নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কল্পবিলাসী আমি বাস্তবতা থেকে অজ্ঞাত নই। আমি সেই বিহঙ্গিনী যে ডানা ভর্তি ভালোবাসা নিয়ে পাখা মেলতে চাই চিলের সাথে সুদূর আকাশে.. ডানা ঝাপটিয়ে লিখে যেতে চাই স্বরচিত কল্পকথা ও মুক্তির মন্ত্র I

তানজিম চেতনা

কল্পবিলাসী আমি বাস্তবতা থেকে অজ্ঞাত নই। আমি সেই বিহঙ্গিনী যে ডানা ভর্তি ভালোবাসা নিয়ে পাখা মেলতে চাই চিলের সাথে সুদূর আকাশে.. ডানা ঝাপটিয়ে লিখে যেতে চাই স্বরচিত কল্পকথা ও মুক্তির মন্ত্র I

তানজিম চেতনা › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ কত বিচিত্র, দেখাচ্ছি তার চিত্র..

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৭

প্রচলিত: লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে।

প্রকৃত: লেখাপড়া করেনি যে, গাড়ি ঘোড়া অবশ্যই চড়ে সে।

এক্ষেত্রে দুইটা পেশার কথা বলব। একটা অত্যন্ত সম্মানজনক পেশা এবং অপরটি দুর্নীতি ও নোংরামির মূল। চালক ও রাজনৈতিক নেতা।

আমাদের দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করলে সেইদিন অবশ্য দূরে নই.. যেইদিন এই প্রচলিত কথাটা প্রবাদ হয়ে যাবে।

প্রতিটা বোর্ড এয়ার্লি পরীক্ষা স্থগিত হতে থাকলে তো নতুন ক্লাশে উঠা হবেনা বাচ্চাদের। থেমে যাবে লেখাপড়া।

লেখাপড়া থেমে থাকছে বলে তো গাড়ি চড়ার ইচ্ছাটা থেমে থাকবে না; থেমে থাকবে না পেটও। সুতরাং কারো গাড়ির চড়ার ইচ্ছাটা ক্ষীণ হলেও শুধুমাত্র পেটের দায়ে চড়তে হবে গাড়িতে।

পক্ষান্তরে যাদের গাড়িতে চড়ার প্রবল ইচ্ছা তাদের জন্য এইটা অনবদ্য সুযোগ। তারা তাদের ক্ষমতা দেখিয়ে, নোংরা রাজনীতির যাতাকলে ফেলে মানুষ পিষ্ট করে সেই লাশের গন্ধ থেকে বাঁচতে তাড়াতাড়ি গাড়িতে চড়বে, হবে বড় নেতা।

বাংলাদেশ রাজনীতি আর কিছু করুক, না করুক.. এই প্রজন্মকে গাড়িতে উঠার সুযোগ করে দিচ্ছে!! আসুন সেই খুশিতে ২সেকেন্ড নীরবতা পালন করি।

RIP বাংলাদেশ রাজনীতি। B:-)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.