh Institute of
Peace Support Operation Training
(BIPSOT), যেখানে সব রাষ্ট্রের সশশ্ত্র বাহিনী আসে প্রশিক্ষন দিতে বা নিতে।
আপনাকে একটা কথা বলি, এই দুনিয়াতে সবজান্তা কেউ না, আমারো জানার ভুল থাকতে পারে আপনার ও। দয়া করে এম্ন ভাব করবেন না যে আপনি সব জানেন।

২৪| ২৪ শে অক্টোবর, ২০১১ রাত ৮:২০

ফয়সাল ভিভ্‌ বলেছেন: ভারত কবে থেকে বন্ধু রাষ্ট্র ???? পশ্চাৎ দেশে একটা গদাম দিয়া গেলাম বাংলাদেশ সেনা বাহিনীর পক্ষ থেকে !

২৪ শে অক্টোবর, ২০১১ রাত ৮:৩২

রিফাত বিন সাদিক বলেছেন: ভারত বাংলাদেশের শত্রু রাস্ট্র কবে থেকে ভাই?? জানতাম না তো//
ব্যাবহার এ বংশের পরিচয় পাওয়া যায়, আপানার বংশের পরিচয় পাওয়া গেল।

২৫| ২৪ শে অক্টোবর, ২০১১ রাত ৮:৩৩

ফালাক বলেছেন: পৃথিবীর কোথায় কি হয় তা দিয়া আমাদের কি যায় আসে???? কিন্তু ভারতীয় নীচুমনা বাস্টার্ড মালুদের এই দেশে সহ্য করা আমাদের পক্ষে আর সম্ভব না।

২৪ শে অক্টোবর, ২০১১ রাত ৮:৪৪

রিফাত বিন সাদিক বলেছেন: আপনি কি জানেন, ভারত শান্তি বাহিনী কে সাহায্য করেছিল, অস্ত্র এবং প্রশিক্ষন দিয়ে??
তারপর তাদের সাথে আমাদের হাসি মুখে কথা বলতে হয়, কারন তারা আমাদের সবচ্যে কাছের প্রতিবেশি। ইচ্ছা না থাকলেও ভাল সম্পর্ক রাখতে হয়। কারণ এটা আমাদের প্রয়োজন।

২৬| ২৪ শে অক্টোবর, ২০১১ রাত ৮:৫৮

কালো হিমু বলেছেন: পোস্টটা পড়ে শুরুর দিকে ভালো লাগছিল। শেষদিকে আইসা মেজাজ খারাপ হয়ে গেল। ভারতের দালালী করার জন্য লেখায় কইষ্যা গদাম সহকারে মাইনাস!! X(( X(( X(( X(( X(( X(( X((

২৪ শে অক্টোবর, ২০১১ রাত ১০:৩২

রিফাত বিন সাদিক বলেছেন: ভারতের দালালী কথায় করলাম দেখাতে পারবেন?
আমি কথা বলেছি বাস্তবতার নিরিখে। আমি বলি নি মাথা নিচু করে ভারতের সাথে বন্দত্ব করতে হবে, বা তারা আমাদের ক্ষতি করলে তা মেনে নিতে হবে।
আমার মতামত আমদের নিজদের সার্থেই উচিত ভারতের সাথে সু সম্পর্ক বজায় রাখা (নিজদের স্বার্থ বিকিয়ে দেওয়ার বিনিময়ে নয়)। আমি বলিনি ওরা আমাদের ওপ্র গুলি চালালে চুপ করে বসে থাকতে হবে। আমি খুব ভাল করেই জানি এখন যদি কোন রাষ্ট্রের কাছ থেকে আমার দেশ হুমকিতে থাকে তাহলে তা ভারতের কাস্থেকেই আছে। আমি আশা করব আমার অন্য লেখা গুল পড়বেন ।
আপনার প্রতি অনুরোধ থাকবে, কার সম্পর্কে ভাল করে না জেনে তাকে দালাল বা অন্য কোন ভাবে অপবাদ দেওয়াটা একধরনের অপরাধ।
আমাকে যারা ব্যাক্তিগত ভাবে চিনে তারা জানে আমি প্রচন্ড ভাবে ভারত বিদ্বেষি লোক। কিন্তু আমি কখনই চাইনা আমার ব্যাক্তিগত বিদ্বেষ আরেক জনের মধ্যে সংক্রমিত করতে।
ধন্যবাদ, আপ্নারাই প্রথম ব্যক্তি যারা আমার কোন পোষ্ট এ মাইনাস দিয়েছেন।
আরেকটা জিনিস, আপনি প্রথম ব্যাক্তি যিনি আমাকে ভারতের দালাল বলেছেন। আগে একজন রাজাকার বলছিল, কিন্তু দালাল এইবারেই প্রথম।
কিঞ্ছিত হতভম্ব।

