নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কল্পবিলাসী আমি বাস্তবতা থেকে অজ্ঞাত নই। আমি সেই বিহঙ্গিনী যে ডানা ভর্তি ভালোবাসা নিয়ে পাখা মেলতে চাই চিলের সাথে সুদূর আকাশে.. ডানা ঝাপটিয়ে লিখে যেতে চাই স্বরচিত কল্পকথা ও মুক্তির মন্ত্র I

তানজিম চেতনা

কল্পবিলাসী আমি বাস্তবতা থেকে অজ্ঞাত নই। আমি সেই বিহঙ্গিনী যে ডানা ভর্তি ভালোবাসা নিয়ে পাখা মেলতে চাই চিলের সাথে সুদূর আকাশে.. ডানা ঝাপটিয়ে লিখে যেতে চাই স্বরচিত কল্পকথা ও মুক্তির মন্ত্র I

তানজিম চেতনা › বিস্তারিত পোস্টঃ

জীবন থেমে থাকেনা :)

১৬ ই মে, ২০১৫ দুপুর ১২:২৯

যখন পিছে ঘুরে তাকালাম, দেখি সব শেষ! -আমরা প্রায় ই এই কথা বলি।

আসলেই কি সব শেষ হয়ে যাই? জীবন যুদ্ধের কি শেষ আছে আদৌ? যদি জীবন যুদ্ধের শেষ থাকত তাহলে হইত আমরা একটা সময় জীবনকে আর গালি দিতাম না। বিষাদময় হত না বার্ধক্য।

বার্ধক্য এত বিষাদময় হই কেন? অধিক সুখে ও নিশ্চিন্তে থাকি বলে?

নাহ। বার্ধক্যে আমরা যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়ি। জীবন যুদ্ধের থেকে অবসর চাই এবং জীবনের কাছে চাই বিনামূল্যে কিছু সুখ। কিন্তু আমি আগেই বলেছি, ভাগ্যও বিনামূল্যে কিছু দেয়না। সেই বয়সেও মূল্য দিয়ে সুখ কিনতে গিয়ে আমরা জীবনের প্রতি ভালোবাসা হারায়, জীবন থেকে পরিত্রাণ চাই।

যাক গে, এত কথা যে কারণে বললাম সেখানে আসি।
এইটা সকলের জানা যে প্রত্যাশা, হতাশার জননী। আমরা যখন প্রত্যাশার কমে কোন কিছু পাই তখনই মনে হই সব শেষ।

আমরা ভুলে যায়, জীবন যুদ্ধের শেষ নেই। ভুলে যায়, যখন একটা দরজা বন্ধ হয় তখন আর একটি দরজা খুলে যায় যেখানে কম মূল্যে সব কিছু পাওয়া যায়। অর্থাৎ কম পরিশ্রমে ও ভাবনায় আমরা অনেক কিছু অর্জন করতে পারি।

কারণ সব কিছু শেষ হওয়ার পরে যে সুযোগগুলো আসবে সেগুলো আপনাকে আপনার প্রতিভার সাথে পরিচয় করাবে, এমন কিছু প্রতিভা যা আপনার নিজেরও অজানা। :)

সুতরাং হাজার চেষ্টা করেও যখন নিজের ইচ্ছাটাকে বিসর্জন দিতে হবে বা সব শেষ হওয়াকে আটকাতে পারবেন না, তখন নিজেকে সময় দিন। নিজেকে যত বেশি সময় দিবেন তত তাড়াতাড়ি নিজেকে জানবেন।

এবং ততই তাড়াতাড়ি মনে হবে, গিবন হয় সুন্দর। ;) :)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৫ দুপুর ২:১৮

অপূর্ব আহমেদ জুয়েল বলেছেন: গিবন হয় চুন্দর এই ভাবে দিতেন ফেসবুক লেখকদের মত :প

যাই হোক ভালো লাগল।

২| ১৭ ই মে, ২০১৫ সকাল ৯:০৯

তানজিম চেতনা বলেছেন: ধন্যবাদ।

"সুন্দর" শব্দটির বিকৃতি আমি মেনে নিতে পারিনা তাই সেইটা বিকৃত করিনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.