নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কল্পবিলাসী আমি বাস্তবতা থেকে অজ্ঞাত নই। আমি সেই বিহঙ্গিনী যে ডানা ভর্তি ভালোবাসা নিয়ে পাখা মেলতে চাই চিলের সাথে সুদূর আকাশে.. ডানা ঝাপটিয়ে লিখে যেতে চাই স্বরচিত কল্পকথা ও মুক্তির মন্ত্র I

তানজিম চেতনা

কল্পবিলাসী আমি বাস্তবতা থেকে অজ্ঞাত নই। আমি সেই বিহঙ্গিনী যে ডানা ভর্তি ভালোবাসা নিয়ে পাখা মেলতে চাই চিলের সাথে সুদূর আকাশে.. ডানা ঝাপটিয়ে লিখে যেতে চাই স্বরচিত কল্পকথা ও মুক্তির মন্ত্র I

তানজিম চেতনা › বিস্তারিত পোস্টঃ

শিব

২৬ শে অক্টোবর, ২০১৫ ভোর ৫:১৬

_______ এত কনফিউজড কেন তুমি?

____ কৈ?

_______ এই যে চেহারাই সবসময় একটা চিন্তার রেখা ঘুরে। কি নিয়ে ভাবো এত!!

____ নাহ, তেমন কিছু না।

_______ বললেই হলো!! আমাকে সত্যটা না বললেও চলবে। অন্তত নিজে বলো। নিজেকে মিথ্যা বলতে নেই।
আর একটা গায়িকার মিথ্যে বলা তো পাপের পর্যায়ে পড়ে। এত মিথ্যা বললে গলা দিয়ে স্বর বেরোবে কীভাবে!!

____ না...... তেমন কিছু না। আসলে আমি তোমাকে নিয়ে ভাবছিলাম।

_______ কি ভাবছিলেন?

____ তুমি আমার ব্যাপারে কি ভাবো?

_______ সিম্পলি একটা স্বচ্ছ মানুষ।

____ সত্যি কি তাই......?

_______ আমি মিথ্যা বললেও ধরতে পারবা না।

____ এজন্যই তো সরাসরি জিজ্ঞেস করলাম।

_______ হাহা......... প্রকৃতির সাথে একাত্ম হয়েছেন কখনো?

____ না।

_______ চোখ বন্ধ করেন।

____ অ্যাঁ!!

______ চোখ বন্ধ। দেখেন, গাছের পাতাগুলো আপনার সাথে কথা বলছে। বাতাস আপনাতে মিশতে চাচ্ছে, চারপাশের নিস্তব্ধতা আপনাকে আলিঙ্গন করছে আর ফুলের সুবাস আপনার সাথে সঙ্গম করছে। বুঝতে পারছেন?

____ তাইতো!!

চোখ খুলে দেখি, সে নেই। প্রকৃতিতে মিশে গেছে।
সুতরাং তাকে “শিব” বলেই ডাকি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.