নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কল্পবিলাসী আমি বাস্তবতা থেকে অজ্ঞাত নই। আমি সেই বিহঙ্গিনী যে ডানা ভর্তি ভালোবাসা নিয়ে পাখা মেলতে চাই চিলের সাথে সুদূর আকাশে.. ডানা ঝাপটিয়ে লিখে যেতে চাই স্বরচিত কল্পকথা ও মুক্তির মন্ত্র I

তানজিম চেতনা

কল্পবিলাসী আমি বাস্তবতা থেকে অজ্ঞাত নই। আমি সেই বিহঙ্গিনী যে ডানা ভর্তি ভালোবাসা নিয়ে পাখা মেলতে চাই চিলের সাথে সুদূর আকাশে.. ডানা ঝাপটিয়ে লিখে যেতে চাই স্বরচিত কল্পকথা ও মুক্তির মন্ত্র I

তানজিম চেতনা › বিস্তারিত পোস্টঃ

শখের দাম...

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৩

শখের দাম যে লাখ টাকা সে কথাটা আজ খুব বেশি করে মনে পড়ছে... তবে আমার শখের দাম এই পর্যন্ত ৪৫০ টাকার বেশি হইনি।
^_^
শখটা ছিল ভিডিও গেমের। ঐ যে ছোটবেলায় সবাই মোবাইলের মত একটা ভিডিও গেমে car racing খেলে না......? ঐটা।

আমারও খুব ইচ্ছা ছিল খেলব। কিন্তু বাঁধ সাধল বাসার বড়রা...... প্রথমে বলত, "এইটা বড়দের খেলনা, তুমি খেলতে পারবা না।"
যখন বড় হলাম তখন বলত, "তুমি তো বড় হয়ে গেছো, এখন এইসব নিয়ে কি করবা? তাছাড়া এইটা তো ছেলেদের খেলনা।" লে ঠ্যালা.. খেলনার আবার ছেলে, মেয়ে বিভেদ!!
:/

আমি নাছরবান্দা, এইটা যখন বড়দেরই খেলনা তখন বড় হয়েই নিব। ইন্টার ফার্স্ট ইয়ার, মামা জন্মদিনে জিজ্ঞেস করল- কি নিবা বাবু?

আমিও সুন্দর করে ভিডিও গেম বাগানোর প্ল্যান করলাম। :D

আম্মু আবার বাঁধ সাধল, নিস না। খেলবি তো না... শুধু শুধু ফেলে রাখবি।

অতঃপর প্রতীক্ষিত দিন। দোকানদার আঙ্কেল বলল, ঐটা বাদ দাও। এইটা নাও...। ৪ টা গেম আছে, মনিটরও বদলানো যায়। এক একটা গেমের এক একটা মনিটর।
আমার আনন্দ দেখে কে!!
কিন্তু এইবার আম্মু ঠিক ছিল। কয়েকদিন মাত্র ভিডিও গেমটাকে সময় দিয়েছিলাম। তারপর কোণায় পড়ে থাকত। কারন এখনও আমি ওই... মোবাইলের মত ভিডিও গেমটাকে মিস করি। :(

আসলেই শখ বিধ্বংসী।
আজ একজনকে শখের বসে পকেট ফাঁকা করতে দেখে কথাটা মনে পড়ল।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ২:০৭

সপ্ন সবুজ বলেছেন: অনেক ভালো লাগলো # http://alobd24.com

০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৮

তানজিম চেতনা বলেছেন: ধন্যবাদ :)

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ ভোর ৪:৩৭

বটপাকুড় বলেছেন: আপনার লেখা পড়ে আমার নিজের কথা মনে পরল। অনেক শখ ছিল একটা এক্সবক্স কেনার। যখন শখ ছিল তখন বাবা মা কিনে দিতে চাইতো না। এখন আমার নিজেই এক মাসের বেতন দিয়ে পাঁচটা এক্সবক্স কিনতে পারি। কিন্তু শখ মরে গেছে

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৯:২৭

সুমন কর বলেছেন: আপনার স্মৃতিচারণ ভালো লাগল।

০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৯

তানজিম চেতনা বলেছেন: ধন্যবাদ :)

৪| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১২:৩৪

ইফতেখার ভূইয়া বলেছেন: স্মৃতিচারণমূলক পোস্ট আমার বরাবরই ভালোলাগে। লিখার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.