নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি প্রযুক্তি প্রিয় মানুষ; ছোটবেলা থেকেই প্রযুক্তি ভালোবাসি। এছাড়াও ভালোবাসি বই আর লেখালেখি পড়তে। মাঝে মাঝে লিখতেও ইচ্ছা করে। এখানে যোগ দিয়েছি হঠাৎ কোন কিছু লিখে ফেললে সেটা সবার মাঝে বিলিয়ে দেওয়ার জন্য।

রিহানুর ইসলাম প্রতীক

রিহানুর ইসলাম প্রতীক › বিস্তারিত পোস্টঃ

সিসি ক্যামেরা এবং আমরা

২৬ শে মে, ২০১৭ রাত ৮:৫৪

আমরা সকলেই সিসি ক্যামেরা চিনি। নিরাপত্তার জন্য এটা বিভিন্ন বাসা-বাড়ি, অফিস-আদালত, দোকান-পাট কিংবা রাস্তাঘাটে ব্যবহার হয়। এটার মাধ্যমে কেউ চুরি করলে বা কোনো অঘটন ঘটালে সেটার ভিডিও রেকর্ড হয়ে থাকে এবং এ থেকে সহজেই অপরাধীকে সনাক্ত করা ধরা যায়। কিন্তু এটা যতটা না ভিডিও করার কাজ করে তারচেয়ে বেশি প্রহরীর কাজ করে। কেননা যেখানে এটা লাগানো থাকে সেখানে কেউ ধরা পড়ার ভয়ে অঘটন ঘটানো বা চুরি করার সাহস পায় না। এখন কেউ যদি কোথাও সিসি ক্যামেরা লাগিয়ে রেখে কয়েক মাস যাওয়ার পরেও কোনো চুরির ভিডিও না পাওয়াই ভাবে যে এই সিসি ক্যামেরার কোনো প্রয়োজনই নেই তাহলে কি সে বোকামী করবে না? এবং এই ভাবনা থেকে যদি সে সিসি ক্যামেরাটি খুলে ফেলে তাহলে কি সে কোনো অঘটন ঘটার বা চুরির সম্মুখীন হওয়ার সম্ভাবনায় থাকবে না? ঠিক তেমনি আমাদের বাস্তব জীবনেও এমন অনেকে বা অনেককিছু যা এই সিসি ক্যামেরার মত গুরত্বপূর্ণ। তাদের উপস্থিতি দৃশ্যত আমাদের কাছে গুরত্বপূর্ণ মনে না হলেও তাদের অনুপস্থিতি যে আমাদের কতটা ক্ষতি সাধন করতে পারে কিংবা অসহায় অবস্থায় ফেলতে পারে তা আমরা কেবল নিজেদের হেলায় তাদের হারিয়ে ফেললে বুঝি।

আমরা মানুষরা সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান প্রাণী হলেও আমি অবাক বিস্ময়ে লক্ষ্ করেছি এই ব্যাপারটিতে কেন যেন আমরা প্রায় সময়ই বোকার পরিচয় দিই। আমরা আমাদের জীবনের সেইসব সিসি ক্যামেরার আসল গুরত্ব অনুধাবন করতে পারি না। তারা থাকায় আমাদের যে কতটা উপকার হচ্ছে সেটা না দেখে আমরা তাদের কাছে অনেক অনেক কিছু প্রত্যাশা করি এবং প্রত্যাশার অনুযায়ী প্রাপ্তি না থাকায় হেলায় ফেলায় তাদের দূরে সরিয়ে দিই। অনেকটা সিসি ক্যামেরাতে চুরির ভিডিও না পেয়ে সেটা খুলে ফেলা।

এ জীবন একটাই। এখানে কোনো আগের জন্ম বা পরের জন্ম বলে কিছু নাই। সুতরাং বুদ্ধিমত্তা দিয়ে বিচার বিবেচনা করে সবচেয়ে ভালো যেটা তা আজই করতে হবে, এখনই করতে হবে। খুঁজে বের করতে হবে আমাদের জীবনের সিসি ক্যামেরাগুলো। অমর্যাদা, অযত্নে দাঁত হারিয়ে তার জন্য আফসোস করলে কোনো লাভ হবে না, মর্যাদা দিতে হবে তা থাকতেই।

লিখায়: রিহানুর ইসলাম প্রতীক

ফেসবুকে লেখক: Rihanoor Protik

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.