নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি প্রযুক্তি প্রিয় মানুষ; ছোটবেলা থেকেই প্রযুক্তি ভালোবাসি। এছাড়াও ভালোবাসি বই আর লেখালেখি পড়তে। মাঝে মাঝে লিখতেও ইচ্ছা করে। এখানে যোগ দিয়েছি হঠাৎ কোন কিছু লিখে ফেললে সেটা সবার মাঝে বিলিয়ে দেওয়ার জন্য।

রিহানুর ইসলাম প্রতীক

রিহানুর ইসলাম প্রতীক › বিস্তারিত পোস্টঃ

লাইফ ইজ আ লুডু

০৫ ই মে, ২০১৭ রাত ৮:২৮

জীবন একটা লুডু। তোমার ছক্কার গুটি তোমাকে কত নাম্বার শো করবে সেটা তোমার ভাগ্য অর্থাৎ আল্লাহর ইচ্ছা। কিন্তু তুমি তোমার দান কিভাবে চালবে সেটা তোমার বুদ্ধিমত্তা। তোমার বুদ্ধিমত্তা, তোমার নিয়ত পরিশ্রম অন্যজনের সৌভাগ্যকে বাজিমাত করতে পারে। আর কিছু না হলেও তোমার দূর্ভাগ্যকে তো হারাবেই।

উপরের এই অতীব সত্য, বাস্তব কথাগুলো আমাকে বলেছিলেন আমার খুব প্রিয় এক আপু। উনি আমাকে আদর করে কিড্ডো বলে ডাকেন, আমি কিটি বলে ডাকি। প্রায় সময়ই উনি আমাকে অনেক সুন্দর সুন্দর কথা বলেন, যা থেকে আমি পাই গভীর জীবনবোধের শিক্ষা। সেসব দিকে যাচ্ছি না। আমরা কেবল উপরের ঐ কথাগুলোকেই বিশ্লেষণ করলে পেতে পারি অত্যন্ত গভীর একটা জীবন দর্শন। ভাগ্য যতই আমাদের সহায় না থাকুক, আমরা যদি আমাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে একাগ্রতার সহিত ধৈর্য্য ধরে কোন কিছুতে লেগে থাকি তাহলে খুব ভালো কিছু না করতে পারলেও অন্তত খারাপ কিছু হওয়াটাকে আটকাতে পারবোই।

আমি এমন একজনকে চিনি যার মেধাটা তেমন ভালো ছিল না। হয়তো এটা তার দূর্ভাগ্য কিংবা ভাগ্য ভাল ছিল না বলা যায়। কিন্তু তাকে দেখেছি হাল না ছেড়ে প্রচুর পড়তে। মুখস্থ হয় না বলে জোরে জোরে প্রচুর পড়তো সে। এতে করে সে তার দূর্ভাগ্যকে হারিয়েছে। অন্যরা যতটুকু পড়ে ততটুকু পড়লে যেখানে সে নির্ঘাত ফেল করতো সেখানে সে প্রচুর পড়ে ফেল করাটা ঠেকাতো, করতোও মোটামুটি ভালো রেজাল্ট। শুধু তাই নয়, এই যে তার প্রচুর পড়তে গিয়ে কোনকিছুর পেছনে প্রচুর পরিশ্রম করার একটা অভ্যাস তৈরি হচ্ছে, এই অভ্যাসটাই তাকে নিয়ে যাবে অনন্য এক উচ্চতায়। পরিশ্রম সৌভাগ্যের চাবিকাটি কথাটা কারো অজানা নয়। এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। মেধা কিংবা সৌভাগ্য মানুষকে অনন্য উচ্চতায় নিয়ে যায় না। এজন্যে কোথাও না কোথাও থাকতে হয় একাগ্রচিত্তে প্রচুর পরিশ্রম। আপনি ছোটবেলায় ক্লাসের ফার্স্ট বয় নাকি লাস্ট বয় ছিলেন সেটা কেউ দেখতে কিংবা মনে রাখতে যাবে না। আপনার বর্তমান অবস্থানটা কী সেটাই সবাই দেখবে। আজ বিশ্বের বড় বড় অবস্থানে যারাই রয়েছে তারা কেউই বলতে গেলে ছোটবেলায় মেধাবী হিসেবে পরিচিত ছিল না কিংবা ছিল না আর্থিকভাবে স্বচ্ছল কোন পরিবারের। তারপরেও আজ তারা বিশ্বের অন্যতম মেধাবী হিসেবে স্বীকৃত তাদের বর্তমান অবস্থানের কারণে। এ স্বীকৃতি কিসের ফল জানেন? এ পরিশ্রমের ফল, যার যতটুকু মেধা ছিল ততটুকুকেই কাজে লাগিয়ে করা পরিশ্রমের ফল। লুডু খেলায় নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে যেমন কানা, দুড়ি, তিড়ি মেরেও কেবল ছক্কা-পাঞ্জা মারা অন্যের গুটি খেয়ে বিজয়ী হওয়া যায়, তেমনি জীবনে ভাগ্য সহায় না থাকলেও বুদ্ধিমত্তা ও পরিশ্রমের জোরে অনেক দূর আগানো যায়।
কেবলই মনে রাখতে হবে লাইফ ইজ আ লুডু।

লিখায়: রিহানুর ইসলাম প্রতীক

ফেসবুকে লেখক: Rihanoor Protik

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৭ রাত ৮:৩৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ইংলিস একটা প্রবাদ আছে life a gamble

২| ০৫ ই মে, ২০১৭ রাত ১০:০৮

Tahmid Ahabab বলেছেন: উল্টোভাবে বলা যেতে পারে।যেমন: দাবা গেইম

৩| ০৬ ই মে, ২০১৭ রাত ২:৩৪

ওমেরা বলেছেন: কথা সত্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.