২৭| ২৪ শে অক্টোবর, ২০১১ রাত ৯:৫৬

লওল০০৭ বলেছেন: কালো হিমু বলেছেন: পোস্টটা পড়ে শুরুর দিকে ভালো লাগছিল। শেষদিকে আইসা মেজাজ খারাপ হয়ে গেল। ভারতের দালালী করার জন্য লেখায় কইষ্যা গদাম সহকারে মাইনাস!! X(( X(( X(( X(( X(( X(( X((

২৪ শে অক্টোবর, ২০১১ রাত ১০:১৯

রিফাত বিন সাদিক বলেছেন: ভারতের দালালী কথায় করলাম দেখাতে পারবেন?
আমি কথা বলেছি বাস্তবতার নিরিখে। আমি বলি নি মাথা নিচু করে ভারতের সাথে বন্দত্ব করতে হবে, বা তারা আমাদের ক্ষতি করলে তা মেনে নিতে হবে।
আমার মতামত আমদের নিজদের সার্থেই উচিত ভারতের সাথে সু সম্পর্ক বজায় রাখা (নিজদের স্বার্থ বিকিয়ে দেওয়ার বিনিময়ে নয়)। আমি বলিনি ওরা আমাদের ওপ্র গুলি চালালে চুপ করে বসে থাকতে হবে। আমি খুব ভাল করেই জানি এখন যদি কোন রাষ্ট্রের কাছ থেকে আমার দেশ হুমকিতে থাকে তাহলে তা ভারতের কাস্থেকেই আছে। আমি আশা করব আমার অন্য লেখা গুল পড়বেন ।
আপনার প্রতি অনুরোধ থাকবে, কার সম্পর্কে ভাল করে না জেনে তাকে দালাল বা অন্য কোন ভাবে অপবাদ দেওয়াটা একধরনের অপরাধ।
আমাকে যারা ব্যাক্তিগত ভাবে চিনে তারা জানে আমি প্রচন্ড ভাবে ভারত বিদ্বেষি লোক। কিন্তু আমি কখনই চাইনা আমার ব্যাক্তিগত বিদ্বেষ আরেক জনের মধ্যে সংক্রমিত করতে।
ধন্যবাদ, আপ্নারাই প্রথম ব্যক্তি যারা আমার কোন পোষ্ট এ মাইনাস দিয়েছেন।

২৮| ২৪ শে অক্টোবর, ২০১১ রাত ১০:০৮

অনিক আহসান বলেছেন: আমার একটা গ্যালিল স্নাইপার রাইফেল লাগবো..কেউ বেচবো নি ভাই?

