নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুবই সাধারণ একজন

রিফাত-

বই পড়তে ভালোবাসি

রিফাত- › বিস্তারিত পোস্টঃ

যদি আসিফ নজরুল ভারতের এজেন্ট হয় তাহলে পিনাকী ভট্টাচার্য কার এজেন্ট ?

১৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:৪৮



সাংবাদিক ইলিয়াস হোসেন আসিফ নজরুলকে ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্ট আখ্যায়িত করে ভিডিও আপলোড করেছে।

এগুলো আমাদের দেশের সাধারণ মানুষ বোঝার মত জ্ঞান রাখেনা। কারণ আমরা এমন বিষয় নিয়ে ব্যস্ত থাকি যেগুলোতে আমাদেরকে ই*হু*দী-খ্রি*স্টা*নদের সেবা-দাস হিসাবে বানিয়ে রেখেছে। এবং আমরা দাস হিসেবেই থাকতে পছন্দ করি।

জ্ঞান-বিজ্ঞান চর্চায় আমরা এত বেশি পিছিয়ে যা বলার মতো না।

যেমন ধরুন আমাদের দেশের মানুষকে ক্রিকেট খেলা দেখে সময় নষ্ট করার ব্যাপারে কিছু বললে তারা বাপ-মা তুলে গালি দেয়।

অথচ এই মানুষগুলোই নিজেদেরকে শিক্ষিত মনে করে। এই মানুষগুলো এত মূর্খ যে, এদের সামনে কোন কথা বলাও মারাত্মক মুশকিল।

আপনি যখন কোন নামধারী শিক্ষিত মানুষদের সামনে কোন জ্ঞানের কথা বলবেন, যেহেতু তাদের এটা বোধগম্য হবে না, তারা এটা মেনে নিতে পারবে না। তখন তারা তাদের ইমোশন দিয়ে আচরণ করবে, বুদ্ধি দিয়ে নয়।

যেমন “সিক্রেটস অব জায়োনিজম: বিশ্বব্যাপী ই*হু*দি-দের ষড়যন্ত্রের ভেতর-বাহির” বইটি পড়লে আপনারা জানতে পারতেন যে ই*হু*দীরা কিভাবে সারা পৃথিবীতে চক্রান্ত করে এবং তাদের বিশ্ব শাসনের পরিকল্পনা।

এরা বই পড়ে না, এরা লোকে কি বলছে খালি শুনে - আর দেখে। এদের পড়াশুনা করার ইচ্ছা এবং জ্ঞানচর্চার মানসিকতা কোনটাই নাই।

পৃথিবী থেকে কিভাবে প্রচুর অর্থ উপার্জন করতে হয়, এরা এটাও শিখে না। এরা জ্ঞানচর্চা করবে না, কঠোর পরিশ্রম করবে না, কারণ এরা চাই “শর্টকাট”।

এজন্য এরা সব সময় ধোকা খায় এবং ই*হু*দী-খ্রি*স্টা*নদের সেবা-দাস হিসাবে আছে এবং আরো বহু কাল থাকবে।

ক্রিটিক্যাল থিঙ্কিং” জিনিসটা আমাদের দেশের মানুষ একেবারেই বোঝেনা। অথচ বর্তমানে সারা পৃথিবীতে যতগুলো স্কিল / দক্ষতা আছে তার মধ্যে ক্রিটিকাল থিংকিং এক নাম্বার।

আমি এইসব বিষয় নিয়ে কখনো লেখালেখি করতে চাইনি, কারন আমিও এইরকমই মানুষ। আমার জ্ঞানও অত্যন্ত সীমিত।

একটি কথা বলে শেষ করতে চাই। সেটি হচ্ছে আমাদের দেশের মানুষ বই পড়ে না। আমরা বেশিরভাগ ভিডিও থেকে শুনে অথবা লোকের মুখে শুনে যে তথ্যগুলো তারা পায় যেগুলোর বেশিরভাগই হয় “বায়াস ইনফরমেশন”।

তারা মনে করে যে একজন এনালাইসিস করেছে এবং আমাকে সুন্দর করে প্রমাণ দিয়ে বুঝিয়ে দিল। দেখেই বিষয়টা সত্য মনে হল।

কিন্তু আপনার সামনে একজন ভিডিওতে এসে একটা এনালাইসিস করে তার পার্সপেক্টিভ বা দৃষ্টিকোণ শেয়ার করল, এটা যে মিথ্যা হতে পারে। এটা যাচাই করার যোগ্যতা যদি আপনি নিজে থেকে তৈরি করতে না পারেন, তাহলে আপনি ভবিষ্যতে আরো ধোঁকা খাবেন।

