নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কল্পবিলাসী আমি বাস্তবতা থেকে অজ্ঞাত নই। আমি সেই বিহঙ্গিনী যে ডানা ভর্তি ভালোবাসা নিয়ে পাখা মেলতে চাই চিলের সাথে সুদূর আকাশে.. ডানা ঝাপটিয়ে লিখে যেতে চাই স্বরচিত কল্পকথা ও মুক্তির মন্ত্র I

তানজিম চেতনা

কল্পবিলাসী আমি বাস্তবতা থেকে অজ্ঞাত নই। আমি সেই বিহঙ্গিনী যে ডানা ভর্তি ভালোবাসা নিয়ে পাখা মেলতে চাই চিলের সাথে সুদূর আকাশে.. ডানা ঝাপটিয়ে লিখে যেতে চাই স্বরচিত কল্পকথা ও মুক্তির মন্ত্র I

তানজিম চেতনা › বিস্তারিত পোস্টঃ

মেয়েরা কেমন ?

৩০ শে জুন, ২০১৬ বিকাল ৪:২৪

মেয়েরা অভিযোগ পরায়ণ যখন ছেলেরা অন্ধ।
মেয়েরা অবুঝ যখন ছেলেরা ব্যস্ত।
মেয়েরা কাঁদুনে যখন ছেলেরা অবুঝ।
মেয়েরা খরুচে যখন ছেলেরা বিলাসী।
মেয়েরা জটিল যখন ছেলেরা উদাসীন।
পক্ষান্তরে,
মেয়েরা সম্পর্কের বাঁধন যখন ছেলেরা স্পষ্টদর্শী।
মেয়েরা ধৈর্যশীল যখন ছেলেরা মনোযোগী।
মেয়েরা ভালবাসার প্রতীক যখন ছেলেরা বুঝ।
মেয়েরা লক্ষ্মী যখন ছেলেরা উদার।
মেয়েরা তরল যখন ছেলেরা সচেতন।
সুতরাং ভাইয়া সমাজ, আমাদের দিকে আঙ্গুল তোলার আগে নিজের দিকে তাকান। নিজের দৃষ্টিভঙ্গি ও নিজেকে বদলান। নিজেদের বদলানোর পরে মেয়েদের অপরিবর্তনীয় পেলে-ই কেবল আমাদের দিকে আঙ্গুল উঁচানোর অধিকার দাবী করবেন, আমরা আন্তরিকভাবে আপনার অভিযোগ মেনে নিব নইলে আঙ্গুলটা অভিযোগের পরিবর্তে সাবাসী দেওয়ার জন্য উঁচানোই ভালো।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৬ বিকাল ৪:৪২

নুরজামান আহমেদ বলেছেন: ভালো,কিন্তু টার্মস গুলো মনে হয় এলমেলো ছিল।

২| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১২:২৫

ইফতেখার ভূইয়া বলেছেন: নিজের দৃষ্টিভঙ্গি ও নিজেকে বদলান - এগুলো এখনকার সময়ের তথাকথিত নারীবাদীদের গৎবাধা বুলির মত শোনাচ্ছে। অবশ্য এই একই কথা মেয়েদের ক্ষেত্রেও প্রযোজ্য। সময় বদলেছে, স্বাভাবিক ভাবেই, সমাজ ও দৃষ্টিভঙ্গিও বদলাবে। বার বার ভাঙা রেডিও বাজানোর দিন শেষে। সামনের দিকে দেখুন।

আমরা আন্তরিকভাবে আপনার অভিযোগ মেনে নিব - মেয়েদের ক্ষেত্রে এটা কখনো সম্ভব নয়, এমনকি আমেরিকায়ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, শিক্ষিত বুদ্ধিমতী মেয়েরাও এটা করেনি। অন্তত বিগত দশ বছরের অভিজ্ঞতায় আমি আজ পর্যন্ত কোন মেয়েকে "আন্তরিক" ভাবে অভিযোগ মেনে নিতে দেখিনি।

গুড লাক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.