নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রি হোসাইন

কবিতা তার অগ্রজ কবিতার অনুকরন করে কথা বলা মাত্র ...... যারা নতুন কিছু বলে তারা কবি না যতক্ষন পর্যন্ত সেই নতুন কথার অনুকরন না করা হয়।

রি হোসাইন › বিস্তারিত পোস্টঃ

যে রাষ্ট্রীয় ভুল করা হয়েছে গত ৬৬(২৪+৪২) বছর

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৪

দুঃখ জনক ভাবে গুটি কয়েক সাধারন সমর্থক ছাড়া হেফাজতের ইসলামের কেউ-ই অনলাইন-ই বুঝে না। সুতরাং তাদের জন্যে নানা রকম নেতিবাচকপ্রচার অথবা আপপ্রচার কোনো কামে আহার কোনো সুযোগ আছে বইল্যা মনে হয় না। আজাইরা সময় লষ্ট ......... এরাতো আর ব্লগারও ব্লগেরপাঠকও না ...... এরা জাগরন বুঝে না চেতোনা বুঝে না এরা ব্যাবসা বুঝে না



এরা শুধু নবী বুঝে রাসুল বুঝে

কেউ কেউ সরবোচ্চ হুজুর(শিক্ষক) কিংবা বড়হুজুর(ধ্রুপদী শিক্ষক) বোঝে।



আপনি কি জানেন দেশে কাওমি মাদ্রাসার সংখ্যা কত? এটার জন্যে কোনো অনুমতি অনুমোদোন নাগে না। বাংলাদেশের প্রায় প্রতিটা পাড়া মহল্লায় একধিক কিংবা অনেক কাওমি মাদ্রাসা আছে। যার সংখ্যা দেশের মসজিদের সংখ্যার কাছাকাছি। জানেন কি কত লক্ষ সুবিধা বঞ্চিত এখান থেকে নুন্যতম শিক্ষাগ্রহন করে? জানেন কি এই বড় হুজুর (ধ্রুপদী শিক্ষক) কত হাজার(মতান্তরে লক্ষ) হুজুরের শিক্ষক?



আজ হোক কাল হোক, এই ইস্যু হোক সেই ইস্যু হোক এর একটা বিস্ফোরোন অবশ্যম্ভাবী ছিলো ...............



একটা বিশেষ ধারাকে অবজ্ঞা অবহেলা করে আচ্ছুত মনে করে কোমল ভাবে নিয়ন্ত্রণে না নিয়ে রুক্ষ ভাবে ছুড়ে ফেলে দিয়ে যে রাষ্ট্রীয় ভুল করা হয়েছে গত ৬৬(২৪+৪২) বছর যাবত তার মাশুল দেবার সময় এসে গেছে।





আতংকিত বোধ করছি

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৯

বাংলার হাসান বলেছেন: একটা বিশেষ ধারাকে অবজ্ঞা অবহেলা করে আচ্ছুত মনে করে কোমল ভাবে নিয়ন্ত্রণে না নিয়ে রুক্ষ ভাবে ছুড়ে ফেলে দিয়ে যে রাষ্ট্রীয় ভুল করা হয়েছে গত ৬৬(২৪+৪২) বছর যাবত তার মাশুল দেবার সময় এসে গেছে। সহমত

২| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪১

মো: আজিজ মোর্শেদ বলেছেন: একটা বিশেষ ধারাকে অবজ্ঞা অবহেলা করে আচ্ছুত মনে করে কোমল ভাবে নিয়ন্ত্রণে না নিয়ে রুক্ষ ভাবে ছুড়ে ফেলে দিয়ে যে রাষ্ট্রীয় ভুল করা হয়েছে গত ৬৬(২৪+৪২) বছর যাবত তার মাশুল দেবার সময় এসে গেছে। সহমত

৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪১

তিক্তভাষী বলেছেন: সঠিক জায়গাতে দৃষ্টি দিয়েছেন। সেরকম দুরদৃষ্টি সম্পন্ন নেতা কখনোই আমরা পাইনি। সব ছিলো হালুয়া-রুটির ভাগাভাগিতে ব্যস্ত।

৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১৬

কালো স্বপ্ন বলেছেন: সহমত।

৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২৮

জাহাঙ্গীর জান বলেছেন: আপনার সাথে সহ মত । মাছের পোঁচন ধরে মাথা থেকেই আর বাঙ্গালীর পোঁচন অবিকল মাথা থেকেই ধরেছে । বাংলাদেশের বর্তমান অবস্থার জন্য জেনারেল জিয়াউর রহমান দায়ী ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.