নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সতে্যর িবজয়

সতে্যর িবজয়

right pen

fdgfdg

right pen › বিস্তারিত পোস্টঃ

মানুষের মূল্য

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৫



আমাদের দেশ বাংলাদেশ। শস্য শ্যামলা ভরে আছে চারিদিকে দেখতে কতইনা মনোরম। পৃথিবীর কোন প্রান্তে এমন সুন্দর দেশ দেখেনি।



রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ স্বাধীন হলেও মানুষের মৌলিক অধিকারের স্বাধীনতা আমরা কই পেলাম। যে উদ্দেশ্যে আমরা দেশ স্বাধীন করেছি তার তুলনায় আমরা কিছুই পেলাম না । আমরা ছিলাম মাছে ভাকে বাঙ্গালী কই আজ আমাদের সেই সময়।



মানুষ সৃষ্টির শ্রেষ্টজীব । একজন মানুষের মূল্য অন্য মানুষের কাছে অতুলনীয়। আমরা তা বুঝিনা , আমরা অন্য মানুষকে মুল্যায়ন করতে পারিনা বা জানিনা আবার জানার পরও অবমূল্যায়ন করি যা বিবেকবান মানুষকে কেবল হতবাগ করে দেয়।



পৃথিবীর অন্য কোন দেশে আমাদের দেশের মত মানুষের এক অব মূণ্যায়ন আর দেখতে পাওয়া যায় না। মানুষ হয়ে অন্য মানুষকে কুপিয়ে হত্যা করা কত জগন্য হতে পারে বিবেকবান মানুষ কেবল বলতে পারে।



এক টাকার জন্য মানুষ খুন করা টুটকা কথা নিয়ে মানুষ মারা এ এক আজব দেশ আমাদের দেশ।



কয়েকজন মানুষের মধ্যে আজ আমাদের স্বাধীনতা বন্ধী। আমাদের এই প্রজন্মের যুব ও মেধাবী ছাত্রদের এগিয়ে আসতে হবে। আর রক্ষা করতে হবে এই মানুষের মৌলিক অধিকার।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৭

right pen বলেছেন: দারুণ লেগেছে।............. ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.