২৪ শে অক্টোবর, ২০১১ রাত ১০:৪০

রিফাত বিন সাদিক বলেছেন: ভাই অস্ত্র ত ভাল জিনিস না।
সাথে থাকলে মানুষ চেঞ্জ হয়ে যায়।
অনলাইনে অর্ডার দিতে পারেন।
;)

২৯| ২৪ শে অক্টোবর, ২০১১ রাত ১০:৩৩

ইংলা বলেছেন: পাদুয়া সিমান্তের কাহিনী কি?? লিংকু দেন

২৪ শে অক্টোবর, ২০১১ রাত ১০:৩৮

রিফাত বিন সাদিক বলেছেন: Click This Link

২৪ শে অক্টোবর, ২০১১ রাত ১০:৪৫

রিফাত বিন সাদিক বলেছেন: ইংলা ভাই কি বুঝলেন, বাঘের বাচচা সব চেতলে খবর আছে।
:D :D :D

৩০| ২৪ শে অক্টোবর, ২০১১ রাত ১০:৪৮

কালো হিমু বলেছেন: আপনার বক্তব্য ত ২০ নাম্বার কমেন্টের উত্তরের লগে মিলল না?

লেখক বলেছেনঃ আপনাকে একটা জিনিস জানাতে চাই, ভারত এবং বাংলাদেশ বন্ধু প্রতিম রাষ্ট্র।

এই কমেন্ট কি গাঞ্জা খাইয়া করছিলেন? ভারত বন্ধু হইলে আমগো শত্রুর দরকার আছে?? X(

২৪ শে অক্টোবর, ২০১১ রাত ১০:৫৪

রিফাত বিন সাদিক বলেছেন: ক্যা ভাই দুনিয়াত এইটাই জানে ভারত আমগো বন্ধু প্রতিম রাষ্ট্র। এইটা ত আমি আপনি মন একরলে হইবনা যে ওরা আমগো শত্রু। আমি কইছি আমার দেশ কি মনে করে সেইটার কথা, আর লাস্ট কমেন্টে কইছি আমি নিজে কি মনে করি সেইটার কথা
[কিন্তু আমি কখনই চাইনা আমার ব্যাক্তিগত বিদ্বেষ আরেক জনের মধ্যে সংক্রমিত করতে।]
আশা করি বুঝতে পেরেছেন।
:D :D :D

৩১| ২৫ শে অক্টোবর, ২০১১ রাত ১:২৪

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: ত্রিশোনকু বলেছেন: হাতের রাইফেলটি দিয়ে (মনে হচ্ছে AK47 এর কোন এক ভার্শান) কি বাংলাদেশ আর্মি স্নাইপিং ও করে?
২৪ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৪৫

লেখক বলেছেন: জি না এটা রাশিয়ান Dragunov sniper rifle (Chinese Type 85 copy)
বাংলাদেশের খুব ভালো স্নাইপার টিম আছে।



=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~


আপনি মায়ের কাছে মামাবাড়ির গল্প করতে গেছেন ভাইসাহেব

২৫ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:২৫

রিফাত বিন সাদিক বলেছেন: তাই নাকি??

৩২| ২৫ শে অক্টোবর, ২০১১ রাত ১:৪৭

জিললুর রহমান বলেছেন: স্নাইপার নিয়া পোস্ট, সেখানে একে ৪৭ কেন? তা ও না হয় মানলাম।

তো বাংলাদেশ আর্মি স্নাইপার দিয়া কি শিকার করে? কই শিকার করে? লাউ না কদু ?

২৫ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:২৮

রিফাত বিন সাদিক বলেছেন: কেন আপনি কি চান ? আর স্নাইপার নিয়া পোস্ট দেইখা সেখানে সুধু স্নাইপার এর ছবিএই দেইতে হইব এই নিইয়ম কি আপনি বানাইছেন??
কিছু লোক আছে কোন কিছু নিয়া সমালোচনা না করলে ভাল লাগে না।
স্নাইপার দিয়া ...