1. বই পড়ুন।
2. ক্রিটিকাল থিংকিং শিখুন।
3. নতুন জায়গায় ভ্রমণ করুন।
4. ওয়ার্কশপ / কনফারেন্সে অ্যাটেন্ড করুন।

এই পোস্টটি শেয়ার করে অন্যদেরকে জ্ঞানচর্চায় অনুপ্রাণিত করুন।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:৫৪

কিরকুট বলেছেন: লাভের বখরায় টান পরলে আপন ভাই ও পরশির দুলাভাই হয়ে যায়। বুঝে নিন।

১৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:৫৮

রিফাত- বলেছেন: বুঝে নিলাম, কিরকুট।

২| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:০৩

কামাল১৮ বলেছেন: পাকিদের এজেন্ট।মৌলভী পিনাকী।

১৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:২৩

রিফাত- বলেছেন: তাই নাকি ?
জানতাম নাহ তো!

৩| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:২৪

সৈয়দ কুতুব বলেছেন: পিনাকী ডাবল এজেন্ট!

১৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:২৫

রিফাত- বলেছেন: কোন দুইটা ?

৪| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: ধোকা আমাদের প্রিয় খাবার। ক’দিন আগে আমিও খেয়েছি।

১৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৪৭

রিফাত- বলেছেন: :(

৫| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ২:৪৩

শফিউল রনি বলেছেন: ইলিয়াস বা পিনাকীর প্রভাব যেকোন উপদেষ্টার থেকে অনেক বেশী, তাছাড়া কোন উপদেষ্টাই এখন পর্যন্ত এমন কিছু করে দেখাতে পারেননি যাতে তাদের যোগ্যতা প্রমান হয় । আসিফ নজরুল সবার থেকে বেশি বিতর্কের জন্ম দিয়েছেন । আসিফ নজরুলকে ডিফেন্ড করে উপদেষ্টা আসিফ মাহমুদের এক পোস্টে ১৬ হাজার কমেন্ট যার ৯৯% বিপক্ষে, এ থেকেই বোঝা যায় মানুষ এইসব উপদেষ্টাকে এখন আর বিশ্বাস করে না । বাংলাদেশে ইসরাইলি স্বার্থের কিছু থাকলে সেটাও ভারতের জন্যই, যতক্ষন পর্যন্ত ইলিয়াস, পিনাকীরা ভারত বিরোধী ভূমিকায় থাকবে মানুষের আশার দ্বীপ জ্বালানো থাকবে ।

১৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:০৪

রিফাত- বলেছেন: আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।

৬| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:০৭

রিফাত হোসেন বলেছেন: অন্তত আগেরগুলো থেকে বর্তমানের পরিষদের জবাবদিহি ব্যবস্থা আছে। উপরে লীগ-পি গুলোর কান্নাকাটি চোখে পড়ার মত।

বাংলাদেশে সর্বকালের শিক্ষিত পরিষদ পেয়েছে। তারা না পারলে আর কারো না পারার সম্ভাবনাই বেশি।

১৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৭

রিফাত- বলেছেন: আপনার মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

৭| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৪১

লুধুয়া বলেছেন: pinaki@ এখানে পিওরলি opportunistic।সে জানে হিন্দু হয়ে সে যদি বিএনপি/ জামাতের এর গান গায় তাহলে বাংলাদেশীরা খাবে. আর ফলও পাচ্ছে প্রচুর ফলোয়ার প্লাস ভিউয়ার্স ।ইউটিউবে থেকে প্রচুর কমাচ্ছে. আর সবচেয়ে অন্যায় দিক সে বিদেশে বসে এই কাজগুলো করছে ,সো দেশের এনার্কিজম সে suffer করছেনা।অনেক ভারতীয় মুসলিম scholar ও বিদেশে বসে bjp/ আরএসএস এর তোষণ করে এবং মুসলিমবিরোধী কনটেন্ট বানিয়ে আয় করছে।এরা মৌলত শুভিদাবাদী এবং খারাপ প্রকৃতির লোক হয়ে থাকে ।

১৬ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:৪৪

রিফাত- বলেছেন: আপনার মতামতের জন্য ধন্যবাদ।
কিন্তু আপনার কথার সাথে আমি একমত না।

৮| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৫২

রাজীব নুর বলেছেন: পিনাকী আসলে মানসিকভাবে অসুস্থ একজন মানুষ।

১৭ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:৪৩

রিফাত- বলেছেন: প্রমাণ করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.