নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কল্পবিলাসী আমি বাস্তবতা থেকে অজ্ঞাত নই। আমি সেই বিহঙ্গিনী যে ডানা ভর্তি ভালোবাসা নিয়ে পাখা মেলতে চাই চিলের সাথে সুদূর আকাশে.. ডানা ঝাপটিয়ে লিখে যেতে চাই স্বরচিত কল্পকথা ও মুক্তির মন্ত্র I

তানজিম চেতনা

কল্পবিলাসী আমি বাস্তবতা থেকে অজ্ঞাত নই। আমি সেই বিহঙ্গিনী যে ডানা ভর্তি ভালোবাসা নিয়ে পাখা মেলতে চাই চিলের সাথে সুদূর আকাশে.. ডানা ঝাপটিয়ে লিখে যেতে চাই স্বরচিত কল্পকথা ও মুক্তির মন্ত্র I

তানজিম চেতনা › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা নিয়ে কিছু কথা

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৫

ভালোবাসা একটি পবিত্র বিষয়। এর প্রতিটা অনুভূতি স্বর্গীয়। তবে শুধু ভালোবাসি বললেই যে ভালোবাসা হয়- তা কিন্তু নয়। আবার ফেসবুকের পাসওয়ার্ড দিলেই যে প্রকৃত ভালোবাসা প্রমাণিত হয় তা-ও না। মেদযুক্ত মানিব্যাগ দিয়েও ভালোবাসার বহিঃপ্রকাশ সম্ভব না।

ভালোবাসা স্বর্গীয় অনুভূতি বিধায় এইটা জাহির করার প্রয়োজন হয়না। কারো প্রতি গভীর ভালোবাসা থাকলে এমনিই সকলকে.. বিশেষত ভালোবাসার মানুষটিকে বোঝানো যায় ভালোবাসার প্রকৃতি। :)

ভালোবাসা অর্থ দুঃখটাকে নিজের করে, সুখটাকে ভাগ করে নেওয়া। জ্যোৎস্নারাতে জোর করে কারো ঘুম ভাঙিয়ে তার সাথে জোছনা দেখা। একপ্লেটে ২জন ভাত খাওয়া। একাকীত্বে ভালোবাসার মানুষটার স্মৃতির মধ্যে ব্যস্ততা খোঁজা। কতটা দিলাম-নির্ভুলভাবে সেই হিসেব কষা। :#) B-)

সারাক্ষণ লুতুপুতু প্রেম করা বা ২দিন পরপর 5star হোটেলে dinner করা ভালবাসার মাত্রা প্রমাণ করেনা। কখনও ভালোবাসার মানুষের হাতটা শক্ত করে ধরেই বুঝিয়ে দেওয়া যায় ভালোবাসার গাঢ়ত্ব... এই সহজ সমীকরনটা অনেকেই বোঝে না। :( অতঃপর ভালোবাসা কি তা জানতে যেও না। কীভাবে ভালোবাসতে হয় সেইটা জানলেই হবে। B-)

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৩

হাসান মাহমুদ ১২৩৪ বলেছেন: কথা গুলো সত্যি চমৎকার কিন্তু আজ কালকের মানুষগুলো অনেক বদলে গেছে। বদলে গেছে তাদের ভাবনা-চিন্তা, কল্পনার জগত, সবকিছু। তাই এমন ভাবনা গুলো কে শুধু কাগজে কলমেই পাওয়া যায়, বাস্তবে খুব কদাচিৎ দেখা যায়।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০০

তানজিম চেতনা বলেছেন: হুম, এইটা রূঢ় বাস্তবতা :(

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৪

হাসান মাহমুদ ১২৩৪ বলেছেন: বাস্তবতা সবসময় রূঢ়ই হয় |-) |-) |-) |-)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০১

তানজিম চেতনা বলেছেন: হুম.. এজন্য মিথ্যা অনায়াসে জায়গা করে নিতে পারে সর্বত্র।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৮

হাসান মাহমুদ ১২৩৪ বলেছেন: মিথ্যা কে জায়গা না দিলেই হয়।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৪

তানজিম চেতনা বলেছেন: মিথ্যাকে জায়গা কে দিতে চাই..?!! সত্যের রূঢ়তায় মিথ্যা প্রশ্রয় পেয়ে যায়

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫০

হাসান মাহমুদ ১২৩৪ বলেছেন: অসাধারণ বলেছেন.।।। খুবই ভালো লেগেছে কথাটা।
কিন্তু মেঘ কি কখনো পেরেছে সূর্যের তীব্রতা কে ঢেকে দিতে? তাহলে মিথ্যা কি করে পারবে???
সত্যের রূঢ়তা দোষ দিয়ে কি লাভ? সত্যের রূঢ়তায় নয়, বরং আমাদের কারনেই মনে হয় মিথ্যা প্রশ্রয় পেয়ে যায়

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০৬

তানজিম চেতনা বলেছেন: মিথ্যা প্রশ্রয় পায় ঠিক.. কিন্তু সারাটা কাল কি রাজত্ব করতে পারে??

মেঘ সূর্যের তীব্রতা ঢেকে রাখতে না পারলেও সাময়িকভাবে কুপোকাত করে ফেলে কিন্তু.. সত্যের কাছে মিথ্যার সক্ষমতাও এইটুকুই। :)

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৭

হাসান মাহমুদ ১২৩৪ বলেছেন: ঘুরে ফিরে একমতই হলেন, ধন্যবাদ :#) :#) :#) :#) :#)

৬| ১৬ ই মে, ২০১৫ দুপুর ১২:৩৯

তানজিম চেতনা বলেছেন: কথা ঠিক বোধগম্য হল না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.