৩৩| ২৫ শে অক্টোবর, ২০১১ রাত ২:০৪

অমিত বড়ুয়া বলেছেন: নাহিয়ান বিন বা অন্যদের কথায় পাত্তা দিয়েন না। এরা একটু বেশি বোঝে। এটাই ব্লগ/ একবার কেউ গালি দেওয়া শুরু করলে বাকি সবাই কপি পেস্ট করা শুরু করে।

সবাই গালি দিচ্ছে কিন্তু এটা ভেবে দেখল না এই ছবিগুলো লেখক কিভাবে পেলেন। একজন আর্মি পারসন এর পক্ষেই এগুলো পাওয়া সম্ভব। এখন আপনি যদি নিজের আসল পরিচয় দেন এরাই আবার বাহবা দেয়া শুরু করবে

২৫ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৩৭

রিফাত বিন সাদিক বলেছেন: আমার এদের মত আহম্মক দের কাছ থেকে বাহাবা পাওয়ার কিছু নেই, যারা কাউকে না যেনে না বুঝে বেঈমান আক্ষা দেয়, এরা যে কি মানষিকতা বহন করে বোঝা আছে, এই সব আলগা দেশ প্রেমিক সয়াব্র আগে খাটের নিচে গিয়ে লুকায়,

৩৪| ২৫ শে অক্টোবর, ২০১১ রাত ২:০৪

জিললুর রহমান বলেছেন: লেখক বলেছেন: ভারত এবং বাংলাদেশ বন্ধু প্রতিম রাষ্ট্র।
হাসব না কাঁদব?

এই কথা তুললেই সবাই ৭১ এর উদাহরন দেয়। ভারত আমাদেরকে সাহায্য করেছিল।

ধরেন আপনি বিয়ে করবেন, কিন্তু টাকার অভাব আছে। বন্ধুরা বলল আমরা থাকতে চিন্তা কি? আপনিও ঝাঁপিয়ে পড়লেন বিয়ে করতে। বন্ধুরা টাকা দিয়ে সাহায্য করল এবং আপনি বিয়ে কর্ম সাধন করলেন। এই রকম বন্ধুকে আপনি জান দিয়ে ভালবাসবেন। কিন্তু এখন এই বন্ধু যদি আবদার করে দোস্ত তোর বউটারে আমারে এক রাতের জন্য দে। আপনি বললেন কেন দিব? আমার বিয়া করা বউ। বন্ধু বলল কেন তোর বিয়ের সময় আমি টাকা দিছিনা? এই রকম ধুরন্ধর চিন্তার বন্ধুকে আপনি বন্ধুবলবেন?

এই বার আসেন আসল কথায়।৭১ এ নিয়াজি ৯৩০০০ সৈন্য সহ আত্নসমর্পন করেছিল। পাকিস্তানিরাতো আমাদের মত ৩০৩ বা গাদা বন্দুক নিয়ে আসেনাই। তারা রেগুলার আর্মি ছিল। ১ টা করে হলেও কমপক্ষে ৯৩০০০ এস এম জি বা চাইনিজ রাইফেল আমাদের তখন থাকার কথা ছিল। কিন্তু বাস্তবে কি ঘটেছিল? বন্ধু বউ নেয়ার মত ৯৩০০০ অস্ত্র নিয়া গেল আর বিয়ের সময় টাকার কথা মনে করিয়ে দিল।
আর গত ৪০ বছর তো সবাই দেখল কেমন বন্ধু? ১৪ দিনের জন্য পরীক্ষামূলকভাবে ফারাক্কা চালু করে আর বন্ধ করেনাই।
--------------------------------------------------------
দুখঃ এটাই যে এখনও তাদের পক্ষে কিছু দালাল দেশে আছে এবং থাকবে।

২৫ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৩০

রিফাত বিন সাদিক বলেছেন: সামনা সামনি বললে হয়ত চড় দিয়ে আপনার সব কয়টা দাত ফেলে দিতাম। বাংলা লেখা পড়ে বঝার মত ক্ষমতা নাই আইসা পড়ছেন ব্লগিং করতে।

৩৫| ২৫ শে অক্টোবর, ২০১১ রাত ২:০৭

রিফাত হোসেন বলেছেন: আমি আর্মি জীবনকে পছন্দ করি না । , আমাদের পরিবারের কোন সদস্যকেই আব্বা আর্মিতে জয়েন করাতে পারে নাই । :)

যদিও আব্বা পাকিস্তান এর সময় থেকে আর্মি অফিসার ও এরশাদের সময় বিচারপতি ছিলেন ।

কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস এখন আমাকে আর্মি থেকে দৌড়ে পালাতে হচ্ছে ।

