![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হযরত আ’ব্দুল্লহ ইবনে উ’মার রদিয়াল্লহু আ’নহুমা (عبْد الله بنْ عمر رضى الله عنْهما) বর্ণনা করেন, রসুলুল্লহ সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লাম এরশাদ করিয়াছেন, ইসলামের ইমারত পাঁচ জিনিসের উপর কায়েম করা হইয়াছে, (এক) লা-ইলাহা ইল্লাল্লহু মুহাম্মাদুর রসুলুল্লহ এর সাক্ষ্য প্রধান। (অর্থাৎ এই কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লহ ব্যতীত আর কেহ ইবাদাতের উপযুক্ত নাই এবং হযরত মুহাম্মাদ সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লাম আল্লহ তায়া’লার রসূল।) (দুই) নামায কায়েম করা। (তিন) যাকাত আদায় করা। (চার) হাজ্জ করা। (পাঁচ) রমযান মাসে রোযা রাখা। (বুখারী)
©somewhere in net ltd.