![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কল্পবিলাসী আমি বাস্তবতা থেকে অজ্ঞাত নই। আমি সেই বিহঙ্গিনী যে ডানা ভর্তি ভালোবাসা নিয়ে পাখা মেলতে চাই চিলের সাথে সুদূর আকাশে.. ডানা ঝাপটিয়ে লিখে যেতে চাই স্বরচিত কল্পকথা ও মুক্তির মন্ত্র I
আমি তনু বলছি,
হাজারো পিশাচের ক্ষুধার্ত দৃষ্টির
শিকার হয়েও নিজেকে সামলে
চলা তনু; হ্যাঁ, সেই তনু..
যে হাজারো কুকুরের
লালায়িত ছোবল থেকে
নিজেকে বাঁচিয়ে চলে
শিকার হয়েছি দেশরক্ষকের আস্থানায়,
শিকার হচ্ছি পরিবারের মত
নিরাপদ জায়গায় ভেড়ারূপী
নেকড়েদের হাতে।
আমি তনু বলছি, আমি
সেই বাঘিনী..
যে প্রতিঘণ্টায় ধর্ষিত হয়।
যার দুনিয়া কাঁপানো হুংকার
ধর্ষণের সময় ফিকে পড়ে যায়
পিশাচদের উচ্ছ্বাসের সোরে
এবং দুনিয়া কাঁপায়
হত্যার পর!
হ্যাঁ.. আমি তনু বলছি,
সেই তনু.. যার গায়ে
বেজন্মার হাত পড়লে তাকে
"বেজন্মা" আখ্যায়িত করা হয়!!
আমি সেই তনু..
যার নিশ্চল দৃষ্টি বারবার
দেশের কোটি কোটি মানুষকে
মধ্যরাতে জাগিয়ে তোলে
"তবে এবারও কি ন্যায়বিচার হবে না?" এই প্রশ্নের উত্তর
খোঁজার তাগিদে।
আমি তনু গো, সেই তনু..
যে ন্যায়বিচারের আশায়
বুক বেঁধে আছে অনন্তকাল।
তবে এইবারও কি ন্যায়বিচার
হবে না!?
২| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১২:৩১
ইফতেখার ভূইয়া বলেছেন: আর হ্যাঁ, অন্তত সময়োপযোগী আর সাহসী লিখা। দৃঢ় পায়ে এগিয়ে যান, হাত খুলে লিখুন, আমারা আপনার পাশেই আছি। আপনার লিখায় বের হয়ে আসুক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী জ্বালাময়ী শব্দগুলো। তনু-র মতো আর কোন প্রাণের অকাল ঝরে যাওয়া দেখতে চাইনা এই বাংলার মাটিতে। লিখার জন্য সাধুবাদ জানাই।
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৬ রাত ১২:২৭
ইফতেখার ভূইয়া বলেছেন: তনু- হত্যার ন্যায় বিচারের তীব্র দাবী জানাচ্ছি।