অস্ট্রিয়ান আর্মিতে জয়েন করার জন্য গত তিন বছর ধরে চাপে আছি ।

শারীরিক কারণ দর্শীয়ে ও আরেক ইউরোপে পালিয়ে মিলিটারী পুলিশ থেকে বার কয়েক জীবন বাচিয়েছি । :)

অস্ট্রিয়ায় সামরিক বাহিনীর সুবিধা বাংলাদেশের মত বেশী না তার উপর বরফের পাহারে অধিকাংশ ট্রেনিং পড়ে তাই মহা কষ্ট প্লাস ঝামেলা ।

কিন্তু আমাকে যেতে হবে একদিন না একদিন ।

কি করব, শপথ করেছি যে, শান্তিতে, সমরে, বিপর্যয়ে সর্বদা অস্ট্রিয়াকে সেবা করব ! ,, মেডিকেল টেস্ট দিতে হয়েছে এবার ।

মিলিটারি পুলিশ বহুত ফাজিল , কাজের মাঝখানে সবার সামনে তুলে নিয়ে গেল ! মনে হল আমি জঙ্গী কোন ব্যক্তি ! :) হহেহেহেহেহেহে


স্যালূট

২৫ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৩১

রিফাত বিন সাদিক বলেছেন: Best of luck

৩৬| ২৫ শে অক্টোবর, ২০১১ রাত ২:১০

িনদাল বলেছেন: +++++++++++++++++

২৫ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৩৩

রিফাত বিন সাদিক বলেছেন: ভাই, পোস্ট দেওয়াটাই ভুল হয়ছে।

৩৭| ২৫ শে অক্টোবর, ২০১১ বিকাল ৫:২৯

কালো হিমু বলেছেন: নতুন জিনিশ জানলামঃ দেশ মনে করে ভারত বন্ধুপ্রতিম রাষ্ট্র! |-)

২৫ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৩১

রিফাত বিন সাদিক বলেছেন: হমম বুঝা যাচ্ছে আপনি কিছুই জানেন না।

৩৮| ২৫ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:১০

নাহিয়ান বিন হোসেন বলেছেন: আহা, ব্লগে দেখি ইদানিং ভাদারা ল্যাঞ্জা লুকিয়ে রাখার প্রয়োজন বোধ করে না! ছাগুরা যেমন জোরে জোরে কথা বলে তেমন ভাদাগুলো ও দেখি কথা বলার চেষ্টা করছে !উপরেই হাজির ভারত মাতার আরেক সেবাদাস! যিনি কিনা আবার সন্তু লারমার একান্ত ভক্ত ও! আহারে, ভারত মাতার নামে কিছু বললে উনাদের দিলে বহুত চোট লাগতা হ্যায় (হিন্দি টা ঠিক হইল কিনা কে জানে! নাহলে তো আবার ভারতীয় সেবাদাসেরা ভারত অবমাননার অভিযোগ আনতে পারে!) ! আর লেখক ভাইজানের কমেন্টের উত্তর পইড়া আবারো হাসলাম! খুব মজা পাইতেছি লেখকের উত্তরের নমুনা দেখে! আফসুস! আমি ও কই, সবাই সব জানে না! যে যা জানে না , বুঝে না তা নিয়ে কথা না বলাই ভালো!

৩৯| ২৫ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:১০

নাহিয়ান বিন হোসেন বলেছেন: আহা, ব্লগে দেখি ইদানিং ভাদারা ল্যাঞ্জা লুকিয়ে রাখার প্রয়োজন বোধ করে না! ছাগুরা যেমন জোরে জোরে কথা বলে তেমন ভাদাগুলো ও দেখি কথা বলার চেষ্টা করছে !উপরেই হাজির ভারত মাতার আরেক সেবাদাস! যিনি কিনা আবার সন্তু লারমার একান্ত ভক্ত ও! আহারে, ভারত মাতার নামে কিছু বললে উনাদের দিলে বহুত চোট লাগতা হ্যায় (হিন্দি টা ঠিক হইল কিনা কে জানে! নাহলে তো আবার ভারতীয় সেবাদাসেরা ভারত অবমাননার অভিযোগ আনতে পারে!) ! আর লেখক ভাইজানের কমেন্টের উত্তর পইড়া আবারো হাসলাম! খুব মজা পাইতেছি লেখকের উত্তরের নমুনা দেখে! আফসুস! আমি ও কই, সবাই সব জানে না! যে যা জানে না , বুঝে না তা নিয়ে কথা না বলাই ভালো!

