নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কল্পবিলাসী আমি বাস্তবতা থেকে অজ্ঞাত নই। আমি সেই বিহঙ্গিনী যে ডানা ভর্তি ভালোবাসা নিয়ে পাখা মেলতে চাই চিলের সাথে সুদূর আকাশে.. ডানা ঝাপটিয়ে লিখে যেতে চাই স্বরচিত কল্পকথা ও মুক্তির মন্ত্র I

তানজিম চেতনা

কল্পবিলাসী আমি বাস্তবতা থেকে অজ্ঞাত নই। আমি সেই বিহঙ্গিনী যে ডানা ভর্তি ভালোবাসা নিয়ে পাখা মেলতে চাই চিলের সাথে সুদূর আকাশে.. ডানা ঝাপটিয়ে লিখে যেতে চাই স্বরচিত কল্পকথা ও মুক্তির মন্ত্র I

তানজিম চেতনা › বিস্তারিত পোস্টঃ

২১ফেব্রুয়ারি.. ও ফ্যান্টাসিময় আবেগ

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩২

আজ মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি নিবেদিত শ্রদ্ধায় ফেইসবুক উষ্ণ হয়ে আছে। যেদিকে তাকায়.. শুধু ২১ ফেব্রুয়ারী বা মাতৃভাষা মূলক পোষ্ট। পোষ্টগুলো পড়ে মনটা আনন্দে নেচে উঠছে.. নাহ, বাঙ্গালি বদলায়নি। :#)

কিন্তু যখন কিছু পোষ্ট দেখলাম"মাতৃভাষা দিবস বা ২১ফেব্রুয়ারী বা শহীদ দিবসের শুভেচ্ছা" তখন মনের অজান্তেই নিজের প্রতি ধিক্কার আসলো।

:-&

চেতনা, তুই বাঙ্গালী হয়ে বাঙ্গালীদের চিনতে ভুল করছিস!! বাঙ্গালী আর আগের মত নেই। বদলে গেছে তাদের ভাবনা চিন্তা, বদলে গেছে তাদের আবেগ। তারা আর হৃদয় দিয়ে কোন কিছু দেখে না, অনুভব করেনা। বাঙ্গালী এখন সবকিছুতে নিজের স্বার্থ খোঁজে, খোঁজে ফ্যান্টাসি।

রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের নিজের স্বার্থের জন্য সাধারণ মানুষকে নির্মমভাবে পুড়াচ্ছে। বিপক্ষরা সাধারণ মানুষকে গ্রিলের মত পুড়তে দেখে ফ্যান্টাসি পাচ্ছে!! আর সাধারণ জনগণ.. সে তো আবেগ হারিয়ে পাথর হয়ে বসে আছে, যেকোন আঘাত সহ্য করার জন্য।

এখন মনে প্রশ্ন জাগে, আজ যে শত সহস্র বাঙ্গালী শহীদ মিনারে গেছে শ্রদ্ধা নিবেদন করতে, তারা কি প্রয়োজনীয় আবেগটুকু নিয়ে শ্রদ্ধা নিবেদন করতে গেছে; নাকি প্রভাতফেরিতে যাওয়ার মধ্যে যে ফ্যান্টাসি আছে, সেইটা খুঁজতে গেছে?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: আমি বলি চেতনা । একুশের চেতনা তাদের শহীদমিনারে নিয়ে গেছে ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২২

তানজিম চেতনা বলেছেন: চেতনাও চাই, একুশের চেতনাই যেন সবাইকে উদ্বুদ্ধ করে :)

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০০

কাবিল বলেছেন: একুশের চেতনা আছে থাকবে, কিছু বাঙ্গালী রাজনৈতিকের ভিরে চাপা পরে আছে। আর যে ফ্যান্টাসিময় আবেগ, সেতো শুরুতেও কিছু মানুষের ছিল। এই কিছু মানুষ পৃথিবীর শেষ পর্যন্ত থাকবে।



ভাষা দিবস উপলক্ষে জাগ্রতমূলক পোস্ট ভাল লাগল।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৫

তানজিম চেতনা বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.