নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রি হোসাইন

কবিতা তার অগ্রজ কবিতার অনুকরন করে কথা বলা মাত্র ...... যারা নতুন কিছু বলে তারা কবি না যতক্ষন পর্যন্ত সেই নতুন কথার অনুকরন না করা হয়।

রি হোসাইন › বিস্তারিত পোস্টঃ

এই মুহূর্তে সাধারন জনগনের কারনীয় কি?

০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৯

এই মুহূর্তে সাধারন জনগনের কারনীয় কি?

এই অস্থিরতার সমাধান কার কাছে চাইবো? প্রশানশন তো নিজে-ই এই অস্থিরতার প্রধান সংগঠক। বিরোধীরা এই অস্থিরতার কুশীলব ......... কার কাছে যাবো? কার কাছে প্রতিকার চাইবো? আমাদের দেয়ালে পিঠ তো অনেক আগেই ঠেকে গিয়েছে এখন সেই দেয়াল পিঠের চামড়া ভেদ করে করে হাড় এবং হাড় ভেদ করে করে অস্থি মজ্জা ধরেছে। আমার নিঃশ্চিনহ হতে বসেছি, আমরা সর্বস্বান্ত হয়ে গেছি, আমি আমাদের হারাবার আর কিছু-ই খুঁজে পাচ্ছি না।



আসুন সবাই মিলে আমারা সেনানিবাসের মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচী শুরু করি। ( জানি এটা একটা মারাত্ত্বক ভুল তার পরেও আমাদের আর কি উপায় আছে বলেন?)

আসুন যে যেই এলাকেতেই থাকেন না কেনো পার্শ্ববর্তী সেনা নিবাসের প্রধান ফটকের সামনে শান্তিপূর্ণ অবস্থান করি। সেনাবাহিনে কে ক্ষমতায় বসানো নয় আমাদের সংকট উত্তরনের জন্যে তাদের কাছে সাহায্য চাই। প্রাকৃতিক দুর্যোগে সেনা বাহিনী আমাদের যে রকম সাহায্য করে এখনো সেরকম কিছু একটা করুক। বিদেশের জাতিসংঘ মিশন গুলোতে আমাদের সেনাবাহিনী সেই দেশের নাগরিকদের যে রকম সাহায্য করে আমাদের ও সেইরকম কিছু করুক।



আসুন সবাই বিষয়টা নিয়ে ভেবে দেখি......... আমাদের হাতে সময় খুব-ই অল্প। দেশ কে গৃহযুদ্ধ থেকে বাচাতে আসুন আমরা এই রকম পদক্ষেপ নেই।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৩

স্বপ্নতরী (রাজু) বলেছেন: আসুন আমরা ঘরে বসে মুড়ি খাই।

২| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৫

িপয়াসস বলেছেন: এখন বাংলাদেশের শান্তি প্রিয় জনগণের উচিত শান্তির জন্য নোবেল পুরস্কারের আবেদন করা ;)

৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৯

হ্যারিয়ার টু বলেছেন: ছাগল

০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

রি হোসাইন বলেছেন: ধন্যবাদ

৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৯

shfikul বলেছেন: সাধারন জনগন?সাধারন জনগন আপনি আবার কই পাইলেন?জনগন তো এখন শুধু দুই ভাগে বিভক্ত।সাধারন জনগন বলতে আবার কেডায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.