২৫ শে অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৩২

রিফাত বিন সাদিক বলেছেন: না আমি লেঞ্জা লুকায় রাখি না, আমি ভারতের দালাল। আমার নাম ছবি ২ টাইউ আসল। সাহস থাকলে দেখা করিস। তুই কত বড় দেশ প্রেমিক দেখব।

৪০| ২৫ শে অক্টোবর, ২০১১ রাত ৮:০৪

নাহিয়ান বিন হোসেন বলেছেন: বাহ বাহ! এই নাহলে ভারত প্রেমী মানসিকতা! মাস্তানি করে দেশ প্রমান করতে চায় ! দেশ প্রেম প্রমানের জন্য একটা ভারতীয় সেবাদাসের সাথে আমারে হাতাহাতি করতে হইব! মজা পাইলাম! তয় ভাইজান, আপনার অবগতির জন্য জানাই আমার ব্লগীয় নামখানা শুধু যে আসল তাই না, উপরন্তু অনেক ব্লগারই আমাকে ভালোমতই চিনেন! তাছাড়া আমার ব্লগ ঘুরলেও জানতে পারবেন আমার সম্পর্কে! সুতরাং গুন্ডামি করতে চাইলে আপনে আমন্ত্রিত! আমারে খুঁইজা বাইর কইরা গুন্ডামি করতে চাইলে আসতে পারেন! শুনেন, ব্লগে যেমন গুন্ডামি করি না ঠিক তেমনি সত্য কথা কইতেও ছাড়ি না, কথাটা খেয়াল কইরা , ঠিক আছে?

২৫ শে অক্টোবর, ২০১১ রাত ৮:০৯

রিফাত বিন সাদিক বলেছেন: হুম্ম বুঝলাম, গালি দেওয়ার সময় গালি দিবা আর রাগ করলে বল্বা গুন্ডামি।
আমি এই জন্যে বললাম যে কেউ যদি ভারতের দালাল হয় তাইলে ত তারে সাইজ করা উচিত দেশ প্রেমিক হিসাবে। একজন দেশ দ্রোহী রে সাইজ করা ত দেশ প্রেমেরি প্রমাণ।
গর্ধভ কোথাকার।

৪১| ২৫ শে অক্টোবর, ২০১১ রাত ৮:৩৬

সেলুকাস বলেছেন: আপনার এই ব্লগে আসাটাই ভুল হইসে. উপরে আপনার একটা কথা কে টেনে কিভাবে কোথায় নিয়ে গেল. এখন বসে বসে সারাদিন গালি খান. আরো অনেক ব্লগ আছে যেখানে আপনি লিখতে পারবেন. খামাখা somewhereinshit এ কেন আসলেন. যাইহোক শুভকামনা রইলো.

৪২| ২৬ শে অক্টোবর, ২০১১ রাত ১২:০১

িনদাল বলেছেন: স্নাইপার এর আরো কিছু ছবি পেলে এড করে দিয়েন একে ৪৭ এর টা সরায় দিয়ে (যেহেতু স্নাইপার নিয়ে পোস্ট)।

লাস্ট এর ছবিটা সবচেয়ে সুন্দর :)

৪৩| ২৬ শে অক্টোবর, ২০১১ রাত ১২:০৩

স্বাধীকার বলেছেন:
সত্যিই অবাক হওয়ার মতোই যে, পোস্টটির কমেন্টস গুলো শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামলো। পোস্টের বিষয় ছিলো অস্ত্র আর শেষ হলো গিয়ে ভারত নিয়ে। এটা কাংখিত ছিলোনা।

আপনাকে আমি যৌক্তিক ব্লগার হিসাবেই জানি, চিন্তাভাবনা এবং জানার পরিধি নিয়েও কোনো সংশয় নেই আমার। তবুও একটি মন্তব্য থেকেই এভাবে আক্রমন না হলেই ভালো হতো। তাছাড়া আপনি যখন মেনেই নিয়েছেন আপনারও ভুল হতে পারে-এরপর আর কথা থাকতে পারেনা।

রিফাত ভাই, এটা সত্য ভারতের ব্যাপারে অনেক যন্ত্রণা এদেশের মানুষের বুকে আছে এবং আপনার কথা মতোই বাংলাদেশের যদি কোনো শত্রু রাষ্ট্র কল্পনা করেন তাহলেও ভারতের নাম আসবে, যদি বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু রাষ্ট্রের চিন্তা করেন তাহলেও ভারতে নামই আসবে। এটার জন্য ভারতই দায়ী। গত ৪০ বছর যাবত ভারতের যে মনোভাব বাংলাদেশের প্রতি পোষণ করছে, বাংলাদেশ বিরোধী যে সব কর্মকান্ড করছে-তাতে তাদেরকে বিশ্বাস করা সত্যিই কঠিন। যেকোনো দেশের সেনাবাহিনী যেকোনো দেশেই প্রশিক্ষণ নিতেই পারে। কিন্তু ভারতের মতো সেনাবাহিনী যদি বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেয়, এটা আমাদের জাতীয় নিরাপত্তা এবং অভ্যন্তরীন রাজনীতি এবং ভারতপ্রীতিতে সীমাহীন ক্ষতির কারণও হতে পারে। ভারতের মতো একটি আগ্রাসী প্রতিবেশীকে বিশ্বাস করা সত্যিই কঠিন। এটাই বাংলাদেশীদের জন্য সবচেয়ে বড় দুঃখের বিষয় যে, আমাদের কপালে জুটেছে ভারতের মতো হিসাবী নির্দয় লোভী প্রতিবেশী-যা কোনোদিনও বদল করা যাবেনা। থিয়োরিটিক্যালী ভারত আমাদের বন্ধু প্রতিম দেশ, কিন্তু প্রাকটিক্যালী এর কোনো বিশ্বাসযোগ্যতা ভারত কোনো কালেই প্রমান করতে পারেনি। আন্তর্জাতিক নদী নিয়ন্ত্রণ থেকে শুরু করে ভারত যে পরিমান ক্ষতি বাংলাদেশের করছে-নিশ্চয় এর জন্য ভারতকে কোনো বন্ধু রাষ্ট্র ভাবা যায়না। বড় রাষ্ট্র হলে মনটাও বড় থাকতে হয়-যা ভারতের নেই।
যাহোক আমি আপনাকে কখনোই ভারতের দালাল মনে করিনা। কষ্ট নিয়েন না, আপনাকে ট্যাগিং করা ন্যায্য হয়নি-আপনিও বুঝবেন, যারা করেছে-তারাও একদিন ঠিকই বুঝবে।


অ।ট। আমিন বাজারে ৬জন শিক্ষার্থীর হত্যাকান্ডের ব্যাপারে আমি চরম প্রতিবাদ করে একটি পোস্ট দিয়েছিলাম এবং সরাসরি সেটাকে হত্যাকান্ড হিসাবে দেখেছিলাম। সেখানে আপনাকে তাদের মৃত্যুকে সমর্থন করতে দেখেছিলাম মনে হয়-কেবল তাদের গাজা খাওয়াটাকে দোষ হিসাবে ধরে, তাদের মৃত্যুকে উপযুক্ত শাস্তি হিসাবেই দেখার প্রয়াস দেখে তখন খারাপ লেগেছিলো। আপনার কাছ থেকে এতটা সরলীকরণ আশা করিনি। যাক, আমি এটা বললাম একারণে যে, পরে হলেও সত্য প্রমানিত হয়, এবং সেই হত্যাকান্ড সম্পর্কে আপনাদের ধারণাটি ছিলো ভুল এবং নির্মম, অমানবিক। তাই দায়িত্বশীল কমেন্টস এবং পোস্ট সব সময়ই কামনা করছি আপনার কাছ থেকে।

৪৪| ২৭ শে অক্টোবর, ২০১১ রাত ৯:৩৩

ত্রিশোনকু বলেছেন: স্নাইপার থেকে বন্ধু প্রতিম সেখান থেকে ভাদা এবং শেষে গালাগালি।

এক্কেবারে লেজে গোবরে।

"বন্ধু প্রতীম দেশ" হল "সোনার পাথর বাটি"।

যখন দুটো দেশের কিছু অভিন্ন স্বার্থ থাকে তখন সেই দুই দেশ কাছাকাছি আসে। স্বার্থ ফুরিয়ে গেলে যে যার দিকে চলে যায়।

একাত্তরে পাকিস্তানের কবল থেকে মুক্তি পাওয়া ছিল আমাদের স্বার্থ, ভারতের ছিল পাকিস্তানকে ভাংগা এবং বিশাল একটি বাজার পাওয়া। আমরা তখন তাই কাছাকাছি এসেছি।

পাকিস্তান ভেংগেছে, দূর্বল হয়েছে, ১৯৬৫ সালের পর থেকে ১৯৭১ পর্যন্ত আমাদের সাথে (পুর্ব পাকিস্তান ও বাংলাদেশ) ভারতে্র ২৫ পয়সার ও বানিজ্য ছিল না। আজ ভারতের সাথে আমাদের বানিজ্য ঘাটতিই হচ্ছে ৩৫ হাজার রূপীর বেশী। ভারতের সবচে' বড় পাওয়া এটাই। অন্যদিকে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা।

ভারত যদি সত্যিই বন্ধু হত তাহলে একাত্তরে যেখানে সে এক কোটি বাংলাদেশীর অন্ন, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা জুগিয়েছে সেখানে একই দলের সরকার থাকার পরও মাত্র সাড়ে তিন বছর পরে দশ/পনেরো লাখ মানুষের শুধু খাদ্য দিয়ে সাহায্য করলো না কেন?

করেনি,

কারন বাংলাদেশ থেকে ভারতের পাওয়ার আর কিছু ছিল না।

তাই বলি বন্ধু প্রতীম দেশ হচ্ছে সোনার পাথর বাটি।

ইতিহাস দেখুনঃ
যুক্তরাষ্ট্র-ফ্রান্স।
সোভিয়েত রাশিয়া-চীন।
চীন-ভিয়েতনাম।

______________________________________________

তবে আমি মনে করি ভারত চক্ষু লজ্জার খাতিরে হলেও চুয়াত্তরের মন্বন্তরে আমাদেরকে ঐ সামান্য সহযোগিতাটুকু করতে পারতো। হাড় কৃপণ বলে কথা।

৪৫| ২৭ শে অক্টোবর, ২০১১ রাত ৯:৩৭

ত্রিশোনকু বলেছেন: সংশোধনীঃ

জন্যঃ আজ ভারতের সাথে আমাদের বানিজ্য ঘাটতিই হচ্ছে ৩৫ হাজার রূপীর বেশী

পড়ুনঃ আজ ভারতের সাথে আমাদের বানিজ্য ঘাটতিই হচ্ছে ৩৫ হাজার কোটি রূপীর বেশী

৪৬| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৬

রাখালছেলে বলেছেন: পোষ্ট পড়ে বুঝলাম এখন একটাই 'হট কেক' । শুরু কোথায় থেকে হল আর কোথায় গিয়ে শেষ হল । আপনাকে বাধ্য করা হল বলতে যে আপনি একজন ভারতের দালাল । কোথা থেকে আসে এইসব পাগল ছাগল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.